Tag Archives: Mumbai Police

Salman Khan House Firing: পুলিশের হেফাজতে থেকেই আত্মহত্যা! সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের মৃত্যু

মুম্বই: অভিনেতা সলমন খানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় দুই অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। আজ, বুধবার তাদেরই মধ্যে একজন পুলিশের হেফাজতেই আত্মহত্যা করেছে বলে সূত্রের খবর। যদিও এখনও এই ঘটনার আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

অনুজ থাপন নামে অভিযুক্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। গত ১৪ এপ্রিল বলিউড অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে। সূত্রের খবর, কী কারণে থাপন এত কঠোর পদক্ষেপ নিল তা খতিয়ে দেখবে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: মাথাব্যথা, পেটে ব্যথা… AstraZeneca-র Covishield ভ্যাকসিন দ্বারা সৃষ্টি হয়েছে বিরল ব্যাধি TTS-এর উপসর্গ কী কী

এদিকে, আরও দুইজন, ভিকি গুপ্তা এবং সাগর পাল, যারা সালমানের বাসভবনের বাইরে গুলি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে তারাও পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার রাতে মোটরসাইকেলে এলাকা ছেড়ে যাওয়ার সময় সিসিটিভিতে ধরা পড়ার পর তাদের গ্রেফতার করা হয়।

DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

Salman Khan: এলোপাথাড়ি গুলি সলমনের বাড়ির বাইরে, সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড! আবারও কি তবে খুনের চেষ্টা? তদন্তে পুলিশ

বলিউডের ভাইজান সলমন খানের মুম্বইয়ের বাড়ির বাইরে ভয়ঙ্কর কাণ্ড৷ গ্যালাক্সির বাইরে শোনা গেল এলোপাথাড়ি গুলির শব্দ৷ ঘটনা জানাজানি হতেই বিরাট আতঙ্ক শুরু হয়েছে৷
বলিউডের ভাইজান সলমন খানের মুম্বইয়ের বাড়ির বাইরে ভয়ঙ্কর কাণ্ড৷ গ্যালাক্সির বাইরে শোনা গেল এলোপাথাড়ি গুলির শব্দ৷ ঘটনা জানাজানি হতেই বিরাট আতঙ্ক শুরু হয়েছে৷
রবিবার সকাল ৫ টায় মোটরসাইকেল করে এক ব্যক্তি বান্দ্রায় সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সেখান থেকে  পালিয়ে যায়৷ তারপরই ধুন্ধুমার শুরু হয়৷
রবিবার সকাল ৫ টায় মোটরসাইকেল করে এক ব্যক্তি বান্দ্রায় সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়৷ তারপরই ধুন্ধুমার শুরু হয়৷
কে এই ব্যক্তি? কী উদ্দেশ্য নিয়ে সলমন খানের বাড়ির বাইরে গুলি ছুড়ে পালিয়ে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ এবং ওই ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷
কে এই ব্যক্তি? কী উদ্দেশ্য নিয়ে সলমন খানের বাড়ির বাইরে গুলি ছুড়ে পালিয়ে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ এবং ওই ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চার থেকে চিন্তায় পড়েছেন ভক্তরা ৷  এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান৷
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চার থেকে চিন্তায় পড়েছেন ভক্তরা ৷ এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান৷
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের  নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷  ফের আবারও নতুন বিপদ সলমন খানের জীবনে৷ তা নিয়েই চিন্তা বাড়ছে ভক্তদের৷
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷ ফের আবারও নতুন বিপদ সলমন খানের জীবনে৷ তা নিয়েই চিন্তা বাড়ছে ভক্তদের৷
দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। যে কোনও সময়েই খুন হয়ে যেতে পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি। কড়া নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করেন ভাইজান৷
দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। যে কোনও সময়েই খুন হয়ে যেতে পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি। কড়া নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করেন ভাইজান৷
সলমনের এই বুলেটপ্রুফ গাড়িতে বি৬ কিংবা বি৭ স্তরের সুরক্ষা রয়েছে ৷  বি৬ ব্যালিস্টিক সুরক্ষার জন্য দারুণ কার্যকরী৷ যেটি একটি ৪১ মিমি পুরু কাচের উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রীদের রক্ষা করতে পারে৷ এবং বি৭ ও ৭৮ মিমি পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া৷ জানা গিয়েছে, সলমনের আগের টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০-এর থেকেও অনেক বেশি নিরাপত্তায় মোড়া৷ আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছেন সলমন খান৷ সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সলমনের এই বুলেটপ্রুফ গাড়িতে বি৬ কিংবা বি৭ স্তরের সুরক্ষা রয়েছে ৷ বি৬ ব্যালিস্টিক সুরক্ষার জন্য দারুণ কার্যকরী৷ যেটি একটি ৪১ মিমি পুরু কাচের উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রীদের রক্ষা করতে পারে৷ এবং বি৭ ও ৭৮ মিমি পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া৷ জানা গিয়েছে, সলমনের আগের টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০-এর থেকেও অনেক বেশি নিরাপত্তায় মোড়া৷ আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছেন সলমন খান৷ সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Munawar Faruqui: গভীর রাতে তুলে নিয়ে গেল পুলিশ! হুক্কা বার থেকে আটক বিগ বস তারকা, জামিন পেয়েও রেহাই নেই

মুম্বই: গতকাল, মঙ্গলবার গভীর রাতে মুনাওয়ার ফারুকিকে তুলে নিয়ে গেল মুম্বই পুলিশ। বিখ্যাত কৌতুক অভিনেতা এবং ‘বিগ বস’ তারকাকে আটকের ঘটনা ছড়িয়ে পড়তেই চারদিকে হইচই। ফোর্ট এলাকায় একটি হুক্কা পার্লারে হানা দিয়েছিল পুলিশ। সেই অভিযানেই মুনাওয়ার-সহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। জামিনযোগ্য অপরাধ হলেও মুনাওয়ারকে জিজ্ঞাসাবাদ শেষে নোটি,স দিয়ে ছেড়ে দেয় পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

জামিনে ছাড়া পাওয়ার পর মুনাওয়ার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে একটি সেলফি শেয়ার করেছেন বিমানবন্দর থেকে। যেখানে লেখা, তিনি শহরের বাইরে যাচ্ছেন। চোখেমুখে তাঁর ক্লান্তি। তন্দ্রাচ্ছন্ন চোখে তিনি লিখেছেন, ‘ক্লান্ত এবং ভ্রমণ করছি…’। এই ছবিতে তাঁকে কালো টি-শার্ট পরা সাজে দেখা যায়। তিনি ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরকে ট্যাগ করেছেন।

আরও পড়ুন: ‘দিদার হাতে ভাতে ভাত আর… আহা!’ বচ্চনদের হেঁসেলেও রাজ করছে মধ্যবিত্ত বাঙালির পদ, কী কী রাঁধেন জয়া? জানালেন নাতনি

একজন আধিকারিক জানিয়েছেন, মুম্বই পুলিশের সমাজসেবা শাখা মঙ্গলবার রাত আনুমানিক ১০.৩০টায় বোরা বাজার এলাকায় অবস্থিত একটি হুক্কা বারে অভিযান শুরু করে যা বুধবার ভোর ৫টা পর্যন্ত চলেছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘হুক্কা বারে অভিযানের সময় স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি এবং অন্যদের সেখানে হুক্কা খেতে দেখা যায়। আমাদের কাছে তার একটি ভিডিও-ও রয়েছে। এর পরে আমরা ফারুকি এবং অন্যান্যদের হেফাজতে নিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় কারণ তাঁদের বিরুদ্ধে আরোপিত ধারাগুলি জামিনযোগ্য।’’

একটি প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ যদি জানতে পারে যে তারা ভেষজের নামে তামাকযুক্ত হুক্কা ব্যবহার করেছে, তাহলে মুনাওয়ার-সহ বাকিদের বিরুদ্ধে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য নিষিদ্ধ আইনে মামলা দায়ের করা যেতে পারে।