Tag Archives: Naatu Naatu

RRR At Oscars 2023: অস্কার মঞ্চে তুফান তুলল নাটু নাটু, নাচ শেষে দাঁড়িয়ে অভিবাদন ও কুর্নিশ জানাল পুরো প্রেক্ষাগৃহ

লস অ্যাঞ্জেলস : ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মাতিয়ে দিল ‘নাটু নাটু’ গান৷ গায়ক রাহুল শিল্পীগুঞ্জ এবং কাল ভৈরব পারফর্ম করেন এই ভাইরাল গানের সঙ্গে৷ তাঁদের অসাধারণ নাচ আদায় করে নেয় দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন৷ লস অ্যাঞ্জলসে পুরো প্রেক্ষাগৃহ দাঁড়িয়ে অভিবাদন জানায় তাঁদের৷ তাছাড়া তাঁরা যে পারফর্ম করবেন, সে বিষয়ে দর্শকদের জানান দীপিকা পাড়ুকোন৷ অর্থাৎ তিনি ইন্ট্রোডিউস করিয়ে দেন৷ তিনি বলেন ‘‘অসাধারণ মনোগ্রাহী সুর যেখানে আছে ছন্দের ঝঙ্কার এবং অনবদ্য নাচের ভঙ্গি৷ সব মিলিয়ে গানটি পরিণত হয়েছে গ্লোবাল সেনসেশনে৷ আরআরআর ছবিতে গানটির দৃশ্য তথা দৃশ্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ বাস্তব জীবনে ভারতীয় বিপ্লবী অল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের মধ্যে বন্ধুত্বকে উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছে৷’’

গানটি যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাজিমাত করেছে সে বিষয়েও উল্লেখ করেন দীপিকা৷ তিনি বলেন ‘‘ইউটিউব ও টিকটকে কয়েক মিলিয়ন ভিউজ পেয়েছে গানটি৷ সারা বিশ্বের প্রেক্ষাগৃহে গানটিতে দর্শকরা নেচেছেন৷ ভারত থেকে এই গানটিই প্রথম বার মৌলিক সঙ্গীত বিভাগে মনোনীত হল৷ অস্কার মঞ্চে অসাধারণ সাজে সজ্জিত দীপিকা সকলের কাছে আরআরআর দেখার আর্জিও জানান৷ প্রসঙ্গত এই গানই এ বছর ভারতকে এনে দিল দ্বিতীয় অস্কার৷ ভারত থেকে প্রথম গান হিসেবে পুরস্কৃত হল সেরা মৌলিক সঙ্গীত বিভাগে৷

আরও পড়ুন :  ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

 

গত শতকের কুড়ির দশকের দুই কিংবদন্তিসম স্বাধীনতা সংগ্রামী অল্লুরি সীতারামারাজু এবং কোরমান ভীমের বন্ধুত্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবি রেকর্ড সাফল্য পেয়েছে বক্সঅফিসে৷ মুখ্য ভূমিকায় আছেন রাচমরণ এবং জুনিয়র এনটিআর৷ এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, অলিভিয়া মোরিস, অ্যালিসন ডুডি এবং রে স্টিভেনসন৷ ছবির গান ‘নাটু নাটু’ ভাইরাল হওয়ার পাশাপাশি সমালোচক মহলেও প্রশংসিত হয়েছে ‘আরআরআর’৷

MM Keeravani Padma Shri: অস্কার মনোনয়নের পর পদ্মশ্রী! আরআরআর-এর ‘নাটু নাটু’ স্রষ্টাকে এবার জাতীয় সম্মান

হায়দরাবাদ: বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয় এ বছরের পদ্মসম্মান কারা পাচ্ছেন, সেই তালিকা। দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন এম এম কিরাবাণী। সঙ্গীতকার। দক্ষিণের এই সুরকার বারবার শিরোনাম দখল করেছেন গত কয়েক মাস ধরে। এর আগেও যুগান্তকারী সুর দিয়েছেন, গান বানিয়েছেন তিনি। কিন্তু এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’র সৃষ্টির পর নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। একের পর এক সম্মান পাচ্ছেন তিনি। সাত সমুদ্র পাড় করে সে গান সকলের মন ছুঁয়েছে।

অস্কারে মনোনীত এই গান আগেই গোল্ডেন গ্লোব পুরস্কার গ্রহণ করেছে। সেরা মৌলিক গানের বিভাগে। এবার দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন সেই গানের সুরকার।

কে এই কিরাবাণী?

১৯৬১ সালের ৪ জুলাই, অন্ধ্রপ্রদেশের কোভভুর শহরে জন্ম তাঁর। সঙ্গীত রচয়িতা, প্লেব্যাক সিঙ্গার এবং গীতিকার যিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করেছেন। তবে তিনি তামিল, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি সিনেমার জন্যও গান তৈরি করেছেন। প্রায় তিন দশকের পেশা জীবনে কিরাবাণী বিভিন্ন ভাষায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।

আরও পড়ুন: সম্মানিত পদ্মশ্রীতে, বাপ-মা হারা প্রীতিকণার কাঁথার কাজের চর্চা বিদেশেও, লড়াই শুরু ছোট থেকেই

২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ থেকে শুরু করে ২০১৭-র ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ২০২২-এর ‘আরআরআর’-এ খুড়তুতো ভাই এস এস রাজামৌলীর সঙ্গে গাঁটছড়া বেঁধে সবথেকে বেশি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন।

আরও পড়ুন: ঘোষিত এ বছরের পদ্মসম্মান, তালিকায় ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহালানবীশ-সহ একাধিক কৃতী বাঙালি

এছাড়া ‘ব্রহ্মাণ্ড নয়াগন’, ‘অন্তিম ফায়সলা’, ‘ইস রাত কি সুবাহ নেহি’, ‘জিসম’, ‘সায়া’-র মতো ব্লকব্লাস্টার ছবিতে সুপারহিট গান বানিয়েছেন।

রাজামৌলীর স্ত্রী রামা রাজামৌলীর বোন শ্রীভল্লিকেই বিয়ে করেছেন কিরাবাণী। শ্রীভল্লি নিজে একজন সফল প্রযোজক। তাঁদের ছেলে কালা ভৈরবও সঙ্গীত জগতেই পা রেখেছেন। কাজ করেছেন বাবার সঙ্গে।