Tag Archives: RRR

এবার নাটু নাটু-তে জমিয়ে নাচলেন বিরাট কোহলি, ঝড় তুলল সেই ভিডিও

মুম্বই: ম্যাচ চলাকালীন বিরাট কোহলির নাচ কোনও নতুন বিষয় নয়। এর আগেও একাধিকবার মাঠে ফিল্ডিং করার সময় বিন্দাস মুডে পাওয়া গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক। নানা সুপার হিট গানের তালে নাচতেও দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় ফের কোমড় দোলাতে দেখা গেল বিরাটকে। আর এবার বিরাট কোহলি নাচলেন “আরআরআর” সিনেমার অস্কার জয়ী গান “নাটু নাটু”-তে।

অস্কারের মঞ্চে সম্মানিত হওয়ার আগেই নাটু নাটু জিতেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। আর কয়েক দিন আগে অস্কার পাওয়ার পুরো বিশ্ব যেন মেতে উঠেছে নাটু নাটু-র তালে। সেই গানে নাচ থেকে নিজেকে বেশি দিন দূরে রাখতে পারলেন বিরাট কোহলিও। ওয়াংখেড়ে ফিল্ডিং করার সময় হঠাৎই দেখা যায় বিরাট কোহলি নাটু নাটু গানের স্টেপ করছেন। যেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নাটু নাটু-তে বিরাট কোহলির নাচ ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হার্দিক পান্ডিয়া। মহম্মদ শামি-মহম্মদ সিরাজের পেস অ্যাটাক ও রবীন্দ্র জাদেজা-কুলদীপ যাদবের স্পিনের ভেলকির সামনে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান কেএল রাহুল অনবদ্য ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাজেদা ও হার্দিক পান্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ জেতে ভারত।

আহমেদাবাদে অস্কার জয়ী নাটু নাটু গানে তুমুল নাচ গাভাসকর-হেডেনদের, ভাইরাল ভিডিও

আহমেদাবাদ: সোমবার ভারতীয় জন্য গর্বের দিন, খুশির দিন। একদিনে এল জোড়া সুখবর। সোমবার সকালেই জানা যায় অস্কার পেয়েছে দক্ষিণী ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। এর আগেও আন্তর্জাতিক মঞ্চে একাধিক পুরস্কার জিতেছে এস এস রাজামৌলির সিনেমার এই বিখ্যাত গান। এবার বিশ্বের সবথেকে বড় অস্কারের মঞ্চেও নিজেদের বিজয় ডঙ্কা ওড়াল ‘নাটু নাটু’ গান। আর দ্বিতীয় সুখবর হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ জয় ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করা।

‘নাটু নাটু’ গানের হৃদম, ছন্দ ও সাফল্যের রেশ এসে পড়ল ভারত- অস্ট্রেলিয়া সিরিজেও। সেখানে প্রাক্তন তারকা ক্রিকেটাররদের এই সুপার হিট গানে নাচতে দেখা যায়। সোমবার খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলের থেকে একটি ভিডিও শেয়াপ করা হয়। সেই ভিডিওতে যতীন সাপ্রু ছাড়াও ছিলেন সুনীল গাভাসকর, ম্যাথু হেডেন, অজিত আগরকর, সঞ্জয় বাঙ্গারকে। সকলকে নাটু নাটু গানে নাচতে দেখা যায়। যেই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তুলেছে।

আরও পড়ুনঃ ক্রাইস্টচার্চ থেকে সুখবর এল আহমেদাবাদে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

নাচের সঙ্গে সুনীল গাভাসকরকে বলতেও শোনা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের অস্কার পাওয়াটা প্রত্যেক ভারতীয়ের কাছে খুবই গর্বের। যতীন সাপ্রুকে বলতে শোনা যায়, সকালে সুদূর আমেরিকা থেকে আরও খুশির খবর চলে এসেছে। এর পরেই হেডেনকে জিজ্ঞাসা করেন তিনি ‘নাটু নাটু’ গানের কথা জানেন কিনা। হেডেন বলেন, “অবশ্যই।” আবার সবাই মিলে গানের তালে পা মেলান। সঞ্জয় বাঙ্গারও বলেন, “ভারতের ক্রিকেটের মতোই সিনেমা গোটা বিশ্বে জনপ্রিয়।” প্রাক্তন ক্রিকেটার ও সঞ্চালকের নাচের ভিডিও পছন্দ করেছেন সকলেই।

Oscars 2023 II Bollywood: পথ দেখানোর জন্য ধন্যবাদ! অস্কারে দক্ষিণী দুই ছবি, কী বললেন শাহরুখ? বলিউডে হইচই!

মুম্বই: ভারতের জন্য ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যেন গর্বের ফোয়ারা। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল এবারের অস্কারে। সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। দ্বিতীয়, আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল। সারা বিশ্বের মতো গোটা দেশেও হইহই শুরু হয়েছে। জোড়া অস্কার নিয়ে মাতামাতি চলছে চারদিকে। বলিউডে কার কী প্রতিক্রিয়া? যদিও এই ছবি তেলুগু ইন্ডাস্ট্রির, কিন্তু বলিউডের তারকারাও গর্ববোধ করছেন দেশের জন্য।

শাহরুখ খান, বলিউডের কিং খান ট্যুইট করেছেন, ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর জন্য প্রযোজক গুনীত মোঙ্গা এবং পরিচালক কার্তিকি গনসালভেসকে আলিঙ্গন জানালেন বাদশা। তার পর ‘আরআরআর’ এসএস রাজামৌলী, জুনিয়র এনটিআর এবং রামচরণকে বললেন, ‘আমাদের পথ দেখানোর জন্য অনেক ধন্যবাদ।’

ওদিকে আনন্দে আত্মহারা আলিয়া ভাট। নিজে এই অস্কারজয়ী ছবিতে রামচরণের স্ত্রী সীতার চরিত্রে অভিনয় করেছিলেন। অস্কার মঞ্চে উপস্থিত না থাকলেও মুম্বইয়ে বসে অভিনন্দন জানালেন ছবির কলাকুশলীদের। শিস বাজিয়ে যেন আনন্দে নাচতে চাইলেন তিনি। তাঁর পোস্ট দেখে তেমনই আন্দাজ করা যাচ্ছে। তা ছাড়া গুনীত মোঙ্গা এবং কার্তিকি গনসালভেস, দুই নারীর অস্কারজয় নিয়েও আপ্লুত আলিয়া। দুই নারী অস্কার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে, এমনই একটি ছবি দিয়ে তিনি লিখলেন, ‘আহা কী দৃশ্য! ঐতিহাসিক।’

আরও পড়ুন: অস্কার মঞ্চে তুফান তুলল নাটু নাটু, নাচ শেষে দাঁড়িয়ে অভিবাদন ও কুর্নিশ জানাল পুরো প্রেক্ষাগৃহ

আরও পড়ুন: ‘নাটু নাটু’ গানের জনপ্রিয়তা সীমানা ছাড়িয়েছে, দেশের অস্কারজয়ীদের অভিনন্দন মোদির!

‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’র লাইভ পারফর্মেন্স দেখে আপ্লুত প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তা-ই নয়, নিক জোনাসকে বিয়ের পর আমেরিকাতেই বসবাস শুরু করেছেন বটে, কিন্তু নিজেদের দেশের ছবিকে অস্কারের দর্শকাসনের সকলে উঠে দাঁড়িয়ে সংবর্ধনা দিচ্ছেন দেখে তিনি হাততালি না দিয়ে পারলেন না। গর্বিত প্রিয়াঙ্কাও।

হৃতিক রোশন লিখেছেন, ‘ঐতিহাসিক! ভারতীয় ছবির জন্য গর্বের এবং আনন্দের মুহূর্ত। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘আরআরআর’-এর টিমকে অনেক শুভেচ্ছা।’

কঙ্গনা লিখলেন, ‘গোটা ভারতবর্ষকে শুভেচ্ছা জানাই। জাতির মধ্যে ভেদাভেদ এনে শোষণ, শাসন, হত্যা, ঔপনিবেশিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই গল্প যেভাবে বিশ্বমঞ্চে সমাদৃত হচ্ছে, সেটা দেখেই আনন্দ পাচ্ছি। ধন্যবাদ আরআরআর।’

পরিচালক বিবেক অগ্নিহোত্রী একইসঙ্গে ‘আরআরআর’-কে শুভেচ্ছা জানালেন এবং বলিউডকে দুষলেন। বিবেকের লেখায়, ‘ভারতীয় চলচ্চিত্রের জন্য দারুণ সময়। শুরু হল আমাদের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দিয়ে। যেভাবে গোটা বিশ্বের নজর কেড়েছে! তার পর দু’টি তথ্যচিত্র এবং ‘আরআরআর’-এর অস্কারজয় এবং দীপিকা পাড়ুকোনের অস্কার উপস্থাপনা করা, সব মিলিয়ে অপূর্ব সময়। আমি এই কারণে আরও বেশি খুশি যে বলিউডের বাইরের ছবিগুলি স্বীকৃতি পাচ্ছে। ওগুলো সরিয়ে প্রকৃত ভারতীয় ছবি সকলের সামনে আসছে। আশা করি, বাংলা, পাঞ্জাবি, মরাঠি, মালয়ালম এবং আরও সমস্ত রাজ্য বেড়াজাল থেকে বেরিয়ে একটা ছাতার তলায় আসুক।’

Oscars 2023 RRR: তেলুগু ছবি RRR-কে বলিউড ছবির তকমা অস্কারে! ‘এ কী অন্যায়’! প্রতিবাদে ভক্তরা

লস অ্যাঞ্জেলস: একদিকে অস্কারমঞ্চে রাম বলছেন, ‘‘কেবল ‘আরআরআর’ টিমকে নয়, গোটা ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করছি আমরা’’, অন্যদিকে দেশের ভিতরে ভক্তরা দু’ভাগে বিভক্ত। বিবাদ বাধল দু’পক্ষের। দক্ষিণী ছবি বনাম বলিউড ছবি। আর সেই আগুনেই ঘী ঢাললেন অস্কার ২০২৩-এর সঞ্চালক জিমি কিমেল। ‘আরআরআর’কে বলিউড ছবির তকমা দেওয়ায় ক্ষুব্ধ দক্ষিণী ভক্তরা।

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মাতিয়ে দিল ‘নাটু নাটু’ গানটি৷ গায়ক রাহুল শিল্পীগুঞ্জ এবং কাল ভৈরব পারফর্ম করেন এই ভাইরাল গানের সঙ্গে৷ তাঁদের অসাধারণ নাচ আদায় করে নেয় দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন৷ তার পরেই দেখা যায় জিমি এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে ‘বলিউড মুভি’ শব্দদ্বয় ব্যবহার করেন।

আরও পড়ুন: অস্কার মঞ্চে তুফান তুলল নাটু নাটু, নাচ শেষে দাঁড়িয়ে অভিবাদন ও কুর্নিশ জানাল পুরো প্রেক্ষাগৃহ

আরও পড়ুন: ‘নাটু নাটু’ গানের জনপ্রিয়তা সীমানা ছাড়িয়েছে, দেশের অস্কারজয়ীদের অভিনন্দন মোদির!

সেই ভিডিওটি চারদিকে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু। সোশ্যাল মিডিয়ায় ধুন্ধুমার কাণ্ড। নেটিজেনদের একাংশ মন্তব্য করতে শুরু করেন, ‘কী করে একটি তেলুগু ছবিকে বলিউড ছবি বলতে পারেন জিমি!’, ‘পাশ্চাত্যে এখানকার প্রতিনিধিত্ব করার মতো কেউ নেই নাকি!’. ‘অস্কারমঞ্চে উঠে ‘আরআরআর’-কে বলিউড ছবি বলে দিলেন!’

ভারতের জন্য এই অস্কার গর্বের শীর্ষে। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। তা ছাড়া আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল।

RRR At Oscars 2023: অস্কার মঞ্চে তুফান তুলল নাটু নাটু, নাচ শেষে দাঁড়িয়ে অভিবাদন ও কুর্নিশ জানাল পুরো প্রেক্ষাগৃহ

লস অ্যাঞ্জেলস : ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মাতিয়ে দিল ‘নাটু নাটু’ গান৷ গায়ক রাহুল শিল্পীগুঞ্জ এবং কাল ভৈরব পারফর্ম করেন এই ভাইরাল গানের সঙ্গে৷ তাঁদের অসাধারণ নাচ আদায় করে নেয় দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন৷ লস অ্যাঞ্জলসে পুরো প্রেক্ষাগৃহ দাঁড়িয়ে অভিবাদন জানায় তাঁদের৷ তাছাড়া তাঁরা যে পারফর্ম করবেন, সে বিষয়ে দর্শকদের জানান দীপিকা পাড়ুকোন৷ অর্থাৎ তিনি ইন্ট্রোডিউস করিয়ে দেন৷ তিনি বলেন ‘‘অসাধারণ মনোগ্রাহী সুর যেখানে আছে ছন্দের ঝঙ্কার এবং অনবদ্য নাচের ভঙ্গি৷ সব মিলিয়ে গানটি পরিণত হয়েছে গ্লোবাল সেনসেশনে৷ আরআরআর ছবিতে গানটির দৃশ্য তথা দৃশ্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ বাস্তব জীবনে ভারতীয় বিপ্লবী অল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের মধ্যে বন্ধুত্বকে উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছে৷’’

গানটি যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাজিমাত করেছে সে বিষয়েও উল্লেখ করেন দীপিকা৷ তিনি বলেন ‘‘ইউটিউব ও টিকটকে কয়েক মিলিয়ন ভিউজ পেয়েছে গানটি৷ সারা বিশ্বের প্রেক্ষাগৃহে গানটিতে দর্শকরা নেচেছেন৷ ভারত থেকে এই গানটিই প্রথম বার মৌলিক সঙ্গীত বিভাগে মনোনীত হল৷ অস্কার মঞ্চে অসাধারণ সাজে সজ্জিত দীপিকা সকলের কাছে আরআরআর দেখার আর্জিও জানান৷ প্রসঙ্গত এই গানই এ বছর ভারতকে এনে দিল দ্বিতীয় অস্কার৷ ভারত থেকে প্রথম গান হিসেবে পুরস্কৃত হল সেরা মৌলিক সঙ্গীত বিভাগে৷

আরও পড়ুন :  ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

 

গত শতকের কুড়ির দশকের দুই কিংবদন্তিসম স্বাধীনতা সংগ্রামী অল্লুরি সীতারামারাজু এবং কোরমান ভীমের বন্ধুত্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবি রেকর্ড সাফল্য পেয়েছে বক্সঅফিসে৷ মুখ্য ভূমিকায় আছেন রাচমরণ এবং জুনিয়র এনটিআর৷ এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, অলিভিয়া মোরিস, অ্যালিসন ডুডি এবং রে স্টিভেনসন৷ ছবির গান ‘নাটু নাটু’ ভাইরাল হওয়ার পাশাপাশি সমালোচক মহলেও প্রশংসিত হয়েছে ‘আরআরআর’৷

Oscar 2023: অস্কারে সেরা অরিজিনাল সং বিভাগে বাজিমাত ‘নাটু নাটু’-র, ইতিহাস তৈরি ভারতীয় গানের

লস অ্যাঞ্জেলেস: গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস তৈরির পর এবার অস্কারের মঞ্চেও বাজিমাত ‘নাটু নাটু’-র৷ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল মিউজিক ক্যাটেগরি বা সেরা মৌলিক সঙ্গীত বিভাগে সেরার সম্মান এল ভারতে৷

এবারই প্রথম এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ভারতীয় কোনও গান৷৷ আসমুদ্র হিমাচল পেরিয়ে জাদু দেখানো নাটু নাটু অস্কারের মঞ্চেও এবার কামাল করল৷ এ বছর ভারতকে দ্বিতীয় অস্কার পুরস্কার উপহার দিল এই ভাইরাল গান।

এবারের মঞ্চে তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে সঞ্চলনার দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি ভারতীয় সঙ্গীতের এই গানটির নাম করতেই অস্কারের দর্শকদের মধ্যে হাততালির তুফান ওঠে৷

পুরস্কৃত হওয়ার আগে এই গানের সঙ্গে ডান্স পারফরম্যান্সও হয়৷ সব মিলিয়ে সোমবারের সকালে ভারতীয় সঙ্গীতের মুকুটে নিঃসন্দেহে স্বীকৃতির নতুন পালক যুক্ত হল৷

আর আর আর-এর জয়জয়কার অব্যাহত, অস্কারের জন্য মনোনীত ‘নাটো নাটো’ গান

মুম্বই: রাজামৌলির ছবি ‘আর আর আর’-এর জয়জয়কার অব্যাহত। এবার অস্কারের জন্য মনোনীত হল ছবির গান ‘নাটো নাটো’। ইতিমধ্যেই এই গান জিতেছে গোল্ডেন গ্লোব। ৯৫ তম আকাদেমি অ্যাওয়ার্ডে ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে গানটি।

বিশ্বমঞ্চে সম্মানিত ‘আরআরআর’। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান ‘নাটু নাটু’-র ঝুলিতে এসেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। কিন্তু এই গানের স্রষ্টা এম এম কিরাবাণীর আরও একটি পরিচয় আছে। তিনি ছবির পরিচালকের খুড়তুতো ভাই। ‘নাটু নাটু’-র কোরিওগ্রাফি নিয়ে যেমন চর্চা বিস্তর, তেমনই গায়কিও কম প্রশংসা কুড়োয়নি। গানটি গেয়েছেন কিরাবাণীর ছেলে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ।

প্রায় তিন দশক ধরে সঙ্গীত পরিচালনার সঙ্গে যুক্ত কিরাবাণী। দীর্ঘ কেরিয়ারে একাধিক ভাষায় গান তৈরি করেছেন তিনি। ‘তুম মিলে দিল খিলে’, ‘গলি মে আজ চাঁদ নিকলা’-র মতো জনপ্রিয় গানগুলিও তাঁরই তৈরি। ‘নাটু’- যে শব্দটিকে ঘিরে এত চর্চা, তার অর্থ হল নাচ। ছবিতে ব্রিটিশ শাসিত ভারতে ভিনদেশীদের সামনে রাম (রাম চরণ) এবং ভীম (জুনিয়র এনটিআর) তাঁদের দেশীয় নাচের ঝলক দেখিয়েছিল। আর তাতেই তৈরি ইতিহাস। পর্দায় তো বটেই, তার বাইরেও ছড়িয়ে পড়ে গানের ম্যাজিক।

অত দ্রুত লয়ের গানের সঙ্গে পা মেলানো মুখের কথা না মোটেই। ছবির অভিনেতা জুনিয়র এনটিআর জানিয়েছেন, রাজামৌলি এই বিষয়টি নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। প্রত্যেকের পা যেন একই তালে পড়ে, তাতে জোর দিয়েছেন পরিচালক।

গানটির কোরিওগ্রাফি করেন প্রেম রক্ষিত। তাঁর তত্ত্বাবধানে ২০ দিন শ্যুট, ১৮টি টেকের পর অবশেষে পরিচালকের মুখে হাসি ফুটেছিল

Natu Natu Song: নাটু নাটু গানের এই নাচ দেখলে অবাক হবেন আপনিও, দেখুন ভিডিও

নয়া দিল্লি: RRR ছবির ‘নাটু নাটু’ গান ব্যাপক জনপ্রিয় হয়েছে। অনেকে সেই গানের তালে নেচে রিলসও বানিয়েছেন। এবার আনন্দ মাহিন্দ্রা এমন একটি ভিডিও পোস্ট করলেন নাটু নাটু গানটি নিয়ে, যা দেখে হতবাক সকলেই। সোশ্যাল মিডিয়ায় আনন্দ মাহিন্দ্রা তাঁর অনুগামীদের জন্য প্রায়ই দিন কিছু না কিছু পোস্ট করেন। তাঁর টুইটগুলি দ্রুত ভাইরাল হয়।

সম্প্রতি তাঁর একটি টুইট ভাইরাল হয়েছে। সেখানে আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে বিশ্ব বিখ্যাত কমেডিয়ান স্ট্যান লরেল এবং অলিভার হার্ডিকে RRR-এর নাটু নাটু গানে তাঁদের স্টাইলে নাচতে দেখা যায়। এই ভিডিওটি আনন্দ মাহিন্দ্রা তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

ভিডিওটি আদতে কবের, তা এখনও স্পষ্ট নয়। ভিডিওটিতে স্ট্যান লরেল এবং অলিভার হার্ডি নাচের তালে আরআরআর ছবির নাটু নাটু গানটি লাগানো হয়েছে।

 

ইতিমধ্যে এসএস রাজামৌলির চলচ্চিত্র RRR গোল্ডেন গ্লোব পুরস্কারে দুটি বিভাগে মনোনীত হয়েছে। আরআরআর ছবির ‘নাটু নাটু’ গানটির জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন,  প্যান কার্ড নিয়ে আসছে নতুন নিয়ম! বাজেটে বড় ঘোষণার পথে মোদি সরকার

আরও পড়ুন, সিপিএমকে আমন্ত্রণ, ভারত জোড়ো যাত্রার সমাপ্তিতে কেন ব্রাত্য় তৃণমূল? ব্য়াখ্য়া দিলেন অধীর

গানটি গেয়েছেন কিরাবাণীর ছেলে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। গানটির কোরিওগ্রাফি করেন প্রেম রক্ষিত। তাঁর তত্ত্বাবধানে ২০ দিন শ্যুট, ১৮টি টেকের পর অবশেষে পরিচালকের মুখে হাসি ফুটেছিল। এখন এই গানটিকে ঘিরেই উন্মাদনার শেষ নেই। মাঝে মধ্যে নতুন নতুন ভিডিও ভাইরাল হচ্ছে এই গানটিকে ঘিরে।