Tag Archives: Neel Bhattacharya

Milkshake Murders Trailer: ওটিটি-তে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পেল ট্রেলার

কলকাতা: এক ব্যর্থ লেখক। থাকেন থাইল্যান্ডের পাট্টায়াতে। বড় প্রকাশককে দিয়ে বই ছাপানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন। হতাশায় ডুবে সকলের থেকে নিজেকে আড়াল করার জন্য লেখক যান ফিফি দ্বীপে। সেখানে আকস্মিক ভাবে তাঁর দেখা হয়ে যায় এক বিচিত্র ব্যক্তিত্বের সঙ্গে। বাঙালি এই ভদ্রলোক আবার কিছুটা পাগলাটেও বটে! ফলে প্রবাসে দুই বাঙালির বন্ধুত্ব গড়ে উঠতেও বেশি সময় লাগেনি। কথায় কথায় লেখক জানতে পারেন যে, ওই পাগলাটে ভদ্রলোকের লেখা প্রথম বইটি এক নামজাদা প্রকাশনা একটা বড়সড় অঙ্ক দিয়ে ছাপছে। আর এখান থেকেই নতুন এক মোড় নেয় গল্পের প্রেক্ষাপট। এর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যায় কিছু চাঞ্চল্যকর ঘটনা। এই সমস্ত কিছুর উত্তরই মিলবে ক্লিক ওটিটি-র প্রথম আন্তর্জাতিক স্তরের রহস্যময় ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডার্স’ (Milkshake Murders)।

আরও পড়ুন– ‘মির্জাপুর সিজন ৩’-র সলোনি ভাবি এখন জাতীয় ক্রাশ; জানেন কি দাদ্দা ত্যাগীর পুত্রবধূর আসল পরিচয়?

সম্প্রতি মুক্তি পেয়েছে এই রুদ্ধশ্বাস থ্রিলারধর্মী সিরিজের ট্রেলার। চলতি মাস, অর্থাৎ জুলাইতেই ক্লিকে এক্লক্লুসিভ স্ট্রিমিং হতে চলেছে এই সিরিজের। পরিচালনা করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, আবহ সঙ্গীত, সম্পাদনা, রং বিন্যাসের দায়িত্বও সামলেছেন তিনি। এই সিরিজটি প্রযোজনা করেছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন– সাসপেন্স, থ্রিলার ও রোম্যান্সে ভরপুর রবিনস কিচেনের ট্রেলার, ছবি রিলিজ হচ্ছে আগামী ১৯ জুলাই

এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং জয়ী দেব রায়কে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অলোক সান্যাল, তপস্যা দাশগুপ্ত, জয়ন্ত মণ্ডল, রানা মুখোপাধ্যায়, অগ্নিভ জুন বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা রায়, চয়ন দে এবং সহেলি মণ্ডল। এই সিরিজে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন প্রতীক রায়। আর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মণিশঙ্কর দেবনাথ এবং অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আর্ট ডিরেকশনের দায়িত্বে ছিলেন সুভারতী বিশ্বাস। সাউন্ড ডিজাইন এবং ভিএফএক্স করেছেন তীর্থঙ্কর মজুমদার এবং রজত দলুই। সিরিজের পোশাক পরিকল্পনা করেছেন নন্দিনী সেনগুপ্ত। আর মেকআপের দায়িত্বে রয়েছেন রাজদীপ।

পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের কথায়, “মিল্কশেক মার্ডারস নতুন যুগের দ্রুত গতি সম্পন্ন এক ব্যতিক্রমী থ্রিলার। এর চরিত্রগুলি ভাগ্যের হাতে আকস্মিক সাফল্যের খেলায় লিপ্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত নিরাশা আর নিদারুণ যন্ত্রণার জালে জড়িয়ে পড়ে চরিত্রগুলি। প্রথমবার ক্লিকের সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাজটা করে যথেষ্ট আনন্দ পেয়েছি। এখানে অবশ্যই উল্লেখ করব কলাকুশলীদের কথা। তাঁরা এভাবে পাশে থেকে সহযোগিতা না করলে এই কাজটা করা সম্ভব ছিল না।”

অভিনেতা সৌরভ দাস বলেন, “কাটাকুটি এবং পিকাসো-তে অভিনয় করার পরে এটি ক্লিকের সঙ্গে আমার তৃতীয় সিরিজ। আর প্রতিটি সিরিজেই আমার চরিত্রায়ন অনন্য, মৌলিক ভাবে ভিন্ন এবং আকর্ষণীয়। আউটডোর শ্যুটিং এর সময়সূচি খুব কঠিন ছিল। কিন্তু পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম আউটডোরে শ্যুটিং যাওয়ার অভিজ্ঞতাটি অসাধারণ।”

অভিনেতা নীল ভট্টাচার্যের কথায়, “এই সিরিজটি খুবই স্পেশাল এবং বিভিন্ন কারণে আমার হৃদয়ের খুব কাছাকাছি। একজন অভিনেতা হিসেবে ছোট পর্দায় বেশ কয়েক বছর কাটানোর পর ওয়েব সিরিজে এটাই আমার প্রথম পদার্পণ। আমি আমাদের পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় এবং ক্লিকের কাছে কৃতজ্ঞ যে, তাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন এবং আমাকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ চরিত্রকে তুলে ধরার আত্মবিশ্বাস জুগিয়েছেন।”

অভিনেত্রী তৃণা সাহার বক্তব্য, “এটি ক্লিকের সঙ্গে আমার দ্বিতীয় সিরিজ। আর আমার উভয় কাজই প্রযোজক ও পরিচালক হিসাবে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় এবং ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের টিমের সঙ্গে ছিল। আন্তর্জাতিক লোকেশনে শ্যুট করা আমার প্রথম ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজে আমার স্বামী নীলের সঙ্গেও আমার প্রথম কাজ। আমি খুব উৎসুক ভাবে এর জন্য অপেক্ষা করে রয়েছি।”

প্রয়োজক ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়
প্রয়োজক ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়

প্রযোজক ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ক্লিক-এর সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। গত দুই বছর ধরে তাঁরা আমার পাশে থেকেছেন। অভয় তাঁতিয়ার দৃঢ় সংকল্প এবং নীরজ তাঁতিয়ার প্রাণবন্ত প্রচেষ্টা ধারাবাহিক ভাবে এই সিরিজের বিষয়বস্তুকে সর্বোচ্চ স্তরে উন্নীত করতে সহায়তা করেছে। রিঙ্গো বরাবরের মতো তাঁর প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতা উভয় দিয়েই এই সিরিজে তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন।”

ক্লিক ওটিটি-র ডিরেক্টর নীরজ তাঁতিয়া বলেন যে, “দর্শকদের কাছে থ্রিলার স্ক্রিপ্টের চাহিদার একটা উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। লেখক, পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং সম্পাদক হিসেবে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় একজন অসাধারণ সৃজনশীল কিউরেটর। জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস, নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং জয়ী দেব রায়ের সঙ্গে এই সিরিজ বানাতে পেরে আমরা আনন্দিত। আমরা এই সিরিজে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি। প্রেম, প্রতারণা, বিভ্রাট এবং দ্বিধার আবেগে বিস্তৃত ক্যানভাসকে চিত্রিত করবে এই সিরিজ।”

Trina Saha : পয়লা বৈশাখ মানেই বাহারি মিষ্টি, হালখাতা! আরও এক নতুন দায়িত্ব জুড়ে গেল এবার: তৃণা

ব্র্যান্ডের পুজো নিয়ে বেজায় ব্যস্ত তৃণা সাহা। ছোটোবেলার পয়লা বৈশাখের দিন পারিবারিক ব্যবসার সেই লক্ষ্মী-গনেশ পুজোর স্মৃতি এখনও তাঁর কাছে ভীষণ উজ্জ্বল। তাই নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন অভিনেত্রী।

এবছরের পয়লা বৈশাখটা আমার কাছে অনেকটা আলাদা, পাশাপাশি খুব বিশেষও বটে। এই প্রথমবার আমি আমার ব্র্যান্ডের জন্য পুজো করব, ঠিক যেমনটা আমার বাড়িতে হত। আসলে আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে। ছেলেবেলা থেকেই তাই পয়লা বৈশাখের এই দিনটায় ব্যবসা শ্রীবৃদ্ধির কামনায় বাড়ির বড়দের সঙ্গে পুজোয় মেতে উঠতাম। এই দিন অনেকে আসতেন হালখাতা করতে। তাঁদের হাতে মিষ্টির প্যাকেট আর নতুন বছরের ক্যালেন্ডার তুলে দিতাম। ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো আমার কাছে খুব টাটকা। পয়লা বৈশাখ এলেই আমি যেন ওই সময়টায় ফিরে যাই। তাই এবার যখন আমার কাছে সুযোগ আছে, ভাবলাম সেই ছোটবেলার মতো করেই এই দিনটাকে উদযাপন করলে কেমন হয়? আমি আর নীল দু’জনে মিলে কয়েক মাস আগেই শুরু করেছি আমাদের নতুন ফ্যাশন ব্র্যান্ড। ভাবলাম আমাদের ব্র্যান্ডের মঙ্গল কামনায় আজ পুজো করা যাক। তাই এই বছর থেকে নতুন দায়িত্ব জুড়ে গেল আনন্দের তালিকায়।

সেই ভাবনা থেকেই আজকের এই পুজো। সকাল থেকেই বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ।কিন্তু সবকিছুর মধ্যে নীলের কথা খুব মনে পড়ছে। ও কাজের জন্য বাইরে গিয়েছে। কিন্তু বাড়ির বাকি সকলে আজ আমার সঙ্গে রয়েছে। সকলে মিলে খুব আনন্দ করব সারাদিন। কব্জি ডুবিয়ে খাব, তবে নিরামিষ। কারণ আজ আমাদের প্রথম পুজো। আর সাবেকি সেজে সেই ছোটবেলার মতো মিষ্টির প্যাকেট তুলে দেব সকলের হাতে।

সব উৎসবের সঙ্গেই কোনও না কোনও স্মৃতি জড়িয়ে থাকে। জড়িয়ে থাকে আবেগ, ভাললাগা। আমার ক্ষেত্রে নববর্ষ সেই উৎসবের তালিকায় কিন্তু বেশ উপরে। নতুন জামার গন্ধ, বাহারি সব মিষ্টি আর ক্যালেন্ডারের পাতাতেই যেন জড়িয়ে থাকে একরাশ উচ্ছ্বাস।

ড্রোনে উড়ে এল ‘রত্নখচিত’ আংটি, শহরের বুকে গ্র্যান্ড এনগেজমেন্ট সারলেন নীল-তৃণা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

#কলকাতা: এমবিএ ক্লাসে প্রথম পরিচয়। তারপর থেকে কেটে গিয়েছে একে একে দশ বছর। দীর্ঘ এক দশক পর পরিণতি পেল সেই প্রেম।  বিয়ের ঠিক ২৫ দিন আগে, এনগেজমেন্ট পর্ব সেরে ফেললেন টলিউডের প্রবল জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং  তৃণা সাহা। রিল লাইফেও ‘খড়কুটো’র গুনগুনের সবে মাত্র বিয়ে হয়েছে সৌজন্য-র সঙ্গে। তা নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। আর এবারে রিয়েল লাইফে বিয়ের পিঁড়িতে বসবেন তৃণা। ‘কৃষ্ণকলি’র নিখিলের সঙ্গে গুনগুনের বিয়ের দেখতে তাই  মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

শনিবার শহরের এক অভিজাত স্থানে বসেছিল নীল তৃণার এনগেজমেন্ট এবং  সংগীতের আসর। ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন নীল-তৃণা। শহরের এক নামী ক্লাবে বসবে বিয়ের আসর। এরপর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন হবে গ্র্যান্ড রিসেপশন। বাগদানের অনুষ্ঠানের পাশাপাশি অসাধারণ সুন্দর একটি কেকও  কাটেন দম্পতি।

নীল-তৃণার দশ বছরের প্রেম পরিণতি পাচ্ছে, আর স্পেশ্যাল কিছু হবে না? তা কি করে হয়! নীল এ দিন হবু স্ত্রী-কে দারুণ এক সাইপ্রাইজ দিয়েছেন। যে কোনও মেয়েরই স্বপ্ন, স্বামী বা প্রেমিক তাঁকে প্রপোজ করুন বিশেষ কোনওভাবে। এক্ষেত্রেও সেলিব্রিটি এই জুটির ক্ষেত্রে ব্যতিক্রম হল না। জুটির বাগদানের আংটি উড়ে এল আকাশ থেকে। বেলুনে বাঁধা ড্রোনে করে আকাশ থেকে নেমে আসে আংটি। সেই আংটি দু’জন পরিয়ে দেন দু’জনকে।