Tag Archives: NJP

Bharat Gaurav train: এনজেপি থেকে ছাড়বে ট্রেন, এক ট্রেনেই ঘোরা যাবে বৈষ্ণো দেবী, হরিদ্বার থেকে মথুরা, বৃন্দাবন, অযোধ্যা- খরচ কত?

নিউ জলপাইগুড়ি: রাজ্য থেকে যাত্রা শুরু করবে বিশেষ ট্রেন, ঘোরা যাবে উত্তর ভারত। ট্রেনে থাকবে এসি এবং স্লিপার ক্লাস, ঘোরা যাবে বৌষ্ণো দেবী, হরিদ্ধার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা। যাত্রা শুরু হবে নিজ জলপাইগুড়ি থেকে। তবে ট্রেনের যাত্রা পথে পড়বে মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর-সহ একাধিক স্টেশন।

ভারত গৌরব স্পেশাল ১৮ মে এনজেপি থেকে ছেড়ে ছাড়বে, পটনা পৌঁছবে ১৯ তারিখ। ৮ রাত ৯ দিনের সম্পূর্ণ প্যাকেজে থাকছে বৈষ্ণো দেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা। ২০ এবং ২১ মে ট্রেনটি দাঁড়াবে বৈষ্ণো দেবী কাটরা স্টেশনে, ২২ এবং ২৩ মে এই ট্রেন থামবে হরিদ্বারে। সেখান থেকে ছেড়ে ২৪ মে থামবে মথুরা এবং ২৫ মে পোঁছবে অযোধ্যায়। অযোধ্যা থেকে ছেড়ে ২৬ তারিখ ট্রেনটি থামবে পটনায়। তার পর থেকে এনজেপি পর্যন্ত যাত্রীরা তাদের পছন্দ মতো স্টেশনে নেমে যেতে পারবেন।

সম্পূর্ণ যাত্রাপথের জন্য খরচ হবে এসির জন্য ২৯,৫০০ টাকা এবং ইকোনমি বা স্লিপার ক্লাসের জন্য খরচ ১৭৯০০ টাকা। একটি ট্রেনেই সম্পূর্ণ উত্তর ভারত ঘোরার সুবিধা পাওয়া যাবে বলে এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে।

Indian Railways Special Train: নিউ জলপাইগুড়ি যাওয়ার স্পেশ্যাল ট্রেন ঘোষণা, যাওয়া যাবে অসমেও! জানুন রুট-দিনক্ষণ

কলকাতা: যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একটি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেশ্যাল ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) ও স্পেশ্যাল ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা) ২৪টি ট্রিপের জন্য জুলাই, ২০২৪ পর্যন্ত চলাচল করবে। ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) স্পেশ্যাল ১৬ ফেব্রুয়ারি থেকে ২৬ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার ২২.৪৫ ঘণ্টায় কামাখ্যা থেকে রওনা দিয়ে প্রত্যেক রবিবারে ০৮.৪০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।

একইভাবে, ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা) স্পেশ্যাল ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার ১৭.২০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে প্রত্যেক মঙ্গলবারে ০৩.৪০ ঘন্টায় কামাখ্যা পৌঁছবে। উক্ত দুটি ট্রেনেই নিজ নিজ গন্তব্যস্থান পৌঁছানোর জন্য ভায়া গোয়ালপাড়া টাউন, গৌরিপুর, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগাড়িয়া, বারাউনি, দানাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও আলিগড় জং. হয়ে চলাচল করবে।

আরও পড়ুন: ঝড় আসছে! আগামী ২ ঘণ্টায় কলকাতা-হাওড়া-সহ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার বড় খবর

ট্রেনটিতে ০১- ফার্স্ট ক্লাস এসি, ০২- এসি ২ টিয়ার, ০৫- এসি ৩ টিয়ার, ০৫- এসি ৩ টিয়ার ইকোনোমি, ০৪ – স্লিপার ক্লাস, ০২- জেনারেল সিটিং কোচ এবং একটি প্যান্ট্রি কার থাকবে। রেল যাত্রীদের সুবিধা প্রদানের একটি পদক্ষেপ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত ভালুকা রোড স্টেশনে ট্রেন নং. ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেসের দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ প্রদান করা হয়েছে।  ভালুকা রোড স্টেশনে কুলিক এক্সপ্রেসের পরীক্ষামূলক ভিত্তিতে নতুন স্টপেজের শুভ উদ্বোধন করেন মালদহ নর্থ-এর মাননীয় লোকসভা সাংসদ খগেন মুর্মু।

আরও পড়ুন: ববিকে বিয়ে ‘চরম ভুল’, নাম জড়ায় সোনু নিগমের সঙ্গেও! সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? জানলে গায়ে কাঁটা দেবে

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিভিশনের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।​হাওড়া থেকে রওনা দেওয়া ট্রেন নং. ১৩০৫৩ (হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস এখন থেকে ভালুকা রোড স্টেশনে ১৬.২৫ ঘণ্টায় পৌঁছবে এবং ১৬.২৭ ঘণ্টায় প্রস্থান করবে। একইভাবে, ট্রেন নং. ১৩০৫৪ (রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে ০৭.২৯ ঘণ্টায় ভালুকা রোড স্টেশন পৌঁছবে এবং ০৭.৩১ ঘণ্টায় প্রস্থান করবে। এই নতুন স্টপেজটি স্থানীয় জনসাধরণের দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে আশা করা হচ্ছে।

আবীর ঘোষাল

Indian Railways: আলুয়াবাড়ি রোড স্টেশনে এবার থেকে দাঁড়াবে অসমগামী এই এক্সপ্রেস ট্রেন, জানুন

কলকাতা: কামাখ্যা ও রাজেন্দ্র নগরের মধ্যে চলাচলকারী ক্যাপিটাল এক্সপ্রেস-এর আলুয়াবাড়ি রোড স্টেশনে নতুন স্টপেজ-এর শুভ সূচনা করা হল উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে। ​রেল যাত্রীদের সুবিধের জন্যই একটি পদক্ষেপ হিসেবে, আলুয়াবাড়ি রোড স্টেশনে ট্রেন নং. ১৩২৪৭/১৩২৪৮ (কামাখ্যা – রাজেন্দ্র নগর – কামাখ্যা) ক্যাপিটাল এক্সপ্রেসকে দু-মিনিটের জন্য অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।

রায়গঞ্জের মাননীয়া সাংসদ দেবশ্রী চৌধুরী এই ক্যাপিটাল এক্সপ্রেস-এর আলুয়াবাড়ি রোড স্টেশনে নতুন স্টপেজ-এর শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানে ডিভিশনের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।ট্রেন নং. ১৩২৪৭ (কামাখ্যা – রাজেন্দ্র নগর) ক্যাপিটাল এক্সপ্রেস আলুয়াবাড়ি স্টেশনে ১৬:৫৮ ঘন্টায় পৌঁছবে ও ১৭:০০ ঘন্টায় ছাড়বে। ফেরৎ যাত্রার সময় ট্রেন নং. ১৩২৪৮ (রাজেন্দ্র নগর – কামাখ্যা) ক্যাপিটাল এক্সপ্রেস আলুয়াবাড়ি স্টেশনে ১০:১৫ ঘন্টায় পৌঁছবে ও ১০:১৭ ঘন্টায় ছাড়বে।

আরও পড়ুন: ‘শীতের হাওয়ায় লাগল নাচন’, কনকনে ঠাণ্ডায় কাঁপছে দার্জিলিং-কালিম্পং! পারদ নামল সমতলেও

ট্রেনটির নতুন স্টপেজ দ্বারা এই এলাকার রেল যাত্রীদের নিজের গন্তব্যের দিকে যাত্রার জন্য আরেকটি বিকল্প প্রদান করবে। এই ট্রেনের স্টপেজ এবং সময়ের বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং এনটিইএস-এর মাধ্যমেও উপলব্ধ রয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।একই দিনে অন্য একটি কার্যক্রমে, রায়গঞ্জের মাননীয়া সাংসদ দেবশ্রী চৌধুরী কানকি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি এবং আরবিজি রুম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক-সহ ডিভিশনের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাথায় দলা দলা হয়ে শীতে খুশি কেড়ে নিচ্ছে খুশকি? এই ঘরোয়া উপায়েই হবে গায়েব, জানুন

প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধির ফলে ট্রেনে সহজে উঠার পাশাপাশি যাত্রীদেরকে ট্রেন থেকে নামাতে সাহায্য করবে।উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ক্যাপিটাল এক্সপ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেন৷ ফলে বহু মানুষ এটা ব্যবহার করেন। এই ট্রেনে যারা আলুয়াবাড়ি রোড আসতে চান তার শিলিগুড়ি সন্নিহিত একাধিক জায়গায় সহজেই যাতায়াত করতে পারবেন। তাই যাত্রীদের চাহিদা মেনেই এই স্টপেজ দেওয়া হল।

আবীর ঘোষাল

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F