Tag Archives: oneplus12r

OnePlus 12 Vs OnePlus 12R: OnePlus 12 এবং OnePlus 12R দুই ফোন আসছে, কী কী পার্থক্য আছে? দেখে নিন

OnePlus: নতুন বছরের প্রথম বড় লঞ্চ, OnePlus-এর প্রস্তুতি শেষ পর্যায়ে। ভারত-সহ সারা বিশ্বে আগামী ২৩ জানুয়ারি লঞ্চ করতে চলেছে OnePlus 12 এবং OnePlus 12R। দিনও স্থির হয়ে গিয়েছে, ২৩ জানুয়ারি৷

কিন্তু এই দু’টি ফোনে আদতে ফারাক কতখানি। দেখে নেওয়া যাক এক নজরে—

অফিসিয়াল OnePlus ইভেন্টের আগে, সংস্থার তরফে দু’টি ফোন সম্পর্কে কিছু বিবরণ জানান হয়েছে। যা থেকে খানিকটা আন্দাজ করা যায় যে নতুন ডিভাইসগুলি চিনা মডেলের মতোই হবে। এই দু’টি হ্যান্ডসেট ইতিমধ্যেই চিনে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ভারতে কবে লঞ্চ করছে iQOO Neo 9 Pro? নতুন কী কী বৈশিষ্ট্য থাকবে? দেখে নিন

সম্প্রতি চিনের বাজারে লঞ্চ করেছে OnePlus Ace 3। এই মডেলটিই ভারতে আসতে চলেছে OnePlus 12R হিসাবে।

মনে করা হচ্ছে, ছোটখাটো কিছু পার্থক্য থাকলেও কমবেশি প্রায় একই রকম ডিসপ্লে থাকবে দু’টি ফোনে।

ফ্ল্যাগশিপ OnePlus 12 ফোনটিতে থাকতে পারে ৬.৮২-ইঞ্চি QHD+ 2K OLED ডিসপ্লে। সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেট এবং ৪,৫০০nits পিক ব্রাইটনেস। এতে একটি LTPO ডিসপ্লে থাকতে পারে, সঙ্গে ১Hz থেকে ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট। OnePlus 12R-এর ক্ষেত্রে ১.৫K রেজোলিউশন এবং ৬.৭৮-ইঞ্চি স্ক্রিন থাকতে পারে।

আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বিনামূল্যে ধোসা! কোথায় পাবেন? রইল ঠিকানা

The OnePlus 12 ফোনটি Qualcomm-এর নতুন Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হতে পারে। 12R মডেলটিতে Snapdragon 8 Gen 2 চিপসেট থাকতে পারে। এই চিপসেট ব্যবহৃত হয়েছিল ২০২৩ সালের ফ্ল্যাগশিপ ফোনে।

ফ্ল্যাগশিপ মডেলটিতে একটি ৫,৪০০mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে OnePlus 12R-এ থাকছে একটি ৫,৫০০mAh ব্যাটারি। দু’টি ডিভাইসের ক্ষেত্রেই ১০০W চার্জিং সাপোর্ট রয়েছে।

তবে ক্যামেরায় বড় পার্থক্য থাকতে পারে এই দুই ফোনে। OnePlus 12-এ থাকতে পারে OnePlus Open-এর মতো ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমে OIS সাপোর্ট-সহ। এতে থাকবে একটি ৫০ মেগাপিক্সেল LYT808 Sony সেন্সর, একটি ৩x পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, একটি ৬৪ মেগাপিক্সেল OV64B সেন্সর। একটি তৃতীয় ক্যামেরাও রয়েছে, সেখানে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল IMX581 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।

OnePlus 12R মডেলটিতে থাকছে ১/১.৫৬-ইঞ্চি Sony IMX890 সেন্সর এবং OIS সাপোর্ট-সহ একটি ৫০-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সঙ্গে ৮-মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।

এছাড়া, OnePlus 12-এ ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP65 রেটিং রয়েছে। 12R-এ কোনও আইপি রেটিং নেই।