Tag Archives: Panchayat 3

Panchayat 3 Cast Salary: ইতিমধ্যেই সুপারহিট ‘পঞ্চায়েত ৩’! নয়া সিজনে কত আয় তারকাদের? অঙ্কটা অবাক করার মতো

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত ৩'। থ্রিলার-রমকমের ভিড়ে ছিমছাম গল্পের এই সিরিজ দর্শক-মনে আগেই জায়গা করে নিয়েছিল নতুন কিস্তির ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। 'পঞ্চায়েত'-এর প্রত্যেকটি চরিত্রই যেন জীবন থেকে তুলে আনা। কিন্তু জানেন কি, সেই চরিত্রগুলিকে পর্দায় জীবন্ত করে তুলতে কত পারিশ্রমিক পান অভিনেতারা?
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত ৩’। থ্রিলার-রমকমের ভিড়ে ছিমছাম গল্পের এই সিরিজ দর্শক-মনে আগেই জায়গা করে নিয়েছিল নতুন কিস্তির ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। ‘পঞ্চায়েত’-এর প্রত্যেকটি চরিত্রই যেন জীবন থেকে তুলে আনা। কিন্তু জানেন কি, সেই চরিত্রগুলিকে পর্দায় জীবন্ত করে তুলতে কত পারিশ্রমিক পান অভিনেতারা?
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিষেক ত্রিপাঠীর ভূমিকার জন্য জিতেন্দ্র কুমারকে প্রতি পর্বে ৭০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তৃতীয় সিজনে আটটি পর্ব রয়েছে। সুতরাং জিতেন্দ্রের আনুমানিক বেতন ৫ লাখ ৬০ হাজার টাকা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিষেক ত্রিপাঠীর ভূমিকার জন্য জিতেন্দ্র কুমারকে প্রতি পর্বে ৭০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তৃতীয় সিজনে আটটি পর্ব রয়েছে। সুতরাং জিতেন্দ্রের আনুমানিক বেতন ৫ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নীনা গুপ্তা। নতুন সিজনে মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করার জন্য প্রতি পর্বে ৫০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয় বলে জানা গিয়েছে। তৃতীয় সিজনে তাঁর মোট পারিশ্রমিকের পরিমাণ ৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নীনা গুপ্তা। নতুন সিজনে মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করার জন্য প্রতি পর্বে ৫০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয় বলে জানা গিয়েছে। তৃতীয় সিজনে তাঁর মোট পারিশ্রমিকের পরিমাণ ৪ লাখ টাকা।
তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা রঘুবীর যাদব। প্রধানজি ওরফে মঞ্জু দেবীর স্বামীর ভূমিকার তিনি এই সিজনে প্রতি পর্বে ৪০ হাজার টাকা করে পেয়েছেন। অর্থাৎ তৃতীয় কিস্তি থেকে তাঁর মোট আয় তিন লাখ ২০ হাজার টাকা।
তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা রঘুবীর যাদব। প্রধানজি ওরফে মঞ্জু দেবীর স্বামীর ভূমিকার তিনি এই সিজনে প্রতি পর্বে ৪০ হাজার টাকা করে পেয়েছেন। অর্থাৎ তৃতীয় কিস্তি থেকে তাঁর মোট আয় তিন লাখ ২০ হাজার টাকা।
বিকাশের চরিত্রে চন্দন রায় অভিনয় করেছেন। প্রতি পর্বে তিনি ২০ হাজার টাকা চার্জ করেছেন৷ নিউজ 18 যাবতীয় এই প্রতিবেদনে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করেনি।
বিকাশের চরিত্রে চন্দন রায় অভিনয় করেছেন। প্রতি পর্বে তিনি ২০ হাজার টাকা চার্জ করেছেন৷ নিউজ 18 যাবতীয় এই প্রতিবেদনে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করেনি।

Panchayat 3 Review: আবেগে ভরপুর ‘পঞ্চায়েত ৩’! এত অপেক্ষার পর প্রত্যাশা পূরণ হল? দেখার আগে জেনে নিন

তৃতীয় সিজনেও জমে উঠেছে ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রাম, সেখানকার বাসিন্দারা একই আছেন। তবে গল্প বলার ঢঙে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তৃতীয় সিজনে পরিচালক চন্দন কুমার এবং দীপক কুমার মিশ্র বেশ কিছু আকর্ষণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। তবে কোথাও যেন রোমাঞ্চের খামতি রয়েছে।

‘পঞ্চায়েত ৩’ শুরু হচ্ছে সচিবজিকে দিয়েই। শহরে চিন্তাক্লিষ্ট মুখে সিগারেট খাচ্ছেন তিনি। ফুলেরা নয়, এখন পড়াশোনাতেই তাঁর মন। তবে ফুলেরার সর্বশেষ খবরও পাচ্ছেন নিয়মিত। অন্য দিকে, প্রধানজি, মঞ্জুদেবী এবং বিকাশ নতুন সচিবকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

এসবের মধ্যে প্রহ্লাদের অবস্থা উদ্বেগজনক। পুত্রশোকে সে পাথর। মদ্যপানেই কেটে যায় দিনের বেশিরভাগ সময়। জগৎ-সংসারের প্রতি তার কোনও আগ্রহ নেই। আবার রিঙ্কি সচিবজির প্রেমে পাগল।

এঁদের সবার উপর নজর রেখে চলেছে ভূষণ। বিধায়কের সঙ্গে মিলে ঘোঁট পাকাচ্ছে সে। এদিকে বিধায়কের ফুলেরা বাঁ ফুলেরার মানুষের দিকে তাকানোর সময় নেই। তবে সুযোগ পেলেই তিনি ফুলেরার পিছনে পড়ে যান। এসবের মাঝে ফুলেরা গ্রামে অনেক কিছুই ঘটে চলেছে। ‘পঞ্চায়েত ৩’-এ মজা এবং কমেডির পাশাপাশি রাজনীতিও রয়েছে। অ্যাকশন ও ট্যুইস্টে ভরপুর। সিজন ৩-এ আবেগের কোনও খামতি রাখেননি নির্মাতারা।

আরও পড়ুন: রাজেশ খান্নার বাংলো ‘ভূতুড়ে’, ‘অভিশপ্ত’! সেখানে থাকলে কী পরিণতি হয়, শিউরে উঠবেন

আরও পড়ুন: শুরু হবে ‘জি লে জারা’র কাজ? প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়াকে নিয়ে বড় ইঙ্গিত ফারহান

অভিনয়ের দিক থেকে জিতেন্দ্র কুমার অতুলনীয়। শুরু থেকেই নিজের ভূমিকার প্রতি সুবিচার করে আসছেন। প্রধানজি এবং মঞ্জুদেবীর ভূমিকায় রঘুবীর যাদব এবং নীনা গুপ্তাও অসাধারণ। দুজনের ব্যক্তিগত অভিনয় তো বটেই, সম্পর্কেরও রসায়নও তুলনাহীন। বিকাশের চরিত্রকে খুব সুন্দর পর্দায় ফুটিয়ে তুলেছেন চন্দন রায়। সিজন ৩-এ প্রহ্লাদের অভিনয় চোখে জল আনবে। ফয়জল খানও আবেগ এবং ব্যক্তিত্বের পরিবর্তনগুলো খুব সূক্ষভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়।

ভূষণ শর্মা ওরফে বানারকাসের ভূমিকায় দুর্গেশ সিংকে দেখে যেমন রাগ হবে, তেমন হাসিও পাবে। এতেই তাঁর অভিনয় প্রতিভা বোঝা যায়। বিনোদ (অশোক পাঠক) বরাবরের মতো মজাদার এবং ক্রান্তি দেবী (সুনিতা রাজওয়ার) সুবিধাবাদী। বিধায়কের চরিত্রে পঙ্কজ ঝা তুলনাহীন। অভিনেত্রী সানভিকাকে কিছুটা খিটখিটে মনে হতে পারে, কিন্তু রিঙ্কির চরিত্র অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন তিনি।

Panchayat 3 Trailer Out: বদলে যাচ্ছে ফুলেরার ‘সচিবজি’? সামনে এল ‘পঞ্চায়েত ৩’-র চমকে দেওয়া ট্রেলার! সিরিজের মুক্তি কবে?

কলকাতা: ‘পঞ্চায়েত’ হল অ্যামাজন প্রাইম ভিডিও-র বিখ্যাত ওয়েব সিরিজ। বহু প্রতীক্ষার পর এই ওয়েব সিরিজের তৃতীয় সিজন ফিরে আসছে অ্যামাজনে। আগের দু’টি সিজন দর্শকদের এমন মন জয় করেছে যে তারা দ্বিতীয় পার্ট শেষ হতে তৃতীয় সিজনের অপেক্ষায় অধীর আগ্রহে বশে রয়েছে। এবার সামনে এল ‘পঞ্চায়েত ৩’-র চমকে দেওয়া ট্রেলার।

ফুলেরা গ্রামের তৃতীয় সিজনে কী থাকবে বিশেষ? সচিবজি-প্রধানজির নতুন গল্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। রাজনীতি, রোম্যান্স যেমন আছে, তেমনই আছে প্রাণ খোলা হাসির উপাদান। ২০২০ সাল থেকে অ্যামাজন প্রাইমে হয়ে আসছে পঞ্চায়েত ওয়েব সিরিজ।

আরও পড়ুন: আকাশ থেকে উড়ে পড়ল ওটা কী? চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড! আতঙ্ক-শোরগোল

নতুন সিজনের শুরুতে দেখা যায় নতুন সচিবজিকে। তবে কি ফুলেরার সচিবজি পাল্টে যাচ্ছে? যদিও গল্পে রয়েছে টুইস্ট। সচিবজিকে ফের ফিরতেই হয়। আগের সিজনেই দেখা গিয়েছিল সচিবজি ও প্রধানজির মেয়ে রিঙ্কির হালকা প্রেমের ছোঁয়া। এবার সেদিকেই গল্পের উত্তরণ ঘটবে।

আরও পড়ুন: সকাল না রাত, কখন শরীরচর্চা করলে থলথলে মেদ ঝটপট কমবে জানেন?

ট্রেলারে এবার দেখা যায় রাস্তা তৈরি নিয়ে চাপানউতোর। আর তাতে এবারও স্বমহিমায় বর্তমান জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, বিশ্বপতি সরকার, ফয়সাল মালিক, চন্দন রায়, পূজা সিং, সাংভিকার মতো অভিনেতারা। আগামী ২৮ মে থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে দীপক কুমার মিশ্র পরিচালিত ‘পঞ্চায়েত সিজন ৩’।