Tag Archives: Partha Chattapadhyay

Partha Chatterjee Arrest:জামিনের চেষ্টায় মরিয়া পার্থর আশায় জল? নতুন করে গ্রেফতার করল সিবিআই

পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাঁকে ওই মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থাটি। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও আদালতে পেশ করার পর গ্রেফতার করেছে সিবিআই।
পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাঁকে ওই মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থাটি।
কাস্টডিয়াল জেরার জন্য সিবিআইকে নতুন করে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে। পার্থকে হেফাজতে নিতে চায় সিবিআই।
কাস্টডিয়াল জেরার জন্য সিবিআইকে নতুন করে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে। পার্থকে হেফাজতে নিতে চায় সিবিআই।
প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।
প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।
জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইএার বেঞ্চে। পার্থর হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজাবী মুকুল রোহাতগি। দীর্ঘদিন জেলে আছেন তিনি। জেল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ  হন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইএার বেঞ্চে। পার্থর হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজাবী মুকুল রোহাতগি। দীর্ঘদিন জেলে আছেন তিনি। জেল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
সিবিআই আইনজীবি জানান, পার্থ চট্টোপাধ্যায় মেডিক্যালি আনফিট, অসুস্থ। আনফিট তাই আনা হয়নি। বিচারকের দাবি, মেডিক্যাল অফিসার কী বলেছে কবে সেটা দিয়ে কী হবে? শোন্ গ্রেফতার করতে হলে কী পার্থকে করা যাবে? কারণ তিনি তো হাজিরা দেননি।
সিবিআই আইনজীবি জানান, পার্থ চট্টোপাধ্যায় মেডিক্যালি আনফিট, অসুস্থ। আনফিট তাই আনা হয়নি। বিচারকের দাবি, মেডিক্যাল অফিসার কী বলেছে কবে সেটা দিয়ে কী হবে? শোন্ গ্রেফতার করতে হলে কী পার্থকে করা যাবে? কারণ তিনি তো হাজিরা দেননি।
ইডির দাবি, সোনাদানা, ফ্ল্যাট-বাড়ি মিলিয়ে কম করে ৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে। এ বার তাঁকে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করা হল।
ইডির দাবি, সোনাদানা, ফ্ল্যাট-বাড়ি মিলিয়ে কম করে ৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে। এ বার তাঁকে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করা হল।
সম্প্রতি গরুপাচার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে গত মঙ্গলবার বীরভূমের বাড়িতে ফিরেছেন কেষ্ট মণ্ডল। আর এরপরেই গুঞ্জন শুরু হয়েছে প্রাথমিক দুর্নীতি মামলায় জেলবন্দি আরেক হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। সূত্রের খবর, এবার প্রাথমিক দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন এই মামলায় অয়ন শীলকেও হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাই আপাতত মুক্তি নয়, বরং বড় প্যাঁচে পড়ার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের।
সম্প্রতি গরুপাচার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে গত মঙ্গলবার বীরভূমের বাড়িতে ফিরেছেন কেষ্ট মণ্ডল। আর এরপরেই গুঞ্জন শুরু হয়েছে প্রাথমিক দুর্নীতি মামলায় জেলবন্দি আরেক হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। সূত্রের খবর, এবার প্রাথমিক দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন এই মামলায় অয়ন শীলকেও হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাই আপাতত মুক্তি নয়, বরং বড় প্যাঁচে পড়ার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের।

Partha Chatterjee: পার্থ আর ‘প্রভাবশালী’ নন, দাবি তাঁর আইনজীবীর

কলকাতা: কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য সওয়াল করতে গিয়ে নাম না করে সদ্য জেল থেকে মুক্ত অনুব্রত মণ্ডলের কথা টেনে আনলেন পার্থের আইনজীবী। শুক্রবার পার্থ ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ, অপূর্ব সাহাদের মতো রাজ্যের প্রাক্তন শিক্ষাকর্তাদের জামিনের মামলার শুনানি ছিল হাই কোর্টে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয়েছে। পার্থের জামিনের বিরুদ্ধে এত দিন সিবিআইয়ের প্রধান এবং মূল যুক্তি ছিল, তিনি ‘প্রভাবশালী’। জামিনে মুক্তি পেয়ে গেলে তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন। প্রভাব খাটাতে পারেন সাক্ষীদের উপরও । তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন । শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের এই যুক্তি কার্যত উড়িয়ে দেন পার্থের আইনজীবী। তাঁর সওয়াল, পার্থ এখন মন্ত্রী পদে নেই। কোনও রাজনৈতিক প্রভাবশালী নেতাও তাঁর পাশে আপাতত নেই। তিনি এখন সম্পূর্ণ একা। ফলে তাঁর বিরুদ্ধে যে ‘প্রভাবশালী’ তকমা রয়েছে, তা সঠিক নয়। এই প্রসঙ্গেই তিনি নাম না করে টেনে আনেন অনুব্রত প্রসঙ্গও। এছাড়াও অধুনা গ্রেফতারির পর ছাড়া পাওয়া দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিসোদিয়ার নামও উল্লেখ করেন পার্থের আইনজীবী।