Tag Archives: petrol pump

Petrol pump fire: পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দিল মদ্যপ যুবক! প্রাণভয়ে ছোটাছুটি, তার পর? দেখুন ভিডিও

হায়দ্রাবাদ: পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়েছিল এক মদ্যপ ব্যক্তি৷ হাতে ছিল লাইটার৷ তা দেখে পেট্রোল পাম্পের এক কর্মী তাঁকে জিজ্ঞেস করেন, তিনি ওই লাইটার ধরাবেন কি না? এর পর দু এক কথায় ওই কর্মীকে মদ্যপ ওই ব্যক্তিকে বলেন, সাহস থাকলে তিনি লাইটার জ্বালিয়ে দেখান৷

এই কথা বলা মাত্রই সিগারেটে জ্বালিয়ে পেট্রোল পাম্পের মধ্যেই আগুন ধরিয়ে দেন চিরন নামে ওই মদ্যপ ব্যক্তি৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করেন পেট্রোল পাম্পে উপস্থি সবাই৷

আরও পড়ুন: ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর দানা! ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও কীভাবে রক্ষা পায় ভিতরকণিকা?

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের নাচরাম এলাকায়৷ ওই সময় গাড়িতে তেল ভরাতে পেট্রোল পাম্পে এসেছিলেন বেশ কয়েকজন৷ তাঁদের মধ্যে শিশু এবং মহিলাও ছিল৷ কোনওমতে পেট্রোল পাম্পের কর্মীরা বড় কোনও বিপদ ঘটার আগে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

এই ঘটনায় পুলিশ চিরন নামে মদ্যপ ওই ব্যক্তির পাশাপাশি ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য পেট্রোল পাম্পের ওই কর্মীকেও গ্রেফতার করেছে৷ ধৃত দু জনেই বিহারের বাসিন্দা৷ নাচরাম থানার ইনস্পেক্টর জি রুদভির কুমার জানিয়েছেন, এই ভাবে পেট্রোল পাম্পের ভিতরে আগুন জ্বালানোর কারণে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি ছিল৷

Petrol pump scam: মিটারে দেখাবে শূন্য, তবু পাম্পে তেল ভরতে গিয়ে ঠকবেন আপনি! কী এই ‘জাম্প ট্রিক?’

পেট্রোল পাম্পে মোটরসাইকেল বা গাড়িতে তেল ভরার আগে অনেক সময়ই পাম্প কর্মীরা তেল দেওয়ার মেশিনের মিটারে শূন্য বা জিরো রিডিং আছে কি না, দেখে নিতে বলেন৷
পেট্রোল পাম্পে মোটরসাইকেল বা গাড়িতে তেল ভরার আগে অনেক সময়ই পাম্প কর্মীরা তেল দেওয়ার মেশিনের মিটারে শূন্য বা জিরো রিডিং আছে কি না, দেখে নিতে বলেন৷ প্রতীকী ছবি, পিটিআই
যদিও মেশিনে শূন্য দেখালেও বহু পেট্রোল পাম্পেই অন্য এক কৌশলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ৷ এই প্রতারণা কৌশলকে বলা হয় জাম্প ট্রিক৷ অতীতে বহু পেট্রোল পাম্পের বিরুদ্ধে এই পদ্ধতিতে গ্রাহকদের ঠকানো হচ্ছে৷
যদিও মেশিনে শূন্য দেখালেও বহু পেট্রোল পাম্পেই অন্য এক কৌশলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ৷ এই প্রতারণা কৌশলকে বলা হয় ‘জাম্প ট্রিক৷ অতীতে বহু পেট্রোল পাম্পের বিরুদ্ধে এই পদ্ধতিতে গ্রাহকদের ঠকানো হচ্ছে৷
কী এই জাম্প ট্রিক? জি নিউজ-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই পদ্ধতিতে তেল ভরার সময় টাকার অঙ্কের জায়গাটি ০ থেকে একবারে লাফিয়ে ১০, ২০, ৩০ টাকা- এই ভাবে বাড়তে থাকে৷
কী এই ‘জাম্প ট্রিক’? জি নিউজ-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই পদ্ধতিতে তেল ভরার সময় টাকার অঙ্কের জায়গাটি ০ থেকে একবারে লাফিয়ে ১০, ২০, ৩০ টাকা- এই ভাবে বাড়তে থাকে৷
যদিও পদ্ধতিতে তেল ভরার সময় টাকার অঙ্ক মিটারে এক এক বারে ৪-৫ টাকা করে বাড়ার কথা৷ যদি তা না হয়, সেক্ষেত্রে মিটারে গন্ডগোল থাকার সম্ভাবনা বাড়ে৷
যদিও পদ্ধতিতে তেল ভরার সময় টাকার অঙ্ক মিটারে এক এক বারে ৪-৫ টাকা করে বাড়ার কথা৷ যদি তা না হয়, সেক্ষেত্রে মিটারে গন্ডগোল থাকার সম্ভাবনা বাড়ে৷
এর ফলে মিটারে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে বলে দেখানো হচ্ছে, তার থেকে কম তেল দেওয়া হয় গ্রাহকদের৷ অর্থাৎ নির্দিষ্ট দাম দিয়েও কম তেল পাচ্ছেন গ্রাহকরা৷
এর ফলে মিটারে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে বলে দেখানো হচ্ছে, তার থেকে কম তেল দেওয়া হয় গ্রাহকদের৷ অর্থাৎ নির্দিষ্ট দাম দিয়েও কম তেল পাচ্ছেন গ্রাহকরা৷
ফলে এর পরের বার পাম্পে গিয়ে তেল ভরার সময় অবশ্যই মেশিনের মিটারের দিকে লক্ষ্য রাখুন৷ যদি অস্বাভাবিক হারে তেল ভরার সময় মিটার ছুটতে থাকে, তাহলে অবশ্যই তা নিয়ে প্রশ্ন তুলুন৷
ফলে এর পরের বার পাম্পে গিয়ে তেল ভরার সময় অবশ্যই মেশিনের মিটারের দিকে লক্ষ্য রাখুন৷ যদি অস্বাভাবিক হারে তেল ভরার সময় মিটার ছুটতে থাকে, তাহলে অবশ্যই তা নিয়ে প্রশ্ন তুলুন৷