ব্যবসা-বাণিজ্য Petrol pump scam: মিটারে দেখাবে শূন্য, তবু পাম্পে তেল ভরতে গিয়ে ঠকবেন আপনি! কী এই ‘জাম্প ট্রিক?’ Gallery October 21, 2024 Bangla Digital Desk পেট্রোল পাম্পে মোটরসাইকেল বা গাড়িতে তেল ভরার আগে অনেক সময়ই পাম্প কর্মীরা তেল দেওয়ার মেশিনের মিটারে শূন্য বা জিরো রিডিং আছে কি না, দেখে নিতে বলেন৷ প্রতীকী ছবি, পিটিআই যদিও মেশিনে শূন্য দেখালেও বহু পেট্রোল পাম্পেই অন্য এক কৌশলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ৷ এই প্রতারণা কৌশলকে বলা হয় ‘জাম্প ট্রিক৷ অতীতে বহু পেট্রোল পাম্পের বিরুদ্ধে এই পদ্ধতিতে গ্রাহকদের ঠকানো হচ্ছে৷ কী এই ‘জাম্প ট্রিক’? জি নিউজ-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই পদ্ধতিতে তেল ভরার সময় টাকার অঙ্কের জায়গাটি ০ থেকে একবারে লাফিয়ে ১০, ২০, ৩০ টাকা- এই ভাবে বাড়তে থাকে৷ যদিও পদ্ধতিতে তেল ভরার সময় টাকার অঙ্ক মিটারে এক এক বারে ৪-৫ টাকা করে বাড়ার কথা৷ যদি তা না হয়, সেক্ষেত্রে মিটারে গন্ডগোল থাকার সম্ভাবনা বাড়ে৷ এর ফলে মিটারে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে বলে দেখানো হচ্ছে, তার থেকে কম তেল দেওয়া হয় গ্রাহকদের৷ অর্থাৎ নির্দিষ্ট দাম দিয়েও কম তেল পাচ্ছেন গ্রাহকরা৷ ফলে এর পরের বার পাম্পে গিয়ে তেল ভরার সময় অবশ্যই মেশিনের মিটারের দিকে লক্ষ্য রাখুন৷ যদি অস্বাভাবিক হারে তেল ভরার সময় মিটার ছুটতে থাকে, তাহলে অবশ্যই তা নিয়ে প্রশ্ন তুলুন৷