Tag Archives: Photography Exhibition

Photography Exhibition: বাঘকে ভালবেসে বাঘের নানা মুহূর্তের ছবি নিয়ে তিনজন ফটোগ্রাফারের প্রদর্শনী! 

কলকাতাঃ ভালবাসার দিনে ডোরাকাটার প্রতি ভালবাসা। ভয়ংকর সুন্দর বাঘ। সেই বাঘের নানা মুহূর্ত নিয়ে ছবির প্রদর্শনী। “striped in love”। শীর্ষক তিনজনের ফটোগ্রাফি প্রদর্শনী সম্প্রতি হয়ে গেল শহরের এক পাঁচতাঁরা হোটেলে। বন্যপ্রাণ সংরক্ষণ-এর অঙ্গ হিসাবে প্রজেক্ট টাইগার-এর ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে প্রখ্যাত বন্যপ্রাণ বিশারদ বিশ্বজিৎ রায় চৌধুরী, বন্যপ্রাণ চিত্রগ্রাহক কেতন সেনগুপ্ত এবং কলকাতার একটি রেস্টুরেন্ট চেনের কর্ণধার শিলাদিত্য চৌধুরী দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জঙ্গলের বাঘেদের বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরার লেন্সবন্দি করেন।

আরও পড়ুনঃ চিকিৎসার বিল মেটাতে হাসপাতালই বাধ‍্য করল লোন নিতে! কড়া ব‍্যবস্থা স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের 

কানহা হোক বা বান্ধবগড়, রনথম্ভর থেকে উত্তরাখণ্ডের করবেট,এস অসমের মানস অভয়ারণ্য, সুন্দরবন থেকে মহারাষ্ট্রের তারোবা সর্বত্রই ঘুরে বেড়িয়েছেন এই তিনজন। সেখানকার বাঘেদের নানান অসাধারণ মুহূর্তই ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

বিশ্বের ৭৫ শতাংশ বাঘই ভারতেই। একটা সময় বাঘের সংখ্যা দেশে এতটাই কমে যাচ্ছিল যে বিরল বন্য প্রাণীর তকমা পেতে চলেছিল বাঘ। লাগাতার প্রচার,বনকর্মীদের নিরলস চেষ্টার ফলে বন্যপ্রাণ নিয়ে সচেতনতা বাড়ায় সেই বাঘ এখন সারা দেশে প্রায় চার হাজারের কাছাকাছি। তবে, বাঘ নিয়ে  যাতে মানুষ আরও সচেতন হয় তার জন্যই এই ছবির প্রদর্শনী। ১৪ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো তথা ভ্যালেন্টাইনস ডের দিন কলকাতার পাঁচতাঁরা ওয়েলকাম আর্ট গ্যালারিতে বাঘের নানা ব্যতিক্রমী মুহূর্তের ছবি নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।

ফটোগ্রাফার,তথা কলকাতার একটি নামী রেস্টুরেন্ট চেনের কর্ণধার শিলাদিত্য চৌধুরী জানান, ‘প্রজেক্ট টাইগার এর অন্তর্ভুক্ত এই ছবি। তবে আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর প্রাণী এই বাঘ। আর এই বাঘের নানান মুহূর্তকে লেন্স বন্দী করতে নানান কসরত করতে হয়েছে। একইসঙ্গে এই বাঘ যে পরিবেশের পক্ষে কতটা প্রয়োজনীয় সেটাও মাথায় ছিল। এই ফটোগ্রাফি প্রদর্শনী আরও অনেক মানুষের কাছে বাঘের প্রতি ভালবাসা আরও বাড়াবে বলে আশা রাখি।’