Tag Archives: physical torture

Man Posing As Female Professor:অ্যাপে কণ্ঠস্বর পাল্টে জনমজুর সাজত ‘অধ্যাপিকা’! বৃত্তির টোপ দিয়ে জঙ্গলের পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ ছাত্রীদের

সিধি : ভয়েস চেঞ্জিং অ্যাপে কণ্ঠস্বর পাল্টে কলেজছাত্রীদের ‘ধর্ষণ’-এর দায়ে অভিযুক্ত ৩০ বছর বয়সি ব্রজেশ প্রজাপতি৷ এই ঘটনা মধ্যপ্রদেশের সিধি জেলার৷ এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৪ টি মামলা এই মর্মে দায়ের করা হয়েছে৷ প্রত্যেকটি ঘটনা ঘটেছে এ বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত৷ ঘটনার তদন্ত চলছে৷

সিধির পুলিশ সুপার জানিয়েছেন,‘‘আমরা অভিযুক্ত ব্রজেশ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছি৷’’ তদন্তে পুলিশ জানতে পেরেছে ভয়েস চেঞ্জিং অ্যাপে নিজের কণ্ঠস্বর পাল্টে ছাত্রীদের টার্গেট করতেন ব্রজেশ৷ মহিলাদের ‘কণ্ঠে’ তিনি যোগাযোগ করতেন ছাত্রীদের সঙ্গে৷ ঘটনাচক্রে তাঁর হাতে নিগৃহীতারা সকলেই আদিবাসী এবং আর্থিক ভাবে অনগ্রসর পরিবারের৷

পুলিশের দাবি, চার জন মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন৷ তিনি নিজে আরও ৩ জনকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন জেরায়৷ একটি ঘটনায় তিনি জঙ্গলে ঘেরা এলাকায় ধর্ষণ করেছেন এক তরুণী এবং তাঁর নাবালিকা বোনকে৷ ফলে পকসো ধারাতেও তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷

আরও পড়ুন : গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় জানতে কাস্তের কোপ ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে! চরম পরিণতি ৫ কন্যাসন্তানের বাবার

পেশায় জনমজুর ব্রজেশ ইউটিউব দেখে শেখেন অ্যাপের মাধ্যমে কণ্ঠস্বর পাল্টানোর প্রক্রিয়া৷ তার পর নকল কণ্ঠস্বরে কথা বলে ছাত্রীদের নির্জন কোনও জায়গায় ডাকতেন স্কলারশিপ পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে৷ ফোনে বলতেন নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে৷ সেখানে অপেক্ষা করবেন তাঁর ‘ছেলে’৷ তিনিই ছাত্রীদের পৌঁছে দেবেন অধ্যাপিকার বাড়িতে৷ সেখানেই ভাগ করে দেওয়া হবে বৃত্তির টাকা৷

এভাবে একবার ফোনে ‘অধ্যাপিকা’, আর একবার ছাত্রীদের সামনে ‘অধ্যাপিকার ছেলে’ হিসেবে অবতীর্ণ হতেন ব্রজেশ৷ তার পর জঙ্গলে ঘেরা জায়গায় তাঁদের পারিবারিক এক পরিত্যক্ত বাড়িতে নিগ্রহ করতেন অসহায় ছাত্রীদের৷ নিগৃহীতাদের হুমকি দিতেন এই ঘটনার কথা প্রকাশ করলে তার পরিণতি চরম হবে৷ সারা দিনে ১০-২০ জনকে ফোন করতেন ব্রজেশ৷ স্কলারশিপ এবং নানারকম সরকারি প্রকল্পের প্রলোভন দেখিয়ে নিশানা করতেন ছাত্রীদের৷