Tag Archives: Madhya Pradesh

Accident: গাড়ির মধ্যেই সব শেষ! ৮ জনের ভয়ঙ্কর মৃত্যু, গাড়ির মধ্যে শুধু রক্ত আর গোঙানি

ইন্দোর: ভয়ঙ্কর দুর্ঘটনা মধ্যপ্রদেশে। একটি এসইউভি-র সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ৮ জনের ৷ গুরুতর জখম হয়েছেন একজন৷ পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে বেতমার কাছে ইন্দোর-আহমেদাবাদ জাতীয় সড়কে ৷ দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও স্থানীয়রা৷ শুরু হয় উদ্ধারকার্য ৷

পুলিশ সূত্রে খবর, এসইউভি-র টায়ারে বিস্ফোরণ ঘটে ৷ তারপরই গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে৷ যদিও যে গাড়ির সঙ্গে এসইউভিটির সংঘর্ষ হয়েছে সেটিকে এখনও শনাক্ত করা যায়নি। এমনকি দুর্ঘটনার পর ‘ঘাতক’ গাড়ির চালকও সেখান থেকে পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার ‘মৃত্যু’ নেই! নামটা জানেন? তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!

এই দুর্ঘটনা প্রসঙ্গে ডিএসপি গ্রামীণ উমাকান্ত চৌধুরী বলেন, “বেতওয়া থানা এলাকায় ইন্দোর-আহমেদাবাদ হাইওয়েতে একটি বোলেরো গাড়ির দুর্ঘটনার খবর আমরা পেয়েছি ৷ ওই গাড়িটিতে ৯ জন ছিলেন ৷ তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ৷ সবাই গুনার দিকে যাচ্ছিলেন ৷”

তিনি আরও জানান, মৃত ৮ জনের মধ্যে একজন পুলিশ কনস্টেবল৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ গাড়ি দুর্ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সূত্রের খবর, ভিলাল গোষ্ঠীর কয়েকজন ধর জেলার বাগ টান্ডা থেকে গুনার দিকে যাচ্ছিলেন৷ তাঁরা গুনা জেলায় থাকেন৷ এলাকায় এখন শোকের পরিস্থিতি।

জেসিবি ব্যবহার করে ট্রলিতে তোলা হচ্ছে আলুর তরকারি ! অনন্য এই ভান্ডারায় মন-পেট দুইই ভরল ভক্তদের

জগৎ বিখ্যাত কথক দেবকী নন্দন ঠাকুর বর্তমানে মধ্যপ্রদেশের ভিন্দে রয়েছেন। সেখানে তিনি ভাগবত কথা পাঠ করছেন। এই পাঠের আয়োজন করছেন জেলার ভূমিয়া সরকারের প্রধান হরিওম দাস মহারাজ। মানগাঁওয়ে আয়োজিত এই ভাগবত কথা পাঠের অনুষ্ঠানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হচ্ছে। ফলে প্রতিদিন কথা পাঠের পর এখানে বিশাল ভান্ডারার আয়োজন করা হচ্ছে।
জগৎ বিখ্যাত কথক দেবকী নন্দন ঠাকুর বর্তমানে মধ্যপ্রদেশের ভিন্দে রয়েছেন। সেখানে তিনি ভাগবত কথা পাঠ করছেন। এই পাঠের আয়োজন করছেন জেলার ভূমিয়া সরকারের প্রধান হরিওম দাস মহারাজ। মানগাঁওয়ে আয়োজিত এই ভাগবত কথা পাঠের অনুষ্ঠানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হচ্ছে। ফলে প্রতিদিন কথা পাঠের পর এখানে বিশাল ভান্ডারার আয়োজন করা হচ্ছে।
গত ১৩ মে ছিল কথা পাঠের পঞ্চম দিন। সেই দিন সেখানে এক লক্ষেরও বেশি ভক্ত সমাগম ঘটেছিল। এত বিপুল সংখ্যক ভক্তের আগমনে প্যান্ডেলের জায়গাও কম পড়তে থাকে। এই পরিস্থিতিতে বিশাল ভক্ত সমাগম দেখে রাতারাতি প্যান্ডেল বড় করা হয়েছে। ভূমিয়া সরকারের মিডিয়া ইনচার্জ প্রেমনারায়ণ শর্মা জানান, ভক্তদের সংখ্যা বিবেচনা করে প্রসাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। ভক্তদের জন্য মালপোয়া, পুরি, সবজি, ক্ষীর, বুন্দি-সহ নানা প্রসাদী খাবার প্রস্তুত করা হয়েছে।
গত ১৩ মে ছিল কথা পাঠের পঞ্চম দিন। সেই দিন সেখানে এক লক্ষেরও বেশি ভক্ত সমাগম ঘটেছিল। এত বিপুল সংখ্যক ভক্তের আগমনে প্যান্ডেলের জায়গাও কম পড়তে থাকে। এই পরিস্থিতিতে বিশাল ভক্ত সমাগম দেখে রাতারাতি প্যান্ডেল বড় করা হয়েছে। ভূমিয়া সরকারের মিডিয়া ইনচার্জ প্রেমনারায়ণ শর্মা জানান, ভক্তদের সংখ্যা বিবেচনা করে প্রসাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। ভক্তদের জন্য মালপোয়া, পুরি, সবজি, ক্ষীর, বুন্দি-সহ নানা প্রসাদী খাবার প্রস্তুত করা হয়েছে।
আমরা জানতাম যে, প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হবে। কিন্তু এভাবে যে কাতারে কাতারে ভক্ত আসবেন, সেটা জানা ছিল না। ফলে ভক্তসংখ্যা দেখে তাঁদের জন্যও প্রসাদের ব্যবস্থা করতে হয়েছে।”
আমরা জানতাম যে, প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হবে। কিন্তু এভাবে যে কাতারে কাতারে ভক্ত আসবেন, সেটা জানা ছিল না। ফলে ভক্তসংখ্যা দেখে তাঁদের জন্যও প্রসাদের ব্যবস্থা করতে হয়েছে।”
তিনি আরও জানান যে, “আর বিপুল সংখ্যক ভক্তের জন্য প্রসাদ প্রস্তুত করতে জেসিবি ডাকা হয়েছে। আসলে যে কাজটি করতে কয়েক ডজন কারিগরের প্রয়োজন, তা কয়েক মিনিটের মধ্যে জেসিবি-র মাধ্যমেই হয়ে গিয়েছে। আমরা সেখানে সেক্টর অনুযায়ী নারী-পুরুষ ভক্তদের বসিয়েছি। আর ভান্ডারার জায়গাটি চারটি সেক্টরে বিভক্ত করা হয়েছে। প্রায় দশ বিঘা জমির উপর গড়ে উঠেছে এইসব সেক্টর।”এই বিপুল আয়োজনে ভক্তরাও যারপরনাই আনন্দিত।
তিনি আরও জানান যে, “আর বিপুল সংখ্যক ভক্তের জন্য প্রসাদ প্রস্তুত করতে জেসিবি ডাকা হয়েছে। আসলে যে কাজটি করতে কয়েক ডজন কারিগরের প্রয়োজন, তা কয়েক মিনিটের মধ্যে জেসিবি-র মাধ্যমেই হয়ে গিয়েছে। আমরা সেখানে সেক্টর অনুযায়ী নারী-পুরুষ ভক্তদের বসিয়েছি। আর ভান্ডারার জায়গাটি চারটি সেক্টরে বিভক্ত করা হয়েছে। প্রায় দশ বিঘা জমির উপর গড়ে উঠেছে এইসব সেক্টর।”এই বিপুল আয়োজনে ভক্তরাও যারপরনাই আনন্দিত।
তাঁদের বক্তব্য, “এখানে এই প্রথম মহারাজ দেবকী নন্দন ঠাকুরের কথা পাঠ শোনার এমন সুযোগ এসেছে। আর এই বিশাল ভান্ডারাও ছিল দেখার মতো। সকলে নিজেদের ইচ্ছামতো পেট পুরে খেয়েছেন। আর এই সবটাই হয়েছে ভূমিয়া সরকারের কৃপায়। ফলে ভক্তরা এখন বলছেন, আমরা চাই এখানে এমন অনুষ্ঠান বারবার হোক।”
তাঁদের বক্তব্য, “এখানে এই প্রথম মহারাজ দেবকী নন্দন ঠাকুরের কথা পাঠ শোনার এমন সুযোগ এসেছে। আর এই বিশাল ভান্ডারাও ছিল দেখার মতো। সকলে নিজেদের ইচ্ছামতো পেট পুরে খেয়েছেন। আর এই সবটাই হয়েছে ভূমিয়া সরকারের কৃপায়। ফলে ভক্তরা এখন বলছেন, আমরা চাই এখানে এমন অনুষ্ঠান বারবার হোক।”

Accident: মুহূর্তে যেন দানব এসে পড়ল শরীরের উপর, ৫ শিশুর ভয়ঙ্কর মৃত্যু! ঘটে গেল ভয়াবহ ঘটনা

জবলপুর: মধ্যপ্রদেশের জবলপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি ট্র্যাক্টর-ট্রলি উল্টে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছে। পুলিশ সূত্রে খবর, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। জবলপুরে টিনেটা গ্রামে এখন শুধু শোকের ছায়া। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। জেলা প্রশাসন মৃতদের পরিবারকে ৫০০০০ এবং আহতদের ১০০০০ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে।

আরও পড়ুন: ছাদের বাগানে জল দিতে গিয়েছিলেন, হঠাৎ ধুপ করে আওয়াজ! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়, সব শেষ বৃদ্ধের

স্থানীয় সূত্রে খবর, ট্র্যাক্টরটি ১৮ বছর বয়সী ধর্মেন্দ্র গোন্ড নামে এক কিশোর চালাচ্ছিল। মৃত সকলেরই বয়স ১২-১৫ বছরের মধ্যে। সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এলাকার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সূর্যকান্ত শর্মা বলেন, “ধর্মেন্দ্র গোন্ড তার বোনের বিয়ের অনুষ্ঠানে জলের ট্যাঙ্কার আনতে যাচ্ছিল। অন্যান্য শিশুরা ট্রাক্টরে চড়ে যোগ দেয় তাতে। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে ট্রাক্টরটি রাস্তা থেকে ছিটকে পাশের মাঠে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক্টরটির গতি অনেকটাই বেশি ছিল।”

Police: নৃশংস! বালি পাচার রুখতে গিয়েছিলেন, BJP শাসিত মধ্যপ্রদেশে পুলিশ অফিসারকে পিষে মারল বালি মাফিয়ারা

ভোপাল: পশ্চিমবঙ্গে বালি পাচার নিয়ে বিজেপি বারবার নিশানা করেছে শাসক দল তৃণমূলকে। অন্যান্য দুর্নীতির সঙ্গে এ রাজ্যে বালি পাচারও উঠে এসেছে একই সারিতে। কিন্তু লোকসভা ভোটের মাঝেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বালি মাফিয়ারা যা ঘটল, তা রীতিমতো শিউরে ওঠার মতো। পাচার রুখতে গিয়ে বালি মাফিয়াদের হাতে খুন হতে হল পুলিশের এক সাব-ইনস্পেক্টরকে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোলে। নিহত পুলিশ অফিসারের নাম মহেন্দ্র বাগরি।

জানা গিয়েছে, শনিবার রাতে বালি পাচারের খবর পেয়ে দুই কনস্টেবলকে নিয়ে দুষ্কৃতীদের ধরতে হানা দেন মহেন্দ্র। পুলিশ আসছে দেখেই বালি মাফিয়ারা আক্রমণ করে। পুলিশের সংখ্যাও ছিল কম। বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন: AC-র ব্যবহারে সবাইকে টপকে কোন রাজ্য রয়েছে শীর্ষে? বাংলা নয় কিন্তু, তাহলে? নামটা জাস্ট চমকে দেবে

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশকর্মীদের তাড়া করতে গিয়ে এক বালি মাফিয়া মহেন্দ্রকে ট্র্যাক্টর দিয়ে ধাক্কা মারে। মাটিতে পড়ে যায় ওই সাব ইন্সপেক্টর। তখন তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাক্টর। দুই কনস্টেবল কোনও রকমে পালিয়ে প্রাণ বাঁচান। তাঁরাই ফোন করে থানায় গোটা বিষয়টি জানায়। পরে পুলিশের বড় বাহিনী এসে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। বাকিরা এখনও পলাতক।

ওই এলাকার বালি মাফিয়া বলে পরিচিত আশুতোষ সিং এবং তাঁর পুত্র সুরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এর আগেও ওই এলাকায় বালি পাচার রুখতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে পুলিশ। গত বছরের নভেম্বর মাসে রাজস্ব দফতরের এক অফিসারকেও এখানে ট্র্যাক্টর দিয়ে পিষে মারা হয়েছিল বলে অভিযোগ।

Marriage: সম্মতি না নিয়েই অপ্রকৃতস্থ যৌন সম্পর্ক স্বামীর, স্ত্রীর অভিযোগ শুনে কী বলল হাইকোর্ট?

ভোপাল: স্বামী তাঁর সম্মতি না নিয়েই অপ্রকৃতস্থ যৌনাচারে বাধ্য করছে৷ এমনই অভিযোগে স্বামীর বিরুদ্ধে পুলিশে এফআইআর করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা এক মহিলা৷ যদিও স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আনা এই অভিযোগ নস্যাৎ করে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট৷ পুলিশে দায়ের করা এফআইআর-ও খারিজ করার নির্দেশ দিয়েছে আদালত৷

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, নির্দেশ দিতে গিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে, ভারতীয় আইনে বৈবাহিক ধর্ষণকে স্বীকৃতি দেয় না৷ ফলে এ ক্ষেত্রে স্বামী স্ত্রীর অনুমতি নিয়েছিলেন কি না, সেই বিষয়টির কোনও গুরুত্ব নেই বলে জানিয়েছে হাইকোর্ট৷

আরও পড়ুন: আজই স্বস্তির বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়, কলকাতায় আশা আছে? জানাল হাওয়া অফিস

বিচারপতি গুরপাল সিং আহলুওয়ালিয়া নির্দেশ দিতে গিয়ে আরও বলেন, স্ত্রীর বয়স যেহেতু ১৫ বছরের ঊর্ধ্বে, তাই অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আগে স্ত্রীর সম্মতি নিয়েছিলেন কি না, তা ধর্তব্যের মধ্যে আসবে না৷
বিচারপতি আরও ব্যাখ্যা দিয়ে বলেন, ভারতীয় দণ্ডবিধির সংশোধিত ৩৭৫ অনুচ্ছেদ অনুযায়ী, কোনও মহিলার পায়ুদ্বারে পুরুষাঙ্গ প্রবেশ করানো ধর্ষণ হিসেবে গণ্য হলেও স্ত্রীর বয়স ১৫ বছরের ঊর্ধ্বে হলে তাঁর সঙ্গে স্বামীর শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়৷ এই পরিস্থিতিতে স্বামী স্ত্রীর সম্মতি নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন কি না, সেই বিষয়টি গুরুত্ব হারায়৷ কারণ বৈবাহিক ধর্ষণ আইনি ভাবে স্বীকৃতই নয়৷

তবে আদালত একই সঙ্গে জানিয়েছে, আদালতের নির্দেশে স্বামী এবং স্ত্রী আলাদা থাকার সময় যদি স্বামী স্ত্রীর সম্মতি না নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে তা ধর্ষণ হিসেবেই গণ্য করা হবে৷

সালফিউরিক ট্যাঙ্কারে উঠে ঢাকনা খুলতেই যা বেরিয়ে এল… দেখে চমকে গেলেন পুলিশকর্তারাও !

গোয়ালিয়র: বেআইনি মদের বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা গ্রহণ করল গোয়ালিয়র পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি ট্যাঙ্কারে লুকিয়ে রাখা ৫২.৫ লক্ষ টাকার অবৈধ বিদেশি মদ উদ্ধার করে। বাজেয়াপ্ত করা মদের মধ্যে বেশ কিছু দামি ব্র্যান্ডের মদও রয়েছে। পুলিশ ওই ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করেছে। আর ওই ট্যাঙ্কারের চালককেও আটক করেছে।

আরও পড়ুন– উত্তরবঙ্গে বৃষ্টি শুরু, রবিবার থেকে হাওয়া বদল দক্ষিণবঙ্গে, সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস!

আসলে লোকসভা নির্বাচনের কারণে গোয়ালিয়র পুলিশ আজকাল বেশ সতর্কতা অবলম্বন করছে। আর সেই কারণে ইনফর্মারদের ব্যবস্থাকে আরও ব্যাপক ভাবে শক্তিশালী করা হয়েছে। আর তাতেই মহারাজপুরা থানা পেল এক বড়সড় সাফল্য। সেখানকার এসপি ধরমবীর সিংয়ের বলেন, এক ইনফর্মার জানিয়েছিলেন যে, অবৈধ মদ বোঝাই একটি ট্যাঙ্কার মোরেনা থেকে গোয়ালিয়রের দিকে আসতে চলেছে। খবর পেয়ে তৎপর হয় মহারাজপুরা থানা এবং অতিরিক্ত এসপি ক্রাইম শিয়াজ কেএম। বড়সড় পুলিশ বাহিনী অভিযান চালায়। রীতিমতো ট্যাঙ্কারের উপরে উঠে ঢাকনা খুলে তল্লাশি চালালে ভিতরে রাখা মদের বাক্স দেখতে পায় পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ট্যাঙ্কারে বিভিন্ন কোম্পানির অবৈধ বিদেশি মদের ৭০২টি বাক্স রাখা আছে।

আরও পড়ুন– ৫৮ বছর বয়সে ‘শার্টলেস’ অবতারে ধরা দিলেন রামানন্দ সাগরের ‘শ্রীকৃষ্ণ’ ! দেখে মাথা ঘুরে গেল ভক্তদের; এখন কী করছেন তিনি?

গোয়ালিয়রের এসপি ধরমবীর সিংয়ের বক্তব্য, “পুলিশ একটি বড়সড় অভিযান চালিয়েছে। ওই ট্যাঙ্কারে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচার হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল। ট্যাঙ্কারটি থামানো হয়েছিল। আপাতদৃষ্টিতে ট্যাঙ্কারটি দেখে মনে হয়েছিল, সেটি একটি সালফিউরিক ট্যাঙ্কার। তবে ওই ট্যাঙ্কারের ঢাকনা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়! সেখানে প্রচুর পরিমাণে বিদেশি মদের বাক্স দেখতে পাওয়া যায়। প্রায় ৭০২টি বাক্স উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা।”

ধরমবীর সিং আরও বলেন যে, “ট্যাঙ্কারের মালিক রাজস্থানের বারমেরের বাসিন্দা। মণীশ নামে এক ব্যক্তি শিকারের কাছাকাছি ট্যাঙ্কারটি হস্তান্তরিত করেন। ট্যাঙ্কারটিকে নাগপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। রিম্যান্ডের পরেই জানা যাবে মণীশ নামের ওই ব্যক্তির পরিচয়। আর কীভাবে তিনি এই চক্রের সঙ্গে যুক্ত, সেটাও জানা যাবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি একটি আন্তঃরাজ্য চক্র। যা ট্যাঙ্কারের মধ্যে লুকিয়ে মদ পাচার করে।”

Viral: আমন্ত্রণ জানানোর পাশাপাশি জানানো হয়েছে এক অনন্য আবেদনও! ভোটের মরশুমে পুলিশকর্মীর বোনের বিয়ের কার্ড নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে

দামোহ, মধ্যপ্রদেশ: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। আর ভোটের এই মরশুমে বিয়ের অনুষ্ঠানও যেন একটা আলাদাই মাত্রা পেয়েছে। জায়গায় জায়গায় ভোট সংক্রান্ত বিষয়ে অনন্য সব ঘটনা ঘটছে। আর এই ভোটের মরশুমের মধ্যেই একটি বিয়ের কার্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গিয়েছে যে, মধ্যপ্রদেশের দামোহ এলাকার বিয়ের কার্ড সেটি। আসলে বিয়ের কার্ডের মাধ্যমে অভিনব কায়দায় মানুষের মধ্যে ভোটদানের বিষয়ে সচেতনতা গড়ে তোলাই লক্ষ্য। আর গোটা বিষয়টাই মানুষের প্রশংসা কুড়িয়ে নিচ্ছে।

এমনিতে জেলা প্রশাসনের তরফে প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এর জন্য ভোটের স্লিপ তো দেওয়া হচ্ছেই, সেই সঙ্গে দেওয়ালে দেওয়ালে স্লোগান লিখে ভোটদানের বিষয়ে সচেতনতা সৃষ্টি করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন– ‘পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এটা হয়েছে, এর জন্য দলকে কেন বিড়ম্বনায় পড়তে হবে?’ এসএসসি মামলার রায় ঘোষণার পরে বিস্ফোরক কুণাল

আর জেলা প্রশাসনের এহেন সচেতনতামূলক পদক্ষেপ থেকে অনুপ্রেরণা পেয়ে হাটা থানার কনস্টেবল মণীশ সেন তাঁর নিজের বোনের বিয়ের কার্ডে সকলকে ভোট দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। মণীশের বোন আরতির বিয়ে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। আর সেখানে ভোট হবে আগামী ২৬ এপ্রিল। কনস্টেবল মণীশের মতে, এই চিন্তাভাবনার পিছনে আদতে রয়েছেন তাঁর বোনই। যা আজ মানুষকে ভোটদানের বিষয়ে সচেতন করছে। আর যাঁদের হাতেই সেই আমন্ত্রণপত্র পড়েছে, তাঁরা এর প্রশংসা না করে থাকতেই পারেননি!

আরও পড়ুন– দুর্ঘটনার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে ! মৃত্যু হয় পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির, আশঙ্কাজনক অভিনেতার বোন

আসলে ভোট দেওয়ার অর্থ কেবলমাত্র বোতাম টেপা নয়। কারণ ভোট দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষ নিজের পছন্দের সরকারকে বেছে নিতে সক্ষম হন। যেসব বাড়িতে আরতির বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছেছে, সেখানকার মানুষ কার্ডে লেখা আবেদন পড়ে খুবই প্রশংসা করছেন। কনস্টেবল মণীশ সেন বলেন যে, ‘‘বোন আরতির বিয়ে হতে চলেছে ২৩ এপ্রিল। সেই কারণে আমি বর্তমানে সাগরে রয়েছি। কারণ সাগর থেকেই আমার বোনের বিয়ে হচ্ছে। তবে ভোটারদের কাছে আমার পরিবার যে আবেদন করেছে, তা সকলেই কার্যকর করার চেষ্টা করুন। এটাই আমার আবেদন।’’ হাটা থানার উপ-পরিদর্শক শত্রুঘ্ন দুবেও এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

Crime News: একমাস লাগাতার ধর্ষণ, মারধর! কাটা জায়গায় লাগিয়ে দিত লঙ্কার গুঁড়ো…বীভৎস অত্যাচার, বেনজির ঘটনা মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশ: এক মাস ধরে একটানা অত্যাচার৷ দিনের পর দিন ধর্ষণ৷ শুধু তাই নয়, কখনও শরীরের কাটা জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে গুঁড়ো লঙ্কা, কখনও আঠা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ঠোঁট৷ মধ্যপ্রদেশের গুণায় সামনে এল ভয়ঙ্কর এক নির্যাতনের ঘটনা৷

মধ্যপ্রদেশের গুণার একটি গ্রামে মায়ের সঙ্গে বসবাস করতেন বছর ২৩-এর ওই তরুণী৷ মাসখানেক আগে তাঁর মা শিবপুরী বেড়াতে যান৷ সেই সময় নিজের বাড়িতে একাই থাকছিলেন ওই তরুণী৷

ওই তরুণীর অভিযোগ, এই সময় একদিন তাঁর প্রতিবেশী তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যান৷ তারপর তাঁকে কৌশলে সেখানেই একটা ঘরে বন্ধ করে রাখেন৷ এর পরেই চলে দিনের পর দিন ধর্ষণ এবং অত্যাচার৷ কোনও বেল্ট দিয়ে এলোপাথাড়ি মার, কখনও হাত দিয়েই বেধড়ক মারধর৷

আরও পড়ুন: এক দেশে চাষ আর এক দেশে বাস! লোকসভা নির্বাচন সম্পর্কে কী বলছেন তাঁরা, শুনুন

এমনকি, তরুণীর কাটা জায়গায় লঙ্কার গুঁড়ো লাগিয়ে দেওয়া হত৷ পাছে সে চিৎকার করে, তাই জোরাল আঠা দিয়ে বন্ধ করে দেওয়া হত ঠোঁট৷

তরুণীর অভিযোগ, অভিযুক্ত চাইছিল সে যাতে তাঁকে বিয়ে করে তাঁর বাড়ি জমি ওই প্রতিবেশীকে লিখে দেয়৷

প্রায় একমাস বন্দি থাকার পরে গত মঙ্গলবার কোনও রকমে পালাতে সক্ষম হন ওই তরুণী৷ এরপর টানা ৫ কিলোমিটার কোনও রকমে পায়ে হেঁটে পৌঁছন নিকটবর্তী থানায়৷

আরও পড়ুন: তুলসী গাছে নুন দিলে কী হয় জানেন? ফল হবে অবিশ্বাস্য, কী ভাবে ব্যবহার করবেন? জানুন সম্পূর্ণ তথ্য

পুলিশ জানিয়েছে, ওই তরুণী যখন থানায় পৌঁছন, তখন তাঁর অবস্থা দেখে আঁতকে গিয়েছিলেন তাঁরাই৷ তরুণীর চোখ মারধরে ফুলে গিয়েছিল, সারা শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন৷ তরুণীর ঠোঁট ছিল আঠা দিয়ে জোড়া লাগানো৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণ, আপত্তিকর কথা, মারধর ইত্যাদির অভিযোগ আনা হয়েছে৷

রাতভর হোটেলের বন্ধ ঘরে ৬ ছেলে আর ১ মেয়ে ! রেইড করল পুলিশ, দৃশ্য দেখে চোখ কপালে

কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা। অবশেষে পুরো গ্যাংকে গ্রেফতার করল গোয়ালিয়রের পুলিশ। মাধবনগরের একটি হটেলের ঘর ভাড়া নিয়ে কল সেন্টার খোলা হয়। সেখান থেকেই ‘অপারেশন’ চালানো হত। এক মহিলা-সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা। অবশেষে পুরো গ্যাংকে গ্রেফতার করল গোয়ালিয়রের পুলিশ। মাধবনগরের একটি হটেলের ঘর ভাড়া নিয়ে কল সেন্টার খোলা হয়। সেখান থেকেই ‘অপারেশন’ চালানো হত। এক মহিলা-সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গোয়ালিয়রে বসে ব্রিটেন, আমেরিকা-সহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের প্রতারণা করে টাকাপয়সা হাতিয়ে নিত অভিযুক্তরা। মাইক্রোসফট কোম্পানির এজেন্ট বলে পরিচয় দিয়ে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করত। তারপর প্রতারণার ফাঁদে ফেলে লুটে নিত সর্বস্ব।
জানা গিয়েছে, গোয়ালিয়রে বসে ব্রিটেন, আমেরিকা-সহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের প্রতারণা করে টাকাপয়সা হাতিয়ে নিত অভিযুক্তরা। মাইক্রোসফট কোম্পানির এজেন্ট বলে পরিচয় দিয়ে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করত। তারপর প্রতারণার ফাঁদে ফেলে লুটে নিত সর্বস্ব।
ঝাঁসি রোডের মাধবনগরে অবস্থিত একটি হোটেলের দোতলার ঘরে কয়েকজন কল সেন্টারের নামে প্রতারণা করছে বলে খবর পায় গোয়ালিয়র পুলিশ। জানা যায়, আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে অভিযুক্তরা আমেরিকা, ব্রিটেন-সহ অন্যান্য দেশের নাগরিকদের কাছে মাইক্রোসফট কোম্পানির এজেন্ট পরিচয় দিয়ে কম্পিউটারে ভাইরাস থাকার অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।
ঝাঁসি রোডের মাধবনগরে অবস্থিত একটি হোটেলের দোতলার ঘরে কয়েকজন কল সেন্টারের নামে প্রতারণা করছে বলে খবর পায় গোয়ালিয়র পুলিশ। জানা যায়, আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে অভিযুক্তরা আমেরিকা, ব্রিটেন-সহ অন্যান্য দেশের নাগরিকদের কাছে মাইক্রোসফট কোম্পানির এজেন্ট পরিচয় দিয়ে কম্পিউটারে ভাইরাস থাকার অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।
এরপরই হোটেলে পৌঁছয় গোয়ালিয়র পুলিশ। দোতলার ২০৪ নম্বর ঘরে অভিযান চালায়। ঘরে ঢুকতেই পুলিশ দেখে ৬ জন ছেলে এবং একটি মেয়ে কানে হেডফোন লাগিয়ে ইংরেজিতে কারও সঙ্গে কথা বলছে। ৭ জনকেই ঘিরে ফেলে পুলিশ। ধৃতরা হলেন অভয় রাজাওয়াত, নীতেশ কুমার, দীপক থাপা, পারভেজ আলম, শ্বেতা ভারতী, রাজ কৈলাসকর এবং সুরেশ ওয়াসেল।
এরপরই হোটেলে পৌঁছয় গোয়ালিয়র পুলিশ। দোতলার ২০৪ নম্বর ঘরে অভিযান চালায়। ঘরে ঢুকতেই পুলিশ দেখে ৬ জন ছেলে এবং একটি মেয়ে কানে হেডফোন লাগিয়ে ইংরেজিতে কারও সঙ্গে কথা বলছে। ৭ জনকেই ঘিরে ফেলে পুলিশ। ধৃতরা হলেন অভয় রাজাওয়াত, নীতেশ কুমার, দীপক থাপা, পারভেজ আলম, শ্বেতা ভারতী, রাজ কৈলাসকর এবং সুরেশ ওয়াসেল।
গোয়ালিয়রের আইজি অরবিন্দ সাক্সেনা বলেছেন, “ল্যাপটপের মনিটরের স্ক্রিনে কল অপশনে দেখানো ডায়াল করা, মিসড এবং রিসিভ কল নম্বরগুলি বিদেশের তথা আন্তর্জাতিক নম্বর, ভারতীয় নম্বর নয়। ৭ জনকে গ্রেফতারের পর ঘটনাস্থলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, ধৃতরা সাত দিন আগে গোয়ালিয়রে আসেন। তারপর থেকে এখানে কাজ করছেন”। আসবাবপত্রের সেটআপ মোরেনার সঞ্জয় ভদৌরিয়া দিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। কর্ণ নামের এক ব্যক্তি ল্যাপটপ, মোবাইল ফোন এবং ওয়াইফাই (রাউটার) সহ অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম সরবরাহ করেছিলেন।
গোয়ালিয়রের আইজি অরবিন্দ সাক্সেনা বলেছেন, “ল্যাপটপের মনিটরের স্ক্রিনে কল অপশনে দেখানো ডায়াল করা, মিসড এবং রিসিভ কল নম্বরগুলি বিদেশের তথা আন্তর্জাতিক নম্বর, ভারতীয় নম্বর নয়। ৭ জনকে গ্রেফতারের পর ঘটনাস্থলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, ধৃতরা সাত দিন আগে গোয়ালিয়রে আসেন। তারপর থেকে এখানে কাজ করছেন”। আসবাবপত্রের সেটআপ মোরেনার সঞ্জয় ভদৌরিয়া দিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। কর্ণ নামের এক ব্যক্তি ল্যাপটপ, মোবাইল ফোন এবং ওয়াইফাই (রাউটার) সহ অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম সরবরাহ করেছিলেন।
পুলিশ জানতে পেরেছে, এই প্রতারণা চক্রের মাথা মন্টি এবং কর্ণ। ধৃতদের প্রতি মাসে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতন দিতেন তাঁরা। এর সঙ্গে প্রতারিত অর্থের ৫ শতাংশ কমিশন হিসেবে দেওয়া হত। পুলিশ হোটেল থেকে ৮টি ল্যাপটপ, ১৫টি মোবাইল ফোন, একটি ফাইবার মডেমঅ্যাডাপ্টার, কলিং স্ক্রিপ্ট, ডাটা সিট, হেডফোন, লেন কেবল, পাওয়ার এক্সটেনশন, দুটি বোর্ড, সাতটি চেয়ার, পাঁচটি টেবিল, দুটি হাত ঘড়ি বাজেয়াপ্ত করেছে।
পুলিশ জানতে পেরেছে, এই প্রতারণা চক্রের মাথা মন্টি এবং কর্ণ। ধৃতদের প্রতি মাসে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতন দিতেন তাঁরা। এর সঙ্গে প্রতারিত অর্থের ৫ শতাংশ কমিশন হিসেবে দেওয়া হত। পুলিশ হোটেল থেকে ৮টি ল্যাপটপ, ১৫টি মোবাইল ফোন, একটি ফাইবার মডেমঅ্যাডাপ্টার, কলিং স্ক্রিপ্ট, ডাটা সিট, হেডফোন, লেন কেবল, পাওয়ার এক্সটেনশন, দুটি বোর্ড, সাতটি চেয়ার, পাঁচটি টেবিল, দুটি হাত ঘড়ি বাজেয়াপ্ত করেছে।

News18 Mega Opinion Poll: নিউজ 18 ওপিনিয়ন পোল: বিহার-মধ্যপ্রদেশে NDA ঝড়, কেরলে খাতা খুলতে চলেছে বিজেপি!

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষার প্রথম ধাপের ফল আসতেই আন্দাজ পাওয়া গেল এ বারের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল কী রকম হতে চলেছে৷ নেটওয়ার্ক 18-এর জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, বিহারের লোকসভার মোট ৪০টি আসনের মধ্যে ৩৮টি আসনে জয় পেতে চলেছে এনডিএ৷ অর্থাৎ বিজেপি ও জেডিইউ জোট বিপুল সাফল্য পেতে চলেছে এই রাজ্যে৷ মাত্র দু’টি আসনে জয় পেতে চলেছে ইন্ডিয়া জোট৷ যেটিতে রয়েছে আরজেডি ও কংগ্রেসের জোট৷ অর্থাৎ, বিহারেও বিপুল সাফল্য পেতে চলেছে এনডিএ জোট৷ অপরদিকে, মধ্যপ্রদেশেও আসতে চলেছে গেরুয়া ঝড়। নেটওয়ার্ক এইট্টিনের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, মধ্যপ্রদেশে ২৯ লোকসভা আসনের মধ্যে ২৮ আসনই পেতে পারে এনডিএ জোট। ইন্ডিয়া জোটের ভাগ্যে যেতে পারে মাত্র ১টি আসন। অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সাফল্য পেতে চলেছে এই রাজ্যে৷

অপরদিকে, নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় এ বারের লোকসভা নির্বাচনে কেরলের মোট ২০টি আসনের মধ্যে মাত্র দু’টি আসন পেতে চলেছে এনডিএ৷ ইন্ডিয়া জোট, অর্থাৎ কংগ্রেস জোট পেতে পারে ১৪টি আসন, আর বাম জোট পেতে পারে চারটি আসন৷ কংগ্রেস জোটের ১৪টি আসনের মধ্যে রয়েছে রাহুল গান্ধি, শশী থারুরের মতো প্রার্থী৷

আরও পড়ুন: নিউজ 18 ওপিনিয়ন পোল: মধ্যপ্রদেশে ফের গেরুয়া ঝড়, ২৯-এ ২৮ আসনই পেতে চলেছে বিজেপি!

বিহারের রাজনীতিতে বারংবার রাজনৈতিক রং হয়েছে৷ নীতীশ কুমার আগে কংগ্রেসের সঙ্গে থাকলেও, পরে তিনি পালাবদল করেছেন৷ সরাসরি যোগ দিয়েছেন এনডিএ-তে৷ সেই নিয়ে বিপুল আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে৷ ভোটের মুখে নীতীশের পালাবদলের ঘটনাকে অনেকেই রাজনৈতিক সুবিধাবাদ হিসাবে চিহ্নিত করেছেন৷ কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বরং বলেছেন, তিনি আর কখনই রাজনৈতিক শিবির বদলের কথাও ভাবছেন না৷ তিনি এ বার বিজেপির সঙ্গেই থাকবেন৷

আরও পড়ুন: নিউজ এইট্টিনের ওপিনিয়ন পোলে ইঙ্গিত, বিহারে ৪০-এর মধ্যে ৩৮ আসন পেতে পারে এনডিএ

মধ্য প্রদেশের রাজনীতিতেও বারবার রাজনৈতিক পালাবদল হয়েছে। কিন্তু ২০২৩ সালের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। গত বারের চেয়ে ৫৪টি বেশি। মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ। যা ২০০৩ সালের চেয়ে প্রায় পাঁচ শতাংশ বেশি। অন্য দিকে, ৬৬টি আসনে জেতা কংগ্রেস ভোট পেয়েছে প্রায় ৪১ শতাংশের কাছাকাছি। আট শতাংশের ওই ভোটের পার্থক্যে কংগ্রেসের চেয়ে ৯৭টি আসন বেশি জিতেছে বিজেপি।

অপরদিকে, জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, কেরলের ভোটের শতাংশের বিচারেও বামপন্থী জোটের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে কংগ্রেস জোট৷ ইন্ডিয়া জোট পেতে পারে ৪৭ শতাংশ ভোট, এনডিএ জোট পেতে পারে ১৮ শতাংশ ভোট আর বামপন্থী জোট পেতে পারে ৩৫ শতাংশ ভোট৷