Tag Archives: Post Poll Violence Case

Supreme Court: ‘সিবিআইয়ের অভিয়োগ মানহানিকর…’ ভোট পরবর্তী হিংসা মামলা সরানো নিয়ে সিবিআইকে তিরস্কার সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: রাজ্য থেকে নির্বাচন পরবর্তী হিংসা মামলা সরানো নিয়ে এবং  বিভিন্ন কোর্টের বিচারপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় সুপ্রিমকোর্টে তিরস্কৃত সিবিআই। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সিবিআইকে মামলা অন্য রাজ্যে সরানোর আর্জি প্রত্যাহার করে নিতে বলেছে। বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চের পর্যবেক্ষণ, সব আদালত বিরোধী হতে পারে না।

ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের বিভিন্ন কোর্টে একের পর এক অভিযুক্ত জামিন পাওয়া এবং বিচারপদ্ধতি প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে অন্য রাজ্যে মামলা সরানোর আর্জি জানিয়েছিল সিবিআই। এদিন বিচারপতি অভয় ওকা এবং অগস্টিং জর্জ মাসির বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। ‘এ রাজ্যের সব আদালতের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে সিবিআই। বাংলার সামগ্রিক বিচার পদ্ধতির ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ রয়েছে বলেও অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এটা খুবই দুর্ভাগ্যজনক যে কেন্দ্রীয় এজেন্সি পশ্চিমবঙ্গের আদালতগুলির বিরুদ্ধে এমন সন্দেহ প্রকাশ করছে।’ এমনটাই মন্তব্য অভয় এস অকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের।

সিবিআইয়ের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এসভি রাজুকে বিচারপতিরা প্রশ্ন করেন, ‘আপনারা কী বলতে চাইছেন, বাংলার সব আদালতেই হস্টাইল পরিস্থিতি? ধরুন, আমরা মামলা অন্য রাজ্যে স্থানান্তর করে নিই, তার মানে আমরা এই বক্তব্যে শিলমোহর দিচ্ছি যে পশ্চিমবঙ্গের সব আদালতেই প্রতিকূল পরিস্থিতি এবং বিচারপদ্ধতি কাজ করছে না। আপনার আধিকারিকেরা কোনও রাজ্যকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু এটা বলবেন না যে সমগ্র বিচারপদ্ধতি কাজ করছে না। নিম্ন আদালতের বিচারক এবং বিচারবিভাগীয় আধিকারিকরা এখানে এসে নিজেদের ডিফেন্ড করতে পারেন না।’

আরও পড়ুন: হাতি সাফারির অনবদ্য জায়গা! পুজোয় কোদালবস্তি রাখুন প্ল্যানে, রিসর্টে বসেই বন্যপ্রাণ দেখুন

আরও পড়ুন: কাটল ৪২ দিন, শনিবার থেকেই ‘কাজে’ জুনিয়র ডাক্তাররা! কিন্তু পূর্ণরূপে কাজ শুরু কবে থেকে?

২০২১ সালে বিধানসভা ভোটের পর রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। কিন্তু মামলাগুলির ভিনরাজ্যে ট্রায়াল চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। নিম্ন আদালত সম্পর্কে সিবিআইয়ের অভিযোগকে মানহানিকর বলেছেন দুই বিচারপতি। এদিন বিচারপতিদের তিরস্কারের পরই নির্বাচন পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে স্থানান্তরের আবেদন প্রত্যাহার করেছে সিবিআই।