Tag Archives: Pranab Mukherjee

‘চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ’, ট্যুইট করে প্রণবের মৃত্যুসংবাদ জানালেন পুত্র অভিজিৎ

#নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ ট্যুইট করে নিজেই এ খবর জানিয়েছেন প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷

ট্যুইটারে অভিজিৎবাবু লিখেছেন, ‘চিকিৎসকদের সবরকম চেষ্টা এবং গোটা দেশের মানুষের প্রার্থনা ব্যর্থ করে আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷’  গত ১০ অগাস্ট ৮৪ বছর বয়সি প্রাক্তন রাষ্ট্রপতিকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তার আগের দিন রাতে নিজের বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি৷ মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকায় তাঁর অস্ত্রোপচারও করা হয়৷ তার পর থেকেই কোমায় ছিলেন তিনি৷ হাসপাতালে ভর্তির পরই প্রাক্তন রাষ্ট্রপতির করোনা সংক্রমণও ধরা পড়ে৷ এ দিন সকালেই হাসপাতালের তরফে জানানো হয়, রবিবার রাত থেকে প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷

প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি, ট্যুইট করে জানালেন প্রণব-পুত্র

#নয়াদিল্লি: চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উন্নতি হচ্ছে তাঁর স্বাস্থ্য পরিস্থিতির। ট্যুইট করে এমনটাই জানালেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

এদিন প্রণব-পুত্র অভিজিৎ ট্যুইটারে লেখেন, “আপনাদের শুভকামনায় এবং চিকিৎসকদের কঠিন পরিশ্রমে আমার বাবার অবস্থা এখন স্থিতিশীল। তাঁর শরীরের সমস্ত প্যারামিটারগুলি নিয়ন্ত্রণেই রয়েছে।ঠ

এর পরেই তিনি লেখেন, ” বাবার শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।”

ঘটনার সূত্রপাত গত ৯ অগাস্ট। ওইদিন রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ পরদিন ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় চিকিত্‍সকরা অপারেশনের সিদ্ধান্ত নেন৷ অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে৷ কিন্তু অপারেশন আবশ্যক ছিল।

হাসপাতালের তরফে জানানো হয়, অপারেশনের মাধ্যমে ওই জমাট বাঁধা রক্ত বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু কোনও মতেই রক্তক্ষরণ না কমায় নতুন করে জটিলতা তৈরি হয়। সূত্রের খবর, রক্ত তঞ্চন বন্ধ করার ওষুধ খান প্রাক্তন রাষ্ট্রপতি। তার জেরেই ক্ষতস্থানের রক্তক্ষরণ বন্ধ করতে সমস্যা হচ্ছিল।

এর মধ্যেই হঠাৎ নানা জায়গায় তাঁর মৃত্যুর গুজব রটতে শুরু করলে, প্রতিবাদ জানান প্রণব-পুত্র। বলেন, দেশে ফেক নিউজ কারখানা চলছে।

তবে এদিন প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার উন্নতির খবরে অনেকটাই স্বস্তি প্রণব অনুরাগীদের মনে।

এক বছর আগেই অগাস্টেই পেয়েছিলেন ভারতরত্ন, আজ লড়ছেন মৃত্যুশয্যায়, মেয়ের আবেগঘন পোস্টে চোখে জল

#মহিষাদল: প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অসুস্থতার খবরে মন ভালো নেই তাঁর প্রিয় শহর মহিষাদলের। মন খারাপ মহিষাদলের মানুষজনের। প্রণব মুখোপাধ্যায়ের প্রিয় প্রতিষ্ঠান মহিষাদল প্রজ্ঞানানন্দ ভবনের নিজস্ব মন্দির ৷ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর মন্দিরে বুধবারও চলছে বার্ষিক পুজোপাট। চলছে প্রণববাবুর সুস্থতা কামনায় পুজোও।

তাঁর সুস্থতা কামনা করে পুজো দিয়েছেন প্রজ্ঞানানন্দ স্মৃতি ভবনের সদস্যরা। প্রত্যেকেরই একটাই কামনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রাক্তন রষ্ট্রপতি। একইসঙ্গে সকলেই তাঁর মহিষাদল যোগ নিয়ে নিজেদের আলাপচারিতায় তুলে ধরছেন তাঁর নানা স্মৃতিকথা। বলছেন মহিষাদল থেকে প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের কথা।

এদিকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে পরিস্থিতি এখনও অত্যন্ত সঙ্কটজনক জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ ভেন্টিলেটর সাপোর্টে তাঁকে রাখা হয়েছে দিল্লির সেনা হাসপাতালে৷ সোমবারই ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়ের একটি অস্ত্রোপচার হয়৷ সেই অস্ত্রোপচারের আগে তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে৷

হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল৷ তা বের করতে একটি জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়৷ তার পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ অবস্থা এখনও সঙ্কটজনক৷ চিকিত্‍সকদের একটি বিশেষ টিম সব সময় প্রণববাবুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখছেন৷

এদিকে প্রণব বাবুর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বাবার এই অসুস্থতায় ভীষণভাবে ভেঙে পড়েছেন৷ তিনি আরও একটি জিনিস জানিয়ে আরও বিমর্ষ হয়ে পড়েছেন, গত বছর ৮ অগাস্ট ভারতরত্ন পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ আর এবছর ১০ অগাস্ট এরকম মারাত্মক শারীরিক অসুস্থতার শিকার হলেন তিনি৷

এদিকে প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সবসময়ে নজরে রেখেছে অভিজ্ঞ চিকিৎসকের একটি দল৷

SUJIT BHOWMIK