Tag Archives: President Draupadi Murmu

President Draupadi Murmu: চমক দেখালেন রাষ্ট্রপতি ! সাইনার সঙ্গে ব্যাডমিন্টন কোর্টে দুরন্ত মেজাজে দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি: শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ ৷ ব্যাডমিন্টন কোর্টে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ অলিম্পিক গেমসে পদকজয়ী সাইনা নেহওয়ালের সঙ্গে ব্যাডমিন্টন খেলে চমকে দিলেন তিনি ৷ রাষ্ট্রপতিকে এদিন এমন অবতারে দেখে প্রত্যেকেই অবাক ৷

আরও পড়ুন– সাউথগেটের চালেই বাজিমাত, ডাচদের ২-১ গোলে হারিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

বুধবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ব্য়াডমিন্টন খেলার ওই ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তে। সেখানে দেখা যাচ্ছে যে অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতেছেন দ্রৌপদী মুর্মু। এক গেমে সাইনাকে হারিয়েও দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন– দুর্যোগে দুর্ভোগ চলবে উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস? জেনে নিন

রাষ্ট্রপতির ব্যাডমিন্টন খেলার দক্ষতাকে প্রত্যেকেই প্রশংসা করেছেন ৷ কাঁধের ওড়না বেঁধে একেবারে ম্যাচের মুডে দেখা গিয়েছে এদিন রাষ্ট্রপ্রধানকে ৷ রাষ্ট্রপতি ভবনের ব্যাডমিন্টন কোর্টে একেবারে পেশাদার খেলোয়াড়ের মেজাজেই এদিন নেমে পড়েছিলেন দ্রৌপদী মুর্মু ৷

President Droupadi Murmu: ‘গণতন্ত্রকে কলঙ্কিত করেছিল’ সংসদের ভাষণে জরুরি অবস্থার উল্লেখ রাষ্ট্রপতির! প্রতিবাদ বিরোধীদের

নয়াদিল্লি: সংসদে উঠে এল জরুরি অবস্থার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লার পরে এ বার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে শোনা গেল সেই কথা। বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘১৯৭৫ সালে জারি হওয়া জরুরি অবস্থা ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম অধ্যায়।’ রাষ্ট্রপতির ভাষণের সময় বিজেপি-সহ সরকার পক্ষের সাংসদদের উল্লাস করতে দেখা যায়। অন্য দিকে, বিরোধী বেঞ্চ থেকে ধেয়ে আসে প্রতিবাদ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিযোগ, ‘সে দিনের ঘটনা ছিল সংবিধানের উপর সরাসরি, সবচেয়ে বড় আক্রমণ। গণতন্ত্রকে কলঙ্কিত করার এমন প্রচেষ্টা নিন্দনীয়।’ এর পরেই তাঁর ‘তাৎপর্যপূর্ণ মন্তব্য’, ‘সে দিন জাতি ওই অসাংবিধানিক শক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছিল।’

আরও পড়ুন: ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! জানলে চমকে যাবেন

এদিন যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘১০ বছর আগে দেশের অর্থনীতি বিশ্বের মধ্যে ১১তম স্থানে ছিল। বর্তমানে ভারত উঠে এসেছে পঞ্চম স্থানে। এই সময়ে কোভিড অতিমারীর মতো ভয়ঙ্কর সময়ও ছিল। কিন্তু দেশের আর্থিক বৃদ্ধিকে আটকে রাখা যায়নি। সরকারের রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম নীতির কারণেই তা সম্ভব হয়েছে। আমার সরকার আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তুলবে।’

আরও পড়ুন: বৃষ্টি কি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে? স্বস্তির বড় খবর হাওয়া অফিসের, কবে নামবে জানুন

রাষ্ট্রপতি আরও বলেন, ‘অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী সকল খেলোয়াড়কে শুভেচ্ছা। ১ জুলাই থেকে ন্যায় সংহিতা চালু হবে। ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে। সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে।’

Narendra Modi Oath Taking Ceremony Food: দম বিরিয়ানি থেকে আমের ক্রিম, কুলফি-স্টাফড লিচি-রসমালাই! রাষ্ট্রপতি ভবনে মোদির শপথের রাতের মেন্যুতে কী কী?

নয়াদিল্লি: তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে মোদি ও অন্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে হাজির হয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা। এএনআই দাবি করেছে, শপথগ্রহণ অনুষ্ঠানের পর এনডিএ-র সাংসদদের জন্য ভোজসভার আয়োজন করা হয়েছে। সেই ভোজসভায় কী কী পদ থাকছে, তা-ও জানিয়েছে এএনআই।

সূত্রের খবর, শপথগ্রহণের নৈশভোজের খাদ্যতালিকায় থাকছে একাধিক রকমের জুস, আমের ক্রিম, স্টাফড লিচি, মটকা কুলফি, রায়তা, একাধিক রকমের ব্রেড/রুটি। পাঞ্জাবি কাউন্টার থাকবে। দম বিরিয়ানি, যোধপুরী সবজি, মিলেটের আলাদা কাউন্টারও রাখা হবে। মিষ্টিমুখের ব্যবস্থা হিসেবে রসমলাই এবং ঘেওরের মতো মিষ্টি রাখা হবে। গরমের কথা মাথায় রেখে ভোজসভায় তিন রকমের রায়তা থাকছে বলে খবর।

আরও পড়ুন: মোদির শপথগ্রহণে হাজির শাহরুখ খান, সঙ্গে কে? সব নজর ঘুরে গেল বাদশার দিকে! দেখুন ভিডিও

তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। এনডিএ সংসদীয় জোটের প্রধান হিসেবে সন্ধ্যা সাতটা পঁচিশে প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশ বিদেশের অতিথিহিদের সামনে ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকল গোটা বিশ্ব।

আরও পড়ুন: তমলুকে অভিজিতের কাছে হারলেন কেন? ‘দুই’ কারণ স্পষ্ট করে চাঞ্চল্যকর দাবি দেবাংশুর

পর পর তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি হন মোদি, অমিত শাহ, রাজনাথ সিং-রা। মোদির শপথ পাঠের আগেই তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের সঙ্গে এদিন চা চক্রে দেখা করেন মোদি।

মৈত্রেয়ী ভট্টাচার্য