Tag Archives: Primary Teachers Recruitment

Primary TET: প্রশ্নপত্রে একাধিক ভুল! এবার প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: প্রশ্ন বিতর্কে TET ২০১৪-এর পুনরাবৃত্তি TET ২০১৭-তে। ২০১৭ TET-এর ২১ প্রশ্ন বিতর্কে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির কাছে ২১ প্রশ্ন পাঠাল হাইকোর্ট। এক মাসের মধ্যে ২১টি প্রশ্নের সঠিক উত্তর জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এক মাসের মধ্যে রিপোর্ট দেবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

২০১৪ সালের টেটে ৬টি প্রশ্ন ভুল বেরোয়, এই রিপোর্ট দেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি। সেবার সমস্ত পরীক্ষার্থীকে ওই প্রশ্নগুলির উত্তরের নম্বর দিয়ে দেওয়া হয়েছিল। ২০১৭ সালের প্রশ্নবিভ্রাটের এই মামলায় এবার বিশ্বভারতী কী রিপোর্ট দেয় তার উপর ভাগ্য ঝুলে রয়েছে হাজার হাজার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীর।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়

বুধবার বিচারপতি মান্থার এজলাসে মামলার শুনানি চলার সময় প্রশ্ন ভুলের অভিযোগ যাচাই করার নির্দেশ দেন। আর সেই দায়িত্ব পালন করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। টেটের প্রশ্ন ভুলের বিষয়টি দেখবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা সেই বিশেষজ্ঞ কমিটি। আগামী এক মাসের মধ্যে তাঁদের সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে।

আরও পড়ুন: গরমে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে! ধরা পড়ল ইসরোর ক্যামেরায়, ভারতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত

মূলত বাংলা, পরিবেশবিদ্যা-সহ মোট তিনটি বিষয় রয়েছে। এই প্রশ্নে ভুলগুলো আগে চিহ্নিত করা হবে। তারপর পরীক্ষার্থীদের উত্তর মিলিয়ে নেওয়া হবে। পর্ষদ যে প্রশ্ন তৈরি করেছিল, তার উত্তর ও বিশেষজ্ঞদের উত্তর মিলিয়ে দেখা হবে। এর আগে বিচারপতি মান্থা মামলাকারীদের আবেদন শুনে অসন্তোষের সুরেই বলেছিলেন, ‘একটা প্রশ্নপত্রে এত ভুল থাকে কী করে? পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে ঠিক জবাব দেবে?’

অর্ণব হাজরা