Tag Archives: Primary TET

Primary TET Exam: টেটের প্রশ্ন ভুল-উত্তরও ভুল! বিতর্ক এড়াতে এবার ‘বিশেষ ১২’-র ভাবনা প্রাথমিক শিক্ষা পর্ষদের

কলকাতা: প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্ন ভুল ও উত্তর ভুলের বিতর্কে জেরবার প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের প্রশ্ন ভুল ও উত্তর ভুলের পুনরাবৃত্তি চায় না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই এবার টেটের ফল প্রকাশে অতি সাবধানী পর্ষদ। এক একটি বিষয়ের প্রত্যেকটি প্রশ্নের উত্তর যাচাইয়ের জন্য ন্যূনতম ১২ জন বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

টেটের ফল প্রকাশের আগে প্রত্যেকটি বিষয় ধরে ধরে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে পর্ষদ। রাজ্যের বাইরের বিশ্ববিদ্যালয়েরও বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে পর্ষদ। উত্তর ভুল বা প্রশ্ন ভুলের জন্য বারবার আদালতে সমালোচিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরবর্তীকালে পর্ষদকে চাকরিও দিতে হয়েছে পরীক্ষার্থীদের। তার জেরেই এই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের বলে সূত্রের খবর।

আরও পড়ুন: প্রতিবাদের নামে কুরুচির প্রকাশ! এবার ঘৃণ্য ঘটনার শিকার তৃণমূল নেত্রী রাজন্যা! গেলেন পুলিশে

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রত্যেকটি বিষয়ে ধরে ধরে একাধিক বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পর্যায় শেষ হলেই পর্ষদ আপলোড করবে টেটের উত্তরপত্র। ২০২৩-এর ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট নেয়। তার ফল প্রকাশ এখনও করেনি পর্ষদ।

আরও পড়ুন: নেমপ্লেট আছে, মানুষটাই আর নেই! খাঁখাঁ করছে সোদপুরের চেম্বার, হাওয়ায় শুধু ভাসছে ‘উই ওয়ান্ট জাস্টিস’!

টেট ১৪-র পরের দুটি টেটে ৪৭ প্রশ্ন ভুলে বিশেষ কমিটি। ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি গড়তে হবে। এই বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। ১৪ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Primary Tet: প্রাইমারি টেট নিয়ে এবার বিরাট নির্দেশ হাইকোর্টের! ফের প্রবল অস্বস্তিতে রাজ্য

কলকাতা: কলকাতা হাইকোর্টে এবার অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট ১৪-র পরের দুটি টেটে ৪৭ প্রশ্ন ভুলে বিশেষ কমিটি। ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি গড়তে হবে। এই বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। ১৪ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: সর্বনাশ! সন্দীপের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে! ভয়ঙ্কর ঘটনা ২২-২৩ সালে

২০১৭ এবং ২০২২ সালে প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুলের অভিযোগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষ কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থার। একইভাবে ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি। দুটি নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বোর্ডের নেওয়া প্রথম টেট, প্রাথমিক টেট ২০১৪ মোট ৬ প্রশ্ন ভুল আগেই সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে। শুক্রবার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Primary TET Scam: প্রাথমিকের পরীক্ষার OMR হার্ডডিস্ক কোথায়? এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতা: প্রাথমিক টেট ২০১৪-র ওএমআর শিট মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তে অসন্তোষ কলকাতা হাইকোর্টের। প্রাথমিকের পরীক্ষার OMR হার্ডডিস্ক কোথায়? খোঁজ চাইল আদালত। মেটা ডেটা/ ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে আসল হার্ডডিস্কের হদিশ দিতে ব্যর্থ সিবিআই। এই তথ্য পেয়েই সিবিআই, ইডি-র বাইরে বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, গত ২ বছরে প্রাথমিকের দুর্নীতির OMR তদন্তের অগ্রগতি নেই। ৬ সপ্তাহে OMR sheet-এর মেটা ডেটা রহস্যের সমাধানের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন বিচারপতি মান্থা। সরকারি বা বেসরকারি বিশেষজ্ঞ সংস্থা, এমনকি এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে সিবিআইকে সবুজ সঙ্কেত দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: তাহলে কি হার্দিক-নাতাশার সম্পর্ক একেবারেই শেষ? এই ঘটনার পরই ফের শুরু জল্পনা

এই জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ৭ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। প্রাথমিক টেট OMR মামলায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট হন বিচারপতি রাজাশেখর মান্থা।

আরও পড়ুন: IIT-কে রীতিমতো টক্কর, এই কলেজে পড়ে মিলল ৮৫ লক্ষ টাকা প্যাকেজের চাকরি! কীভাবে ভর্তি?

প্রাথমিক টেট ২০১৪ OMR এর প্রথম হার্ডডিস্ক কোথায়? হার্ডডিস্ক না থাকলে ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায়? – সিবিআই উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থা’র। শুক্রবারের মধ্যে সিবিআই কে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা।

অর্ণব হাজরা

Primary TET: প্রশ্নপত্রে একাধিক ভুল! এবার প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: প্রশ্ন বিতর্কে TET ২০১৪-এর পুনরাবৃত্তি TET ২০১৭-তে। ২০১৭ TET-এর ২১ প্রশ্ন বিতর্কে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির কাছে ২১ প্রশ্ন পাঠাল হাইকোর্ট। এক মাসের মধ্যে ২১টি প্রশ্নের সঠিক উত্তর জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এক মাসের মধ্যে রিপোর্ট দেবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

২০১৪ সালের টেটে ৬টি প্রশ্ন ভুল বেরোয়, এই রিপোর্ট দেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি। সেবার সমস্ত পরীক্ষার্থীকে ওই প্রশ্নগুলির উত্তরের নম্বর দিয়ে দেওয়া হয়েছিল। ২০১৭ সালের প্রশ্নবিভ্রাটের এই মামলায় এবার বিশ্বভারতী কী রিপোর্ট দেয় তার উপর ভাগ্য ঝুলে রয়েছে হাজার হাজার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীর।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়

বুধবার বিচারপতি মান্থার এজলাসে মামলার শুনানি চলার সময় প্রশ্ন ভুলের অভিযোগ যাচাই করার নির্দেশ দেন। আর সেই দায়িত্ব পালন করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। টেটের প্রশ্ন ভুলের বিষয়টি দেখবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা সেই বিশেষজ্ঞ কমিটি। আগামী এক মাসের মধ্যে তাঁদের সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে।

আরও পড়ুন: গরমে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে! ধরা পড়ল ইসরোর ক্যামেরায়, ভারতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত

মূলত বাংলা, পরিবেশবিদ্যা-সহ মোট তিনটি বিষয় রয়েছে। এই প্রশ্নে ভুলগুলো আগে চিহ্নিত করা হবে। তারপর পরীক্ষার্থীদের উত্তর মিলিয়ে নেওয়া হবে। পর্ষদ যে প্রশ্ন তৈরি করেছিল, তার উত্তর ও বিশেষজ্ঞদের উত্তর মিলিয়ে দেখা হবে। এর আগে বিচারপতি মান্থা মামলাকারীদের আবেদন শুনে অসন্তোষের সুরেই বলেছিলেন, ‘একটা প্রশ্নপত্রে এত ভুল থাকে কী করে? পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে ঠিক জবাব দেবে?’

অর্ণব হাজরা