Tag Archives: Property Will

Ratan-Noel Tata Relationship: উইলে ড্রাইভার, রাঁধুনিরও নাম রয়েছে, কিন্তু ভাই নোয়েলকে কিছুই দেননি রতন টাটা? কেমন ছিল তাঁদের সম্পর্ক?

Ratan-Noel Tata Relationship: রতন টাটার মৃত্যুর পর টাটা ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন নোয়েল টাটা। নোয়েল রতনের সৎ ভাই। রতন টাটা চাইলেই তাঁকে উত্তরাধিকার সঁপে যেতে পারতেন। কিন্তু তা করেননি। কেন? এর পিছনে কী কোনও গুরুতর কারণ রয়েছে?
Ratan-Noel Tata Relationship: রতন টাটার মৃত্যুর পর টাটা ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন নোয়েল টাটা। নোয়েল রতনের সৎ ভাই। রতন টাটা চাইলেই তাঁকে উত্তরাধিকার সঁপে যেতে পারতেন। কিন্তু তা করেননি। কেন? এর পিছনে কী কোনও গুরুতর কারণ রয়েছে?
দুই ভাইয়ের সম্পর্কটা অত্যন্ত জটিল। বাইরে থেকে অবশ্য এর কিছুই আঁচ পাওয়া যায় না। যাইহোক সাইরাস মিস্ত্রি বিতর্কে নোয়েল রতন টাটাকেই সমর্থন করেছিলেন। ২৫ অক্টোবর রতন টাটার উইল খোলা হয়। তিনি তাঁর সম্পত্তি থেকে ছোট ভাই জিমি, দুই বোন, ড্রাইভার, কুক এবং বাটলারকে কিছু না কিছু দিয়ে গিয়েছেন। কিন্তু সৎ ভাই নোয়েলকে কিছুই দেননি। এমনকী উইলে নোয়েলের নামও উল্লেখ করেননি তিনি।
দুই ভাইয়ের সম্পর্কটা অত্যন্ত জটিল। বাইরে থেকে অবশ্য এর কিছুই আঁচ পাওয়া যায় না। যাইহোক সাইরাস মিস্ত্রি বিতর্কে নোয়েল রতন টাটাকেই সমর্থন করেছিলেন। ২৫ অক্টোবর রতন টাটার উইল খোলা হয়। তিনি তাঁর সম্পত্তি থেকে ছোট ভাই জিমি, দুই বোন, ড্রাইভার, কুক এবং বাটলারকে কিছু না কিছু দিয়ে গিয়েছেন। কিন্তু সৎ ভাই নোয়েলকে কিছুই দেননি। এমনকী উইলে নোয়েলের নামও উল্লেখ করেননি তিনি।
প্রশ্ন উঠছে, তাহলে কী নোয়েলের সঙ্গে রতন টাটার সম্পর্ক ভাল ছিল না? যদি সত্যিই তাই হয়, তাহলে তাঁদের সম্পর্ক কেমন ছিল? দুই সৎ বোন কারা, যাঁদের সম্পত্তির একটা অংশ দিয়েছেন রতন টাটা? বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রতন এবং নোয়েল একই পিতার সন্তান হলেও, তাঁদের মা আলাদা। অর্থাৎ তাঁরা সৎ ভাই। দু’জনের সম্পর্ক বেশ জটিল।
প্রশ্ন উঠছে, তাহলে কী নোয়েলের সঙ্গে রতন টাটার সম্পর্ক ভাল ছিল না? যদি সত্যিই তাই হয়, তাহলে তাঁদের সম্পর্ক কেমন ছিল? দুই সৎ বোন কারা, যাঁদের সম্পত্তির একটা অংশ দিয়েছেন রতন টাটা? বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রতন এবং নোয়েল একই পিতার সন্তান হলেও, তাঁদের মা আলাদা। অর্থাৎ তাঁরা সৎ ভাই। দু’জনের সম্পর্ক বেশ জটিল।
অনেকে বলেন, নোয়েলের অভিজ্ঞতার উপর খুব একটা ভরসা ছিল না রতন টাটার। সে জন্যই না কি নোয়েলকে উত্তরাধিকার ঘোষণা করেননি তিনি। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্কে উন্নতি হয়। নোয়েল টাটা ট্রাস্টের ট্রাস্টি হন।
অনেকে বলেন, নোয়েলের অভিজ্ঞতার উপর খুব একটা ভরসা ছিল না রতন টাটার। সে জন্যই না কি নোয়েলকে উত্তরাধিকার ঘোষণা করেননি তিনি। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্কে উন্নতি হয়। নোয়েল টাটা ট্রাস্টের ট্রাস্টি হন।
তবে নিজের উইলে নোয়েলকে রাখেননি রতন টাটা। বিতর্কের সময় নোয়েল সমর্থন করলেও তাঁর মন গলেনি। এমন পরিস্থিতি দেখে অনুমান করা যায়, তাঁদের মধ্যে পারিবারিক টানাপড়েন ছিল। যা হয়ত দীর্ঘদিনের।
তবে নিজের উইলে নোয়েলকে রাখেননি রতন টাটা। বিতর্কের সময় নোয়েল সমর্থন করলেও তাঁর মন গলেনি। এমন পরিস্থিতি দেখে অনুমান করা যায়, তাঁদের মধ্যে পারিবারিক টানাপড়েন ছিল। যা হয়ত দীর্ঘদিনের।
সৎ মা সিমোন টাটার সঙ্গে রতনের ভাল সম্পর্ক ছিল। টাটা গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সিমোনের অনেক অবদান রয়েছে। বড় পরিবারে নানা জটিলতা থাকলেও সিমোনের কৃতিত্বকে সম্মান করতেন রতন টাটা।
সৎ মা সিমোন টাটার সঙ্গে রতনের ভাল সম্পর্ক ছিল। টাটা গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সিমোনের অনেক অবদান রয়েছে। বড় পরিবারে নানা জটিলতা থাকলেও সিমোনের কৃতিত্বকে সম্মান করতেন রতন টাটা।
বাবা নওল টাটার সঙ্গেও বেশ জটিল সম্পর্ক ছিল রতন টাটার। বাবা-মা-এর বিবাহবিচ্ছেদের প্রভাব পড়েছিল তাঁর জীবনেও। যার কারণে পরবর্তীকালে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রীতিমতো দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছে তাঁকে।
বাবা নওল টাটার সঙ্গেও বেশ জটিল সম্পর্ক ছিল রতন টাটার। বাবা-মা-এর বিবাহবিচ্ছেদের প্রভাব পড়েছিল তাঁর জীবনেও। যার কারণে পরবর্তীকালে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রীতিমতো দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছে তাঁকে।
মা সুনি টাটার সঙ্গে সম্পর্কটাও কিছুটা টাল খায় বিবাহবিচ্ছেদের কারণেই। সুনি ফের বিয়ে করেন। যার ফলে প্রাথমিকভাবে কিছু টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। তবে মায়ের দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তাঁদের সম্পর্ক ফের দানা বাঁধতে শুরু করে। রতন টাটার দুই সৎ বোন। শিরিন এবং ডিনা জিজিভয়। দু’জনেই রতন টাটার খুব কাছের। শিরিন এবং ডিনা দাতব্য কাজের সঙ্গে যুক্ত। যা রতন টাটার জীবনেও গভীর প্রভাব ফেলেছিল।
মা সুনি টাটার সঙ্গে সম্পর্কটাও কিছুটা টাল খায় বিবাহবিচ্ছেদের কারণেই। সুনি ফের বিয়ে করেন। যার ফলে প্রাথমিকভাবে কিছু টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। তবে মায়ের দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তাঁদের সম্পর্ক ফের দানা বাঁধতে শুরু করে। রতন টাটার দুই সৎ বোন। শিরিন এবং ডিনা জিজিভয়। দু’জনেই রতন টাটার খুব কাছের। শিরিন এবং ডিনা দাতব্য কাজের সঙ্গে যুক্ত। যা রতন টাটার জীবনেও গভীর প্রভাব ফেলেছিল।