Tag Archives: Queen Elizabeth II

কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন রানি, সেই টি ব্যাগ অনলাইনে বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে!

#স্কটল্যান্ড: ৯৬ বছরের রানি এলিজাবেথ ব্রিটেনের রাজপরিবারের শীর্ষ পদে, অর্থাৎ সম্রাজ্ঞী হয়ে তিনি ছিলেন সর্বোচ্চ সময়কাল৷ রানির সম্পত্তির পরিমাণ নিয়ে জোর চর্চা চলছে তাঁর মৃত্যুর পর থেকেই। শুধু তা-ই নয়, রাজপরিবারের কে কে কোন সম্পত্তির অধিকারী হবেন, তা নিয়ে আগ্রহের শেষ নেই সারা পৃথিবীতে।

বহু মানুষ রানিকে সম্মান জানানোরর জন্য ব্রিটিশ শাসকের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস নিলাম করার চেষ্টা করছেন। এমনই সময়ে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এল। রানির মৃত্যুর পরে তাঁর ব্যবহার করা একটি টি ব্যাগ অনলাইন বিক্রিবাট্টার তালিকায় চলে এসেছে। কেবল তা-ই নয়, ব্যবহৃত সেই টি ব্যাগটি যা মূল্য নির্ধারণ করা হয়েছে, তা শুনলে চোখ কপালে উঠবে।

আরও পড়ুন: ২০২১-এর ট্যুইটে রানির মৃত্যুর তারিখ উল্লেখ! জোর চর্চা ভুডু ‘ভবিষ্যদ্বাণী’ নিয়ে

আরও পড়ুন: সবচেয়ে বেশিদিন তিনিই ছিলেন ব্রিটেনের সম্রাজ্ঞী, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

রানি ৯০-এর দশকের কোনও এক সময়ে সেই টি ব্যাগটি কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন। ব্যবহারের পরে সেই টি ব্যাগটি উইন্ডসোর দুর্গ থেকে পাচার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এখন সেই টি ব্যাগটি ১২ হাজার ডলার দিয়ে অনলাইনে বিক্রি হচ্ছে। ভারতীয় হিসেবে যা প্রায় ৯.৫ লক্ষ টাকা৷

যাঁরা প্রশ্ন করছেন, এই টি ব্যাগটি আদৌ রানির ব্যবহার করা কিনা, তাঁদের জন্য ডেকাতুর জর্জিয়ার বাসিন্দার বিক্রেতা একটি শংসাপত্র আপলোড করে দিয়েছেন। সার্টিফিকেট ইনস্টিটিউট অফ এক্সিলেন্স (IECA) দ্বারা জারি করা হয়েছে সেটি। শংসাপত্রে বলা হয়েছে, IECA ‘নিম্নলিখিত বিবৃতিগুলি সম্পূর্ণ সত্য বলে চিহ্নিত করেছে।’

২০২১-এর ট্যুইটে রানির মৃত্যুর তারিখ উল্লেখ! জোর চর্চা ভুডু ‘ভবিষ্যদ্বাণী’ নিয়ে

#স্কটল্যান্ড: ২০২২ সাল, ৮ সেপ্টেম্বর। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

২০২১ সাল, ২৪ অগাস্ট। ট্যুইটারে পোস্ট করা হয়, ‘ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যু বরণ করবেন ৮ সেপ্টেম্বর’।

রানির মৃত্যুর এক বছর আগে ট্যুইটারে ফ্রেঞ্চ ভাষায় এই পোস্টটি করেন এক স্ব-ঘোষিত ভুডু চর্চাকারী। সেই ট্যুইট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে। এমন ‘ভবিষ্যদ্বাণী’ (ব্যক্তির দাবি অনুযায়ী) কী ভাবে মিলে গেল, তা নিয়ে শোরগোল পড়েছে। যদিও ট্যুইটটি ভাল করে পড়লে দেখা যাবে, সেখানে কোনও সালের উল্লেখ ছিল না। ২০২১ সালের কথাও বলে থাকতে পারেন সেই ব্যক্তি। কিন্তু একই তারিখে মৃত্যুবরণ করলেন ব্রিটেনের রানি।

আরও পড়ুন: সবচেয়ে বেশিদিন তিনিই ছিলেন ব্রিটেনের সম্রাজ্ঞী, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

ভুডু চর্চাকারী সেই ট্যুইটেই লিখেছিলেন, ‘এখনও যদি ভুডুতে বিশ্বাস না করেন, কিছু করার নেই।’ তার পর রানির মৃত্যুর পরের দিন ৯ সেপ্টেম্বর আরও একটি ট্যুইট করে লেখেন, ‘আমরাা কোনও পদক্ষেপ করতে পারি না বা প্রভাবিত করতে পারি না। কেবল ভবিষ্যদ্বাণী করি। কিছু ঘটনার কথা আগে থেকেই জেনে যাই। অল্পবিস্তর এ দিক ও দিক হয়। যেমন আমি মৃত্যুর সময় এবং কারণ বলতে পারিনি।’

নেটিজেনরা ইতিমধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি খুঁজে বের করেছেন ট্যুইটটি ঘিরে। কারও বক্তব্য, এ রকম বিভিন্ন তারিখ দিয়ে ট্যুইট করা হয়েছিল, কিন্তু সেগুলি ট্যুইটারের বিশেষ ফিচার ‘পাবলিক’ করা হয়নি বলে কেউ দেখতে পায়নি। নিশ্চয়ই রানির মৃত্যুর পর কেবল ৮ তারিখের ট্যুইটটিকেই ‘পাবলিক’ করা হয়েছে। অনেকের দাবি, নিশ্চয়ই বাকি পোস্টগুলি মুছে ফেলা হয়েছে মানুষকে প্রতারিত করার জন্য। কেউ কেউ মনে করালেন, এর আগে এ রকমই ট্যুইট করা হয়েছিল বিভিন্ন ফুটবল খেলার ফলাফল নিয়েও। কারও বক্তব্য, অনেকগুলি অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যক্তির। প্রত্যেকটি থেকে একটি করে ট্যুইট করা হয়েছে। ঘটনার পর নির্দিষ্ট একটি পোস্টটিকেই সকলের সামনে আনা হয়েছে।

৯৬ বছরের রানি এলিজাবেথ ব্রিটেনের রাজপরিবারের শীর্ষ পদে, অর্থাৎ সম্রাজ্ঞী হয়ে তিনি ছিলেন সর্বোচ্চ সময়কাল৷ গত বছর অক্টোবর মাস থেকে তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছেন নিয়মিত৷ তাঁরা দাঁড়াতে কষ্ট হচ্ছে পাশাপাশি চলতেও পারছেন না৷

আরও পড়ুন: রানি এলিজাবেথের শেষশয্যায় রাজপরিবারের বাকিরা থাকলেও যাননি উইলিয়ামের স্ত্রী কেট, জানুন কারণ

বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছিল, শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর৷ চার সন্তানকে ডেকে পাঠানো হয়৷ তাঁরা সকলেই দ্রুত এসে উপস্থিত হন৷ ভারতীয় সময় ১১টার পর ঘোষণা করা হয়, প্রয়াত হয়েছেন রানি এলিজাবেথ।