Tag Archives: R Madhavan

Bollywood Actor: ক্লাস ৮-এ ডাহা ফেল! ‘না’ শুনতে হয়েছে বহু নায়িকার থেকে, চেনেন তো সুপারস্টারকে?

সাফল্য রাতারাতি আসে না। কখনও কখনও স্বপ্ন ছুঁয়ে ফেলার আগের মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হয়। আজ আমরা এমন একজন অভিনেতার জীবনকাহিনি বলব, যিনি দেশের অন্যতম সফল শিল্পী হওয়ার আগে সমস্ত লড়াই-সংগ্রামের মুখোমুখি হয়েছেন।
সাফল্য রাতারাতি আসে না। কখনও কখনও স্বপ্ন ছুঁয়ে ফেলার আগের মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হয়। আজ আমরা এমন একজন অভিনেতার জীবনকাহিনি বলব, যিনি দেশের অন্যতম সফল শিল্পী হওয়ার আগে সমস্ত লড়াই-সংগ্রামের মুখোমুখি হয়েছেন।
হিন্দি থেকে দক্ষিণী, একাধিক ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সুপারহিট নায়ক এক সময়ে জীবনের পথে চড়াই-উতরাই পেরিয়ে এসেছেন।
হিন্দি থেকে দক্ষিণী, একাধিক ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সুপারহিট নায়ক এক সময়ে জীবনের পথে চড়াই-উতরাই পেরিয়ে এসেছেন।
সবথেকে দুঃখজনক ঘটনা, তিনি একবার ৮ম শ্রেণিতে ফেল করেছিলেন। কারণ অঙ্কে কেবল ৩৯ শতাংশ পেয়েছিলেন অভিনেতা। তাঁর কথায়, ‘‘আমি ভাল ছাত্র ছিলাম না। মা-বাবা খুবই কষ্ট পেয়েছিল।’’
সবথেকে দুঃখজনক ঘটনা, তিনি একবার ৮ম শ্রেণিতে ফেল করেছিলেন। কারণ অঙ্কে কেবল ৩৯ শতাংশ পেয়েছিলেন অভিনেতা। তাঁর কথায়, ‘‘আমি ভাল ছাত্র ছিলাম না। মা-বাবা খুবই কষ্ট পেয়েছিল।’’
‘‘তাঁরা চেয়েছিলেন আমি বিয়ে করি এবং টাটা স্টিলে কাজ করি, বাবার বাড়িতেই থাকি। কিন্তু সেটা আমি করিনি। আমার বাবা সাধারণত আবেগপ্রবণ হন না, কিন্তু মনে আছে, শেষ একটি ইঞ্জিনিয়ারিং কলেজটিও যখন আমার অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করল, সেদিন বাবাকে অন্যরকম দেখেছিলাম।’’
‘‘তাঁরা চেয়েছিলেন আমি বিয়ে করি এবং টাটা স্টিলে কাজ করি, বাবার বাড়িতেই থাকি। কিন্তু সেটা আমি করিনি। আমার বাবা সাধারণত আবেগপ্রবণ হন না, কিন্তু মনে আছে, শেষ একটি ইঞ্জিনিয়ারিং কলেজটিও যখন আমার অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করল, সেদিন বাবাকে অন্যরকম দেখেছিলাম।’’
‘‘আমরা রেলওয়ে ট্র্যাক ধরে হাঁটছিলাম। চোখে জল নিয়ে বাবা জিজ্ঞেস করলেন, ‘আমি তোমার কী খারাপ করেছি?’ আমি উত্তর দিয়েছিলাম, ‘বাবা, আমি জানি না আমি কী হব, তবে আমি জানি আমি তোমার কাজটা করতে চাই না।’’
‘‘আমরা রেলওয়ে ট্র্যাক ধরে হাঁটছিলাম। চোখে জল নিয়ে বাবা জিজ্ঞেস করলেন, ‘আমি তোমার কী খারাপ করেছি?’ আমি উত্তর দিয়েছিলাম, ‘বাবা, আমি জানি না আমি কী হব, তবে আমি জানি আমি তোমার কাজটা করতে চাই না।’’
‘‘যদি আমি ৩০ বছর ধরে একটি ডেস্কেই বসে থাকি, আমি হয়তো কাউকে আঘাত করে ফেলতে পারি। ওই কাজ আমার জন্য নয়। আমি শুধু প্রতিশ্রুতি দিতে পারি যে আমি তোমাকে হতাশ করব না।’’
‘‘যদি আমি ৩০ বছর ধরে একটি ডেস্কেই বসে থাকি, আমি হয়তো কাউকে আঘাত করে ফেলতে পারি। ওই কাজ আমার জন্য নয়। আমি শুধু প্রতিশ্রুতি দিতে পারি যে আমি তোমাকে হতাশ করব না।’’
কথা হচ্ছে আর মাধবনকে নিয়ে। দক্ষিণী সুপারস্টার, বলিউড সুপারস্টার। ‘তনু ওয়েডস মনু’, ‘৩ ইডিয়টস’, ‘শয়তান’ এবং ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনজয় করেছেন।
কথা হচ্ছে আর মাধবনকে নিয়ে। দক্ষিণী সুপারস্টার, বলিউড সুপারস্টার। ‘তনু ওয়েডস মনু’, ‘৩ ইডিয়টস’, ‘শয়তান’ এবং ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনজয় করেছেন।
সেই অভিনেতারই ছোটবেলার একটি ঘটনা তুলে ধরা হল। যেই ঘটনার সঙ্গে ‘৩ ইডিয়টস’-এ তাঁর চরিত্র ফারহান কুরেশির মিল রয়েছে। বাবার কথায় ইঞ্জিনিয়ারিং না করে নিজের পছন্দমতো পেশা বেছে নিয়েছিল ফারহান। মাধবনের গল্পটাও বেশ একইরকম।
সেই অভিনেতারই ছোটবেলার একটি ঘটনা তুলে ধরা হল। যেই ঘটনার সঙ্গে ‘৩ ইডিয়টস’-এ তাঁর চরিত্র ফারহান কুরেশির মিল রয়েছে। বাবার কথায় ইঞ্জিনিয়ারিং না করে নিজের পছন্দমতো পেশা বেছে নিয়েছিল ফারহান। মাধবনের গল্পটাও বেশ একইরকম।
আপনি কি জানেন, এমন একটি সময় ছিল যখন অভিনেত্রীরা মাধবনের সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না। ‘তনু ওয়েডস মনু’ ছবির প্রযোজক শৈলেশ আর সিং এক সাক্ষাৎকারে চমকপ্রদ তথ্য দিয়েছিলেন।
আপনি কি জানেন, এমন একটি সময় ছিল যখন অভিনেত্রীরা মাধবনের সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না। ‘তনু ওয়েডস মনু’ ছবির প্রযোজক শৈলেশ আর সিং এক সাক্ষাৎকারে চমকপ্রদ তথ্য দিয়েছিলেন।
কঙ্গনা রানাউতের কাছে যাওয়ার আগে অনেক অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। কিন্তু সকলেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারণ তাঁরা মাধবনের সঙ্গে কাজ করতে চাননি। কিছু অভিনেত্রী এমনকি বলেছিলেন, তাঁরা রাজি হবেন যদি নায়ক পাল্টানো হয়।
কঙ্গনা রানাউতের কাছে যাওয়ার আগে অনেক অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। কিন্তু সকলেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারণ তাঁরা মাধবনের সঙ্গে কাজ করতে চাননি। কিছু অভিনেত্রী এমনকি বলেছিলেন, তাঁরা রাজি হবেন যদি নায়ক পাল্টানো হয়।
সুপারস্টার হয়ে যাওয়ার পরেও খুব কঠিন সময় কাটিয়েছেন আর মাধবন। এমনও সময় গিয়েছে, ৪ বছর কাজ পাননি। এক সাক্ষাৎকারে মাধবন বলেছিলেন, “আমার একটি ছেলে আছে। পরিবার আছে। কোভিডের সময় আমি কিছুই উপার্জন করিনি।’’
সুপারস্টার হয়ে যাওয়ার পরেও খুব কঠিন সময় কাটিয়েছেন আর মাধবন। এমনও সময় গিয়েছে, ৪ বছর কাজ পাননি। এক সাক্ষাৎকারে মাধবন বলেছিলেন, “আমার একটি ছেলে আছে। পরিবার আছে। কোভিডের সময় আমি কিছুই উপার্জন করিনি।’’
‘‘এমনকি কোভিডের দুই বছর আগেও আমি কিছু রোজগার করতে পারিনি কারণ আমি রকেট্রি ছবিতে কাজ করছিলাম। ওটিটি প্রজেক্ট (নেটফ্লিক্সের ডিকাপল্ড)-এর মতো সুযোগগুলিই আমাকে টিকিয়ে রেখেছিল। কিন্তু শেষ ছবি ‘বিক্রম ভেদা’র পর আমি আর কোনও ছবি করিনি।’’
‘‘এমনকি কোভিডের দুই বছর আগেও আমি কিছু রোজগার করতে পারিনি কারণ আমি রকেট্রি ছবিতে কাজ করছিলাম। ওটিটি প্রজেক্ট (নেটফ্লিক্সের ডিকাপল্ড)-এর মতো সুযোগগুলিই আমাকে টিকিয়ে রেখেছিল। কিন্তু শেষ ছবি ‘বিক্রম ভেদা’র পর আমি আর কোনও ছবি করিনি।’’

R Madhavan on Hindu Calendar For Rocket Launch: মঙ্গলে রকেট পাঠাতে হিন্দু ক্যালেন্ডার ব্যবহার করেছে ভারত! মাধবনের মন্তব্যে ব্যাপক বিতর্ক

#নয়াদিল্লি: ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমা দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন অভিনেতা আর মাধবন। তবে সম্প্রতি একটি মন্তব্যের জেরে ব্যাপক সমালোচিত হচ্ছেন এই অভিনেতা। মাধবন জানিয়েছেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ভারতের মঙ্গল মিশনে পিএসএলভি সি-২৫ রকেট সফলভাবে মঙ্গলে উৎক্ষেপণের জন্য হিন্দু ক্যালেন্ডার ব্যবহার করেছে! মে মাসে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল মাধবনের এই সিনেমা। তামিল ভাষায় এই মন্তব্য করেছেন মাধবন যা সঙ্গীতশিল্পী টি এম কৃষ্ণ অনুবাদ করে দেন। মাধবন বলেন, “ভারতীয় রকেটগুলিতে ৩ টি ইঞ্জিন (কঠিন, তরল এবং ক্রায়োজেনিক) ছিল না, পশ্চিমের দেশের রকেটগুলিকে মঙ্গলগ্রহের কক্ষপথে নিজেদেরকে চালিত করতে সহায়তা করে এই ইঞ্জিনগুলি৷ ভারতের এই অভাবের কারণেই তারা ‘পঞ্চঙ্গম’ (হিন্দু ক্যালেন্ডার) তথ্য ব্যবহার করেছিল।”

আরও পড়ুন- এটিই নাকি পৃথিবীর ‘অভিশপ্ততম’ ছবি! কী রহস্য লুকিয়ে রয়েছে নিষ্পাপ শিশুর কান্নায়?

যিনি মাধবনের কথাগুলি অনুবাদ করেছেন তাঁর মতে, “পঞ্চঙ্গমে বিভিন্ন গ্রহের সমস্ত তথ্য, গ্রহগুলির মহাকর্ষীয় টান, সূর্যের অগ্নিশিখার বিচ্যুতি ইত্যাদি সহ মহাকাশীয় মানচিত্র রয়েছে৷ সবকিছু হাজার হাজার বছর আগে নিখুঁতভাবে গণনা করা হয়েছিল এবং তাই ক্যালেন্ডারের এই তথ্য ব্যবহার করে রকেট লঞ্চ করা হয়েছিল।” টি এম কৃষ্ণ ISRO-র মার্স অরবিটার মিশনের একটি লিঙ্ক শেয়ার করে বলেন “মঙ্গল পঞ্চঙ্গমকেও বিবেচনা করার সময় এসেছে!”

অনেক ট্যুইটার ব্যবহারকারীই মাধবনের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “লোকটাকে দেখে হতাশ! যে একসময় তামিল রোমান্টিক সিনেমার পোস্টার বয় ছিল সে এখন হোয়াটসঅ্যাপ কাকুতে পরিণত হয়েছে।” অন্য একজন বলেছেন, “মঙ্গলযান মিশন ISRO-এর একটি কৃতিত্ব, এটা কমেডি করার জায়গা নয়।”

মাধবনের সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ হল প্রাক্তন ISRO বিজ্ঞানী এবং মহাকাশ প্রকৌশলী নাম্বি নারায়ণনের জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র। গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত ছিলেন নাম্বি।

আরও পড়ুন- নিজে নিজেকে কাতুকুতু দিলে কেন কিছুই অনুভব হয় না? জেনে নিন আসল কারণ

সম্প্রতি এক্সপো ২০২২-এ দুবাইতে প্রদর্শিত হয়েছিল এই সিনেমার ট্রেলারটি, সেখানে দর্শকদের কাছ থেকে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এই সিনেমা। মাধবনের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে নাম্বি নারায়ণন বলেন, “আমি এমন একজনকে চেয়েছিলাম যে একজন প্রকৌশলী হওয়ার অর্থ কী তা বোঝে। যেহেতু মাধবন নিজেই একজন প্রকৌশলী, তাই আমার গল্প বলা ওর কাছে আরও সহজ হয়ে গিয়েছে।”

ISRO-এর মঙ্গলযান মিশন ছিল ভারতের প্রথম আন্তঃগ্রহ মিশন। ISRO-এর কে সিভান জানান, মঙ্গলযান মিশন শুরুতে মাত্র ৬ মাসের জন্য ছিল। ভারত ২০১৪ সালে প্রথম প্রচেষ্টায় মঙ্গলগ্রহের কক্ষপথে পৌঁছানো প্রথম দেশ হয়ে ওঠে।

করোনার নকল ওষুধ বিক্রেতাদের সনাক্ত করলেন মাধবন! উচিত কথা শোনালেন ফারহানও

#মুম্বই: ভারতে মারাত্মক রূপ নিয়েছে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ। চারিদিকে ওষুধ, ইনজেকশন, অক্সিজেন সিলিন্ডার এবং আইসিইউ (ICU) বেড নিয়ে হাহাকার চলছে। বলিউড সেলিব্রিটি সহ অনেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ওষুধ এবং অক্সিজেনের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। তবে দুর্ভাগ্যক্রমে এমন সঙ্কটকালে কিছু অসৎ মানুষ কোভিড ১৯-এর ওষুধ বেশি মূল্যে বিক্রি করছেন। অনেকে আবার বিক্রি করছেন নকল ওষুধ। এই নিয়ে অভিনেতা ও পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) তাঁর নিজের Twitter হ্যান্ডেলে এই সব অসাধু মানুষদের একহাত নিয়েছেন। রবিবার রক অন (Rock On) সিনেমার অভিনেতা ভুয়ো ওষুধ বিক্রি নিয়ে একটি হতাশা ও ক্ষোভপূর্ণ ট্যুইট করেন। এমন ব্যক্তিদের ভর্ৎসনা করে লেখেন যে যাঁরা ওষুধ উৎপাদন ও বিক্রির কাজের সঙ্গে যুক্ত থেকেও এমন অমানবিক আচরণ করছেন, তাঁরা আসলে সমাজের পক্ষে দানবের মতো ক্ষতিকর।

ফারহানের এই ট্যুইট সামনে আসতেই নেটিজেনরা তাঁকে সমর্থন করেন। এবং অনেকেই তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একজন ইউজার তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘যে ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার কালোবাজারি হচ্ছে এবং অসহায় মানুষজন তাতে শিকার হচ্ছে, আমিও তাদের মধ্যে একজন।’ অন্য আরেকজন ইউজার লেখেন প্লাজমা দান থেকে শুরু করে শ্মশানের মৃতদেহ দাহ, এমনকি অ্যাম্বুল্যান্স পরিষেবাও অত্যধিক পয়সা চাইছে। অনেকে বলেছেন কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের এই ধরনের দুর্নীতিযুক্ত মানুষগুলোকে চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

এর আগে অভিনেতা আর মাধবন (R Madhavan) একই বিষয় নিয়ে ট্যুইট করেছিলেন এবং একজন অভিযুক্ত ব্যক্তিকে সামনে এনেছিলেন যিনি রেমডিসিভির (Remdesivir) বিক্রির ব়্যাকেট চালাচ্ছেন।

বেশ কিছু সিনেমা মুক্তি পাবে অভিনেতা ফারহান আখতারের। তিনি মার্ভেল স্টুডিওর (Marvel Studio) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কিছু দিন আগেই ব্যাংককে শ্যুটিং শেষ করেছেন। এছাড়াও তাঁকে তুফান (Toofaan) ছবিতে বক্সারের ভূমিকায় দেখা যাবে। রীতেশ সিধওয়ানি (Ritesh Sidhwani), রাকেশ ওম প্রকাশ মেহরা (Rakeysh Omprakash Mehra) এবং ফারহান আখতার (Farhan Akhtar) প্রযোজিত স্পোর্টস ড্রামা তুফানের (Toofaan) ২১ মে আমাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)-তে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

R Madhavan: ‘ম্যাডি’-র ভক্তদের জন্য দারুণ খবর!

#মুম্বই: গত মাসেই করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন অভিনেতা আর মাধবন (R Madhavan)। রবিবার তাঁর সদ্য করা করোনার (Corona) রিপোর্ট নেগেটিভ এসেছে। ৫০ বছর বয়সী অভিনেতা নিজেই ট্যুইট করে এই সুখবর শেয়ার করেছেন ফ্যানেদের সঙ্গে। তাঁর মা এবং পরিবারের অন্যরাও করোনা নেগেটিভ হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। এবং তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে ট্যুইট করেছেন মাধবন। তবে আরও কিছুদিন করোনার বিধিনিষেধ তাঁরা মেনে চলবেন বলে জানিয়েছেন অভিনেতা।

রবিবার ট্যুইট করে মাধবন লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের প্রার্থনা ও খোঁজ খবরের জন্য। আম্মা-সহ বাড়ির সকলেই করোনা নেগেটিভ হয়েছেন। সংক্রমণের স্টেজ পেরিয়ে এলেও আমরা আরও কিছুদিন নিয়মকানুন মেনে চলতে চাই। ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই সুস্থ রয়েছেন।’

গত মাসে ফিল্মি পোস্টের মাধ্যমে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ঘোষণা করেছিলেন মাধবন। তাঁর আগেরদিনই আমির খান করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আমির খান ও আর মাধবন। তৃতীয় ‘ইডিয়ট’-এর ভূমিকায় দেখা গিয়েছিল শরমন জোশীকে। যদিও তাঁর কোনও অসুস্থতার খবর এখনও পাওয়া যায়নি। ছবিতে তিন প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা।

পোস্টেও ‘থ্রি ইডিয়টস’-এর মতো করেই লেখেন তিনি। আমির ও তাঁর চরিত্রের নাম উল্লেখ করে মাধবনের পোস্ট, ‘ফারহান তো রাঞ্চোকে অনুসরণ করবেই। এবার ভাইরাস আমাদের ধরে ফেলেছে। কিন্তু অল ইজ ওয়েল এবং খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। যদিও এই জায়গায় আমরা রাজুকে চাই না। ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য।’ রাজু অর্থাৎ, শরমন জোশীর কথা বলেছেন তিনি।

ট্যুইটের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’-এর একটি ছবিও শেয়ার করেছিলেন মাধবন, যেখানে তাঁকে ও আমিরকে দেখা যাচ্ছে। ইচ্ছে করেই পোস্টারে রাজু অর্থাৎ শরমন জোশীকে বাদ দিয়েছিলেন তিনি। পোস্টেও সে কথা উল্লেখ করেছেন অভিনেতা যে, তিনি কোনও ভাবেই রাজুকে এই পথের পথিক হিসেবে চান না। শরমন জোশীর এখনও কোনও অসুস্থতার খবরও পাওয়া যায়নি।

Covid-19: ‘রাঞ্চো’র পরেই ‘ফারহান’, করোনা পজিটিভ অভিনেতা মাধবন!

#মুম্বই: বলিউডে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। বুধবারই আমির খানের করোনা আক্রান্ত হওয়ার কথা জানা যায়। এবার ‘থ্রি ইডিয়টস’-এর আরেক ‘ইডিয়ট’ অভিনেতা আর মাধবনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আমির খান ও আর মাধবন। তৃতীয় ‘ইডিয়ট’-এর ভূমিকায় দেখা গিয়েছিল শরমন জোশীকে। যদিও তাঁর কোনও অসুস্থতার খবর এখনও পাওয়া যায়নি। ছবিতে তিন প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা।

এদিন করোনায় আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেন আর মাধবন নিজেই। পোস্টেও ‘থ্রি ইডিয়টস’-এর মতো করেই লেখেন তিনি। আমির ও তাঁর চরিত্রের নাম উল্লেখ করে মাধবনের পোস্ট, ‘ফারহান তো রাঞ্চোকে অনুসরণ করবেই। এবার ভাইরাস আমাদের ধরে ফেলেছে। কিন্তু অল ইজ ওয়েল এবং খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। যদিও এই জায়গায় আমরা রাজুকে চাই না। ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য।’ রাজু অর্থাৎ, শরমন জোশীর কথা বলেছেন তিনি।

ট্যুইটের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’-এর একটি ছবিও শেয়ার করেছেন মাধবন, যেখানে তাঁকে ও আমিরকে দেখা যাচ্ছে। ইচ্ছে করেই পোস্টারে রাজু অর্থাৎ শরমন জোশীকে বাদ দিয়েছেন তিনি। পোস্টেও সে কথা উল্লেখ করেছেন অভিনেতা যে, তিনি কোনও ভাবেই রাজুকে এই পথের পথিক হিসেবে চান না। অনুরাগীরা মাধবনের দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন তাঁর পোস্টে।

বুধবার করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে আমির খানের তরফে। এ বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে বলিউডের একাধিক তারকা ধরা পড়েছেন করোনায়। তালিকায় রয়েছেন রণবীর কাপুর, মিলিন্দ সোমন, কার্তিক আরিয়ান, রোহিত শ্রফ, সিদ্ধান্ত চতুর্বেদী, মনোজ বাজপেয়ী, রণবীর শোরে, কৃতী শ্যানন, তারা সুতারিয়ারা। অন্যদিকে, কোভিড ১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সঞ্জয় দত্ত ও সলমান খান।

কাজের দিক থেকে মাধবনকে দেখা যাবে ‘রকেটরি: দ্য নাম্বি এফেক্ট’ ছবিতে। এই ছবিতে নিজেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। একজন এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী এস নাম্বি নারায়ণের জীবনের উপর তৈরি এই ছবি। নাম্বির নারায়ণের চরিত্রেই অভিনয় করবেন মাধবন।