Tag Archives: Ramnavami

Ramnavami Rituals: অর্থলাভ! বিয়ে, সন্তানলাভে বাধা দূর! পরিবারে শান্তি! শুধু রামনবমীর সন্ধ্যায় করুন এই ছোট্ট কাজ

আজ, বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী। পুরুষোত্তমের আবির্ভাব তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আজ, বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী। পুরুষোত্তমের আবির্ভাব তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

 

রামনবমীতে বিশেষ কিছু নিয়ম পালন করলে সব মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস। বলছেন পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
রামনবমীতে বিশেষ কিছু নিয়ম পালন করলে সব মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস। বলছেন পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

সূর্যবংশীয় রামচন্দ্রকে অর্পণ করুন পদ্ম বা যে কোনও লালফুল। তাঁকে দিতে পারেন টকটকে লাল অশোকফুলও। হলুদফুলও দিতে পারেন তাঁকে।
সূর্যবংশীয় রামচন্দ্রকে অর্পণ করুন পদ্ম বা যে কোনও লালফুল। তাঁকে দিতে পারেন টকটকে লাল অশোকফুলও। হলুদফুলও দিতে পারেন তাঁকে।

 

রামনবমীর সন্ধ্যায় যে কোনও হনুমানমন্দিরে হনুমান চালিশা পাঠ করুন বা শ্রবণ করুন। এর ফলে সঙ্কটমোচন হনুমানজীরও আশীর্বাদ পাবেন। কাটবে বাধাবিঘ্ন।
রামনবমীর সন্ধ্যায় যে কোনও হনুমানমন্দিরে হনুমান চালিশা পাঠ করুন বা শ্রবণ করুন। এর ফলে সঙ্কটমোচন হনুমানজীরও আশীর্বাদ পাবেন। কাটবে বাধাবিঘ্ন।

 

রামনবমীতে রামচন্দ্রের উদ্দেশে নিবেদন করুন একটি নারকেল। মনে করা হয় এতে সন্তানলাভের পথে বাধাবিঘ্ন কাটে।
রামনবমীতে রামচন্দ্রের উদ্দেশে নিবেদন করুন একটি নারকেল। মনে করা হয় এতে সন্তানলাভের পথে বাধাবিঘ্ন কাটে।

 

পরিবারে সুখশান্তি বজায় রাখতে চাইলে বাড়িতে বা মন্দিরে রামচন্দ্রের বিগ্রহ বা ছবির সামনে ১১ টি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন।
পরিবারে সুখশান্তি বজায় রাখতে চাইলে বাড়িতে বা মন্দিরে রামচন্দ্রের বিগ্রহ বা ছবির সামনে ১১ টি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন।

 

রামচন্দ্র ও সীতাকে এই পুণ্যতিথিতে তাঁদের পছন্দসই ফুল ও নৈবেদ্য দিলে বিয়ের পথে বাধা বিঘ্ন দূর হয় বলে বিশ্বাস। সীতামাতাকে নিবেদন করুন হলুদ, কুমকুম, সিঁদুর এবং চন্দন।
রামচন্দ্র ও সীতাকে এই পুণ্যতিথিতে তাঁদের পছন্দসই ফুল ও নৈবেদ্য দিলে বিয়ের পথে বাধা বিঘ্ন দূর হয় বলে বিশ্বাস। সীতামাতাকে নিবেদন করুন হলুদ, কুমকুম, সিঁদুর এবং চন্দন।

 

একটি লাল কাপড়ে ১১ টি গোমতীচক্র, ১১ টি কড়ি ও ১১ টি বাতাসা বেঁধে শ্রীরামচ্ন্দ্র ও সীতাকে রামনবমীর সন্ধ্যায় নিবেদন করলে পরিবারে সুখশান্তি বিরাজ করবে। জীবনে অর্থাভাব থাকবে না।
একটি লাল কাপড়ে ১১ টি গোমতীচক্র, ১১ টি কড়ি ও ১১ টি বাতাসা বেঁধে শ্রীরামচ্ন্দ্র ও সীতাকে রামনবমীর সন্ধ্যায় নিবেদন করলে পরিবারে সুখশান্তি বিরাজ করবে। জীবনে অর্থাভাব থাকবে না।