Tag Archives: RCB vs KKR

RCB vs KKR: কোহলির ডেরায় বাজিমাত নাইটদের! বরুণ, সুয়শদের ঘূর্ণিতে জিতে টিকে রইল কেকেআর

বেঙ্গালুরু: কেকেআরের ২০০ রান তাড়া করে জেতা অন্য দিন সহজ হলেও আজ খুব একটা সহজ হবে না, সেটা বোঝা যাচ্ছিল একটাই কারণে। উইকেট ক্রমশ মন্থর হয়ে আসছিল। কোহলি এবং ডু প্লেসি শুরুটা খারাপ করেননি। ডু প্লেসি (১৭) ফিরে গেলেন সুয়শ শর্মার বলে। শাহবাজ (২) আউট হলেন সেই সুয়শকে মারতে গিয়ে। ম্যাক্সওয়েল (৫) বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন।

মহিপাল (৩৪) বিরাটকে সাহায্য করার চেষ্টা করলেন, তাকেও ফিরিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। এরপর চাপে পড়ে বিরাট বড় শট খেলতে গিয়ে রাসেলের বলে ধরা পড়লেন ভেঙ্কটেশের হাতে। ৫৪ করে গেলেন বেঙ্গালুরু ক্যাপ্টেন। এখান থেকে যদি কেউ আরসিবিকে জয় এনে দিতে পারত, তবে সেটা দীনেশ কার্তিক।

ইডেনে ধোনির চেন্নাই এর বিরুদ্ধে বড় ব্যবধানে হারের ম্যাচে কেকেআর দলের একমাত্র উজ্জ্বল রেখা ছিলেন তিনি। ২৬ বলে ৬২ রান করেছিলেন। জেসন রয় পরিবর্ত ক্রিকেটার হিসেবে সার্ভিস দেবেন সেটা বোঝা গেছিল। আজ বেঙ্গালুরর মাঠে তিনি ওপেন করলেন। সঙ্গে ছিলেন বিরক্তিকর ওপেনার জগদীশন। বল নষ্ট করা ছাড়া যিনি কিছুই করতে পারলেন না।

২৯ বলে ২৭ রানের একটা বিরক্তিকর ইনিংস খেলেন তামিলনাড়ুর ক্রিকেটার। তবে অন্যদিকে রয় স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং করলেন। পাওয়ার প্লের মধ্যে কেকেআর পৌঁছে গেল ৬৬ রানে। ২৩ বলে ৫০ পূর্ণ করলেন ইংলিশ ওপেনার। দশ ওভার শেষে কেকেআরের রান ছিল ৮৮। ভাল খেলতে থাকা রয় (৫৬) বোল্ড হলেন বিশাকের বলে।

এবার ছিলেন ভেঙ্কটেশ এবং অধিনায়ক নীতিশ রানা। কিন্তু হঠাৎ করেই রান ওঠার গতি কমে গেল। রানার সহজ ক্যাচ গেলেন সিরাজ। এমনিতে বেঙ্গালুরর মাঠে জয় পেতে গেলে কম করে ২০০ রান করতে হয়। পরিসংখ্যান সেটাই বলে। ভেঙ্কটেশ এবং রানা দুজনেই যতটা ঝড় তোলা দরকার ছিল সেটা করতে পারলেন না ব্যাট হাতে। ১৫ ওভারের শেষ কলকাতার রান ছিল ১৩১/২।

রানা ৪৮ করে আউট হলেন। ভেঙ্কটেশ গেলেন ৩১ করে। দুটো উইকেট নিলেন হাসারাঙ্গা।রিঙ্কু সিরাজকে একটি ছয় এবং দুটি বাউন্ডারি মারলেন। রাসেল যথারীতি ব্যর্থ। বোল্ড হলেন। ডেভিড উইসে হর্ষলের শেষ ওভারে দুটি ছক্কা মেরে দুশো নিয়ে গেলেন।

দুর্দান্ত বল করলেন বরুন চক্রবর্তী। তিনটে উইকেট পেলেন তিনি। রাসেল এবং সুয়াষ দুটি করে উইকেট নিয়ে তাকে সাহায্য করলেন। টানা চারটে হারের পর আজ জিতে অক্সিজেন পেল কেকেআর।

RCB vs KKR: রয় বাহাদুর, রানার প্রতাপ, রিঙ্কু ম্যাজিকে কোহলিদের বিরুদ্ধে বড় স্কোর কেকেআরের

বেঙ্গালুরু: ইডেনে ধোনির চেন্নাই এর বিরুদ্ধে বড় ব্যবধানে হারের ম্যাচে কেকেআর দলের একমাত্র উজ্জ্বল রেখা ছিলেন তিনি। ২৬ বলে ৬২ রান করেছিলেন। জেসন রয় পরিবর্ত ক্রিকেটার হিসেবে সার্ভিস দেবেন সেটা বোঝা গেছিল। আজ বেঙ্গালুরর মাঠে তিনি ওপেন করলেন। সঙ্গে ছিলেন বিরক্তিকর ওপেনার জগদীশন। বল নষ্ট করা ছাড়া যিনি কিছুই করতে পারলেন না। ২৯ বলে ২৭ রানের একটা বিরক্তিকর ইনিংস খেলেন তামিলনাড়ুর ক্রিকেটার।

তবে অন্যদিকে রয় স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং করলেন। পাওয়ার প্লের মধ্যে কেকেআর পৌঁছে গেল ৬৬ রানে। ২৩ বলে ৫০ পূর্ণ করলেন ইংলিশ ওপেনার। দশ ওভার শেষে কেকেআরের রান ছিল ৮৮। ভাল খেলতে থাকা রয় (৫৬) বোল্ড হলেন বিশাকের বলে। এবার ছিলেন ভেঙ্কটেশ এবং অধিনায়ক নীতিশ রানা। কিন্তু হঠাৎ করেই রান ওঠার গতি কমে গেল।

রানার সহজ ক্যাচ গেলেন সিরাজ। এমনিতে বেঙ্গালুরর মাঠে জয় পেতে গেলে কম করে ২০০ রান করতে হয়। পরিসংখ্যান সেটাই বলে। ভেঙ্কটেশ এবং রানা দুজনেই যতটা ঝড় তোলা দরকার ছিল সেটা করতে পারলেন না ব্যাট হাতে। ১৫ ওভারের শেষ কলকাতার রান ছিল ১৩১/২।

বেঙ্গালুরুর বোলাররা স্লো বল বুদ্ধি করে করছিলেন। রানা এরপর দুটি ছক্কা মারলেন বটে, কিন্তু যতটা আগুন দরকার ছিল সেটা পাওয়া গেল না কেকেআর ব্যাটসম্যানদের পক্ষ থেকে। রানা ৪৮ করে আউট হলেন। ভেঙ্কটেশ গেলেন ৩১ করে। দুটো উইকেট নিলেন হাসারাঙ্গা। রিঙ্কু সিরাজকে একটি ছয় এবং দুটি বাউন্ডারি মারলেন। রাসেল যথারীতি ব্যর্থ। বোল্ড হলেন। ডেভিড উইসে হর্ষলের শেষ ওভারে দুটি ছক্কা মেরে দুশো নিয়ে গেলেন।

RCB vs KKR, 1st innings : হাসারাঙ্গা, আকাশদীপের দাপটে ব্যাটিং বিপর্যয় নাইটদের! হার সময়ের অপেক্ষা

কেকেআর – ১২৮

#মুম্বই: টস হেরে এদিন আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাট করা কেকেআরের কাছে নতুন চ্যালেঞ্জ ছিল। দুই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার এবং আজিঙ্কা রাহানে দেখেশুনে শুরু করেন। চতুর্থ ওভারের প্রথম বলে বাংলার রঞ্জি এবং ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ফাস্ট বোলার আকাশদীপ আউট করলেন ভেঙ্কটেশকে (১০)। কট অ্যান্ড বোল্ড হলেন। সিরাজের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিলেন রাহানে (৯)।

আরও পড়ুন – Umran Malik, IPL : উইকেট প্রতি পেতেন ১০০ টাকা! এখন ৪ কোটির মালিক কাশ্মীরের পেসার উমরান

এরপর নীতিশ রানা (১০) ফিরে গেলেন পুল করতে গিয়ে। এবারও উইকেট নিলেন সেই আকাশদীপ। দুরন্ত ক্যাচ নিলেন উইলি। পাওয়ার প্লেতে কেকেআরের রান ছিল ৪৪/৩। মনে হয়েছিল এই জায়গা থেকে দায়িত্বপূর্ণ ইনিংস খেলবেন শ্রেয়স আইয়ার। কিন্তু ব্যর্থ কেকেআর অধিনায়ক। হাসারাঙ্গার বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ডু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শ্রেয়স (১০)।

লেগ স্পিনার দেখে লোভ সামলাতে পারলেন না। মূল্য দিতে হল উইকেট দিয়ে। সুনীল নারিন ১২ করে মারতে গিয়ে হাসারাঙ্গার বলে ক্যাচ দিলেন আকাশের হাতে। অর্থাৎ কেকেআর টপ অর্ডার এদিন সম্পূর্ণ ব্যর্থ। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং প্রদর্শন শাহরুখ খানের দলের। উইকেট-রক্ষক শেলডন জ্যাকসন প্রথম বলেই বোল্ড। হাসারাঙ্গার গুগলি বুঝতেই পারলেন না।

দশ ওভারে কেকেআরের রান ছিল ৭৬/৬। হর্ষল প্যাটেল প্রথম ওভারেই তুলে নিলেন স্যাম বিলিংসকে (১৪)। মিড অনে সহজ ক্যাচ ধরলেন বিরাট কোহলি। এদিন নাইট রাইডার্স দলের ব্যাটিং অবস্থা এতটাই খারাপ ছিল ১২ ওভার শেষ হওয়ার আগেই সাত উইকেট হারিয়ে ফেলে তারা। কিছুটা লড়াই করলেন আন্দ্রে রাসেল। কয়েকটা ছক্কা এবং বাউন্ডারি মারলেন। কিন্তু হর্ষলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ড্রে রাস (২৫)।

এখানেই শেষ হয়ে গেল কেকেআরের বড় রান করার আশা। শ্রীলংকার হাসারাঙ্গা চার ওভারে কুড়ি রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন। তিনি বোঝালেন কেন তাকে নিলামে ১০ কোটি টাকায় কিনেছে আরসিবি। তেমনই দুরন্ত বল করলেন হর্ষল প্যাটেল। কোচ ব্রেন্ডন ম্যাককালামের রক্তচাপ এই পারফরম্যান্সের পর বেড়ে যাওয়া স্বাভাবিক।

প্রথম ম্যাচে অবশ্য ২০৫ রান করেও ম্যাচ হারতে হয়েছিল আরসিবিকে৷ তাই আজ কেকেআরের বিরুদ্ধে জয়ে ফিরতে চাইবেন কোহলি, ডুপ্লেসিরা৷ আরসিবিতে এখন বিরাট কোহলির খেলছেন ব্যাটার হিসেবে৷ অধিনায়য় ডুপ্লেসি। ফলে কোহলির মাথায় এখন চাপ কম। পঞ্জাব কিংসের কাছে হারের ধাক্কা সামলে আজ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের ধারায় থাতে চাইবে আরসিবি।

Faf du Plessis vs KKR : ভয়ঙ্কর ডু প্লেসিকে থামানোর ব্লু প্রিন্ট প্রস্তুত কেকেআরের! জানলে অবাক হবেন

#মুম্বই: বুধবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বিরাট কোহলির আরসিবি দলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কেকেআর। প্রথম ম্যাচে বড় রান করেও হেরেছিল আরসিবি। সেখানে চেন্নাই এর বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে কেকেআর। কিন্তু আইপিএলের মঞ্চে প্রতিটা ম্যাচ নতুন চ্যালেঞ্জ, নতুন লড়াই। অতীত পারফরম্যান্স মূল্যহীন। ধারে ধারে আরসিবি অনেক এগিয়ে শাহরুখ খানের দলের তুলনায়। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও একাধিক বড় নাম রয়েছে তাদের।

আরও পড়ুন – Umran Malik, IPL : উইকেট প্রতি পেতেন ১০০ টাকা! এখন ৪ কোটির মালিক কাশ্মীরের পেসার উমরান

নতুন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ডু প্লেসি প্রথম ম্যাচেই ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। সাতটি ছক্কা মারেন। বোলারদের নিয়ে ছেলেখেলা করছিলেন। এছাড়াও অনুজ রাওয়াত, প্রাক্তন নাইট দীনেশ কার্তিক, হাসারাঙ্গা রয়েছেন। তবে আরসিবির প্রোফাইল দেখে ভয় পেতে রাজি নয় কেকেআর। নিজেদের টিম মিটিংয়ে ব্রেন্ডন ম্যাকালাম দুটো টার্গেট দিয়েছেন ক্রিকেটারদের।

প্রথমটা আগ্রাসী ক্রিকেট খেলা, দ্বিতীয়টা ডু প্লেসিকে যত সম্ভব তাড়াতাড়ি আউট করা। ম্যাচের ক্লিপিংস দেখে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, উমেশ যাদবদের বুঝিয়েছেন কেকেআর কোচ। ফাস্ট বোলিং এবং স্পিন দুটোই ভাল খেলেন ডু প্লেসি। পায়ের ব্যবহার অসাধারণ। কিন্তু প্রথমদিকে অফ স্টাম্পের বাইরে যাওয়া বলে দুর্বলতা রয়েছে।

গুড লেন্থ স্পটে বল রাখলে সমস্যা হয় তার। সেটাই করতে হবে উমেশ, টিম সাউদিকে। বোলিং কোচ ভরত অরুণ নেটে বোলারদের নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড নজরকাড়া। তবে ইদানিং স্পিনারদের বিরুদ্ধে বারবার পরাস্ত হয়েছেন কিং কোহলি। তাই তাকে আউট করার দায়িত্ব সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর।

 আন্দ্রে রাসেল চাইবেন এমন একটা ম্যাচে জ্বলে উঠবে। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। বল হাতে শেষদিকে নিয়ন্ত্রণ ছিল না তার। কেকেআর ম্যানেজমেন্ট মানছে প্রথম ম্যাচে কিছুটা জড়তা থাকে। কিন্তু যত সময় যাবে ক্রিকেটাররা নিজেদের স্বাভাবিক খেলা তুলে ধরবেন।

আজ তারা ফেভারিট নাকি আন্ডারডগ? এই প্রশ্ন নিয়ে মাথা ঘামাচ্ছে না কেকেআর। উল্টোদিকে বিরাট কোহলি, ডু প্লেসির মত তারকা থাকলেও চিন্তিত নয় কলকাতার ফ্র্যাঞ্চাইজি। নিজেদের ক্ষমতায় অগাধ আস্থা দুবারের চ্যাম্পিয়নদের।