Tag Archives: RG Kar

Sandip Ghosh Arrest: গ্রেফতারের পর হাউ হাউ করে কান্না সন্দীপ ঘোষের, কী ঘটল দেখুন ভিডিও

মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে আসে সিবিআই। সেইসময় আদালত চত্বরে হুলুস্থুল পরিস্থিতি বেঁধে যায়।আইনজীবীরা বিক্ষোভ দেখান। সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সরব হন।  ধাক্কাধাক্কি করা হয় সন্দীপের গাড়ি।  এর পরে আদালত সন্দীপকে আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। সন্দীপকে আদালত থেকে বার করার সময়েই ধুন্ধুমার বেঁধে যায়। আদালত চত্বরের চতুর্দিকে তখন ‘চোর চোর’ স্লোগান। কার-ও বা মুখে ‘মর-মর’ অভিশাপ। একদল মানুষ সন্দীপের দিকে তেড়ে যান। শুরু হয় হুড়োহুড়ি। সেই সময়েই কোনও এক বিক্ষোভকারী সন্দীপের মাথায় পিছন থেকে চড় মারে। যদিও দ্রুত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কড়া ঘেরাটোপে সন্দীপকে নিয়ে গাড়িতে ওঠেন সিবিআই কর্তারা। তাঁকে ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়।

Lalbazaar abhijan viral picture: টানা ২২ ঘণ্টা রাস্তায় বসে চিকিৎসকরা, সংঘাত ভুলে সৌজন্য পুলিশের! ভাইরাল ছবি

কলকাতা: সোমবার লালবাজার অভিযানে বাধা পেয়ে রাস্তার উপরেই বসে পড়েছিলেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা৷ একটানা প্রায় ২২ ঘণ্টা লালবাজারের সামনে বি বি গাঙ্গুলি স্ট্রিট দখল করে রাখেন জুনিয়র চিকিৎসকরা৷ গতকাল পুলিশ জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দিতেই যে বিক্ষোভের সূত্রপাত৷ এর পর কখনও পুলিশকে লক্ষ্য করে তীর্যক কটাক্ষ, কখনও আবার সমবেত ভাবে গান গেয়েছেন বিক্ষোভকারী চিকিৎসকরা৷

তার পরেও অবশ্য দেখা গেল ব্যতিক্রমী ছবি৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় বসে থাকা জুনিয়র চিকিৎসকদের হাতে নরম পানীয়ের প্যাকেট তুলে দিচ্ছেন এক পুলিশকর্মী৷ আরজি কর কাণ্ডের পর পুলিশ এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে সংঘাতের যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে এই ছবি নিঃসন্দেহে ব্যতিক্রমী৷ যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

আরও পড়ুন: সামনে রাখা শিরদাঁড়া, নগরপালকে চিকিৎসকদের প্রশ্ন, নৈতিক দায় নেবেন? জবাব দিলেন বিনীত

তবে সোমবার রাতে বিক্ষোভ চলাকালীন জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকেও কর্তব্যরত পুলিশকর্মীদের জল এবং বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছিল৷ যদিও তা ফিরিয়ে দেন পুলিশকর্মীরা৷

নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই সোমবার বিকেলের পর থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিটের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ শেষ পর্যন্ত এ দিন বিকেলে পুলিশ ব্যারিকেড সরিয়ে বেনটিক্ট স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দিলে জুনিয়র চিকিৎসকরা রাস্তা খালি করে দেন৷

চিকিৎসকদের একটি প্রতিনিধি দল গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গেও দেখা করে৷ প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর নিজেদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা৷ যদিও নগরপালের উত্তরে তাঁরা খুশি নন বলেই জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারী চিকিৎসকরা৷

Vineet Goyal on resignation নগরপালকে চিকিৎসকদের প্রশ্ন,আরজি কর কাণ্ডের নৈতিক দায় নেবেন? জবাব দিলেন বিনীত

কলকাতা: যাঁর পদত্যাগ দাবি, তাঁর কাছেই সেই দাবিতে স্মারকলিপি তুলে দিলেন জুনিয়র চিকিৎসকরা৷ কলকাতা পুলিশের কোনও নগরপালের অতীতে এমন অভিজ্ঞতা হয়েছে কি না, তা বলা কঠিন৷ কিন্তু জুনিয়র চিকিৎসকদের থেকে নিজের পদত্যাগের দাবিতে লেখা স্মারকলিপি গ্রহণ করে অবশ্য বিনীত গোয়েল জানিয়ে দিলেন, আরজি কর কাণ্ডে তাঁর নিজের ভূমিকায় তিনি সন্তুষ্ট৷

একই সঙ্গে অবশ্য কলকাতার পুলিশ কমিশনার আন্দোলনকারী চিকিৎসকদের জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন তাঁর ভূমিকা সন্তোষজনক নয়, তাহলে তিনি সরে যেতে রাজি৷

আরও পড়ুন: রাস্তা খালি করেই রাস্তা সাফ! ২২ ঘণ্টার অবস্থানের পর অন্য রূপে চিকিৎসকরা

নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই সোমবার বিকেলের পর থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিটের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ শেষ পর্যন্ত এ দিন বিকেলে পুলিশ ব্যারিকেড সরিয়ে বেনটিক্ট স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দিলে জুনিয়র চিকিৎসকরা রাস্তা খালি করে দেন৷ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গেও দেখা করে৷

বিনীত গোয়েলের সঙ্গে আলোচনার সময়ও এ দিন একটি প্রতীকী শিরদাঁড়া সঙ্গে করে নিয়ে যান জুনিয়র চিকিৎসকরা৷ আলোচনার টেবিলে নগরপালের সামনেই সেই শিরদাঁড়ার মডেল রেখে দেওয়া হয়৷ প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর আন্দোলনকারী চিকিৎসকরা লালবাজার থেকে বেরিয়ে জানান, বিনীত গোয়েলেকে তাঁরা প্রশ্ন করেন, ৯, ১২ এবং ১৪ অগাস্ট আরজি কর হাসপাতালে যে যে ঘটনা ঘটেছে, তাঁর নৈতিক দায় তিনি নিচ্ছেন কি না? প্রসঙ্গত, ৯ তারিখ ভোররাতে আরজি কর হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে৷ যে সেমিনার রুমে এই ঘটনা ঘটে বলে অভিযোগ, ১২ অগাস্ট তার পাশেই হঠাৎ সংস্কার কাজ শুরু হয়৷ যে ঘটনাকে কেন্দ্র করে তথ্যপ্রমাণ লোপাটের গুরুতর অভিযোগ ওঠে৷ আবার ১৪ তারিখ রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুর করে উন্মত্ত জনতা৷

আন্দোলনকারী চিকিৎসকদের দাবি অনুযায়ী, বিনীত গোয়েল তাঁদের জানিয়েছেন, আরজি কর কাণ্ডের পর নিজের ভূমিকায় তিনি খুশি৷ তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর কাজে সন্তুষ্ট না হলে তিনি সরে যেতেও তৈরি৷ তবে তিনি যে নিজের থেকে পদত্যাগ করবেন না, তা আন্দোলনকারী চিকিৎসকদের বুঝিয়ে দেন নগরপাল৷ আন্দোলনাকীর জুনিয়র চিকিৎসকরা এ দিন দাবি করেন, তাঁদের বহু প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি পুলিশ কমিশনার৷

Suvendu Adhikari: সন্দীপ ঘোষের মামলা অন্য রাজ্যে নিয়ে যাক সিবিআই, জোরালো দাবি শুভেন্দু অধিকারীর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘সিবিআই সন্দীপ ঘোষের মামলা অন্য রাজ্যে নিয়ে যাক। জোরালো দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন সেই মামলা বাইরের রাজ্যে নিয়ে যাওয়া হোক রোজভ্যালি মামলার মতো।’’ আরজি কর ইস্যুতে বিজেপির সপ্তাহব্যাপী ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ধরনা অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় মঙ্গলবার এই দাবি জানান শুভেন্দু।

আরও পড়ুন– সাদ্দাম হুসেনের নাতনিকে চেনেন ? এখন কেমন আছেন তিনি

বিরোধী দলনেতা এও বলেন, ‘‘আমি সিবিআইয়ের ডিরেক্টরকে এই মর্মে চিঠি লিখব। নির্যাতিতার পরিবারকেও এই বিষয়ে অনুরোধ করে বলব আপনারাও একই দাবি জানান।’’ সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে। এখনও কেন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল না রাজ্য সরকার? ধর্মতলার দলীয় মঞ্চ থেকে এই প্রশ্নও এদিন তোলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন তোলার কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে সন্দীপ ঘোষকে‌ সাসপেনশনের অর্ডার কপি সামনে আসে।

শুভেন্দু অধিকারীর সাফ কথা, ‘‘আমরা চাই সিবিআই এই রাজ্যের মামলা গুলো অন্য রাজ্যে নিয়ে যাক। যেমন রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে নিয়ে গিয়েছিল। সন্দীপ ঘোষের দুর্নীতি মামলাও বাইরে নিয়ে যেতে হবে।’’ প্রয়োজনে শীঘ্রই রাজ্যের অপোজিশন লিডার হিসেবে তিনি সিবিআইয়ের ডিরেক্টরকে অনুরোধ করে চিঠি লিখবেন বলেও জানান শুভেন্দু।

RG Kar Protest: অভিনব প্রতিবাদের সাক্ষী শহর কলকাতা, সপরিবারে হাজির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়

মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে এবার আরও এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷ই এম বাইপাসের পাটুলি থেকে বেলেঘাটা মোড় পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা বরাবর মানব বন্ধন করলেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার, নার্স সহ বিভিন্ন পরিষেবা প্রদানকারীরা৷ এতে সামিল হলেন তারকারা৷ সপরিবারে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়৷ তবে এই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কয়েক হাজার পেশাদার এবং সাধারণ মানুষের এই মানব বন্ধন কর্মসূচিতে কোনও ভাবেই অবরুদ্ধ হয়নি ই এম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷মিটিং, মিছিলের শহর কলকাতায় আরজি কর কাণ্ডে অসংখ্য প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে৷ তার জেরে যান চলাচলও ব্যাহত হয়েছে৷ গতকাল থেকে প্রায় ২২ ঘণ্টা ধরে বি বি গাঙ্গুলী স্ট্রিট অবরুদ্ধ করে রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷

আরজি কর কাণ্ডে লড়াই চলবে, মেডিক্যাল কলেজ হসপিটালে গণ কনভেনশনে স্বস্তিকা মুখোপাধ্যায় যা বললেন…শুনুন

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মিছিলে তিনি পা মেলান৷ এমনকী চিকিৎসকদের কনভেনশনেও মঞ্চে দেখা যায় তাঁকে৷ তিনি স্পষ্ট করে বলেন যে এই লড়াই কোনও দল বা ধর্মের বিরুদ্ধ নয়, এমন এক অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই যা থেকে মেয়েরা মুক্তি পেতে চায়৷ তিনি আরও বলেন যে তাঁর বাড়ির পরিচারিকা যাঁরা রয়েছেন, তাঁরাও এই প্রতিবাদে তাঁকে সামিল হতে উৎসাহ দেন৷ মেডিক্যাল কলেজ হসপিটালে গণ কনভেনশনে হাজির স্বস্তিকা মুখোপাধ্যায়৷

RG Kar protest human chain: হাতে হাত ধরে কয়েক কিলোমিটার দীর্ঘ মানব বন্ধন! রাত দখলের পর আর এক অভিনব প্রতিবাদ দেখল কলকাতা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের স্বতঃস্ফূর্ত কর্মসূচি দেখেছিল কলকাতা থেকে জেলা শহর৷ মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে এবার আরও এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের স্বতঃস্ফূর্ত কর্মসূচি দেখেছিল কলকাতা থেকে জেলা শহর৷ মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে এবার আরও এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷ ছবি- রৌনক দত্ত চৌধুরী
ই এম বাইপাসের পাটুলি থেকে বেলেঘাটা মোড় পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা বরাবর মানব বন্ধন করলেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার, নার্স সহ বিভিন্ন পরিষেবা প্রদানকারীরা৷ 
ই এম বাইপাসের পাটুলি থেকে বেলেঘাটা মোড় পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা বরাবর মানব বন্ধন করলেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার, নার্স সহ বিভিন্ন পরিষেবা প্রদানকারীরা৷
তবে এই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কয়েক হাজার পেশাদার এবং সাধারণ মানুষের এই মানব বন্ধন কর্মসূচিতে কোনও ভাবেই অবরুদ্ধ হয়নি ই এম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷
তবে এই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কয়েক হাজার পেশাদার এবং সাধারণ মানুষের এই মানব বন্ধন কর্মসূচিতে কোনও ভাবেই অবরুদ্ধ হয়নি ই এম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷
মিটিং, মিছিলের শহর কলকাতায় আরজি কর কাণ্ডে অসংখ্য প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে৷ তার জেরে যান চলাচলও ব্যাহত হয়েছে৷ গতকাল থেকে প্রায় ২২ ঘণ্টা ধরে বি বি গাঙ্গুলী স্ট্রিট অবরুদ্ধ করে রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷
মিটিং, মিছিলের শহর কলকাতায় আরজি কর কাণ্ডে অসংখ্য প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে৷ তার জেরে যান চলাচলও ব্যাহত হয়েছে৷ গতকাল থেকে প্রায় ২২ ঘণ্টা ধরে বি বি গাঙ্গুলী স্ট্রিট অবরুদ্ধ করে রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷
এ দিনের এই মানব বন্ধন কর্মসূচিতে আরজি কর হাসপাতালের বহু প্রাক্তনী উপস্থিত ছিলেন৷ অনেকের হাতে ছিল জাতীয় পতাকা৷ তবে কোনও রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে আরও এক জোরাল প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷
এ দিনের এই মানব বন্ধন কর্মসূচিতে আরজি কর হাসপাতালের বহু প্রাক্তনী উপস্থিত ছিলেন৷ অনেকের হাতে ছিল জাতীয় পতাকা৷ তবে কোনও রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে আরও এক জোরাল প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷

Left police clash: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বামেদের মিছিলে শ্যামবাজারে ধুন্ধুমার! অবরুদ্ধ আজি কর গামী রাস্তা

কলকাতা: আরজি কর কাণ্ডে প্রতিবাদে বামেদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বাম কর্মী- সমর্থকরা৷ শ্যামবাজারের কাছে পুলিশ মিছিল আটকাতেই রাস্তার উপরে বসে পড়েন বাম নেতা কর্মীরা৷

এ দিন রাজাবাজার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করার ঘোষিত কর্মসূচি ছিল বামেদের৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতো সিনিয়র নেতারাও এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন৷ মিছিল আটকাতে একাধিক ব্যারিকেড তৈরি করে পুলিশ৷ কিন্তু খান্না মোড়ের কাছে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বামেদের মিছিল৷ এর পর শ্যামবাজারের কাছে ফের মিছিল আটকায় পুলিশ৷ তখনই ছড়ায় উত্তেজনা৷ বন্ধ হয়ে যায় আরজি কর গামী রাস্তা৷

আরও পড়ুন: প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি চিকিৎসকরা

তরুণ সিপিএম নেতা প্রতীকুর রহমান বলেন, এই পুলিশ আরজি করে খুন, ধর্ষণ আটকাতে পারে না৷ ভাঙচুর আটকাতে পারে না৷ কিন্তু সাধারণ মানুষকে লালবাজারে ডেকে পাঠিয়ে মামলা দিতে পারে৷ মানুষ যেভাবে ক্ষেপে গিয়েছে, তাতে কিছুদিনের মধ্যে এই ব্যারিকে়ড পুলিশেরই কাজে লাগবে৷

বিকেল বেলার ব্যস্ত সময়ে শ্যামবাজারের মতো এলাকায় বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক যানজট তৈরি হয়৷ অন্যদিকে ২২ ঘণ্টা ধরে রাস্তায় বসে থাকার পর জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল লালবাজারে গিয়েছে পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করতে৷ যদিও এখনও বাইরে রাস্তায় অপেক্ষা করছেন হাজার হাজার জুনিয়র চিকিৎসক৷ ফলে বি বি গাঙ্গুলী স্ট্রিট সেই অবরূদ্ধ হয়েই রয়েছে৷

Sandeep Ghosh Arrest: গ্রেফতার সন্দীপ ঘোষ, ‘ঘাড় ধরে’ সিজিও কমপ্লেক্স থেকে নিজামে নিয়ে গেল সিবিআই

শেষরক্ষা হল না! সোমবার সন্ধ্যায় সিবিআই গ্রেফতার করেই নিল আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গত ১৬ অগাস্ট থেকে টানা ১৫ দিন সিবিআই জেরা করে সন্দীপকে। সোমবার ফের তাঁকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে। সন্ধ্যায় সেখান থেকে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজাম প্যালেসে। তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে।