Tag Archives: Safety Guidelines

ভিড়ে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা! আতঙ্ক নয়, দুর্ঘটনা এড়াতে কী করবেন?

কলকাতা: বিপদ আসতেই পারে। আতঙ্কিত না হয়ে উপস্থিত বুদ্ধি দিয়ে তার মোকাবিলা করতে হবে। তীর্থস্থানে ভিড় খুব চেনা ছবি। কিন্তু বরাদ্দ স্থানের অনুপাতে বেশি মানুষের সমাগম হলে পদপিষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। প্রাণ সংশয় হতে পারে।

সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষ করল দেশ। এক ধর্মীয় অনুষ্ঠানে গুরুকে দর্শনের আকুতিতে ৮০ হাজারের অনুমতি অগ্রাহ্য করে চলে এসেছিলেন আড়াই লক্ষ মানুষ। তাতে প্রাণ গিয়েছে শিশু সহ ১২১ জনের। হাথরসকান্ড যাতে বার বার না হয়, তার জন্য এখন থেকেই সতর্কতা অবলম্বন করুন। তীর্থে বা কোনও অনুষ্ঠানে গিয়ে অতিরিক্ত ভিড়ে বিপদে পরলে কী ভাবে আত্মরক্ষা করবেন? রইল ৭ সমাধান।

অনুষ্ঠানে বা তীর্থে যাওয়ার আগে আবহাওয়ার খবর জেনে নিন। খোলা জায়গায় জমায়েত হলে বৃষ্টি আসার আগে সচেতন হতে হবে। হঠাৎ বৃষ্টি বা তুষারপাত শুরু হলে উপস্থিত সকলে হুড়মুড় করে শেডের নিচে আশ্রয় নিতে ছুটবেন সেটাই স্বাভাবিক। সেই ভিড়ে থাকলে দুর্ঘটনা ঘটতেই পারে। আগেভাগেই ঢাকা জায়গার নিচে চলে যান।

আরও পড়ুন- জঙ্গল  পাহাড়ে ঘেরা এই রিসর্ট বর্ষায় মোহময়ী, বাঁকুড়ায় এমন জায়গা আছে জানতেন না নিশ্চিত! ঘুরে আসুন

একা না গিয়ে কোনও বন্ধু বা আত্মীয়কে সঙ্গে নিয়ে যান। যাতে বিপদে পড়লে একে অপরকে সাহায্য করতে পারেন। হারিয়ে গেলে খুঁজে বার করতে পারেন।

বেশি লম্বা ঝুলের পোশাক না পরাই ভাল। শাড়ি, লং স্কার্ট, লুঙ্গি জাতীয় পোশাক ভিড়ে পায়ে জড়িয়ে যেতে পারে। একের পোশাক অন্যের পায়ের নিচে গেলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট ঝুলের পোশাক পরাই নিরাপদ।

অনুস্থান স্থলে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কোন দিকে রয়েছে সেটা আগেই দেখে নিন। অসুস্থ বোধ করলে বা আহত হলে সেখানে গিয়ে শুশ্রূষা করান। এছাড়া যে কোনও বিপদে পড়লে নিরাপত্তাকর্মীদের স্মরনাপন্ন হন। তাঁরা কোথায় অবস্থান করছেন সেটাও আগেই দেখে নিন।

বেশি করে জল খান। ডিহাইড্রেশন হতে দেবেন না। শরীরে জলের ঘাটতি হলে অনুষ্ঠান স্থলে মাথা ঘুরে পড়ে যেতে পারেন। জলের বোতল সঙ্গে রাখুন।

যদি পড়ে যান, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। সাহায্য চান। মাটিতে পড়ে থাকলে বিপদ বাড়বে।