Tag Archives: Saraswati Puja 2024

Saraswati Puja 2024: সরস্বতী পুজোয় বিরল ৪ শুভ যোগ! রেবতী নক্ষত্র ও রবি যোগে পুজোর সময় ‘এই’ কাজ করলেই উপচে পড়বে সুখ-সমৃদ্ধি, পাবেন বিরাট সাফল্য

বিদ্যার দেবী মা সরস্বতী৷ আর নতুন বছর পড়তে না পড়তেই সরস্বতী পুজোর জন্য সকলে মুখিয়ে থাকেন৷ এদিন প্রতিটি ঘরে ঘরে বাগদেবীর আরাধনা হয়৷ শিক্ষা-শিল্পকলা-সঙ্গীতের দেবী মা সরস্বতীর পুজো এই বছরের ১৪ ফেব্রুয়ারি পালিত হবে।
বিদ্যার দেবী মা সরস্বতী৷ আর নতুন বছর পড়তে না পড়তেই সরস্বতী পুজোর জন্য সকলে মুখিয়ে থাকেন৷ এদিন প্রতিটি ঘরে ঘরে বাগদেবীর আরাধনা হয়৷ শিক্ষা-শিল্পকলা-সঙ্গীতের দেবী মা সরস্বতীর পুজো এই বছরের ১৪ ফেব্রুয়ারি পালিত হবে।
সরস্বতী পুজো নিয়ে ইতিমধ্যেই  প্রস্তুতি চলছে পুরোদমে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো করা হয়৷ চলতি বছরে সরস্বতী পুজোর দিনে রবি যোগ ও রেবতী যোগের এক অপূর্ব সমন্বয় গড়ে উঠছে। এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ে যে কোনও কাজ করলে জীবনে বিরাট সাফল্য আসবে।
সরস্বতী পুজো নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি চলছে পুরোদমে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো করা হয়৷ চলতি বছরে সরস্বতী পুজোর দিনে রবি যোগ ও রেবতী যোগের এক অপূর্ব সমন্বয় গড়ে উঠছে। এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ে যে কোনও কাজ করলে জীবনে বিরাট সাফল্য আসবে।
গুমলার বিখ্যাত পুরোহিত হরিশঙ্কর মিশ্র জানান, এবছর ১৪ ফেব্রুয়ারি বুধবার দেবী সরস্বতীর আরাধনা করা হবে৷ এই দিনে চারটি খুব শুভ যোগ তৈরি হচ্ছে। রবি যোগ, শুভ যোগ, শুক্ল যোগ এবং রবি নক্ষত্র। এই সময়ে পূজা করা খুবই শুভ বলে মনে করা হয়।
গুমলার বিখ্যাত পুরোহিত হরিশঙ্কর মিশ্র জানান, এবছর ১৪ ফেব্রুয়ারি বুধবার দেবী সরস্বতীর আরাধনা করা হবে৷ এই দিনে চারটি খুব শুভ যোগ তৈরি হচ্ছে। রবি যোগ, শুভ যোগ, শুক্ল যোগ এবং রবি নক্ষত্র। এই সময়ে পূজা করা খুবই শুভ বলে মনে করা হয়।
রবি যোগ ও রেবতী নক্ষত্র ১৪ ফেব্রুয়ারি সকাল ১০.৪৩ মিনিট থেকে শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মা সরস্বতীর পুজো করলে  সুখ, শান্তি, সমৃদ্ধি ও জ্ঞান লাভ হবে বলে জানিয়েছেন হরিশঙ্কর মিশ্র৷
রবি যোগ ও রেবতী নক্ষত্র ১৪ ফেব্রুয়ারি সকাল ১০.৪৩ মিনিট থেকে শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মা সরস্বতীর পুজো করলে সুখ, শান্তি, সমৃদ্ধি ও জ্ঞান লাভ হবে বলে জানিয়েছেন হরিশঙ্কর মিশ্র৷
১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজার সবচেয়ে শুভ সময় সকাল ৭:০১ থেকে ১২:৩৫ মিনিট পর্যন্ত। এই সময়ে পুজো করা খুবই শুভ ।এই সময়ে মা সরস্বতীর পুজো করলে জ্ঞানের দেবী প্রসন্ন হবেন। তিনি শক্তি, বুদ্ধিমত্তা, জ্ঞান এবং প্রজ্ঞার বর দেবেন।শাস্ত্র অনুসারে মা সরস্বতী হলেন জ্ঞান ও সঙ্গীতের দেবী।যারা প্রতিদিন দেবী সরস্বতীর পূজা-অর্চনা করেন। তারা সকল কৃতিত্ব অর্জন করে জীবনে সফলতা লাভ করে।
১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজার সবচেয়ে শুভ সময় সকাল ৭:০১ থেকে ১২:৩৫ মিনিট পর্যন্ত। এই সময়ে পুজো করা খুবই শুভ ।এই সময়ে মা সরস্বতীর পুজো করলে জ্ঞানের দেবী প্রসন্ন হবেন। তিনি শক্তি, বুদ্ধিমত্তা, জ্ঞান এবং প্রজ্ঞার বর দেবেন।শাস্ত্র অনুসারে মা সরস্বতী হলেন জ্ঞান ও সঙ্গীতের দেবী।যারা প্রতিদিন দেবী সরস্বতীর পূজা-অর্চনা করেন। তারা সকল কৃতিত্ব অর্জন করে জীবনে সফলতা লাভ করে।

Basant Panchami 2024: রাশি মেনেই মা সরস্বতীর আরধনা করুন,তবেই হবে কামাল, লাফিয়ে বাড়বে নম্বর

: হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী উৎসবের গুরুত্ব অপরিসীম। এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর আরাধনা করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছর সরস্বতী পুজো ১৪ ফেব্রুয়ারি বুধবার পড়েছে। যাঁরা এখনও পড়াশুনো করছেন তাঁদের জন্য ১৪ ফেব্রুয়ারি খুবই শুভ।
: হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী উৎসবের গুরুত্ব অপরিসীম। এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর আরাধনা করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছর সরস্বতী পুজো ১৪ ফেব্রুয়ারি বুধবার পড়েছে। যাঁরা এখনও পড়াশুনো করছেন তাঁদের জন্য ১৪ ফেব্রুয়ারি খুবই শুভ।
জ্যোতিষীদের মতে, সরস্বতী পুজোর দিনে রাশিচক্র অনুসারে পুজো করা অত্যন্ত উপকারি বলে মনে করা হয়। বৈদিক জ্যোতিষীদের নির্দেশ মেনে  আলাদা আলাদা রাশির জাতক জাতিকাদের আলাদা আলাদা করে পুজো  করা উচিত৷
জ্যোতিষীদের মতে, সরস্বতী পুজোর দিনে রাশিচক্র অনুসারে পুজো করা অত্যন্ত উপকারি বলে মনে করা হয়। বৈদিক জ্যোতিষীদের নির্দেশ মেনে  আলাদা আলাদা রাশির জাতক জাতিকাদের আলাদা আলাদা করে পুজো  করা উচিত৷
মেষ রাশিবৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিন লাল রঙের কলম ঠাকুকরে অর্পণ করা উচিত। এছাড়াও, সকালে ঘুম থেকে ওঠার পর সূর্যদেবকে জল অর্পণ করা উচিত।
মেষ রাশি
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিন লাল রঙের কলম ঠাকুকরে অর্পণ করা উচিত। এছাড়াও, সকালে ঘুম থেকে ওঠার পর সূর্যদেবকে জল অর্পণ করা উচিত।
বৃষবৃষ রাশির জাতক-জাতিকাদের দেবী সরস্বতীর পুজো করার সময় সুগন্ধি আতর দিতে হবে। মা সরস্বতীকে রসের  মিষ্টিও দিতে হবে।
বৃষ
বৃষ রাশির জাতক-জাতিকাদের দেবী সরস্বতীর পুজো করার সময় সুগন্ধি আতর দিতে হবে। মা সরস্বতীকে রসের  মিষ্টিও দিতে হবে।
মিথুনরাশিএই দিনে মিথুন রাশির জাতক-জাতিকাদের মা সরস্বতীকে সবুজ বস্ত্র পরিধান করান। এছাড়াও গণপতিকে দূর্বার অর্ঘ্য নিবেদন করুন।
মিথুনরাশি
এই দিনে মিথুন রাশির জাতক-জাতিকাদের মা সরস্বতীকে সবুজ বস্ত্র পরিধান করান। এছাড়াও গণপতিকে দূর্বার অর্ঘ্য নিবেদন করুন।
কর্কট রাশিবৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে  কর্কট রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিনে দেবী সরস্বতীর পুজোর সময় হলুদ মিষ্টি নিবেদন করুন। এছাড়াও হনুমান চালিশা পাঠ করতে হবে।
কর্কট রাশি
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে  কর্কট রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিনে দেবী সরস্বতীর পুজোর সময় হলুদ মিষ্টি নিবেদন করুন। এছাড়াও হনুমান চালিশা পাঠ করতে হবে।
সিংহ রাশিসরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর পুজোয় কোনও হলুদ ফল নিবেদন করুন। এছাড়াও ভগবান বিষ্ণুর পুজো করুন।
সিংহ রাশি
সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর পুজোয় কোনও হলুদ ফল নিবেদন করুন। এছাড়াও ভগবান বিষ্ণুর পুজো করুন।
কন্যা রাশিজ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা রাশির জাতক-জাতিকাদের এই দিনে মা সরস্বতীর হাতে ধরে থাকা বইটি স্পর্শ করুন, এবং ভগবান ভোলে নাথকে খুশি করতে শিবলিঙ্গে জল নিবেদন করুন৷
কন্যা রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা রাশির জাতক-জাতিকাদের এই দিনে মা সরস্বতীর হাতে ধরে থাকা বইটি স্পর্শ করুন, এবং ভগবান ভোলে নাথকে খুশি করতে শিবলিঙ্গে জল নিবেদন করুন৷
তুলা রাশিসরস্বতী পুজোর দিন তুলা রাশির জাতক-জাতিকাদের পুজোয় ফল অর্পণ করতে হবে এবং কলসীতে জলে ভরে মা সরস্বতীর সামনে রাখতে হবে।
তুলা রাশি
সরস্বতী পুজোর দিন তুলা রাশির জাতক-জাতিকাদের পুজোয় ফল অর্পণ করতে হবে এবং কলসীতে জলে ভরে মা সরস্বতীর সামনে রাখতে হবে।
বৃশ্চিকবৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিন হলুদ মিষ্টি নিবেদন করা উচিত।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিন হলুদ মিষ্টি নিবেদন করা উচিত।
ধনুধনু রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে লাল ফুল অর্পণ করা উচিত। এছাড়াও হনুমান চালিশাও পাঠ করতে হবে। এই কাজ করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়।
ধনু
ধনু রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে লাল ফুল অর্পণ করা উচিত। এছাড়াও হনুমান চালিশাও পাঠ করতে হবে। এই কাজ করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়।
মকর রাশিমকর রাশির জাতক-জাতিকারা দেবী সরস্বতীর পুজো করার সময় ফলের রস নিবেদন করবেন।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকারা দেবী সরস্বতীর পুজো করার সময় ফলের রস নিবেদন করবেন।
কুম্ভসরস্বতী পুজোর দিন, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সবুজ বা হলুদ রঙের রসের মিষ্টি নিবেদন করুন। এর পাশাপাশি ভগবান শ্রী কৃষ্ণেরও পুজো করুন৷
কুম্ভ
সরস্বতী পুজোর দিন, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সবুজ বা হলুদ রঙের রসের মিষ্টি নিবেদন করুন। এর পাশাপাশি ভগবান শ্রী কৃষ্ণেরও পুজো করুন৷
মীনমীন রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিন সাদা মিষ্টি ও দুধ নিবেদন করা উচিত। বিশ্বাস করা হয় যে এটি করলে মা সরস্বতীর আশীর্বাদ দেবেন৷
মীন
মীন রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিন সাদা মিষ্টি ও দুধ নিবেদন করা উচিত। বিশ্বাস করা হয় যে এটি করলে মা সরস্বতীর আশীর্বাদ দেবেন৷

Saraswati Puja Makeup Tips: শাড়ি, ছোট্ট টিপ সঙ্গে হাল্কা মেকআপ, সরস্বতী পুজোতে আপনিই হবেন স্টার! রইল মেকআপ টিপস

পশ্চিম মেদিনীপুর: সাজগোজ আর মহিলারা পারস্পরিক সমার্থক। যে কোনও অনুষ্ঠানে পছন্দের শাড়ি তার সঙ্গে ম্যাচিং গয়না এবং সঙ্গে মেকআপ তো চাই ই চাই মহিলাদের। সামনেই সরস্বতী পুজো, সেই কাউন্টডাউন শুরু করেছেন সকলে। আর সরস্বতী পুজোর দিন কীভাবে খুব অল্প সময়ে নিজেকে নতুন লুকে সাজিয়ে তুলতে পারবেন, তা দেখিয়ে দিলেন বিউটিশিয়ান মধুমিতা রাউত।

ঘরে থাকা সামান্য সাজগোজের উপকরণ দিয়ে অনায়াসেই নিজেকে তৈরি করে ফেলতে পারবেন, তা জানিয়ে দিলেন তিনি৷ প্রয়োজন নেই পার্লার কিংবা বিউটি স্টুডিওতে যাওয়া। কীভাবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যাওয়া যাবে সরস্বতী পুজোর লুকে, দেখে নিন।

আরও পড়ুনCha Ful Pakoda: পাতা তো অনেক খেলেন, চায়ের ফুল খেয়েছেন? মুখের স্বাদ ফিরিয়ে দেবে, জানতে হবে রেসিপি

আর হাতে গোনা কয়েকদিন পরেই সরস্বতী পুজো। এই দিন মেয়েরা শাড়ি পরে ঘুরতে যেতে পছন্দ করেন, সঙ্গে হালকা মেকআপ লুক। কিন্তু সেই মেকআপ করতে গেলে বিভিন্ন বিউটি স্টুডিও কিংবা পার্লারে বেশ লাইন দিতে হয় কিংবা গুনতে হয় গাঁটের কড়িও। কিন্তু বাড়িতে থাকা প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, ব্লাসার-হাইলাইটার, কাজল, লিপস্টিকে সেজে উঠতে পারবেন আপনি।

সরস্বতী পুজোর দিনে শাড়ির সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন হালকা মেকআপে। প্রথমেই ফেস ওয়াশ করে নিতে হবে এরপর কোল্ড ক্রিম বা মশ্চারাইজার মুখে মেখে নিতে হবে। এরপর একে একে প্রাইমার, ফাউন্ডেশন, লুজ পাউডার, কনসিলার, ব্লাশার, কাজল, আইলাইনার, লিপস্টিকের সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন।

আরও পড়ুন Sarse Bhapa Dim Recipe: মাছ-মাংস ফেল, আঙুল চেটে খাবেন ডিমের এই বিশেষ রেসিপি! রইল বিস্তারিত

পুজোর দিনে রূপসজ্জা নিয়ে বেশ চিন্তিত থাকেন সকলে। সবার মাঝে নিজেকে একটু আলাদাভাবে সাজিয়ে তুলতে চান প্রত্যেকে, তবে তার মাঝে সময়ের দিকেও নজর রাখতে হয়। সবকিছুর মুশকিল আসান আছে। সময় বাঁচিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এখন সাজগোজ করা যাবে। মাত্র ৫ মিনিটের মধ্যেই রূপসজ্জার বিউটি টিপস দিলেন বিউটিশিয়ান মধুমিতা রাউত। এভাবে সেজে অন্যরকম লুকে বেরিয়ে তাক লাগাতে পারবেন অন্যকে।

রঞ্জন চন্দ

General Knowledge Story: যুগ যুগ ধরে সরস্বতীপুজোয় হলুদ পরার চল… কেন এই রীতি? জানুন আসল কারণ

বাঙালির ভ্যালেনটাইন এবছর মাঘ মাস ছাড়িয়ে পড়েছে ফাল্গুনে। পঞ্জিকা মতে, এবার সরস্বতী পুজো হবে পয়লা ফাল্গুন, বুধবার।
বাঙালির ভ্যালেনটাইন এবছর মাঘ মাস ছাড়িয়ে পড়েছে ফাল্গুনে। পঞ্জিকা মতে, এবার সরস্বতী পুজো হবে পয়লা ফাল্গুন, বুধবার।
সরস্বতী পুজোয় সাজতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি পুজোর দিন নানা রঙের শাড়ি-পাঞ্জাবিতে সেজে ওঠে আপামর বাঙালি। সঙ্গে চলতে থাকে পুজো আয়োজন। শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তাঁরা।
সরস্বতী পুজোয় সাজতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি পুজোর দিন নানা রঙের শাড়ি-পাঞ্জাবিতে সেজে ওঠে আপামর বাঙালি। সঙ্গে চলতে থাকে পুজো আয়োজন। শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তাঁরা।
দুর্গাপুজো, কালীপুজো, কার্তিক পুজো থেকে জগদ্ধার্থী পুজোর পরে যে বিশেষ পুজোর আশায় অপেক্ষায় থাকেন আট থেকে আশি। এই পুজো নিয়ে বিশেষ উৎসাহ থাকে ছাত্র ছাত্রীদের। সারা বছর ধরে সকলে  অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। আবারও বাগদেবীর আরাধনার দিন গুনছেন সবাই।
দুর্গাপুজো, কালীপুজো, কার্তিক পুজো থেকে জগদ্ধার্থী পুজোর পরে যে বিশেষ পুজোর আশায় অপেক্ষায় থাকেন আট থেকে আশি। এই পুজো নিয়ে বিশেষ উৎসাহ থাকে ছাত্র ছাত্রীদের। সারা বছর ধরে সকলে  অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। আবারও বাগদেবীর আরাধনার দিন গুনছেন সবাই।
তবে সরস্বতীপুজোয় কেন হলুদ শাড়ি পরা হয় তা জানেন কি?
তবে সরস্বতীপুজোয় কেন হলুদ শাড়ি পরা হয় তা জানেন কি?
বাস্তুশাস্ত্র মতে, হলুদ রঙের অর্থ কিছু নতুন শুরু করা। শীত শেষ হয়ে বসন্তকাল শুরু হয়, সেই কারণে বসন্তপঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত আছে।
বাস্তুশাস্ত্র মতে, হলুদ রঙের অর্থ কিছু নতুন শুরু করা। শীত শেষ হয়ে বসন্তকাল শুরু হয়, সেই কারণে বসন্তপঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত আছে।
২০২৪ সালের  ১৪ ফেব্রুয়ারি (বাংলায় ১ মাঘ ফাল্গুন), বুধবার সরস্বতী পুজো পড়েছে।
প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন হলুদ পোশাক পরলে সরস্বতী প্রীত হন। তিনি নিজের সাদা শাড়ি পরেন। তাঁর আসনে একটি হলুদ বস্ত্র বিছিয়ে দেওয়া হয়ে থাকে। হলুদ ফুল নিবেদন করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন হলুদ পোশাক পরলে সরস্বতী প্রীত হন। তিনি নিজের সাদা শাড়ি পরেন। তাঁর আসনে একটি হলুদ বস্ত্র বিছিয়ে দেওয়া হয়ে থাকে। হলুদ ফুল নিবেদন করা হয়।

Saraswati Puja 2024: চলতি বছর কবে সরস্বতী পুজো? বিশেষ ‘দিনক্ষণ’ জানলেই চমকে যাবেন!

বছরের প্রথমে ক‍্যালেন্ডার পেয়েই ছাত্রছাত্রীদের সকলের নজর থাকে কবে সরস্বতী পুজো তা দেখার দিকে। এবারের সরস্বতী পুজোতে কিন্তু রয়েছে বিশেষ চমক।
বছরের প্রথমে ক‍্যালেন্ডার পেয়েই ছাত্রছাত্রীদের সকলের নজর থাকে কবে সরস্বতী পুজো তা দেখার দিকে। এবারের সরস্বতী পুজোতে কিন্তু রয়েছে বিশেষ চমক।
প্রসঙ্গত অধিক মাস থাকার কারণে এ বছর সমস্ত পুজো পিছিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই পিছিয়ে গিয়েছে সরস্বতী পুজো।
প্রসঙ্গত অধিক মাস থাকার কারণে এ বছর সমস্ত পুজো পিছিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই পিছিয়ে গিয়েছে সরস্বতী পুজো।
বাঙালির ভ্যালেনটাইন এবছর মাঘ মাস ছাড়িয়ে পড়েছে ফাল্গুনে। পঞ্জিকা মতে, এবার সরস্বতী পুজো হবে পয়লা ফাল্গুন, বুধবার।
বাঙালির ভ্যালেনটাইন এবছর মাঘ মাস ছাড়িয়ে পড়েছে ফাল্গুনে। পঞ্জিকা মতে, এবার সরস্বতী পুজো হবে পয়লা ফাল্গুন, বুধবার।
আর সেদিন রয়েছে ইংরেজির ১৪ ফেব্রুয়ারি। অর্থাৎ বাঙালির ‘ভ্যালেন্টাইন ডে’ আর বিদেশি ভ্যালেন্টাইন ডে পড়েছে একই দিনে।
আর সেদিন রয়েছে ইংরেজির ১৪ ফেব্রুয়ারি। অর্থাৎ বাঙালির ‘ভ্যালেন্টাইন ডে’ আর বিদেশি ভ্যালেন্টাইন ডে পড়েছে একই দিনে।
এইদিন সমস্ত পড়ুয়ারা বিদ্যা দেবীর আরাধনায় মেতে ওঠেন। হলুদ পোশাক পরে নিয়ম মেনে দেবীকে ফুলউৎসর্গ করে অঞ্জলি দেওয়া হয়।
এইদিন সমস্ত পড়ুয়ারা বিদ্যা দেবীর আরাধনায় মেতে ওঠেন। হলুদ পোশাক পরে নিয়ম মেনে দেবীকে ফুলউৎসর্গ করে অঞ্জলি দেওয়া হয়।
সরস্বতী পুজো ২০২৪-এর পঞ্চমী তিথি শুরু- ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার বেলা ২টো ৪১ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার বেলা ১২টা পর্যন্ত।
সরস্বতী পুজো ২০২৪-এর পঞ্চমী তিথি শুরু- ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার বেলা ২টো ৪১ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার বেলা ১২টা পর্যন্ত।

 

Saraswati Puja 2024 Date Time : অতি বিরল যোগ ২ নক্ষত্রের, সরস্বতীর আশীর্বাদ পেতে ঠিক কোন সময় পুজো করবেন? জানুন

*মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এ দিনটি সরস্বতী পুজো ছাড়াও বসন্ত পঞ্চমী, জ্ঞান পঞ্চমী, শ্রী পঞ্চমী, মধুমাসের মতো নামেও পরিচিত। সংগৃহীত ছবি।
*মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এ দিনটি সরস্বতী পুজো ছাড়াও বসন্ত পঞ্চমী, জ্ঞান পঞ্চমী, শ্রী পঞ্চমী, মধুমাসের মতো নামেও পরিচিত। সংগৃহীত ছবি।
*এ বছর সরস্বতী পুজো ১৪ ফেব্রুয়ারি, বুধবার। মাঘ শুক্ল পঞ্চমী তিথি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ২.৪১ মিনিটে শুরু হবে এবং ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২.০৯ মিনিটে শেষ হবে। এ দিন সরস্বতীর আরাধনা করলে বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায়, এমনই বিশ্বাস। সংগৃহীত ছবি।
*এ বছর সরস্বতী পুজো ১৪ ফেব্রুয়ারি, বুধবার। মাঘ শুক্ল পঞ্চমী তিথি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ২.৪১ মিনিটে শুরু হবে এবং ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২.০৯ মিনিটে শেষ হবে। এ দিন সরস্বতীর আরাধনা করলে বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায়, এমনই বিশ্বাস। সংগৃহীত ছবি।
*সরস্বতী পুজোর শুভ সময় সকাল ০৭.০১ মিনিটে থেকে দুপুর ১২.৩৫ মিনিট পর্যন্ত। ৫ ঘণ্টা ৩৫ মিনিট সময় পাবেন। এই সময় কাজ শুরু করার জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
*সরস্বতী পুজোর শুভ সময় সকাল ০৭.০১ মিনিটে থেকে দুপুর ১২.৩৫ মিনিট পর্যন্ত। ৫ ঘণ্টা ৩৫ মিনিট সময় পাবেন। এই সময় কাজ শুরু করার জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
*২০২৪ সালে সরস্বতী পুজোয় প্রদত্ত রবি যোগ এবং রেবতী নক্ষত্রের একটি কাকতালীয় যোগ রয়েছে। এই সময় কোনও শুভ কাজ শুরু করলে সাফল্য আসে। দীর্ঘ সময় ধরে শুভ ফল পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*২০২৪ সালে সরস্বতী পুজোয় প্রদত্ত রবি যোগ এবং রেবতী নক্ষত্রের একটি কাকতালীয় যোগ রয়েছে। এই সময় কোনও শুভ কাজ শুরু করলে সাফল্য আসে। দীর্ঘ সময় ধরে শুভ ফল পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*পুজোর দিন রবি যোগ সকাল ১০.৪৩ মিনিট থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত চলবে। রেবতী নক্ষত্র যোগ সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত থাকবে। সংগৃহীত ছবি।
*পুজোর দিন রবি যোগ সকাল ১০.৪৩ মিনিট থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত চলবে। রেবতী নক্ষত্র যোগ সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত থাকবে। সংগৃহীত ছবি।
*এই বিরল যোগে কর্মজীবনে উন্নতি লাভ করতে পারেন। পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাঁরা এই দিনে সরস্বতীর পুজো করুন। (ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তিতে লেখা। নিউজ ১৮ বাংলার কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।) সংগৃহীত ছবি।
*এই বিরল যোগে কর্মজীবনে উন্নতি লাভ করতে পারেন। পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাঁরা এই দিনে সরস্বতীর পুজো করুন। (ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তিতে লেখা। নিউজ ১৮ বাংলার কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।) সংগৃহীত ছবি।