Tag Archives: SBI

স্টেট ব্যাঙ্কে PPF-এ মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন? দেখে নিন হিসেব

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হল সরকার সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। যে কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়। ১৯৬৮ সালে অর্থ মন্ত্রকের ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট এই স্কিম চালু করেছিল। প্রতি তিন মাস অন্তর সুদের হার নির্ধারণ করা হয়।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হল সরকার সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। যে কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়। ১৯৬৮ সালে অর্থ মন্ত্রকের ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট এই স্কিম চালু করেছিল। প্রতি তিন মাস অন্তর সুদের হার নির্ধারণ করা হয়।
দেশের সবচেয়ে বৃহৎ সরকারি ব্যাঙ্ক হল এসবিআই। ব্যাঙ্কের গ্রাহক তো বটেই নন-কাস্টমাররাও এখানে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নাবালকদেরও এই সুবিধা দেওয়া হয়।
দেশের সবচেয়ে বৃহৎ সরকারি ব্যাঙ্ক হল এসবিআই। ব্যাঙ্কের গ্রাহক তো বটেই নন-কাস্টমাররাও এখানে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নাবালকদেরও এই সুবিধা দেওয়া হয়।
পিপিএফের মেয়াদ ১৫ বছর। বিনিয়োগকারী বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জমা করতে পারেন। এখন কেউ যদি প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত পাবেন? পিপিএফ অ্যাকাউন্ট ক্যালকুলেটর থেকে এটা সহজেই জানা যায়।
পিপিএফের মেয়াদ ১৫ বছর। বিনিয়োগকারী বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জমা করতে পারেন। এখন কেউ যদি প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত পাবেন? পিপিএফ অ্যাকাউন্ট ক্যালকুলেটর থেকে এটা সহজেই জানা যায়।
পিপিএফের মেয়াদ জুড়ে প্রতি বছর ন্যূনতম পরিমাণ বিনিয়োগ করতে হয়। বিনিয়োগকারী মেয়াদপূর্তির আগে অকাল প্রত্যাহার করতে পারেন বা ১৫ বছরের মেয়াদের পর আরও পাঁচ বছর মেয়াদ বাড়াতে পারেন। বর্তমানে পিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ফলে কেউ যদি ১৫ বছর ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটিতে তিনি ৩২,৫৪,৫৬৭ টাকা পাবেন।
পিপিএফের মেয়াদ জুড়ে প্রতি বছর ন্যূনতম পরিমাণ বিনিয়োগ করতে হয়। বিনিয়োগকারী মেয়াদপূর্তির আগে অকাল প্রত্যাহার করতে পারেন বা ১৫ বছরের মেয়াদের পর আরও পাঁচ বছর মেয়াদ বাড়াতে পারেন। বর্তমানে পিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ফলে কেউ যদি ১৫ বছর ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটিতে তিনি ৩২,৫৪,৫৬৭ টাকা পাবেন।
পিপিএফের রিটার্ন সম্পূর্ণ করমুক্ত। ফলে এই স্কিম অধিকাংশ বিনিয়োগকারীর পছন্দের। অনেকে এঁকে সেভিংস-কাম-ট্যাক্স সেভিংসও বলেন। সুতরাং যদি কেউ কর বাঁচাতে এবং নিশ্চিত রিটার্নের জন্য নিরাপদ বিনিয়োগ বিকল্প খোঁজেন তাহলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড আদর্শ।
পিপিএফের রিটার্ন সম্পূর্ণ করমুক্ত। ফলে এই স্কিম অধিকাংশ বিনিয়োগকারীর পছন্দের। অনেকে এঁকে সেভিংস-কাম-ট্যাক্স সেভিংসও বলেন। সুতরাং যদি কেউ কর বাঁচাতে এবং নিশ্চিত রিটার্নের জন্য নিরাপদ বিনিয়োগ বিকল্প খোঁজেন তাহলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড আদর্শ।
পিপিএফ-এর সুবিধা:ক) পিপিএফ সরকার সমর্থিত স্কিম। তাই এখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। কোনও ঝুঁকি নেই।

খ) সরকারি ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং কিছু বেসরকারি ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়।
পিপিএফ-এর সুবিধা:
ক) পিপিএফ সরকার সমর্থিত স্কিম। তাই এখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। কোনও ঝুঁকি নেই।
খ) সরকারি ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং কিছু বেসরকারি ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়।
গ) পিপিএফ স্কিমে ১৫ বছরের লক ইন পিরিয়ড থাকে। তবে বিনিয়োগকারী ৭ বছর পরে কিছু টাকা তুলতে বা ঋণ নিতে পারেন। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় পিপিএফের রিটার্ন অনেক বেশি।
গ) পিপিএফ স্কিমে ১৫ বছরের লক ইন পিরিয়ড থাকে। তবে বিনিয়োগকারী ৭ বছর পরে কিছু টাকা তুলতে বা ঋণ নিতে পারেন। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় পিপিএফের রিটার্ন অনেক বেশি।
ঘ) পিপিএফ-এর ডিপোজিট EEE-এর আওতায় পড়ে। অর্থাৎ মূল বিনিয়োগ, অর্জিত সুদ এবং মেয়াদপূর্তিতে প্রাপ্ত আয় সবই করমুক্ত। পত্নী বা সন্তানের পিপিএফ অ্যাকাউন্টে জমা করা পরিমাণগুলিও করমুক্ত।
ঘ) পিপিএফ-এর ডিপোজিট EEE-এর আওতায় পড়ে। অর্থাৎ মূল বিনিয়োগ, অর্জিত সুদ এবং মেয়াদপূর্তিতে প্রাপ্ত আয় সবই করমুক্ত। পত্নী বা সন্তানের পিপিএফ অ্যাকাউন্টে জমা করা পরিমাণগুলিও করমুক্ত।

Double Your Money: দ্রুত আরও সহজে টাকা হবে দ্বিগুণ; স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমে মিলছে সুবর্ণ সুযোগ

আমাদের সকলের মনেই ধারণা রয়েছে যে, সরকারি ব্যাঙ্কগুলির দ্বারা প্রদান করা ফিক্সড ডিপোজিট (FDs) বেসরকারি খাত বা ক্ষুদ্র অর্থায়নকারী ব্যাঙ্কগুলি দ্বারা অফার করা সুদের মতো ততটা আকর্ষণীয় নয়। এই ধারণা এখন পরিবর্তন করার সময় হয়েছে।
আমাদের সকলের মনেই ধারণা রয়েছে যে, সরকারি ব্যাঙ্কগুলির দ্বারা প্রদান করা ফিক্সড ডিপোজিট (FDs) বেসরকারি খাত বা ক্ষুদ্র অর্থায়নকারী ব্যাঙ্কগুলি দ্বারা অফার করা সুদের মতো ততটা আকর্ষণীয় নয়। এই ধারণা এখন পরিবর্তন করার সময় হয়েছে।
কারণ সরকারি ব্যাঙ্কগুলিও এখন স্থায়ী আমানতে প্রতিযোগিতামূলক রিটার্ন অফার করে। উদাহরণস্বরূপ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, সিনিয়র লোকদের "উই কেয়ার" (SBI WeCare স্পেশাল এফডি) নামে একটি আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ দেয়।
কারণ সরকারি ব্যাঙ্কগুলিও এখন স্থায়ী আমানতে প্রতিযোগিতামূলক রিটার্ন অফার করে। উদাহরণস্বরূপ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, সিনিয়র লোকদের “উই কেয়ার” (SBI WeCare স্পেশাল এফডি) নামে একটি আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ দেয়।
SBI WeCare ফিক্সড ডিপোজিটের সময়সীমা:এই এফ-ডি কৌশলে বিনিয়োগ করা অর্থ সরাসরি দ্বিগুণ হতে পারে। কোভিড মহামারী চলাকালীন প্রবীণ নাগরিকদের সঞ্চয় রক্ষা করার জন্য এবং সর্বাধিক প্রতিযোগিতামূলক সুদের হারের সঙ্গে উচ্চতর রিটার্ন প্রদানের জন্য, ব্যাঙ্ক তৈরি করেছে WeCare FD (SBI WeCare ফিক্সড ডিপোজিট)। ব্যাঙ্ক এই অনন্য এফডি প্রোগ্রামে বয়স্ক ব্যক্তিদের অ্যাক্সেস ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বাড়িয়েছিল।
SBI WeCare ফিক্সড ডিপোজিটের সময়সীমা:
এই এফ-ডি কৌশলে বিনিয়োগ করা অর্থ সরাসরি দ্বিগুণ হতে পারে। কোভিড মহামারী চলাকালীন প্রবীণ নাগরিকদের সঞ্চয় রক্ষা করার জন্য এবং সর্বাধিক প্রতিযোগিতামূলক সুদের হারের সঙ্গে উচ্চতর রিটার্ন প্রদানের জন্য, ব্যাঙ্ক তৈরি করেছে WeCare FD (SBI WeCare ফিক্সড ডিপোজিট)। ব্যাঙ্ক এই অনন্য এফডি প্রোগ্রামে বয়স্ক ব্যক্তিদের অ্যাক্সেস ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বাড়িয়েছিল।
SBI WeCare FD স্কিমে সুদের হার:এসবিআই ওয়েবসাইট অনুযায়ী, সিনিয়ররা অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের হারের অধিকারী। ৫ থেকে ১০ বছরের মধ্যে স্থায়ী আমানতের (এফডি) জন্য, এই প্রোগ্রামটি ৭.৫০ শতাংশ সুদের হার অফার করে। এই প্রোগ্রামের অধীনে ইয়োনো অ্যাপের মাধ্যমে অথবা শাখায় ব্যক্তিগত ভাবে গিয়ে অনলাইনে একটি এফডি বুক করা যেতে পারে।
SBI WeCare FD স্কিমে সুদের হার:
এসবিআই ওয়েবসাইট অনুযায়ী, সিনিয়ররা অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের হারের অধিকারী। ৫ থেকে ১০ বছরের মধ্যে স্থায়ী আমানতের (এফডি) জন্য, এই প্রোগ্রামটি ৭.৫০ শতাংশ সুদের হার অফার করে। এই প্রোগ্রামের অধীনে ইয়োনো অ্যাপের মাধ্যমে অথবা শাখায় ব্যক্তিগত ভাবে গিয়ে অনলাইনে একটি এফডি বুক করা যেতে পারে।
মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে এফডি-তে সুদ পাওয়া যেতে পারে। এই স্কিমে টিডিএস বিয়োগ করার পরে এফডি-র সুদ পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ফিক্সড ডিপোজিটের সুদের হার ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত।
মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে এফডি-তে সুদ পাওয়া যেতে পারে। এই স্কিমে টিডিএস বিয়োগ করার পরে এফডি-র সুদ পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ফিক্সড ডিপোজিটের সুদের হার ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত।
বিনিয়োগ এবং রিটার্ন:কেউ যদি এই এফডি প্ল্যানে ১০ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে সেই টাকা দ্বিগুণ হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১০ বছর পরে ১০ লক্ষ টাকার বেশি ফেরত পাবেন। যেহেতু ব্যাঙ্কটি ১০ বছরের মেয়াদে স্ট্যান্ডার্ড এফডি-তে ৬.৫ শতাংশ সুদের হার অফার করে, তাই সেই সময়ের মধ্যে প্রায় ৫ লাখ টাকা সুদ পাওয়া যাবে।
বিনিয়োগ এবং রিটার্ন:
কেউ যদি এই এফডি প্ল্যানে ১০ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে সেই টাকা দ্বিগুণ হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১০ বছর পরে ১০ লক্ষ টাকার বেশি ফেরত পাবেন। যেহেতু ব্যাঙ্কটি ১০ বছরের মেয়াদে স্ট্যান্ডার্ড এফডি-তে ৬.৫ শতাংশ সুদের হার অফার করে, তাই সেই সময়ের মধ্যে প্রায় ৫ লাখ টাকা সুদ পাওয়া যাবে।
এসবিআই অমৃত কলশ এফডি স্কিমের শেষ তারিখ বাড়ানো হয়েছে:অমৃত কলশ স্পেশাল এফডি প্রোগ্রাম, যা বিভিন্ন মেয়াদের এফডি-র তুলনায় প্রবীণ নাগরিক এবং অন্যান্য ভোক্তাদের জন্য সর্বাধিক সুদের হার অফার করে, এর সময় এসবিআই দ্বারা বাড়ানো হয়েছে।
এসবিআই অমৃত কলশ এফডি স্কিমের শেষ তারিখ বাড়ানো হয়েছে:
অমৃত কলশ স্পেশাল এফডি প্রোগ্রাম, যা বিভিন্ন মেয়াদের এফডি-র তুলনায় প্রবীণ নাগরিক এবং অন্যান্য ভোক্তাদের জন্য সর্বাধিক সুদের হার অফার করে, এর সময় এসবিআই দ্বারা বাড়ানো হয়েছে।

মেয়াদ আছে এখনও, SBI-এর অমৃত কলস এফডি-তে মিলছে বিশেষ সুবিধা, জানলে মন ভাল হয়ে যাবে

ক্ষীরসমুদ্র থেকে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন ধন্বন্তরি, এই পৃথিবী পেয়েছিল আরোগ্যের আশীর্বাদ। ঠিক সেরকম ভাবেই গৃহস্থের সঞ্চয় অক্ষয় করার লক্ষ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংক্ষেপে এসবিআই চালু করেছে এক নতুন ফিক্সড ডিপোজিট স্কিম।
ক্ষীরসমুদ্র থেকে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন ধন্বন্তরি, এই পৃথিবী পেয়েছিল আরোগ্যের আশীর্বাদ। ঠিক সেরকম ভাবেই গৃহস্থের সঞ্চয় অক্ষয় করার লক্ষ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংক্ষেপে এসবিআই চালু করেছে এক নতুন ফিক্সড ডিপোজিট স্কিম।
নাম ‘অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম’। এই স্কিমে সাধারণ গ্রাহকদের ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
নাম ‘অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম’। এই স্কিমে সাধারণ গ্রাহকদের ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
বিনিয়োগকারীরা ৪০০ দিনের এই ফিক্সড ডিপোজিট স্কিমে ২ কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। অর্ধবার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে বিনিয়োগের পরিমাণের উপর সুদ প্রদান করা হয়। সশরীরে ব্যাঙ্কে গিয়ে তো বটেই, অনলাইনেও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহকরা। এই ফিক্সড ডিপোজিটের বিপরীতে ঋণ সুবিধাও পাওয়া যায়।
বিনিয়োগকারীরা ৪০০ দিনের এই ফিক্সড ডিপোজিট স্কিমে ২ কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। অর্ধবার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে বিনিয়োগের পরিমাণের উপর সুদ প্রদান করা হয়। সশরীরে ব্যাঙ্কে গিয়ে তো বটেই, অনলাইনেও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহকরা। এই ফিক্সড ডিপোজিটের বিপরীতে ঋণ সুবিধাও পাওয়া যায়।
এখন ৪০০ দিনের অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে কত টাকা পাবেন? আগেই বলা হয়েছে এই স্কিমে সাধারণ গ্রাহকরা ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬০ শতাংশ হারে সুদ পান। অর্থাৎ বার্ষিক সুদ হিসেবে হাতে আসবে ৮০১৭ টাকা। প্রবীণ নাগরিকদের জন্য এই পরিমাণ ৮৬০০ টাকা। ১ লাখ টাকা রাখলে সাধারণ গ্রাহকরা সেটা হবে ১০৮০১৭ টাকা। প্রবীণ নাগরিকরা পাবেন ১০৮৬০০ টাকা।
এখন ৪০০ দিনের অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে কত টাকা পাবেন? আগেই বলা হয়েছে এই স্কিমে সাধারণ গ্রাহকরা ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬০ শতাংশ হারে সুদ পান। অর্থাৎ বার্ষিক সুদ হিসেবে হাতে আসবে ৮০১৭ টাকা। প্রবীণ নাগরিকদের জন্য এই পরিমাণ ৮৬০০ টাকা। ১ লাখ টাকা রাখলে সাধারণ গ্রাহকরা সেটা হবে ১০৮০১৭ টাকা। প্রবীণ নাগরিকরা পাবেন ১০৮৬০০ টাকা।
অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম চালু হয় চলতি বছরের ১২ এপ্রিল। সীমিত সময়ের জন্য এই স্কিমের সুবিধা পাওয়া যাচ্ছে। এসবিআই অমৃত কলস স্কিমের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। তারপর আর এই স্কিমে বিনিয়োগ করা যাবে না।
অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম চালু হয় চলতি বছরের ১২ এপ্রিল। সীমিত সময়ের জন্য এই স্কিমের সুবিধা পাওয়া যাচ্ছে। এসবিআই অমৃত কলস স্কিমের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। তারপর আর এই স্কিমে বিনিয়োগ করা যাবে না।
অমৃত কলস ফিক্সড ডিপোজিটে আবেদনের পদ্ধতি: জন্য এসবিআই-এর শাখায় গিয়ে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। চাইলে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট বা ইয়োনো অফিসিয়াল অ্যাপের মাধ্যমে অনলাইনেও আবেদন করা যেতে পারে। এর জন্য ওয়েবসাইটে লগ ইন করে ‘ইন ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্ট’ সেকশনে ঢুকে এফডি বিভাগে ক্লিক করতে হবে।
অমৃত কলস ফিক্সড ডিপোজিটে আবেদনের পদ্ধতি: জন্য এসবিআই-এর শাখায় গিয়ে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। চাইলে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট বা ইয়োনো অফিসিয়াল অ্যাপের মাধ্যমে অনলাইনেও আবেদন করা যেতে পারে। এর জন্য ওয়েবসাইটে লগ ইন করে ‘ইন ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্ট’ সেকশনে ঢুকে এফডি বিভাগে ক্লিক করতে হবে।
এরপর দিতে হবে বিনিয়োগের পরিমাণ। সঙ্গে পূরণ করতে হবে প্রয়োজনীয় বিবরণ। ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদও লিখতে হবে। মাথায় রাখতে হবে, অমৃত কলস ফিক্সড ডিপোজিট সর্বাধিক ৪০০ দিনের স্কিম। সব কিছু পূরণ করলে সুদের হার দেখা যাবে।
এরপর দিতে হবে বিনিয়োগের পরিমাণ। সঙ্গে পূরণ করতে হবে প্রয়োজনীয় বিবরণ। ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদও লিখতে হবে। মাথায় রাখতে হবে, অমৃত কলস ফিক্সড ডিপোজিট সর্বাধিক ৪০০ দিনের স্কিম। সব কিছু পূরণ করলে সুদের হার দেখা যাবে।
অমৃত কলস ফিক্সড ডিপোজিটের সুবিধা: এই স্কিমে বিনিয়োগ করলে টাকা আটকে থাকবে না। অর্থাৎ সেরকম প্রয়োজন হলে ম্যাচিউরিটির আগেই টাকা তুলে নেওয়া যাবে, প্রিম্যাচিওর উইথড্রয়ালের সুবিধা গ্রাহককে প্রদান করছে এই স্কিম। পাশাপাশি, রয়েছে এই ফিক্সড ডিপোজিটে ঋণ নেওয়ার সুবিধাও।
অমৃত কলস ফিক্সড ডিপোজিটের সুবিধা: এই স্কিমে বিনিয়োগ করলে টাকা আটকে থাকবে না। অর্থাৎ সেরকম প্রয়োজন হলে ম্যাচিউরিটির আগেই টাকা তুলে নেওয়া যাবে, প্রিম্যাচিওর উইথড্রয়ালের সুবিধা গ্রাহককে প্রদান করছে এই স্কিম। পাশাপাশি, রয়েছে এই ফিক্সড ডিপোজিটে ঋণ নেওয়ার সুবিধাও।

SBI: গুগল পে, ফোন পে-র টাকা আটকে যেতে পারে! SBI গ্রাহকদের জন্য বিরাট আপডেট

দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় খবর। SBI-এর একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ থাকবে।
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় খবর। SBI-এর একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ থাকবে।
স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, UPI পরিষেবাগুলি (SBI UPI) ২৬ নভেম্বর-এ কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। কারণ ব্যাঙ্কের সার্ভারে প্রযুক্তিগত সফটওয়্যার আপগ্রেড করা হবে।
স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, UPI পরিষেবাগুলি (SBI UPI) ২৬ নভেম্বর-এ কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। কারণ ব্যাঙ্কের সার্ভারে প্রযুক্তিগত সফটওয়্যার আপগ্রেড করা হবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে SBI-র তরফে একটি পোস্ট করা হয়েছে। তবে আগামীকাল UPI ছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা, Yono, Yono Lite এবং ATM সুবিধা পাওয়া যাবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে SBI-র তরফে একটি পোস্ট করা হয়েছে। তবে আগামীকাল UPI ছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা, Yono, Yono Lite এবং ATM সুবিধা পাওয়া যাবে।
UPI পরিষেবায় যদি সমস্যা হয়, তাহলে গ্রাহকরা এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেভিট-ক্রেডিট কার্ড কিংবা Yono অ্যাপের মাধ্যমে লেনদেন চালাতে পারবেন।
UPI পরিষেবায় যদি সমস্যা হয়, তাহলে গ্রাহকরা এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেভিট-ক্রেডিট কার্ড কিংবা Yono অ্যাপের মাধ্যমে লেনদেন চালাতে পারবেন।
এর পাশাপাশি গুগল পে, ফোন পে ওয়ালেট চালু হয়ে গিয়েছে। সেখানে কোনও গ্রাহক ইন্টারনেট ছাড়াই পেমেন্ট করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ টাকা। ফলে চাইলে এখনই ওয়ালেটে টাকা জমিয়ে রাখতে পারেন।
এর পাশাপাশি গুগল পে, ফোন পে ওয়ালেট চালু হয়ে গিয়েছে। সেখানে কোনও গ্রাহক ইন্টারনেট ছাড়াই পেমেন্ট করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ টাকা। ফলে চাইলে এখনই ওয়ালেটে টাকা জমিয়ে রাখতে পারেন।
দাবি করা হচ্ছে, এসবিআই-র অন্তত ৪৪ কোটি গ্রাহক রয়েছেন। এর মধ্যে বেশিরভাগ অংশই খুচরো অর্থাৎ ছোট লেনদেনের ক্ষেত্রে ইউপিআই নির্ভর হয়ে থাকেন।
দাবি করা হচ্ছে, এসবিআই-র অন্তত ৪৪ কোটি গ্রাহক রয়েছেন। এর মধ্যে বেশিরভাগ অংশই খুচরো অর্থাৎ ছোট লেনদেনের ক্ষেত্রে ইউপিআই নির্ভর হয়ে থাকেন।
এসবিআই গ্রাহকদের আগামীকাল এসবিআই নির্ভর অ্যাকাউন্টের ইউপিআই লেনদেন এড়িয়ে চলতে হবে। না হলে সমস্যায় পড়তে হতে পারে।
এসবিআই গ্রাহকদের আগামীকাল এসবিআই নির্ভর অ্যাকাউন্টের ইউপিআই লেনদেন এড়িয়ে চলতে হবে। না হলে সমস্যায় পড়তে হতে পারে।
এসবিআই মাঝে মধ্যে প্রযুক্তিগত আপডেট করে থাকে। তার জেরে সার্ভার ডাউন থাকে। তাই ইউপিআই টাকা পাঠাতে সমস্যা হতে পারে আগামীকাল।
এসবিআই মাঝে মধ্যে প্রযুক্তিগত আপডেট করে থাকে। তার জেরে সার্ভার ডাউন থাকে। তাই ইউপিআই টাকা পাঠাতে সমস্যা হতে পারে আগামীকাল।