Tag Archives: SC East Bengal

SC East Bengal Marcelo Ribeiro: নতুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্সেলো রিবেইরোকে নিল ইস্টবেঙ্গল

#গোয়া: নাইজেরিয়ান স্ট্রাইকার চিমা চুকুর জায়গায় নতুন স্ট্রাইকার নেবে ইস্টবেঙ্গল সেটা জানাই ছিল। সোমবার ক্লাবের তরফের ঘোষণা করে দেওয়া হল ফুটবলারটির নাম। ২৪ বছর বয়সি ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো রিবেইরোকে বাকি ম্যাচগুলোর জন্য নিচ্ছে লাল হলুদ। বর্তমানে পর্তুগাল লিগে খেলছেন তিনি। গিল ভিসেন্ট এফসি থেকে লোনে আসছেন তিনি। স্প্যানিশ ক্লাব বুরগস এবং সন্সেতেও খেলেছেন তিনি।

আরও পড়ুন – No South African cricketers in PSL : পাকিস্তান সুপার লিগে ক্রিকেটারদের ছাড়বে না দক্ষিণ আফ্রিকা বোর্ড

জানুয়ারি ট্রান্সফার উইনডোতে আসছেন তিনি। স্ট্রাইকিং লাইনে যে গোলখরা চলছে তিনি কতটা কাটিয়ে উঠতে পারেন সেটাই দেখার। আপাতত গোল পাওয়ার জন্য দুজন ভারতীয় ফরওয়ার্ড বলবন্ট সিং এবং হাওকিপের ওপর নির্ভর করছে ইস্টবেঙ্গল। তবে সেটা যে আইএসএলে যথেষ্ট নয় জানে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন – ATK Mohun Bagan Covid-19 : অনুশীলন বন্ধ, জিম এবং সুইমিং পুল পর্যন্ত ব্যবহার করতে পারছে না এটিকে মোহনবাগান

ইস্টবেঙ্গলে আসার আগে মার্সেলো বলেছেন তিনি খুশি ভারতের অন্যতম বড় ক্লাবে খেলার সুযোগ পেয়ে। আইএসএল যথেষ্ট জনপ্রিয় লিগ। একাধিক ব্রাজিলিয়ান এই লিগে খেলেন। তিনি আশাবাদী প্রথমবার ভারতে এলেও মানিয়ে নিতে সমস্যা হবে না। আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে রেনেডি সিং দায়িত্ব সামলালেও ক’দিনের মধ্যেই নিভৃত বাস পর্ব কাটিয়ে দলের দায়িত্ব নেবেন স্প্যানিশ কোচ মারিও রিভেরা।

তিনিই এই তরুণ ব্রাজিলীয় স্ট্রাইকারকে বেছে নিয়েছেন। স্ট্রাইকার হলেও প্রয়োজনে একটু নিচে নেমেও খেলতে পারেন মার্সেলো। স্কোরিং এবিলিটি তারিফ করার মতো। তবে ভারতে এসে আপাতত নিয়ম মেনে কোয়ারেন্টাইন করতে হবে। তারপর দলের প্র্যাকটিসে যোগ দিতে পারবেন।

সবকিছু ঠিকঠাক থাকলে ফিরতি ডার্বিতে এই তরুণ স্ট্রাইকারের ওপর ভরসা করতেই পারে লাল হলুদ। শেষ দুটি ম্যাচে লড়াকু ফুটবল খেলে হায়দারাবাদ এবং মুম্বইকে আটকে দিলেও লিগ টেবিলে সবার নিচে আছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় পর্বে এই ছবিটা বদলাতে মরিয়া শতাব্দী প্রাচীন ক্লাব।

East Bengal ISL new season : রিয়াল মাদ্রিদের স্টাইলে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের সাফল্য দেখা যাবে, আশাবাদী ডিয়াজ

#গোয়া: ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন মরশুমে আর এক ভুল করতে রাজি নয় এস সি ইস্টবেঙ্গল। প্রথম থেকেই এবার অনেক বিজ্ঞানসম্মত ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমদিকে কিছুটা সন্দেহ থাকলেও, স্প্যানিশ ম্যানেজার ম্যানুয়াল ডিয়াজ গোয়ায় আসার পর থেকে সবকিছুই পরিকল্পনা মাফিক এগিয়েছে। ছোট ছোট জিনিস পার্থক্য করে দেয় আইএসএল এর মত টুর্নামেন্টে। সেসব মাথায় রেখেই কোচ দল নির্বাচন করেছেন। যথেষ্ট সময় পাওয়া গিয়েছে প্রস্তুতি নেওয়ার। লাল হলুদ সর্মথকরা আশাবাদী হতেই পারেন।

আরও পড়ুন – Xavi refuses Brazil job : প্রিয় বার্সেলোনার জন্য ব্রাজিলের দায়িত্ব নিতে রাজি হননি জাভি হার্নান্দেজ

দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দেখে আত্মবিশ্বাসী এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ হোসে ম্যানুয়েল দিয়াজ। তিনি বলেন, দলে এমন ভারতীয় ফুটবলার রয়েছেন যাঁদের প্রথম থেকে আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিদেশিরাও সেরা পর্যায়ে খেলেছেন। দলের গভীরতা এক কথায় যথেষ্টই ভাল। এটিকে মোহনবাগান ছেড়ে এবার লাল হলুদে এসেছেন সোনার গ্লাভ-জয়ী গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ভারতীয় দলে খেলা রাজু গায়কোয়াড়, আদিল খান রয়েছেন। পারথ গ্লোরির প্রাক্তন ডিফেন্ডার অস্ট্রেলিয়ান সেন্টার-ব্যাক টমিস্লাভ মার্সেলা যেমন রয়েছেন তেমনই রয়েছেন ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ২১ দলের স্টপার ফ্রাঞ্জো প্রেস, তিনি আবার ইতালিয়ান সেরি আ-তে লাজিওর হয়ে খেলেছেন।

রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা দিয়েই আইএসএল ডার্বি-সহ সব ম্যাচের পরিকল্পনা এসসি ইস্টবেঙ্গল কোচের রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা দিয়েই আইএসএল ডার্বি-সহ সব ম্যাচের পরিকল্পনা এসসি ইস্টবেঙ্গল কোচের মিডফিল্ডে ভরসা ভারতের অনূর্ধ্ব ২৩ দলের ফুটবলার অমরজিৎ সিং কিয়াম, অভিজ্ঞ মহম্মদ রফিক, জ্যাকিচাঁদ সিং ও বিকাশ জাইরু। ভারতীয় ফুটবলারদের সঙ্গে মাঝমাঠ সামলানোর দায়িত্ব বর্তাবে আয়াক্স ইউথ আকাদেমির ড্যারেন সিডোয়েল, স্লোভেনিয়ান মিডফিল্ডার আমির দারভিসেভিচের উপর।

আক্রমণভাগে থাকছেন নাইজেরিয়ান চিমা। ক্রোয়েশিয়ার আন্তোনিও পেরোসেভিচ থেকে শুরু করে ভারতীয় দলের অন্যতম ভরসা বলবন্ত সিংকে নিয়ে সাজানো হয়েছে লাল হলুদের আক্রমণভাগ। এসসি ইস্টবেঙ্গলের হোম ম্যাচগুলি হবে তিলক ময়দানে। রবিবার ২১ তারিখ লাল হলুদ সন্ধ্যা সাড়ে ৭টায় জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। এরপর ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিটি এসসি ইস্টবেঙ্গল হোম টিম হিসেবে খেলবে।

মঙ্গলবার ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় এসসি ইস্টবেঙ্গল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। রবিবার ১২ ডিসেম্বর একই সময়ে ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। শুক্রবার ৭ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গত মরশুমের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। সব মিলিয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন লাল হলুদ ফুটবলাররা। গতবার যে ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল, এবার সেই গ্লানি মুছে দেওয়ার শপথ নিয়েছেন তারা।

Daniel Chima East Bengal : ভাস্কো এবং সালগাঁওকারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল

#গোয়া: অতীত মনে রাখতে চায় না এস সি ইস্টবেঙ্গল। ফুটবলে প্রতিটা দিন একটা নতুন চ্যালেঞ্জ, নতুন সুযোগ। সেই নতুন সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে চলা সমর্থকদের দুঃখ ভুলিয়ে দিতে চায় নতুন ফুটবলাররা। দেরিতে পৌঁছলেও অনুশিলনে নেমে পড়েছেন নাইজেরীয় স্ট্রাইকার ড্যানিয়েল চিমা। বল কন্ট্রোল, হালকা জগিং এবং স্ট্রেচিং করেছেন তিনি। পুরোদমে তাড়াতাড়ি অনুশীলন শুরু করবেন। শুক্রবার এবং শনিবার দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে লাল হলুদ। প্রতিপক্ষ ভাস্কো এবং সালগাঁওকার।

আরও পড়ুন – Rashid Khan top T20 players : বিরাট, হার্দিককে পছন্দের তালিকায় রাখলেন রশিদ খান

সপ্তমীতেই অনুশীলনে নেমে পড়েছিল এসসি ইস্টবেঙ্গল। গোয়ায় পৌঁছে নিভৃতবাস শেষ করে অনুশীলন শুরু করে দিয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিকরা। গত মরসুমের ব্যর্থতা কাটিয়ে এবার সাফল্য পেতে মরিয়া লাল-হলুদ শিবির। অনুশীলনে নেমে পড়েছিলন বিদেশিরাও। গোয়ায় থাকলেও অরিন্দমের মন পড়ে ছিল কলকাতায়। একশো বছর ধরে দুর্গাপুজো হয় অরিন্দমদের কলকাতার বাড়িতে। তবে এবার থাকা হছে না। পুজোতে সকলকে আনন্দ করার কথা বললেও কোভিড নিয়ে সচেতন করলেন অরিন্দম। তিনি বলেন, ‘‘সবাই আনন্দ করুন, কিন্তু বিধি মেনে। এমন কিছু করবেন না যাতে পরে তা নিয়ে আফসোস করতে হয়। সকলে মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। সুস্থ থাকুন।’’

এদিকে আমির দের্ভিসেভিচ (Amir Dervisevic), অ্যান্টোনিও পেরোসেভিচদের (Antonio Perosevic) অনুশিলনে বাড়তি মোটিভেশন লক্ষ্য করা যাচ্ছে। সৌরভ দাস, শঙ্কর রায়, হীরা মন্ডল, শুভ ঘোষ অঙ্কিত মুখার্জিদের মত বাঙালি ফুটবলারদের ইস্টবেঙ্গল সমর্থকরা স্মারক দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন বিমানবন্দরে কলকাতা ছাড়ার আগে। স্প্যানিশ কোচ ম্যানুয়েল মানলো ডিয়াজ মুখে বেশি কথা বলতে পছন্দ করেন না।

রিয়েল মাদ্রিদ বি দলের কোচ ফুটবলারদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। নিজের ফুটবল দর্শন এবং স্টাইল সম্পর্কে অবগত করেছেন। এই স্টাইল অনুশীলনের মাধ্যমে রপ্ত করার চেষ্টা করবে লাল হলুদ। ছোট পাস খেলে নিজেদের দখলে বল রাখা এবং দ্বিতীয় বল জেতার জন্য বাড়তি মরিয়া ভাব দেখানো নতুন স্প্যানিশ কোচের দর্শন। এবারের টুর্নামেন্ট শুরু হবে নভেম্বরের ১৯ তারিখ। গোয়ার ফতরদায় এটিকে মোহানবাগান মুখোমুখি (ATK Mohun Bagan) হবে কেরল ব্লাস্টার্সের।

২১ তারিখ তিলক ময়দানে জামশেদপুর এফসির বিরুদ্ধে অভিযান শুরু করছে বাংলার আরেক দল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ডাচ, অস্ট্রেলিয়ান এবং ক্রোয়েশিয়ান ফুটবলারদের নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাব।

East Bengal Manolo Diaz : গোয়ায় পৌঁছে গেলেন ইস্টবেঙ্গল কোচ ডিয়াজ

#পানাজি: গোয়ায় পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ মানলো ডিয়াজ। সঙ্গে এসেছেন সহকারি অ্যাঞ্জেল গার্সিয়া। আছেন মৃদুল বন্দ্যোপাধ্যায়। ইনভেস্টর ইস্যুতে শুরুতে দল গোছাতে না পারলেও পরবর্তীতে সমস্যা মেটার পর দ্রুতগতিতে দল গুছিয়ে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। রবি ফাউলারের জায়গায় কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে রিয়াল মাদ্রিদ কাস্টিয়ার দায়িত্ব সামলানো ম্যানুয়েল ‘মানোলো’ দিয়াজকে। এরপর একে একে ছ’জন বিদেশি ফুটবলারকেও সই করায় লাল-হলুদ।

স্লোভানিয়ান মিডিও আমির ডার্ভিসেভিচ, অজি ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা, ক্রোয়েশিয়ার সেন্টার-ব্যাক ফ্র্যাঞ্জো পারচে, নাইজেরীয় ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা, ডাচ ড্যারেন সিডোয়েল এবং ক্রোয়েশিয়ান পেরোসেভিচকে সই করিয়ে বিদেশির তালিকা পূর্ণ করে ফেলে লাল-হলুদ। এরপর সহকারী কোচ এবং গোলকিপার কোচেরও নাম জানিয়ে দেয় লাল-হলুদ। আর এবার টিম ম্যানেজার হিসেবে এলেন মৃদুল। তবে ভারতীয় সহকারী হিসেবে রেনেডি সিং দলের সঙ্গেই যুক্ত থাকছেন।

এই প্রথম নয়, এর আগেও ২০১৭ সালে লাল-হলুদের কোচের দায়িত্ব পেয়েছিলেন মৃদুল বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রথম দিন অনুশীলনেও নেমে পড়েছিলেন তিনি। কিন্তু সেদিনই গোড়ালি মচকে যায় তাঁর। ইতি টানতে হয় লাল-হলুদের কোচিংয়ে। তবে এবার একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে মৃদুল বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও অবশ্য আইএসএলে কাজ করেছেন তিনি। দিল্লি ডায়নামোজের পরে এবার ইস্টবেঙ্গলে মৃদুল।

আক্রমনাত্মক ফুটবলে তিনি বিশ্বাসী নন। আবার ডিফেন্সিভ ফুটবল সব সময় সাফল্য দেয়, মানতে রাজি নন। স্প্যানিশ কোচ ম্যানুয়াল ডিয়াজ বিশ্বাস করেন আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখে খেলার। অতীত ট্র্যাকরেকর্ড সে কথাই বলে। রিয়াল মাদ্রিদ বি দল এবং হারকিউলিস দলের হয়ে তার ফুটবল স্টাইল একথাই প্রমাণ করে। ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো গার্সিয়ার থেকে সবকিছু শুনেই তিনি শতাব্দীপ্রাচীন ক্লাবের দায়িত্ব নিয়েছেন।

শেষ পর্যন্ত ভারতে পৌঁছে কাজ শুরু করার পথে তিনি। ক্রোয়েশিয়ান ফুটবলার ফ্র্যাঞ্জো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। বাকি ফুটবলাররা তাড়াতাড়ি এসে পড়বেন। সব মিলিয়ে গতবারের ব্যর্থতা এবার ইস্টবেঙ্গল কতটা কাটিয়ে উঠতে পারে সেটাই দেখার। ভারতীয় ফুটবলাররা বিদেশিদের সঙ্গে কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন তার ওপর নির্ভর করছে লাল হলুদের ভাগ্য। লাল হলুদ কোচ সমর্থকদের অভয় দিয়েছেন দল তাদের গর্বিত হওয়ার সুযোগ দেবে।

East Bengal Tomislav : ইস্টবেঙ্গলে অস্ট্রেলিয়ান লিগ খেলা ডিফেন্ডার টমিস্লাভ

#কলকাতা: আমির দেরভিসেভিচকে সই করানোর পর একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছিল এস সি ইস্টবেঙ্গল। বয়স কম, মোটামুটি অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা – এই তিনটি বিষয়ে জোর দেওয়া হয়েছিল। স্প্যানিশ কোচ ম্যানুয়াল দিয়াজের সঙ্গে কথা বলেই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান লিগে খেলা এই সেন্টার ব্যাককে সই করাল লাল হলুদ। অস্ট্রেলিয়ার জাতীয় দলে থাকা এবং এ লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন সেন্টার ব্যাক টমিস্লাভ মর্সেলা এক বছরের জন্য লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

এসসি ইস্টবেঙ্গলের ওয়েবসাইটকে টমিস্লাভ বলেছেন, এসসি ইস্টবেঙ্গলে সই করতে পেরে আমার ভাল লাগছে। ভারতে খেলা আমার কয়েকজন বন্ধুর কাছ থেকে এই ক্লাবের ব্যাপারে জেনেছিলাম। এই ক্লাবের খ্যাতির কথা সম্পর্কেও আমি ওয়াকিবহাল। এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগ দুর্ভেদ্য রাখতে আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত, আমার অভিজ্ঞতাও ভাগ করে নেব সতীর্থদের সঙ্গে।

পারথে জন্ম হলেও ক্রোয়েশিয়ায় বড় হয়েছেন টমিস্লাভ। ২০০১ সালে আরএনকে স্প্লিটের ডালমেশিয়ান ইউথ আকাদেমিতে যোগ দেন। আরএনকে স্প্লিটে আট বছর কাটানোর পর বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। লোকোমোটিভার হয়ে প্রথম গোল করেছিলেন। দক্ষিণ কোরিয়ায় জিওন্নাম ড্রাগনসের হয়েও খেলেছেন। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় অস্ট্রেলিয়ার ২৩ সদস্যের দলেও ডাক পান। টমিস্লাভ ছয় ফুটের ওপর লম্বা। ফলে এরিয়াল বলে দারুণ শক্তিশালী।

আগেরবার ব্রিটিশ ডিফেন্ডার ড্যানি ফক্সকে দলে নিয়ে ভুগতে হয়েছিল শতাব্দীপ্রাচীন ক্লাবকে। অর্ধেক সময় চোটে কাবু ছিলেন তিনি। তৃতীয় বিদেশি হিসেবে নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকউ এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে খবর। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। ফেসট্যাক স্পোর্টের হয়ে প্রথম খেলতে শুরু করেন। ২০১০ সালে যোগ দেন নরওয়ের প্রথম ডিভিশনের দল লিনে।

বিভিন্ন ক্লাবের হয়ে ২৬৪টি ম্যাচ খেলে ৯৫টি গোল করেছেন। চিনের লিগ ওয়ানের গত দু বছর খেলেছেন। তাইঝু ইউয়ান্ডার হয়ে খেলার পর এবার তিনি আসছেন লাল হলুদে। অত্যন্ত শক্তিশালী এবং চতুর স্ট্রাইকার বলেই পরিচিত এই চিমা। আফ্রিকান ফুটবলাররা বরাবর ভারতীয় ফুটবলে সফল। তাই এই বিদেশি ভারতে সফল হবেন আশা করা যায়। তাঁকে আনা হচ্ছে গতবার দুর্দান্ত খেলা ব্রাইটের জায়গায়।

East Bengal Amir : লাল হলুদের প্রথম বিদেশি স্লোভেনিয়ার আমির দেরভিসিভিচ

#কলকাতা: সরকারিভাবে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন মরশুমের প্রথম বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করা হল। ২৯ বছর বয়সী স্লোভেনিয়ার আমির দেরভিসিভিচ। স্প্যানিশ কোচ দিয়াজের পছন্দ মেনেই এই ফুটবলারটিকে দলে নেওয়া হয়েছে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে। প্রয়োজনে ডিপ ডিফেন্সেও সাহায্য করতে পারেন। তাঁর চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ খেলার অভিজ্ঞতা আছে।

জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ এবং ২১ দলের হয়ে নিয়মিত খেলেছেন। সিনিয়র দলে ছয়টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। প্রায় ছয় ফুট তিন ইঞ্চির এই ফুটবলার এরিয়াল বলে বেশ শক্তিশালী। ফুটবল জীবনের পুরোটাই কাটিয়েছেন স্লোভেনিয়ায়। ইন্টারব্লক, মারিবোর, ভেরসেজ দলের হয়ে খেলেছেন। স্লোভেনিয়ার লিগ তিনবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও, স্লোভেনিয়ার কাপ এবং সুপার কাপ দুটোই জেতার নজির আছে।

এস সি ইস্টবেঙ্গলে সই করার পর তিনি জানিয়েছেন ভারতে আসার চ্যালেঞ্জ নিতে পেরে তিনি খুশি। ইস্টবেঙ্গল কোচ এবং টেকনিকাল স্টাফদের মিলিত প্রচেষ্টায় দলকে সাফল্য এনে দেবেন আত্মবিশ্বাসী আমির। পাশাপাশি ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ক্লাবের জনসমর্থন এবং কলকাতা ডার্বির কথা তিনি জানেন। তবে ডার্বি ম্যাচ খেলার অভিজ্ঞতা স্লোভেনিয়ায় রয়েছে তাঁর। ফলে চাপ নিতে অসুবিধে নেই।

 

মূলত মাঝমাঠে খেললেও এবং ফরওয়ার্ডদের পাস বাড়ালেও, কোচ তাঁকে যে ভূমিকায় ব্যবহার করবেন, তাতেই তৈরি আছেন তিনি। তার প্রাথমিক লক্ষ্য একটি করে ম্যাচ ধরে এগিয়ে যাওয়া। স্লোভেনিয়া হোক বা ভারত, ফুটবলের ভাষা সব দেশেই মোটামুটি এক। তাই মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না তার। জানেন যে ক্লাবে তিনি সই করেছেন, সেই ক্লাবে সফল হওয়া সহজ নয়। অনেক বিদেশি নামীদামী প্রোফাইল নিয়ে ব্যর্থ হয়ে ফিরেছেন। কিন্তু আমির ভারতীয় ফুটবলে সফল হওয়ার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী।

দর্শকদের প্রত্যাশা রাখার ব্যাপারে নিজের সেরাটা উজাড় করে দেবেন কথা দিয়েছেন। শোনা যাচ্ছে এরপর একজন ক্রোয়েশিয়ান এবং এক অস্ট্রেলিয়ান ফুটবলারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। রবি ফাওলার শেষ মুহূর্তে সরে গেলেও, নতুন কোচ অভিজ্ঞতায় সমৃদ্ধ। রিয়েল মাদ্রিদ ক্যাস্টিলা দলের দায়িত্ব সামলে এসেছেন। এর আগে লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো গার্সিয়ার থেকেও ইনপুট পেয়েছেন তিনি। কতটা সফল হবেন সেটা সময় বলবে।