Tag Archives: Scrub Typhus

Scrub typhus Death: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মেদিনীপুরে মৃত্যু কিশোরীর

পশ্চিম মেদিনীপুর: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর। ১৫ বছর বয়সী কিশোরীর বাড়ি গুড়গুড়িপালের এলাবনী গ্রামে। চাঁদড়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল কিশোরী।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৩ সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী। গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় কিশোরীর। জানা গিয়েছে, ট্রম্বিকিউলিড মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গ হল তীব্র মাথাব্যথা, অত্যাধিক জ্বর, গা-হাত-পায়ে ব্যাথা। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, সাধারণত জঙ্গল অধ্যুষিত এলাকায় এই ধরণের পোকা পাদুর্ভাব রয়েছে। তবে সঠিক সময়ে চিকিৎসা করলে এই অসুখ রোধ করা সম্ভব। অবহেলা করলে স্ক্রাব টাইফাসে আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। শুক্রবারই ওই এলাকায় ব্লক স্বাস্থ্য দফতরের একটি মেডিক্যাল টিম গিয়ে গ্রামবাসীদের রোগ বিষয়ে সচেতন করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন

শোভন দাস