Tag Archives: Shani Upay

Shani Upay: শনি মহারাজ নিমেষে হবেন তুষ্ট, সাড়ে সাতি থেকে ঢাইয়ার প্রকোপ হবে কম, রইল উপায়

: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে কর্মের ফলদায়ক,  নিষ্ঠুর দেবতা মনে করা হয়। সূর্য পুত্র শনি হলেন কর্মের দাতা এবং তিনি মানুষকে তাদের কর্ম অনুসারে ভাল বা খারাপ ফল দেন। মঙ্গলবার শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়৷ Photo- Representative
: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে কর্মের ফলদায়ক,  নিষ্ঠুর দেবতা মনে করা হয়। সূর্য পুত্র শনি হলেন কর্মের দাতা এবং তিনি মানুষকে তাদের কর্ম অনুসারে ভাল বা খারাপ ফল দেন। মঙ্গলবার শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়৷ Photo- Representative
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনির সাড়েসাতি বা ঢাইয়া থাকে, তবে তাঁর জীবনে নানা ধরণের সমস্যায় জর্জরিত হয়ে যায়৷  শনি মহারাজের অশুভ প্রভাব থেকে বাঁচতে শাস্ত্রে নানা ধরণের প্রতিকারের কথা বলা হয়েছে৷ এরমধ্যে মঙ্গলবার বেশ কিছু আচরণ করলে শনি মহারাজ প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়৷ এই ধরণের আচরণ পালন করলে শনিদেবের  আশীর্বাদ বর্ষিত হয়। Photo- Representative
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনির সাড়েসাতি বা ঢাইয়া থাকে, তবে তাঁর জীবনে নানা ধরণের সমস্যায় জর্জরিত হয়ে যায়৷  শনি মহারাজের অশুভ প্রভাব থেকে বাঁচতে শাস্ত্রে নানা ধরণের প্রতিকারের কথা বলা হয়েছে৷ এরমধ্যে মঙ্গলবার বেশ কিছু আচরণ করলে শনি মহারাজ প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়৷ এই ধরণের আচরণ পালন করলে শনিদেবের  আশীর্বাদ বর্ষিত হয়। Photo- Representative
হনুমান চালিসা পাঠআপনি যদি শনি মহারাজের রোষে থাকেন এবং সাড়ে সাতির প্রভাবে জীবনে দিশাহীণ বোধ করেন তাহলে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের অশুভ নজর থেকে রক্ষা পাওয়া যায়। শনি মহারাজের প্রকোপে থাকা ব্যক্তিরা অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ শনিদেবের অশুভ প্রকোপ থেকে মুক্তি দেয়। Photo- Representative
হনুমান চালিসা পাঠ
আপনি যদি শনি মহারাজের রোষে থাকেন এবং সাড়ে সাতির প্রভাবে জীবনে দিশাহীণ বোধ করেন তাহলে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের অশুভ নজর থেকে রক্ষা পাওয়া যায়। শনি মহারাজের প্রকোপে থাকা ব্যক্তিরা অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ শনিদেবের অশুভ প্রকোপ থেকে মুক্তি দেয়। Photo- Representative
শনি মন্ত্র জপশনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে শনি মন্ত্র জপ খুব কার্যকর। মঙ্গলবার দিন যে শনির মন্ত্র জপ করতে হয় তাহল 'ওম প্রাণ প্রীণ প্রাণ সা: শনিশ্চরায় নমঃ!' মঙ্গলবার দিন এই মন্ত্রই জপ করুন। এই সংস্কৃত মন্ত্রটি শনির বীজ মন্ত্র। শনিদেবের নিষ্ঠুর দৃষ্টি থেকে বাঁচতে এবং তাঁর আশীর্বাদ পেতে বলুন 'ওম শন শনাইশ্চরায় নমঃ!'  এই জপের মাধ্যমে শনি মহারাজ সমস্ত খারাপ পরিস্থিতি থেকে দূর করেন৷ Photo- Representative
শনি মন্ত্র জপ
শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে শনি মন্ত্র জপ খুব কার্যকর। মঙ্গলবার দিন যে শনির মন্ত্র জপ করতে হয় তাহল ‘ওম প্রাণ প্রীণ প্রাণ সা: শনিশ্চরায় নমঃ!’ মঙ্গলবার দিন এই মন্ত্রই জপ করুন। এই সংস্কৃত মন্ত্রটি শনির বীজ মন্ত্র। শনিদেবের নিষ্ঠুর দৃষ্টি থেকে বাঁচতে এবং তাঁর আশীর্বাদ পেতে বলুন ‘ওম শন শনাইশ্চরায় নমঃ!’  এই জপের মাধ্যমে শনি মহারাজ সমস্ত খারাপ পরিস্থিতি থেকে দূর করেন৷ Photo- Representative
তেল এবং ফিল্ম দানমঙ্গলবার তিল, তেল ও ছায়া পাত্র দান করলে শনিদেব প্রসন্ন হন। তাই শনিবার ছাড়া মঙ্গলবার দিনেও এই তথ্য মাথায় রাখুন৷ নির্দিষ্ট ওই জিনিসগুলি দান করলে শনিদেব শান্ত হন এবং শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র মতে, এগুলি দান করলে শনিদেব সব কষ্ট দূর করেন। ছায়া দান করার জন্য একটি মাটির পাত্রে সরিষার তেল নিন এবং এতে আপনার প্রতিফলন দেখে তবে তা দান করুন৷ Photo- Representative
তেল এবং ফিল্ম দান
মঙ্গলবার তিল, তেল ও ছায়া পাত্র দান করলে শনিদেব প্রসন্ন হন। তাই শনিবার ছাড়া মঙ্গলবার দিনেও এই তথ্য মাথায় রাখুন৷ নির্দিষ্ট ওই জিনিসগুলি দান করলে শনিদেব শান্ত হন এবং শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র মতে, এগুলি দান করলে শনিদেব সব কষ্ট দূর করেন। ছায়া দান করার জন্য একটি মাটির পাত্রে সরিষার তেল নিন এবং এতে আপনার প্রতিফলন দেখে তবে তা দান করুন৷ Photo- Representative
সাত মুখী রুদ্রাক্ষের উপকারিতাবৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সাতমুখী রুদ্রাক্ষ শনি গ্রহের প্রতিনিধিত্ব করে। এই রুদ্রাক্ষ পরিধান করলে শনি মহারাজের আশীর্বাদ পাওয়া যায়। মঙ্গলবার এটি পরলে শনি গ্রহের অশুভ প্রভাব দূর হয়। মঙ্গলবার বা শনিবার গঙ্গাজল দিয়ে ধুয়ে এই রুদ্রাক্ষ পরলে শনিদেবের রুদ্র রোষ  থেকে মুক্তি পাওয়া যায়। Photo- Representative
সাত মুখী রুদ্রাক্ষের উপকারিতা
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সাতমুখী রুদ্রাক্ষ শনি গ্রহের প্রতিনিধিত্ব করে। এই রুদ্রাক্ষ পরিধান করলে শনি মহারাজের আশীর্বাদ পাওয়া যায়। মঙ্গলবার এটি পরলে শনি গ্রহের অশুভ প্রভাব দূর হয়। মঙ্গলবার বা শনিবার গঙ্গাজল দিয়ে ধুয়ে এই রুদ্রাক্ষ পরলে শনিদেবের রুদ্র রোষ  থেকে মুক্তি পাওয়া যায়। Photo- Representative
Disclaimer: এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মতামত নয়, প্রচলিত মতের ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclaimer: এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মতামত নয়, প্রচলিত মতের ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Shani Dosh Upay: রান্নাঘরের এই সামাণ্য জিনিসেই শনিদোষ থেকে চিরকালের জন্য মুক্তি, বরফের মতো বাধা হবে গলে জল

: জীবনে সমস‍্যায় ভরে উঠেছে।পারিবারিক জীবন,চাকরি ও ব‍্যবসা সবেতেই বাধা পড়ছে।তিন শনিবার করুন এই নিয়ম।দেখবেন হবে সমস‍্যার সমাধান।
: জীবনে সমস‍্যায় ভরে উঠেছে।পারিবারিক জীবন,চাকরি ও ব‍্যবসা সবেতেই বাধা পড়ছে।তিন শনিবার করুন এই নিয়ম।দেখবেন হবে সমস‍্যার সমাধান।
জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী জানালেন একটি অসামান্য টোটকা। যাতে বিশেষ খরচও নেই। কাঁচের বোতল ও সরষের তেল সকলের বাড়িতেই থাকে আর সেই সামাণ্য উপকরণেই সম্পূর্ণ করা যাবে এই টোটকা।
জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী জানালেন একটি অসামান্য টোটকা। যাতে বিশেষ খরচও নেই। কাঁচের বোতল ও সরষের তেল সকলের বাড়িতেই থাকে আর সেই সামাণ্য উপকরণেই সম্পূর্ণ করা যাবে এই টোটকা।
জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী জানান,  ‘‘একটি ছোট কাঁচের বোতল নিয়ে তার মধ‍্যে সরষের তেল ভরতে হবে।বোতলের মুখ ভাল করে আটকাতে হবে।এরপর তা কোনও বয়ে চলা নদীতে ফেলে দিতে হবে।তিন সপ্তাহ এই কাজ করলে মিলবে সুফল।"
জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী জানান,  ‘‘একটি ছোট কাঁচের বোতল নিয়ে তার মধ‍্যে সরষের তেল ভরতে হবে।বোতলের মুখ ভাল করে আটকাতে হবে।এরপর তা কোনও বয়ে চলা নদীতে ফেলে দিতে হবে।তিন সপ্তাহ এই কাজ করলে মিলবে সুফল।”
শনিদেবের পছন্দ সরষের তেল।শনিদোষে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য শনিবার খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে এইদিনে যাঁরা শনিদেবের সাতি বা ধাইয়ায় ভুগছেন, তাঁরা মন্দিরে গিয়ে শনিদেবের মূর্তিতে তেল নিবেদন করলে শনিদোষের প্রভাব হ্রাস পায়।
শনিদেবের পছন্দ সরষের তেল।শনিদোষে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য শনিবার খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে এইদিনে যাঁরা শনিদেবের সাতি বা ধাইয়ায় ভুগছেন, তাঁরা মন্দিরে গিয়ে শনিদেবের মূর্তিতে তেল নিবেদন করলে শনিদোষের প্রভাব হ্রাস পায়।
এছাড়াও এ দিনে যদি সরষের তেল দান হয় তাহলে তা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।কাঁচের বোতলে সরষের তেল ভরে মুখ আটকে তা নদীতে প্রবাহিত করলেই মেলে শনিদোষ থেকে মুক্তি। Input- Annanya Dey
এছাড়াও এ দিনে যদি সরষের তেল দান হয় তাহলে তা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।কাঁচের বোতলে সরষের তেল ভরে মুখ আটকে তা নদীতে প্রবাহিত করলেই মেলে শনিদোষ থেকে মুক্তি। Input- Annanya Dey