Tag Archives: Sharad Pawar

TMC: শেয়ার কেলেঙ্কারি ইস্যু! রণকৌশল ঠিক করতেই শরদের বাড়িতে বৈঠকে তৃণমূল? মঙ্গলেই সেবি সাক্ষাৎ

মুম্বই: শেয়ার কেলেঙ্কারি ইস্যুতে সোমবার মুম্বই পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিমধ্যেই শেয়ার কেলেঙ্কারি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। শরদ পাওয়ারের সঙ্গে এই নিয়ে এক প্রস্থ বৈঠক করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। মঙ্গলবারই মুম্বইয়ের সেবি অফিসে যাবেন তাঁরা।

সেবি অফিসে যাওয়ার আগেই শরদ পাওয়ারের সঙ্গে মিটিং সারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের আরও দুই সাংসদ। মঙ্গলবার বেলা ১০:৪৫ মিনিট নাগাদ বৈঠক করেন শরদ পাওয়ার ও তৃণমূলের সাংসদ-বিধায়করা। তবে এই সাক্ষাৎ নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি তৃণমূলের।

প্রসঙ্গত, ভোটের ফল নিয়ে শেয়ার বাজারে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সেবির দ্বারস্থ হতে চলেছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। সেবির ডিরেক্টর জি রামমোহন রাওয়ের সঙ্গে সাক্ষাতের কথা তাঁদের। তার আগেই এদিন সকালে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে যান তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। সেবি অফিসে যাওয়ার আগেই শরদ পাওয়ারের সঙ্গে মিটিং সারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের আরও দুই সাংসদ। মঙ্গলবার বেলা ১০:৪৫ মিনিট নাগাদ বৈঠক করেন শরদ পাওয়ার ও তৃণমূলের প্রতিনিধিরা।

সূত্রের খবর, এদিন দীর্ঘ বৈঠক হয় তৃণমূলের প্রতিনিধি দলের। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে, বিদ্যা চৌহান এবং শিব সেনা (উদ্ধব) শিবিরের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। তৃণমূলের তরফে এটি সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও, সূত্রের খবর, সেবির অফিসে যাওয়ার আগে আন্দোলনের রণকৌশল ঠিক করা হয় এই বৈঠক থেকেই।