Tag Archives: Shimla

Shimla Snowfall: টানা তুষারপাতে সিমলা যেন বরফমাখা স্বপ্নের শহর, দেখুন ভিডিও

#সিমলা: ঘুম থেকে উঠে আপনি যেদিকেই তাকাবেন, চারিদিকে শুধু বরফে ঢাকা (Shimla Snowfall)। তুষারশুভ্র চাদরে সিমলার আকাশ-বাতাস-প্রান্ত যেন ঢেকে গিয়েছে। হিমচালপ্রদেশের সিমলার (Shimla Snowfall) বাসিন্দাদের ক্যামেরায় ধরা পড়েছে এমনই স্বপ্নময় দৃশ্য। বেশ কয়েকদিন ধরেই হিমাচলের একাধিক জায়গায় বরফ পড়ছে। রবিবার সেই মাত্রা আরও খানিকটা বেড়ে গিয়েছিল। সিমলা, মানালি এলাকায় বৃষ্টির ধারার মতো বরফ পড়েছে দিনরাত (Shimla Snowfall)। চারিদিকে তুষারের চাদরে ঢেকে গিয়েছে।

সোমবার ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখেছে গোটা শহর, যেন কোনও স্বপ্ন দেখা যাচ্ছে। বাড়ির ছাদ, রাস্তাঘাট, গাছপালা, রেললাইনের উপর জমেছে বরফের পুরু চাদর। সিমলার আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত টানা বরফ পড়বে সেখানে। টানা বরফের ফলে গোটা এলাকায় প্রচন্ড ঠান্ডা পড়েছে। বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে কোনও ছবি আঁকা হয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন, বাড়ল করোনার সংক্রমণের হার

তবে গোটা এলাকাজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। বিজেপি নেতা মনজিন্দর সিং সিরশা বরফে ঢাকা রেলস্টেশনের ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। রেললাইনে জমে রয়েছে পুরু বরফ, তার মধ্যে দিয়েই যাচ্ছে রেল। ভিডিও শেয়ার করে নেতা লিখেছেন, ‘এরকম অভিজ্ঞতার জন্য আপনার সুইৎজারল্যান্ড যাওয়ার প্ল্যান করতে হবে না। দেখুন রেললাইনে বরফ জমে থাকা সাদা হয়ে থাকা সিমলা রেলস্টেশন’। হিমাচলপ্রদেশের ট্রাফিক দফতর থেকেও সোশ্যাল মিডিয়ায় সিমলার নানা জায়গার বরফের ছবি শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: শীতের ছুটিতে বরফের মাঝে একটু উষ্ণতার জন্য! দেশের ৫ সেরা ডেস্টিনেশন চিনুন

হিমাচলপ্রদেশের সরকারি আইনজীবী প্রজ্বল বুসতাও সোশ্যাল মিডিয়ায় রবিবারের তুষারপাতের ভিডিও শেয়ার করেছেন। ঘুম থেকে উঠে এমন স্বর্গীয় দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। ফলে সেই দৃশ্যই শেয়ার করে নিয়েছেন অন্যদের সঙ্গে। মৌসম ভবনের খবর অনুযায়ী, সিমলার পাশাপাশি, জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডেরও বহু জায়গায় এ মাসে ফের তুষারপাত হতে পারে।

Ms Dhoni: গব্বরের মতো গোঁফ! নতুন লুকে গোটা পরিবারের সঙ্গে শিমলায় ধোনি

#শিমলা: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এমন কথা এম এস ধোনির জন্য একেবারে ঠিক। শিমলা গিয়েছেন পরিবারের সবার সঙ্গে। সেখানে গিয়েও তিনি কি না ব্যাট হাতে মজলেন। আসলে শিমলায় তৈরির ব্যাটের নামডাক রয়েছে সারা দেশে। ধোনির তাই শিমলার ব্যাট পরখ করে দেখলেন নিজের হাতে। সেখানে তৈরি একটি ব্য়াট হাতে নিয়ে মুগ্ধ হলেন এম এস। ব্যাটের কোয়ালিটার প্রশংসা করলেন মন খুলে। ক্রিকেট থেকে তিনি এখন ছুটিতে। তাই পুরো সময়টাই কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। কখনও তাঁকে দেখা যাচ্ছে মেয়ের সঙ্গে। কখনও ফার্ম হাউসে বাইক চালাচ্ছেন। কখনও আবার মাঠে নেমে ফসল তুলছেন। লকডাউনের পুরো সময়টাতেই রাঁচিতে নিজের ফার্ম হাউসে কেটেছে দোনির। তবে মাঝে আইপিএল খেলার জন্য গিয়েছিলেন। আইপিএল বন্ধ হওয়ার পর দলের সবাই বাড়ি পৌঁছনোর পর তিনি আবার রাঁচিতে ফিরেছিলেন।

স্ত্রী সাক্ষী, মেয়ে জিভা ও পরিবারের আরও অনেকের সঙ্গে শিমলায় ছুটি কাটাতে গিয়েছেন ধোনি। ধোনির সঙ্গে মোট ১২ জন রয়েছেন বলে জানা গিয়েছে। করোনা লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর থেকেই অনেকে শিমলায় ছুটি কাটাতে যাচ্ছেন। পর্যটকদের খুব বেশি ভিড় অবশ্য নেই। তবে ধীরে ধীরে হিমাচল প্রদেশ যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। কিছুদিন আগেই অভিনেতা অনুপম খের হিমাচল প্রদেশে গিয়েছিলেন। সেখানকার পর্যটন শিল্পের করোনার জন্য কতটা ক্ষতি হয়েছে তা বলছিলেন তিনি। আর এবার ধোনি সপরিবারে শিমলায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হাজির। বেশ কয়েকদজন পুলিশকর্মীর সঙ্গে ধোনিকে ছবি তুলতে দেখা গিয়েছে।

একেবারে নতুন লুকে দেখা যাচ্ছে ধোনিকে। শিখর ধাওয়ানের মতো গোঁফ রেখেছেন ধোনি। ধোনির এই নতুন লুক তাঁর ভক্তরা বেশ পছন্দ করছেন। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের সমর্থকরা ধোনির এই নতুন লুক নিয়ে একের পর এক কমেন্ট করছেন। এমনিতেই দক্ষিণ ভারতে গোঁফের জনপ্রিয়তা রয়েছে। দক্ষিণী সিনেমার অভিনেতাদের বেশিরভাগকেই গোঁফের প্রতি বিশেষ যত্ন নিতে দেখা যায়। এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন ধোনিও। কিছুদিন আগেই ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে ধোনি ঘোড়ার সঙ্গে দৌড়চ্ছিলেন। অনেকেই বলেছিলেন, ক্রিকেট থেকে দূরে থাকলেও ধোনি ফিটনেস বজায় রাখার ব্যাপারে কোনও আপোস করেননি।