Tag Archives: Heavy Snowfall

Sandakphu Snowfall: গাছের পাতা থেকে পাকদণ্ডী ঢেকেছে পুরু বরফের চাদরে! দেখুন তুষারসুন্দরী সান্দাকফুর অ্যালবাম

পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কোথাও কোথাও প্রায় সাড়ে তিন ফুট পর্যন্ত বরফের আস্তারণে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তা।
পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কোথাও কোথাও প্রায় সাড়ে তিন ফুট পর্যন্ত বরফের আস্তারণে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তা।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট হল সান্দাকফু। সিঙ্গলিলা জাতীয় উদ্যানের পাশ দিয়ে এগিয়ে যাওয়া সান্দাকফুর পথে গোটা রাস্তা জুড়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা-সহ হোটা স্লিপিং বুদ্ধা।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট হল সান্দাকফু। সিঙ্গলিলা জাতীয় উদ্যানের পাশ দিয়ে এগিয়ে যাওয়া সান্দাকফুর পথে গোটা রাস্তা জুড়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা-সহ হোটা স্লিপিং বুদ্ধা।
সেই অভিরাম নৈস্বর্গিক শোভার টানে প্রচুর পর্যটক ও ট্রেকার সান্দাকফু-ফালুটে যান। কিন্তু আচমকা এই তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে সান্দাকফু-ফালুটের রাস্তা।
সেই অভিরাম নৈস্বর্গিক শোভার টানে প্রচুর পর্যটক ও ট্রেকার সান্দাকফু-ফালুটে যান। কিন্তু আচমকা এই তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে সান্দাকফু-ফালুটের রাস্তা।
সামনেই দোল ও হোলির ছুটি রয়েছে। এই সময়ে ট্রেকার ও পর্যটকদের ভিড় আরও বাড়ার সম্ভাবনা ছিল সান্দাকফু, ফালুটের পথে। কিন্তু এমন প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকের সংখ্যা তুলনায় অনেকটা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
সামনেই দোল ও হোলির ছুটি রয়েছে। এই সময়ে ট্রেকার ও পর্যটকদের ভিড় আরও বাড়ার সম্ভাবনা ছিল সান্দাকফু, ফালুটের পথে। কিন্তু এমন প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকের সংখ্যা তুলনায় অনেকটা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আরও শ্বেতশুভ্র হয়ে উঠবে সান্দাকফু। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, 'পরিস্থিতি যা তাতে আগামী ২৪ ঘণ্টায় সান্দাকফু সহ বেশ কয়েকটি এলাকায় তুষারপাত হতে পারে। একইসঙ্গে বিচ্ছিন্নভাবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে।'
আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আরও শ্বেতশুভ্র হয়ে উঠবে সান্দাকফু। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, ‘পরিস্থিতি যা তাতে আগামী ২৪ ঘণ্টায় সান্দাকফু সহ বেশ কয়েকটি এলাকায় তুষারপাত হতে পারে। একইসঙ্গে বিচ্ছিন্নভাবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে।’

Snowfall in Sikkim: সিকিমে প্রবল তুষারপাতে আটকে পর্যটকরা, ৫০০ জনকে উদ্ধার; শয়ে শয়ে আটকে গাড়ি

উত্তর সিকিমে ভারী তুষারপাত। আটকে কলকাতা-সহ অন্যান্য স্থানের পর্যটক, উদ্ধারে সেনা।
উত্তর সিকিমে ভারী তুষারপাত। আটকে কলকাতা-সহ অন্যান্য স্থানের পর্যটক, উদ্ধারে সেনা।
সেনা বাহিনীর ত্রিশক্তি কর্পস এর পক্ষ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বুধবার আচমকাই উত্তর সিকিমের নাথুলা অঞ্চল-সহ বেশ কিছু এলাকায় ভারী তুষার পাত ঘটে।
সেনা বাহিনীর ত্রিশক্তি কর্পস এর পক্ষ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বুধবার আচমকাই উত্তর সিকিমের নাথুলা অঞ্চল-সহ বেশ কিছু এলাকায় ভারী তুষার পাত ঘটে।
যার ফলে উত্তর সিকিমের সেই সব জায়গায় বেড়াতে আসা কলকাতা-সহ দেশের অন্যান্য অংশের বহু পর্যটক  তুষার পাতের কবলে পরে।
যার ফলে উত্তর সিকিমের সেই সব জায়গায় বেড়াতে আসা কলকাতা-সহ দেশের অন্যান্য অংশের বহু পর্যটক  তুষার পাতের কবলে পরে।
অনেকেই অসুস্থ হয়ে যায়, দ্রুত পর্যটকদের উদ্ধারের কাজে নামে ত্রি শক্তি কর্পস এর সেনা জওয়ানেরা।
অনেকেই অসুস্থ হয়ে যায়, দ্রুত পর্যটকদের উদ্ধারের কাজে নামে ত্রি শক্তি কর্পস এর সেনা জওয়ানেরা।
ইতিমধ্যে ৫০০ জন পর্যটক এবং ১৭৫ টি আটকে পরা গাড়িকে নিরাপদ স্থানে আনা হয়েছে, অসুস্থ্য পর্যটকদের চিকিৎসা পরিষেবা প্রদান করছে সেনা বাহিনী।
ইতিমধ্যে ৫০০ জন পর্যটক এবং ১৭৫ টি আটকে পরা গাড়িকে নিরাপদ স্থানে আনা হয়েছে, অসুস্থ্য পর্যটকদের চিকিৎসা পরিষেবা প্রদান করছে সেনা বাহিনী।

 

সুরজিৎ দে

Shimla Snowfall: টানা তুষারপাতে সিমলা যেন বরফমাখা স্বপ্নের শহর, দেখুন ভিডিও

#সিমলা: ঘুম থেকে উঠে আপনি যেদিকেই তাকাবেন, চারিদিকে শুধু বরফে ঢাকা (Shimla Snowfall)। তুষারশুভ্র চাদরে সিমলার আকাশ-বাতাস-প্রান্ত যেন ঢেকে গিয়েছে। হিমচালপ্রদেশের সিমলার (Shimla Snowfall) বাসিন্দাদের ক্যামেরায় ধরা পড়েছে এমনই স্বপ্নময় দৃশ্য। বেশ কয়েকদিন ধরেই হিমাচলের একাধিক জায়গায় বরফ পড়ছে। রবিবার সেই মাত্রা আরও খানিকটা বেড়ে গিয়েছিল। সিমলা, মানালি এলাকায় বৃষ্টির ধারার মতো বরফ পড়েছে দিনরাত (Shimla Snowfall)। চারিদিকে তুষারের চাদরে ঢেকে গিয়েছে।

সোমবার ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখেছে গোটা শহর, যেন কোনও স্বপ্ন দেখা যাচ্ছে। বাড়ির ছাদ, রাস্তাঘাট, গাছপালা, রেললাইনের উপর জমেছে বরফের পুরু চাদর। সিমলার আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত টানা বরফ পড়বে সেখানে। টানা বরফের ফলে গোটা এলাকায় প্রচন্ড ঠান্ডা পড়েছে। বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে কোনও ছবি আঁকা হয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন, বাড়ল করোনার সংক্রমণের হার

তবে গোটা এলাকাজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। বিজেপি নেতা মনজিন্দর সিং সিরশা বরফে ঢাকা রেলস্টেশনের ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। রেললাইনে জমে রয়েছে পুরু বরফ, তার মধ্যে দিয়েই যাচ্ছে রেল। ভিডিও শেয়ার করে নেতা লিখেছেন, ‘এরকম অভিজ্ঞতার জন্য আপনার সুইৎজারল্যান্ড যাওয়ার প্ল্যান করতে হবে না। দেখুন রেললাইনে বরফ জমে থাকা সাদা হয়ে থাকা সিমলা রেলস্টেশন’। হিমাচলপ্রদেশের ট্রাফিক দফতর থেকেও সোশ্যাল মিডিয়ায় সিমলার নানা জায়গার বরফের ছবি শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: শীতের ছুটিতে বরফের মাঝে একটু উষ্ণতার জন্য! দেশের ৫ সেরা ডেস্টিনেশন চিনুন

হিমাচলপ্রদেশের সরকারি আইনজীবী প্রজ্বল বুসতাও সোশ্যাল মিডিয়ায় রবিবারের তুষারপাতের ভিডিও শেয়ার করেছেন। ঘুম থেকে উঠে এমন স্বর্গীয় দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। ফলে সেই দৃশ্যই শেয়ার করে নিয়েছেন অন্যদের সঙ্গে। মৌসম ভবনের খবর অনুযায়ী, সিমলার পাশাপাশি, জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডেরও বহু জায়গায় এ মাসে ফের তুষারপাত হতে পারে।