Tag Archives: Shooter

Paralympic Games Paris 2024: ভারতের ঘরে এল প্রথম সোনা, অবনী জিতলেন সোনা, একই ইভেন্টে ব্রোঞ্জ মোনার

নয়াদিল্লি: ভারতের তারকা প্যারাশ্যুটার অবনী লেখারা প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ সোনার পদক জিতেছেন। টানা দ্বিতীয়বার মতো প্যারালিম্পিকে স্বর্ণপদক জিতেছেন অবনী। অবনী মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল (SH1) বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন একই ইভেন্টে, ভারতের অন্য প্যারাশ্যুটার মোনা আগরওয়াল ব্রোঞ্জ  পান৷

মোনা ফাইনালে ২২৮.৭ স্কোর নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং অবনী প্যারালিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন। ফাইনালে অবনী স্কোর করেছিলেন ২৪৯.৭। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকেও স্বর্ণপদক জিতেছিলেন অবনি।

আরও পড়ুন – September Horoscope: এই মাসেই হবে কেল্লাফতে, সকলকে টেক্কা দিয়ে টাকায়-টাকা আপনি, ভাসবেন সুখ সাগরে

অবনী ৬২৫.৮ স্কোর নিয়ে ফাইনালে পৌঁছে যান

টোকিও প্যারালিম্পিক্সের স্বর্ণপদক জয়ী ভারতীয় শ্যুটার অবনী লেখারা মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালের (SH1) যোগ্যতা অর্জনপর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে পৌঁছেছিলেন৷  গত এক বছর ধরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় প্যারাশ্যুটার মোনা আগরওয়ালও পঞ্চম স্থান অর্জন করেছিলেন৷  খেতাব রক্ষার লড়াইতে নামা গতবারের চ্যাম্পিয়ন অবনী ৬২৫.৮ স্কোর করেছিলেন এবং ইরিনা শেটনিকের পিছনে ছিল। ইরিনা প্যারালিম্পিক কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২৭.৫ স্কোর নিয়ে নতুন রেকর্ড গড়েন।

—- Polls module would be displayed here —-

যোগ্যতায় মোনা আগরওয়ালের স্কোর ছিল ৬২৩.১।
দুইবারের বিশ্বকাপের স্বর্ণপদক জয়ী মোনা আগরওয়াল, নিজের প্রথম প্যারালিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২৩.১ স্কোর করেছিলেন। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকে SH1 বিভাগে সোনা জেতার পর অবনী দেশের সবচেয়ে সেলিব্রেটেড প্যারাঅ্যাথলিট হন। তিনি টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা এবং ৫০ মিটার রাইফেল তৃতীয়  হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

SH1 বিভাগ সম্পর্কে জানুন
শ্যুটিং-এর SH1 ক্যাটাগরিতে এমন শ্যুটাররা থাকেন  যাঁরা হাতে এবং পিঠের নিচের অংশে গুরুতর আঘাত পাওয়ার পর হুইলচেয়ার ব্যবহার করেন। অবনীও সেই ক্যাটাগরিতেই পরেন৷ শ্যুটিং-এ, SH1 ক্যাটাগরিতে এমন শ্যুটার রয়েছে যারা তাদের হাত, শরীরের অংশ, পায়ের নড়াচড়াকে প্রভাবিত করে বা তাঁদের হাতে বা পায়ে বিকৃতি থাকে৷