Tag Archives: Sikkim Flash Flood

North Sikkim: নতুন ধস বাংলা-সিকিম লাইফ লাইনে! রবিতে দিনভর বন্ধ জাতীয় সড়ক

সিকিমঃ নতুন করে ধস বাংলা-সিকিম লাইফ লাইনে। ১০ নং জাতীয় সড়কে ধস। নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক। নজরদারীতে DSP পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে কালিম্পং পুলিশের স্পেশাল টিম।

আরও পড়ুনঃ হাইভোল্টেজ রবিবার! ভোট পরবর্তী অশান্তির তদন্তে বঙ্গে বিজেপির চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল

আজ দিনভর বন্ধ থাকবে বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়ক। লিকুভিরের কাছে আটকে পড়া গাড়িগুলিকে ছাড়া হল। ধসের জন্যে দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত জেলা প্রশাসনের। অর্থাৎ দূর্ভোগ বাড়লো। ঘুরপথে শিলিগুড়ি-সেবক-গরুবাথান-লাভা-আলগাড়া হয়ে কালিম্পং, গ্যাংটক চলবে গাড়ি।

লিকুভিরে ধস পড়ার মূহূর্ত

বাংলা-সিকিম লাইফ লাইন আংশিক খুললো। বৃষ্টি কিছুটা কমায় স্বস্তি। ১০ নং জাতীয় সড়ক দিয়ে একমুখী যান চলাচল শুরু।

তিস্তা আপডেট

জলস্তর অনেকটাই নামলো খরস্রোতা তিস্তায়। তবে উৎকণ্ঠা, উদ্বেগ কাটছে না। কারণ এখনও বৃষ্টি চলছে। আজও বন্ধ কালিম্পং-দার্জিলিং ভায়া তিস্তাবাজার-পেশক রোড। ঘুরপথেই চলছে যান চলাচল।

Sikkim Latest News: সিকিমের ভয়ঙ্কর পরিস্থিতি, ধসে মৃত ৬, উত্তর সিকিমে আটকে বহু! দেখুন

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম।উত্তর সিকিমের লাচুং-লাচেন সহ একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এখনও পর্যন্ত ১৫০০ পর্যটক আটকে পড়েছেন। মৃত্যু হয়েছে ৬ জনের। ধসের জেরে বহু রাস্তা বন্ধ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। তিস্তার জল প্লাবিত একাধিক এলাকা। একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। মংগন এলাকায় হড়পা বানে পাঁচ জনের ভেসে যাওয়ার খবর মিলেছিল।