Tag Archives: silver price

Gold and silver price: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: কমছে সোনা-রুপোর দাম। বাজেটে দুই মূল্যবান ধাতুর দাম কমার বড়সড় ইঙ্গিত দিলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোনা এবং রুপোর আমদানির উপর বিপুল পরিমাণ শুল্ক কমানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আরও পড়ুন: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ

বাজেট পেশের সময় কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন সোনা এবং রুপোর দামের উপর আমদানি শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। এর ফলে এই দুই ধাতুর দাম কমার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ২০২৩ অর্থবর্ষে এই করের পরিমাণ ছিল ১০ শতাংশ, সেস ছিল ৫ শতাংশ। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে ২০২৩ অর্থবর্ষে ২.৮ লক্ষ কোটি টাকার সোনা ভারতে আমদানি করা হয়েছিল, যার ফলে কর বাবদ কেন্দ্রকে দিতে হয়েছিল ৪২ হাজার কোটি টাকা। এবার ১০ শতাংশ থেকে সেই সেনা-রুপোর দাম কমে হল ৬ শতাংশ। সেস সমেত কর বাবদ দিতে হবে ১১ শতাংশ।

আরও পড়ুন: শেষ ৩টি বাজেটে কীভাবে বদলেছে কর ব্যবস্থা? এই বাজেট থেকে কী প্রত্যাশা করদাতাদের?

শুধু তাই নয়, আমদানি শুল্ক কমেছে প্ল্যাটিনামের উপরেও। প্ল্যাটিনামের উপর আমদানি কর কমে হল ৬.৪ শতাংশ।