Tag Archives: Smartphone Camera

Smartphone Camera: ছবি তোলার আগে সাবধান! এই ৫ ভুল স্মার্টফোনের ক্যামেরা নষ্ট করতে পারে চিরতরে, খরচ করে কেনা, যত্ন করবেন কীভাবে

গত কয়েক দশকে স্মার্টফোনের ক্যামেরা আমূল বদলে গিয়েছে। রেজোলিউশনে অনেক উন্নতি হয়েছে। এখন বাজারে ২০০ মেগাপিক্সলের মোবাইল ক্যামেরা পাওয়া যায়। তাতে আবার সেন্সরও থাকে। ছবি ওঠে পেশাদার ক্যমেরার মতোই।
গত কয়েক দশকে স্মার্টফোনের ক্যামেরা আমূল বদলে গিয়েছে। রেজোলিউশনে অনেক উন্নতি হয়েছে। এখন বাজারে ২০০ মেগাপিক্সলের মোবাইল ক্যামেরা পাওয়া যায়। তাতে আবার সেন্সরও থাকে। ছবি ওঠে পেশাদার ক্যমেরার মতোই।
কয়েক বছর আগে যা ভাবাও যেত না। কিন্তু ক্যামেরা ভাল হলেও কিছু ভুলের কারণে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। এ থেকে বাঁচার জন্য ৫টি জিনিস মাথায় রাখতে হবে।
কয়েক বছর আগে যা ভাবাও যেত না। কিন্তু ক্যামেরা ভাল হলেও কিছু ভুলের কারণে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। এ থেকে বাঁচার জন্য ৫টি জিনিস মাথায় রাখতে হবে।
স্মার্টফোনে লেজার লাইট শো শ্যুট: সাধারণ লেজার শো তো আছেই, ইদানীং অনেক কনসার্টেও লেজার লাইট ব্যবহার করা হয়। স্মার্টফোনের ক্যামেরায় এই ধরনের শ্যুট করা উচিত নয়। এতে ক্যামেরা সেন্সরের ক্ষতি হয়। হাই এনার্জি ডেনসিটি লেন্স সিস্টেম এবং সেন্সরের উপর স্থায়ী প্রভাব ফেলে।
স্মার্টফোনে লেজার লাইট শো শ্যুট: সাধারণ লেজার শো তো আছেই, ইদানীং অনেক কনসার্টেও লেজার লাইট ব্যবহার করা হয়। স্মার্টফোনের ক্যামেরায় এই ধরনের শ্যুট করা উচিত নয়। এতে ক্যামেরা সেন্সরের ক্ষতি হয়। হাই এনার্জি ডেনসিটি লেন্স সিস্টেম এবং সেন্সরের উপর স্থায়ী প্রভাব ফেলে।
বাইকে স্মার্টফোন লাগিয়ে চড়াই পথ অতিক্রম: চড়াই পথে বাইক বা স্কুটার চালানোর সময় স্মার্টফোন লাগানো উচিত নয়। এতে ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে। চড়াই পথ অতিক্রম করার সময় গাড়িতে কম্পন হয়, সেটা ক্যামেরার জন্য বিপজ্জনক। এই কম্পন রোধে বিশেষ মাউন্টিং কিট বেড়িয়েছে। সেটা ব্যবহার করলে স্মার্টফোন নিরাপদে থাকবে।
বাইকে স্মার্টফোন লাগিয়ে চড়াই পথ অতিক্রম: চড়াই পথে বাইক বা স্কুটার চালানোর সময় স্মার্টফোন লাগানো উচিত নয়। এতে ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে। চড়াই পথ অতিক্রম করার সময় গাড়িতে কম্পন হয়, সেটা ক্যামেরার জন্য বিপজ্জনক। এই কম্পন রোধে বিশেষ মাউন্টিং কিট বেড়িয়েছে। সেটা ব্যবহার করলে স্মার্টফোন নিরাপদে থাকবে।
জলের তলায় স্মার্টফোন: অনেক ব্র্যান্ডই ওয়াটারপ্রুফ স্মার্টফোন লঞ্চ করেছে। জলে পড়ে গেলেও ক্ষতি হবে না। কিন্তু জলের নীচে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে ক্যামেরা তো বটেই ফোনেরও বারোটা বাজতে পারে, সে যতই ওয়াটারপ্রুফ হোক না কেন। জলের নীচে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যায়। সিস্টেমে জল ঢোকার সম্ভাবনা থাকে।
জলের তলায় স্মার্টফোন: অনেক ব্র্যান্ডই ওয়াটারপ্রুফ স্মার্টফোন লঞ্চ করেছে। জলে পড়ে গেলেও ক্ষতি হবে না। কিন্তু জলের নীচে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে ক্যামেরা তো বটেই ফোনেরও বারোটা বাজতে পারে, সে যতই ওয়াটারপ্রুফ হোক না কেন। জলের নীচে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যায়। সিস্টেমে জল ঢোকার সম্ভাবনা থাকে।
চড়া তাপমাত্রায় শ্যুটিং: প্রচণ্ড গরম বা প্রচণ্ড ঠান্ডার মধ্যে শ্যুট করতে বারণ করা হয়। এতেও ক্যামেরার ক্ষতি হতে পারে। যেমন সরাসরি সূর্যের দিকে ক্যামেরা তাক করে ছবি তোলা উচিত নয়, বিশেষ করে সুর্যগ্রহণের সময়। তবে চাঁদের ছবি তোলা যায়, কিছু স্মার্টফোনে মুন মোড-ও দেওয়া থাকে।
চড়া তাপমাত্রায় শ্যুটিং: প্রচণ্ড গরম বা প্রচণ্ড ঠান্ডার মধ্যে শ্যুট করতে বারণ করা হয়। এতেও ক্যামেরার ক্ষতি হতে পারে। যেমন সরাসরি সূর্যের দিকে ক্যামেরা তাক করে ছবি তোলা উচিত নয়, বিশেষ করে সুর্যগ্রহণের সময়। তবে চাঁদের ছবি তোলা যায়, কিছু স্মার্টফোনে মুন মোড-ও দেওয়া থাকে।
ক্যামেরা লেন্স প্রোটেক্টর ব্যবহার: লেন্স প্রোটেক্টর আপাতদৃষ্টিতে লাভজনক মনে হতে পারে। কিন্তু নিম্নমানের বা ভুলভাবে ইনস্টল করলে লেন্সে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেন্স এবং প্রোটেক্টরের মধ্যে সামান্য ফাঁক থাকলেও মুশকিল। ধুলো, বালি, ময়লা ঢুকে যেতে পারে।
ক্যামেরা লেন্স প্রোটেক্টর ব্যবহার: লেন্স প্রোটেক্টর আপাতদৃষ্টিতে লাভজনক মনে হতে পারে। কিন্তু নিম্নমানের বা ভুলভাবে ইনস্টল করলে লেন্সে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেন্স এবং প্রোটেক্টরের মধ্যে সামান্য ফাঁক থাকলেও মুশকিল। ধুলো, বালি, ময়লা ঢুকে যেতে পারে।

ফোনে ‘ট্রিপল ক্যামেরা সেটআপ’ দেয় কেন? একটি ক্যামেরা দিয়েই কিন্তু ছবি তোলা যায়

কলকাতা: স্মার্টফোন হাতে থাকলেই সেলফি কিংবা ফটো। অনেকে তো স্মার্টফোনেই রীতিমতো ফটোগ্রাফি চর্চা করেন। মোটা টাকা খসিয়ে ক্যামেরা কেনার দরকার কি! এমনকী স্মার্টফোনে আস্ত সিনেমার শ্যুটিংও হয়েছে। সবই স্মার্টফোনের ক্যামেরার কামাল।

আজকাল স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়। কিন্তু একটা ক্যামেরা দিয়েই যখন ছবি তোলা যায় তখন তিনটি ক্যামেরা দেওয়ার দরকার কী? অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে। কিন্তু এর নির্দিষ্ট ব্যবহার রয়েছে। তাহলে ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখে নেওয়া যাক।

আরও পড়ুন- আর OTP-র ঝামেলা থাকবে না! টাকা চুরি আটকাতে নতুন ব্যবস্থা রিজার্ভ ব্যাঙ্কের!

একটা ক্যামেরায় ফটো তোলার কিছু সমস্যা রয়েছে। যেমন সীমিত ফোকাল লেন্থ। এর মানে একটি ক্যামেরায় ফোকাল লেন্থ নির্দিষ্ট করা থাকে। ফলে বিভিন্ন ধরনের শট নেওয়া যায় না। এছাড়া কম আলোর সমস্যা রয়েছে।

কম আলোতে ফটো ক্লিক করলে ছবির পারফরম্যান্স খারাপ হয়ে যায়। পাশাপাশি জুমিংও একটা সমস্যা। কারণ একটা ক্যামেরায় অপটিক্যাল জুম করার সুবিধা থাকে না।

ট্রিপল ক্যামেরা সেটআপের সুবিধা:

বিভিন্ন ধরনের শট – ট্রিপল ক্যামেরা সেটআপে ওয়াইড অ্যাঙ্গেল, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফটো লেন্স থাকে, যার ফলে ইউজার বিভিন্ন ধরনের শট নিতে পারেন।

কম আলোতেও ভাল পারফরম্যান্স – ট্রিপল ক্যামেরা সেটআপে কম আলোতে ভাল ফটো ক্লিক করার ক্ষমতা রয়েছে।

অপটিক্যাল জুমিং – ট্রিপল ক্যামেরা সেটআপে অপটিক্যাল জুম করার সুবিধা রয়েছে। এর ফলে ইউজার দূরের বস্তুও জুম করতে পারেন। ছবি ভাল ওঠে।

আরও পড়ুন- বাচ্চার হাতে ফোন দেওয়ার আগে শুধু অন করে দিন এই Settings !

ট্রিপল ক্যামেরা সেটআপে তিনটি ক্যামেরার কাজ:

প্রাইমারি ক্যামেরা – এটি সবচেয়ে শক্তিশালী ক্যামেরা এবং সাধারণ ছবি ক্লিক করার জন্য ব্যবহার করা হয়।

আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা – এই ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল শট নিতে ব্যবহার করা হয়।

টেলিফটো ক্যামেরা – এতে দূরের বস্তুকে জুম করে ফটো ক্লিক করতে ব্যবহার করা হয়।

ট্রিপল ক্যামেরা সেটআপ ফোনের ফটোগ্রাফি ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। যাঁরা স্মার্টফোনে ভাল ছবি তুলতে চান, তাঁদের ট্রিপল ক্যামেরা সেটআপ-সহ ফোন কেনার পরামর্শ দেওয়া হয়।