Tag Archives: Sonarpur

South 24 Parganas News: চুল বড় হলেই কেটে ফেলে এই মেয়ে! কুরিয়ার করে কোথায় পাঠায় জানেন

দক্ষিণ২৪ পরগনা: ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের মন খারাপ হয়ে যায় এই ভাবনা থেকেই তাদের জন্য নিজের চুল দান করলেন সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেনীর ছাত্রী অস্মিতা দাস ৷ আরও ছোট বয়সে চোখের সামনে জেঠুর মাথায় চুল না থাকা দেখে বহুবার প্রশ্ন করেছিলেন বাবা মাকে৷ বাবা ও মায়ের কাছে ছোট অস্মিতা শুনেছিল ক্যান্সার হলে মাথার চুল সব পড়ে যায়৷ ক্যান্সারে আক্রান্ত জেঠু বছর দুয়েক আগে মারা যান ৷

আরও পড়ুন: বাঘের ডেরায় মধু সংগ্রহ, একই পোশাক ও টুপি কেন দেওয়া হয় মৌলেদের! জানলে চমকে যাবেন

ছোটবেলা থেকেই অস্মিতার চুল বড় ৷ বারবার কাটার কথা বলা হলেও সে রাজী হচ্ছিল না ৷ তারপর বাবা ও মায়ের কাছ থেকে ক্যান্সার আক্রান্তদের চুল দান করার বিষয়টি জানতে পারার পর সে চুল দান করতে চায় ৷ চুল খানিকটা বড় হতেই তা কেটে ফেলে অস্মিতা ৷ তারপর সেই চুল কুরিয়ার করে হেয়ার ডোনেশান ওয়েস্টবেঙ্গলের ঠিকানায় পাঠিয়ে দেয়৷

আরও পড়ুন: গার্ডেনরিচের ছায়া কোন্নগরে! নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু দু’জনের, আহত আরও দু’জন

তার আশা তার এই চুল ক্যান্সার আক্রান্তের কাজে লাগবে ৷ অস্মিতার এই কাজকে এলাকার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছে এবং সে জীবনে যাতে আরওবড় হয় তার লক্ষ্য। সুন্দর, লম্বা চুল কেটে ফেলার পরে একটু একটু দুঃখ হলেও সে দুঃখকে বিশেষ পাত্তা দিচ্ছে না ছোট্ট অস্মিতা। বলছে, আমার চুল তো আবার বড়ো হয়ে যাবে। চুল বড়ো হলে আবার চুল দেব।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আমার পাশাপাশি স্কুলের বন্ধুদেরও বলব এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য ।

সুমন সাহা