Tag Archives: Soumitrisha Kundoo

Tollywood| Tonni Laha Roy: মা আর নেই! বুক ফাটা পোস্ট তন্বীর… মান অভিমান ভুলে পাশে এলেন সেই ‘মিঠাই’, চোখ ভিজল দর্শকদের

আদৃত-কৌশাম্বীর বিয়ে থেকে রিসেপশন- সবেতেই হাজির ছিলেন তিনি। হাসি মুখে শাড়ি-ল্যাহেঙ্গায় পোজ দিয়েছেন বর-কনের সঙ্গে। কিন্তু আদৃতের বিয়ে কাটতেই সব বদলে গেল। মাকে হারালেন অভিনেত্রী তন্বী লাহা রায়।
আদৃত-কৌশাম্বীর বিয়ে থেকে রিসেপশন- সবেতেই হাজির ছিলেন তিনি। হাসি মুখে শাড়ি-ল্যাহেঙ্গায় পোজ দিয়েছেন বর-কনের সঙ্গে। কিন্তু আদৃতের বিয়ে কাটতেই সব বদলে গেল। মাকে হারালেন অভিনেত্রী তন্বী লাহা রায়।
গত মঙ্গলবার১৪ই মে মৃত্যু হয়েছে তন্বীর মায়ের। তন্বী লেখেন,  ‘এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত। সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েডস, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ, কিন্তু আমাদের দেখাওনি। নিজের ভাইকে ছোট বয়সে চলে যেতে দেখেছ, মা-বাবাকে হারিয়েছ। এখন তাঁদের সঙ্গেই আছো নিশ্চয়ই?'
গত মঙ্গলবার১৪ই মে মৃত্যু হয়েছে তন্বীর মায়ের। তন্বী লেখেন, ‘এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত। সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েডস, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ, কিন্তু আমাদের দেখাওনি। নিজের ভাইকে ছোট বয়সে চলে যেতে দেখেছ, মা-বাবাকে হারিয়েছ। এখন তাঁদের সঙ্গেই আছো নিশ্চয়ই?’
‘মা ও মা! তুমি দেখেছ আমার প্রথম নিঃশ্বাস। আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস। নিঃশ্বাস তখনও চলছে, ভাবলাম এই তো আবার লড়াই করে ফিরছ বোধহয়। কিন্তু দেখলাম চোখের পাতা পড়ছে না তোমার। নিঃশ্বাস তখনও চলছে। ডাক্তার এসে বলল, আর কিছু সময়। এত কিছু করেও বাপি আর নিজেকে সামলাতে পারল না। হাসপাতালের ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি তোমার হাতটা শক্ত করে ধরেছিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা মা করে ডাকছি। ১০ সেকেন্ডে একবার করে গলার শিরাটা উঠছে। মানে মা বেঁচে আছে। মা-এর বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম। তারপর সেকেন্ড পেরিয়ে গেল, শিরাটা থেমে গেল। মা…’।
‘মা ও মা! তুমি দেখেছ আমার প্রথম নিঃশ্বাস। আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস। নিঃশ্বাস তখনও চলছে, ভাবলাম এই তো আবার লড়াই করে ফিরছ বোধহয়। কিন্তু দেখলাম চোখের পাতা পড়ছে না তোমার। নিঃশ্বাস তখনও চলছে। ডাক্তার এসে বলল, আর কিছু সময়। এত কিছু করেও বাপি আর নিজেকে সামলাতে পারল না। হাসপাতালের ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি তোমার হাতটা শক্ত করে ধরেছিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা মা করে ডাকছি। ১০ সেকেন্ডে একবার করে গলার শিরাটা উঠছে। মানে মা বেঁচে আছে। মা-এর বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম। তারপর সেকেন্ড পেরিয়ে গেল, শিরাটা থেমে গেল। মা…’।
মিঠাই ধারাবাহিকে তন্বী ছিলেন খলনায়িকা। পরে অবশ্য বদলে যান তিনি। তবে পর্দার ভিলেন বাস্তবে একেবারেই আলাদা। শান্ত, নম্র।
মিঠাই ধারাবাহিকে তন্বী ছিলেন খলনায়িকা। পরে অবশ্য বদলে যান তিনি। তবে পর্দার ভিলেন বাস্তবে একেবারেই আলাদা। শান্ত, নম্র।
এই বিয়েতে সৌমিতৃষা আদৌ নিমন্ত্রিত ছিলেন কিনা তা কেউ জানে না। তবে মিঠাই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব কারও অজানা নয়। মিঠাইয়ের কোনও রি-ইউনিয়নে তাঁকে দেখা যায়নি। একাধিক সহ-অভিনেতাকে সমাজমাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন।
এই বিয়েতে সৌমিতৃষা আদৌ নিমন্ত্রিত ছিলেন কিনা তা কেউ জানে না। তবে মিঠাই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব কারও অজানা নয়। মিঠাইয়ের কোনও রি-ইউনিয়নে তাঁকে দেখা যায়নি। একাধিক সহ-অভিনেতাকে সমাজমাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন।
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসে ‘প্রধান’। ছবিতে ছিলেন ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে। কাঞ্চন-অম্বরীশ-কনীনিকা সহ বহু খ্যাতনামা তারকা রয়েছেন এই ছবিতে। ছিলেন মমতা শংকরও। নায়িকার ভূমিকায় ছিলেন সৌমিতৃষা৷ অনেকের ধারণা তারপর থেকেই সৌমিতৃষা বদলে গিয়েছেন। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন নায়িকা, সেই নিয়েও কম জলঘোলা হয়নি।
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসে ‘প্রধান’। ছবিতে ছিলেন ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে। কাঞ্চন-অম্বরীশ-কনীনিকা সহ বহু খ্যাতনামা তারকা রয়েছেন এই ছবিতে। ছিলেন মমতা শংকরও। নায়িকার ভূমিকায় ছিলেন সৌমিতৃষা৷ অনেকের ধারণা তারপর থেকেই সৌমিতৃষা বদলে গিয়েছেন। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন নায়িকা, সেই নিয়েও কম জলঘোলা হয়নি।
তবে পুরনো সহকর্মীর মায়ের মৃত্যুতে নিজেকে সব অভিমান ভুলে গিয়েছেন সৌমিতৃষা। ফোন করেছেন তন্বীকে। খোঁজ নিয়েছেন। পাশে এসে দাঁড়িয়েছেন।
তবে পুরনো সহকর্মীর মায়ের মৃত্যুতে নিজেকে সব অভিমান ভুলে গিয়েছেন সৌমিতৃষা। ফোন করেছেন তন্বীকে। খোঁজ নিয়েছেন। পাশে এসে দাঁড়িয়েছেন।

Soumitrisha Kundoo: আদৃত-কৌশাম্বীর বিয়ের পরেই নতুন শুরু ‘মিঠাই’ সৌমিতৃষার… তবে কী… এক খবরেই চমকে গেলেন ভক্তেরা

মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, দাদা ধ্রুব, ঐন্দ্রিলা, সকলেই। তবে ছিলেন না শুধু সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। (ছবি- ইনস্টাগ্রাম)
মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, দাদা ধ্রুব, ঐন্দ্রিলা, সকলেই। তবে ছিলেন না শুধু সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের সকাল থেকে অনেকেরই নজর ছিল সৌমিতৃষার দিকে। সারাটা দিন তিনি কী করেনতা জানতেই উদগ্রীব ছিলেন সকলেই। এদিন দুপুরে তুমুল বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আর সেই বৃষ্টি মেখে নিলেন সবার আদরের মিঠাই রানি। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের সকাল থেকে অনেকেরই নজর ছিল সৌমিতৃষার দিকে। সারাটা দিন তিনি কী করেনতা জানতেই উদগ্রীব ছিলেন সকলেই। এদিন দুপুরে তুমুল বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আর সেই বৃষ্টি মেখে নিলেন সবার আদরের মিঠাই রানি। (ছবি- ইনস্টাগ্রাম)
এই বিয়েতে সৌমিতৃষা আদৌ নিমন্ত্রিত ছিলেন কিনা তা কেউ জানে না। তবে মিঠাই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব কারও অজানা নয়। মিঠাইয়ের কোনও রি-ইউনিয়নে তাঁকে দেখা যায়নি। একাধিক সহ-অভিনেতাকে সমাজমাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন।
এই বিয়েতে সৌমিতৃষা আদৌ নিমন্ত্রিত ছিলেন কিনা তা কেউ জানে না। তবে মিঠাই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব কারও অজানা নয়। মিঠাইয়ের কোনও রি-ইউনিয়নে তাঁকে দেখা যায়নি। একাধিক সহ-অভিনেতাকে সমাজমাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন।
সৌমিতৃষা এখন নতুন ছবি নিয়ে মেতে আছেন। দ্বিতীয় ছবিতে, অভিনেত্রীর নায়ক সৌরভ দাস। সিনেমার নাম '১০-ই জুন'।
সৌমিতৃষা এখন নতুন ছবি নিয়ে মেতে আছেন। দ্বিতীয় ছবিতে, অভিনেত্রীর নায়ক সৌরভ দাস। সিনেমার নাম ‘১০-ই জুন’।
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসে ‘প্রধান’। ছবিতে ছিলেন ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে। কাঞ্চন-অম্বরীশ-কনীনিকা সহ বহু খ্যাতনামা তারকা রয়েছেন এই ছবিতে। ছিলেন মমতা শংকরও। নায়িকার ভূমিকায় ছিলেন সৌমিতৃষা৷ অনেকের ধারণা তারপর থেকেই সৌমিতৃষা বদলে গিয়েছেন। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন নায়িকা, সেই নিয়েও কম জলঘোলা হয়নি।
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসে ‘প্রধান’। ছবিতে ছিলেন ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে। কাঞ্চন-অম্বরীশ-কনীনিকা সহ বহু খ্যাতনামা তারকা রয়েছেন এই ছবিতে। ছিলেন মমতা শংকরও। নায়িকার ভূমিকায় ছিলেন সৌমিতৃষা৷ অনেকের ধারণা তারপর থেকেই সৌমিতৃষা বদলে গিয়েছেন। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন নায়িকা, সেই নিয়েও কম জলঘোলা হয়নি।
পয়লা বৈশাখে আদৃতের বাড়িতে বসেছিল আসর। সেখানে দেখা মিলল কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস, ফাহিম মির্জাদের। ‘আমরা’ লিখে নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন আদৃত। বাদ শুধু পড়েন মিঠাই নিজেই। (ছবি- ইনস্টাগ্রাম)
পয়লা বৈশাখে আদৃতের বাড়িতে বসেছিল আসর। সেখানে দেখা মিলল কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস, ফাহিম মির্জাদের। ‘আমরা’ লিখে নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন আদৃত। বাদ শুধু পড়েন মিঠাই নিজেই। (ছবি- ইনস্টাগ্রাম)
তবে সে সব দিকে মন নেই মিঠাইয়ের। সমাজ মাধ্যমে তিনি একটি স্টোরি দিয়েছেন, আর সেখানে ক্যাপশন দিয়েছেন নতুন শুরু। পুজো দেওয়ার ছবি দেখে অনেকেই ভেবে নিয়েছেন, এটি নতুন সিনেমার ঘোষণা।
তবে সে সব দিকে মন নেই মিঠাইয়ের। সমাজ মাধ্যমে তিনি একটি স্টোরি দিয়েছেন, আর সেখানে ক্যাপশন দিয়েছেন নতুন শুরু। পুজো দেওয়ার ছবি দেখে অনেকেই ভেবে নিয়েছেন, এটি নতুন সিনেমার ঘোষণা।
এক সময় বাংলার ঘরে ঘরে সন্ধে হলেই শোনা যেত একটা গান। সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই। আপামর বাঙালিকে একই সঙ্গে হাসিয়েছে আবার কাঁদিয়েওছে এই ধারাবাহিক। মিঠাই এবং উচ্ছেবাবুর প্রেম, এক অতি সাধারণ মেয়ের মুশকিল আসান হয়ে ওঠা, যৌথ পরিবার প্রথা- সবই ছিল মিঠাই ধারাবাহিকের অঙ্গ। এই ধারাবাহিক দিয়েই সৌমিতৃষা কুণ্ডু হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের মেয়ে। (ছবি- ইনস্টাগ্রাম)
এক সময় বাংলার ঘরে ঘরে সন্ধে হলেই শোনা যেত একটা গান। সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই। আপামর বাঙালিকে একই সঙ্গে হাসিয়েছে আবার কাঁদিয়েওছে এই ধারাবাহিক। মিঠাই এবং উচ্ছেবাবুর প্রেম, এক অতি সাধারণ মেয়ের মুশকিল আসান হয়ে ওঠা, যৌথ পরিবার প্রথা- সবই ছিল মিঠাই ধারাবাহিকের অঙ্গ। এই ধারাবাহিক দিয়েই সৌমিতৃষা কুণ্ডু হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের মেয়ে। (ছবি- ইনস্টাগ্রাম)
সেই ধারাবাহিকের নায়ক, বাঙালির হার্ট-থ্রব উচ্ছে বাবুরই বিয়ে হয়ে গেল গত ৯ মে। পাত্রী কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে আদৃতের দিদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম)
সেই ধারাবাহিকের নায়ক, বাঙালির হার্ট-থ্রব উচ্ছে বাবুরই বিয়ে হয়ে গেল গত ৯ মে। পাত্রী কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে আদৃতের দিদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের গোটা সাজেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। দুপুরে বৃদ্ধিতে লাল-সাদা শাড়ি পরেছিলেন কৌশাম্বী। মুখের আলগা হাসি রূপ বাড়িয়ে দিচ্ছিল আরও। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের গোটা সাজেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। দুপুরে বৃদ্ধিতে লাল-সাদা শাড়ি পরেছিলেন কৌশাম্বী। মুখের আলগা হাসি রূপ বাড়িয়ে দিচ্ছিল আরও। (ছবি- ইনস্টাগ্রাম)
গায়ে হলুদের সকালে হলুদ রঙের শাড়ি পরেছিলেন কৌশাম্বি। সঙ্গে লাল রঙের স্লিভলেস ব্লাউজ। হাতে, গলায়, কানে, মাথায় ফুলের গয়না। চুলে মেসি বান। (ছবি- ইনস্টাগ্রাম)
গায়ে হলুদের সকালে হলুদ রঙের শাড়ি পরেছিলেন কৌশাম্বি। সঙ্গে লাল রঙের স্লিভলেস ব্লাউজ। হাতে, গলায়, কানে, মাথায় ফুলের গয়না। চুলে মেসি বান। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের রাতে আদৃতের পরনে ছিল তসরের পাঞ্জাবি। কৌশাম্বী সেজেছিলেন চিরাচরিত লাল বেনারসিতে। মাথায় লাল ওড়না। গলায় একাধিক সোনার হার। কানে সোনার দুল, নাকে নথ। টোপর মাথায় অপরূপ লাগছিলেন আদৃতও। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের রাতে আদৃতের পরনে ছিল তসরের পাঞ্জাবি। কৌশাম্বী সেজেছিলেন চিরাচরিত লাল বেনারসিতে। মাথায় লাল ওড়না। গলায় একাধিক সোনার হার। কানে সোনার দুল, নাকে নথ। টোপর মাথায় অপরূপ লাগছিলেন আদৃতও। (ছবি- ইনস্টাগ্রাম)
মালাবদলের সময় দুজনের মুখেই ছিল চওড়া হাসি। প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন তাঁরা, তা আর বলার অপেক্ষা রাখেনি। মালাবদলের সেই রোম্যান্টিক মুহূর্ত দেখে আবেগে ভেসছেন ভক্তরা। আবার টেনশন ফ্রি বর আদৃতের হাতে চায়ের কাপ দেখে হেসে লুটোপুটি খেয়েছেন ভক্তেরা। (ছবি- ইনস্টাগ্রাম)
মালাবদলের সময় দুজনের মুখেই ছিল চওড়া হাসি। প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন তাঁরা, তা আর বলার অপেক্ষা রাখেনি। মালাবদলের সেই রোম্যান্টিক মুহূর্ত দেখে আবেগে ভেসছেন ভক্তরা। আবার টেনশন ফ্রি বর আদৃতের হাতে চায়ের কাপ দেখে হেসে লুটোপুটি খেয়েছেন ভক্তেরা। (ছবি- ইনস্টাগ্রাম)
আদৃত-কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। গতমাসেই তাঁদের বিয়ের খবর ছড়ায়।
আদৃত-কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। গতমাসেই তাঁদের বিয়ের খবর ছড়ায়।
রিসেপশনে হাজির ছিলেন মিঠাই পরিবারের সবাই। ছিলেন না শুধু সৌমিতৃষা।
তবে সে সব দিকে মন নেই মিঠাইয়ের। সমাজ মাধ্যমে তিনি একটি স্টোরি দিয়েছেন, আর সেখানে ক্যাপশন দিয়েছেন নতুন শুরু। পুজো দেওয়ার ছবি দেখে অনেকেই ভেবে নিয়েছেন, এটি নতুন সিনেমার ঘোষণা।

Adrit-Kaushambi Wedding: ‘উচ্ছেবাবু’র বিয়ের দিন এ কী করলেন ‘মিঠাই’ সৌমিতৃষা! বিয়েতে নিমন্ত্রণ নেই? মন ভাল নেই ভক্তদের

মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, দাদা ধ্রুব, ঐন্দ্রিলা, সকলেই। তবে ছিলেন না শুধু সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। (ছবি- ইনস্টাগ্রাম)
মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, দাদা ধ্রুব, ঐন্দ্রিলা, সকলেই। তবে ছিলেন না শুধু সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের সকাল থেকে অনেকেরই নজর ছিল সৌমিতৃষার দিকে। সারাটা দিন তিনি কী করেনতা জানতেই উদগ্রীব ছিলেন সকলেই। এদিন দুপুরে তুমুল বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আর সেই বৃষ্টি মেখে নিলেন সবার আদরের মিঠাই রানি। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের সকাল থেকে অনেকেরই নজর ছিল সৌমিতৃষার দিকে। সারাটা দিন তিনি কী করেনতা জানতেই উদগ্রীব ছিলেন সকলেই। এদিন দুপুরে তুমুল বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আর সেই বৃষ্টি মেখে নিলেন সবার আদরের মিঠাই রানি। (ছবি- ইনস্টাগ্রাম)
এই বিয়েতে সৌমিতৃষা আদৌ নিমন্ত্রিত ছিলেন কিনা তা কেউ জানে না। তবে মিঠাই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব কারও অজানা নয়। মিঠাইয়ের কোনও রি-ইউনিয়নে তাঁকে দেখা যায়নি। একাধিক সহ-অভিনেতাকে সমাজমাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন।
এই বিয়েতে সৌমিতৃষা আদৌ নিমন্ত্রিত ছিলেন কিনা তা কেউ জানে না। তবে মিঠাই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব কারও অজানা নয়। মিঠাইয়ের কোনও রি-ইউনিয়নে তাঁকে দেখা যায়নি। একাধিক সহ-অভিনেতাকে সমাজমাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন।
সৌমিতৃষা এখন নতুন ছবি নিয়ে মেতে আছেন। দ্বিতীয় ছবিতে, অভিনেত্রীর নায়ক সৌরভ দাস। সিনেমার নাম '১০-ই জুন'।
সৌমিতৃষা এখন নতুন ছবি নিয়ে মেতে আছেন। দ্বিতীয় ছবিতে, অভিনেত্রীর নায়ক সৌরভ দাস। সিনেমার নাম ‘১০-ই জুন’।
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসে ‘প্রধান’। ছবিতে ছিলেন ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে। কাঞ্চন-অম্বরীশ-কনীনিকা সহ বহু খ্যাতনামা তারকা রয়েছেন এই ছবিতে। ছিলেন মমতা শংকরও। নায়িকার ভূমিকায় ছিলেন সৌমিতৃষা৷ অনেকের ধারণা তারপর থেকেই সৌমিতৃষা বদলে গিয়েছেন। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন নায়িকা, সেই নিয়েও কম জলঘোলা হয়নি।
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসে ‘প্রধান’। ছবিতে ছিলেন ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে। কাঞ্চন-অম্বরীশ-কনীনিকা সহ বহু খ্যাতনামা তারকা রয়েছেন এই ছবিতে। ছিলেন মমতা শংকরও। নায়িকার ভূমিকায় ছিলেন সৌমিতৃষা৷ অনেকের ধারণা তারপর থেকেই সৌমিতৃষা বদলে গিয়েছেন। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন নায়িকা, সেই নিয়েও কম জলঘোলা হয়নি।
পয়লা বৈশাখে আদৃতের বাড়িতে বসেছিল আসর। সেখানে দেখা মিলল কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস, ফাহিম মির্জাদের। ‘আমরা’ লিখে নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন আদৃত। বাদ শুধু পড়েন মিঠাই নিজেই। (ছবি- ইনস্টাগ্রাম)
পয়লা বৈশাখে আদৃতের বাড়িতে বসেছিল আসর। সেখানে দেখা মিলল কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস, ফাহিম মির্জাদের। ‘আমরা’ লিখে নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন আদৃত। বাদ শুধু পড়েন মিঠাই নিজেই। (ছবি- ইনস্টাগ্রাম)
এক সময় বাংলার ঘরে ঘরে সন্ধে হলেই শোনা যেত একটা গান। সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই। আপামর বাঙালিকে একই সঙ্গে হাসিয়েছে আবার কাঁদিয়েওছে এই ধারাবাহিক। মিঠাই এবং উচ্ছেবাবুর প্রেম, এক অতি সাধারণ মেয়ের মুশকিল আসান হয়ে ওঠা, যৌথ পরিবার প্রথা- সবই ছিল মিঠাই ধারাবাহিকের অঙ্গ। এই ধারাবাহিক দিয়েই সৌমিতৃষা কুণ্ডু হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের মেয়ে। (ছবি- ইনস্টাগ্রাম)
এক সময় বাংলার ঘরে ঘরে সন্ধে হলেই শোনা যেত একটা গান। সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই। আপামর বাঙালিকে একই সঙ্গে হাসিয়েছে আবার কাঁদিয়েওছে এই ধারাবাহিক। মিঠাই এবং উচ্ছেবাবুর প্রেম, এক অতি সাধারণ মেয়ের মুশকিল আসান হয়ে ওঠা, যৌথ পরিবার প্রথা- সবই ছিল মিঠাই ধারাবাহিকের অঙ্গ। এই ধারাবাহিক দিয়েই সৌমিতৃষা কুণ্ডু হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের মেয়ে। (ছবি- ইনস্টাগ্রাম)
সেই ধারাবাহিকের নায়ক, বাঙালির হার্ট-থ্রব উচ্ছে বাবুরই বিয়ে হয়ে গেল গত ৯ মে। পাত্রী কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে আদৃতের দিদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম)
সেই ধারাবাহিকের নায়ক, বাঙালির হার্ট-থ্রব উচ্ছে বাবুরই বিয়ে হয়ে গেল গত ৯ মে। পাত্রী কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে আদৃতের দিদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের গোটা সাজেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। দুপুরে বৃদ্ধিতে লাল-সাদা শাড়ি পরেছিলেন কৌশাম্বী। মুখের আলগা হাসি রূপ বাড়িয়ে দিচ্ছিল আরও। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের গোটা সাজেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। দুপুরে বৃদ্ধিতে লাল-সাদা শাড়ি পরেছিলেন কৌশাম্বী। মুখের আলগা হাসি রূপ বাড়িয়ে দিচ্ছিল আরও। (ছবি- ইনস্টাগ্রাম)
গায়ে হলুদের সকালে হলুদ রঙের শাড়ি পরেছিলেন কৌশাম্বি। সঙ্গে লাল রঙের স্লিভলেস ব্লাউজ। হাতে, গলায়, কানে, মাথায় ফুলের গয়না। চুলে মেসি বান। (ছবি- ইনস্টাগ্রাম)
গায়ে হলুদের সকালে হলুদ রঙের শাড়ি পরেছিলেন কৌশাম্বি। সঙ্গে লাল রঙের স্লিভলেস ব্লাউজ। হাতে, গলায়, কানে, মাথায় ফুলের গয়না। চুলে মেসি বান। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের রাতে আদৃতের পরনে ছিল তসরের পাঞ্জাবি। কৌশাম্বী সেজেছিলেন চিরাচরিত লাল বেনারসিতে। মাথায় লাল ওড়না। গলায় একাধিক সোনার হার। কানে সোনার দুল, নাকে নথ। টোপর মাথায় অপরূপ লাগছিলেন আদৃতও। (ছবি- ইনস্টাগ্রাম)
বিয়ের রাতে আদৃতের পরনে ছিল তসরের পাঞ্জাবি। কৌশাম্বী সেজেছিলেন চিরাচরিত লাল বেনারসিতে। মাথায় লাল ওড়না। গলায় একাধিক সোনার হার। কানে সোনার দুল, নাকে নথ। টোপর মাথায় অপরূপ লাগছিলেন আদৃতও। (ছবি- ইনস্টাগ্রাম)
মালাবদলের সময় দুজনের মুখেই ছিল চওড়া হাসি। প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন তাঁরা, তা আর বলার অপেক্ষা রাখেনি। মালাবদলের সেই রোম্যান্টিক মুহূর্ত দেখে আবেগে ভেসছেন ভক্তরা। আবার টেনশন ফ্রি বর আদৃতের হাতে চায়ের কাপ দেখে হেসে লুটোপুটি খেয়েছেন ভক্তেরা। (ছবি- ইনস্টাগ্রাম)
মালাবদলের সময় দুজনের মুখেই ছিল চওড়া হাসি। প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন তাঁরা, তা আর বলার অপেক্ষা রাখেনি। মালাবদলের সেই রোম্যান্টিক মুহূর্ত দেখে আবেগে ভেসছেন ভক্তরা। আবার টেনশন ফ্রি বর আদৃতের হাতে চায়ের কাপ দেখে হেসে লুটোপুটি খেয়েছেন ভক্তেরা। (ছবি- ইনস্টাগ্রাম)
আদৃত-কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। গতমাসেই তাঁদের বিয়ের খবর ছড়ায়।
আদৃত-কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। গতমাসেই তাঁদের বিয়ের খবর ছড়ায়।

Mithai: নাম বদলালো ‘মিঠাই’-এর, বদলে গেল অভিনেতারাও! দেখুন

#কলকাতা: বাংলা ধারাবাহিকের দুনিয়ায় বিশাল জনপ্রিয়তা রয়েছে ‘মিঠাই’-এর (Mithai)। গত বেশ কয়েকমাস সমস্ত ধারাবাহিককে পিছনে ফেলে টিআরপির দৌড়ে শীর্ষে ছিল এই সিরিয়াল। একাধিক নতুন সিরিয়াল শুরু হলেও বেশ কিছুদিন দর্শকের মনে তারা দাগই কাটতে পারেনি মিঠাইয়ের জন্য। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাই হয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। এবং তাঁর উচ্ছে বাবু অর্থাৎ আদৃত রায় (Adrit Roy) তাঁদের অভিনয় গুণে দর্শকের মনে পাকা জায়গা করে নিয়েছেন।

এই মিঠাইয়ের জনপ্রিয়তা এমন তুঙ্গে পৌঁছেছে যে, অন্য ভাষাতেও এই সিরিয়ালের রিমেক তৈরি করা শুরু হয়েছে। এর আগে এর আগে তামিল ভাষায় মিঠাইয়ে রিমেক হয়েছে। সেখানে ‘মিঠাই’-এর চরিত্রের নাম বোম্মি। ধারাবাহিকটির নাম ‘নিনাইথালে ইলিক্কুম’। বাংলার ধারাবাহিকে সাইকেল চালিয়ে মনোহরা বিক্রি করে বেড়ায় মিষ্টি মিঠাই। তামিলে বোম্মি স্কুটিতে চড়ে বিক্রি করে মিষ্টি। গত ২৩ অগস্ট থেকে জি তামিলে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। বোম্মির চরিত্রে অভিনয় করছেন স্বাতী শর্মা (Swati Sharma)। এবং আনন্দ সেলভন (Anand Selvan) রয়েছে নায়কের ভূমিকায়।

তামিলের পর এবার ওড়িয়াতেও রিমেক হতে চলেছে মিঠাইয়ের। সামনে এল সেই ধারাবাহিকের প্রোমো। ওড়িশা ভাষায় ওই ধারাবাহিকের নাম ‘ঝিলি’। ঝিলিও মিঠাই-এর মতো নিজের হাতে মিষ্টি বানিয়ে সাইকেলে চড়ে সেগুলি বিক্রি করে। এমনকী মিঠাই-এর মতো সাজপোশাকও দেখা গিয়েছে ঝিলির। চুলে লম্বা বেণী বাঁধা, কোমরে গোঁজা আঁচল।

ঝিলির প্রোমোতে দেখা গেল, তাড়াহুড়ো করে মিষ্টি বিক্রি করতে গিয়ে ঝিলি সাইকেল গিয়ে পড়ে উচ্ছেবাবুর গাড়ির সামনে। এখানেও দু’জনের মধ্যে শুরু হয় অশান্তি। ঝিলির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নিকিতা মিশ্রকে (Nikita Mishra)। এবং অমর ছিনচানি (Amar Chinchani) করবেন উচ্ছে বাবুর চরিত্রে অভিনয়। জি সার্থক চ্যানেলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘ঝিলি’।  ঝিলির চরিত্রে অভিনয় করা নিকিতা নিজের ইনস্টাগ্রামে তাঁর চরিত্রের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

আরও পড়ুন: মধুমেশা ঠোঁট-আগুনে চোখ, মিঠাইয়ের হল কী! ছবিটা আপনি দেখেছেন?