Tag Archives: Sreerupa Mitra Chaudhury

Lok Sabha Elections 2024: উত্তরের একমাত্র মহিলা প্রার্থী বিজেপির ‘নির্ভয়া দিদি’, শ্রীরূপার টাকা-সোনা-সম্পত্তি কত জানেন?

মালদহ: নেই কোনও স্থাবর সম্পত্তি। নির্ভয়া দিদি নামে পরিচিত তিনি। গত লোকসভা নির্বাচনে পরাজিত হলেও বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়ে বর্তমানে তিনি বিধায়িকা। বর্তমানে তিনি ইংরেজবাজারের বিধায়িকা।‌ আবারও এবার লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ছেন বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

ক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। গত পাঁচ বছরে এই নিয়ে তৃতীয়বার মালদহে নির্বাচনে লড়ছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়িক শ্রীরূপা মিত্র চৌধুরী। ২০১৯ সালে লোকসভা ভোটে মালদহ দক্ষিণ কেন্দ্রে সামান্য ব্যবধানে পরাজিত হয়েছিলেন। গত পাঁচ বছরে মনোনয়নের সঙ্গে দাখিল করা তাঁর তিনটি হলফনামা অনুযায়ী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে বেড়েছে ফৌজদারি মামলার সংখ্যা। বর্তমানে তাঁর বিরুদ্ধে রয়েছে তিনটি ফৌজদারি মামলা।

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

অন্যদিকে, নিজস্ব স্থাবর সম্পত্তি নেই এই বিজেপি বিধায়িকার। নেই নিজস্ব গাড়িও।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ৬০ বছর বয়সী শ্রীরূপা মিত্র চৌধুরী। ২০১৯ সালে তিনি যখন মালদহ দক্ষিণ থেকে লোকসভা নির্বাচনে লড়াই করেন তখনকার হলফনামা অনুযায়ী শ্রীরূপার বিরুদ্ধে মাত্র একটি পুলিশ কেস ছিল। কিন্তু ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় তাঁর দাখিল করা হলফনামা অনুযায়ী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা বেড়ে হয় দু’টি।

আরও পড়ুন: গাড়িতে টানা কতক্ষণ AC চললে ১ লিটার তেল পোড়ে জানেন? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!

একটি কলকাতার রবীন্দ্র সরোবর অন্যটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানায়। তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগই দোষী সাব্যস্ত হননি শ্রীরূপা মিত্র চৌধুরী। হলফনামা অনুযায়ী শ্রীরূপা মিত্র চৌধুরীর বর্তমান অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১৫ লক্ষ ২০ হাজার টাকা। এর মধ্যে ধরা রয়েছে তাঁর ২০০ গ্রাম সোনার গয়না যার বর্তমান মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। তাঁর স্বামী রামকৃষ্ণ মিত্রর অস্থাবর সম্পত্তির বর্তমান মূল্য প্রায় ২৭ লক্ষ ৭৪ হাজার টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

২০১৯ এবং ২০২১ সালে পেশ করা হলফনামা অনুযায়ী শ্রীরূপার তৎকালীন অস্থাবর সম্পদের মূল্য ছিল যথাক্রমে ৬ লক্ষ ৩৪ হাজার ৮০০ টাকা এবং ৯ লক্ষ ৪৫ হাজার টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, হলফনামা অনুযায়ী শ্রীরূপা মিত্র চৌধুরী বা তাঁর স্বামীর নামে স্থাবর সম্পত্তি পাঁচ বছর আগেও ছিল না। এখনও নেই। মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থীর কোনও ঋণও নেই। রাজনীতির পাশাপাশি তিনি সমাজকর্মী, নারী অধিকার আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণকারী।

হরষিত সিংহ