Tag Archives: suchitra sen

Suchitra Sen: সুচিত্রা সেনের খোলা পিঠে হ‍ঠাত্‍ চুমু! ধর্মেন্দ্রর কাণ্ডে ঝড় উঠেছিল সেটে, কী করেছিলেন মহানায়িকা?

বাঙালির সিনে জগতে বহু নক্ষত্রের আগমণ হয়েছে। অনেক নায়িকাই অভিনয়, সৌন্দর্যের গুণে টলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তবু মহানায়িকা বললে একজনেরই নাম মনে আসে তিনি সুচিত্রা সেন।
বাঙালির সিনে জগতে বহু নক্ষত্রের আগমণ হয়েছে। অনেক নায়িকাই অভিনয়, সৌন্দর্যের গুণে টলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তবু মহানায়িকা বললে একজনেরই নাম মনে আসে তিনি সুচিত্রা সেন।
শুধু অভিনয় আর অপার্থিব সৌন্দর্যের গুণে নয়, সুচিত্রা সেনের বলিষ্ঠ ব‍্যক্তিত্বেরও চর্চাও ছিল সিনে জগতে। অভিনয়ের সময়েও নিজের ব‍্যক্তিত্ব বজায় রাখতেন তিনি। এহেন ব‍্যক্তিত্বময়ী সুচিত্রাকে না চাইতেই চুম্বন করে বসেন বলিউডের এক নামজাদা অভিনেতা।
শুধু অভিনয় আর অপার্থিব সৌন্দর্যের গুণে নয়, সুচিত্রা সেনের বলিষ্ঠ ব‍্যক্তিত্বেরও চর্চাও ছিল সিনে জগতে। অভিনয়ের সময়েও নিজের ব‍্যক্তিত্ব বজায় রাখতেন তিনি। এহেন ব‍্যক্তিত্বময়ী সুচিত্রাকে না চাইতেই চুম্বন করে বসেন বলিউডের এক নামজাদা অভিনেতা।
শোনা যায়, অভিনয়ের সময় কেউ তাঁকে স্পর্শ করুক তা চাইতেন না মিসেস সেন। তবে চিত্রনাট‍্যের প্রয়োজনে অনেক সময় সেরকম দৃশ্য থাকলে সুচিত্রা টাচ করতে দিতেন কখনও-সখনও।
শোনা যায়, অভিনয়ের সময় কেউ তাঁকে স্পর্শ করুক তা চাইতেন না মিসেস সেন। তবে চিত্রনাট‍্যের প্রয়োজনে অনেক সময় সেরকম দৃশ্য থাকলে সুচিত্রা টাচ করতে দিতেন কখনও-সখনও।
কিন্তু ম‍্যাডাম সেনের সঙ্গে প্রোটোকল ভেঙে দু:সাহসিক কাজ করেছিলেন এক অভিনেতা। তিনি আবার বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত এবং প্রথম সারীর এক অভিনেতা। শোনা যায়, সেই ঘটনার পর ঝড় উঠেছিল সেটে।
কিন্তু ম‍্যাডাম সেনের সঙ্গে প্রোটোকল ভেঙে দু:সাহসিক কাজ করেছিলেন এক অভিনেতা। তিনি আবার বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত এবং প্রথম সারীর এক অভিনেতা। শোনা যায়, সেই ঘটনার পর ঝড় উঠেছিল সেটে।
মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। সালটা ১৯৬৬। ছবির নাম মমতা। ছবির পরিচালক ছিলেন অসিত সেন। বাংলা ছবি ‘উত্তর ফাল্গুনী’র হিন্দি রিমেক ছিল ‘মমতা’।
মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। সালটা ১৯৬৬। ছবির নাম মমতা। ছবির পরিচালক ছিলেন অসিত সেন। বাংলা ছবি ‘উত্তর ফাল্গুনী’র হিন্দি রিমেক ছিল ‘মমতা’।
এই ছবিতেই নায়িকা সূচিত্রা সেনের বিপরীতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। এই ছবির শ‍্যুটিংয়েই সুচিত্রার প্রতি একটু বেশই দূর্বল হয়ে পড়েছিলেন ধর্মেন্দ্র। যা মোটেই পছন্দ হয়নি মহানায়িকার।
এই ছবিতেই নায়িকা সূচিত্রা সেনের বিপরীতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। এই ছবির শ‍্যুটিংয়েই সুচিত্রার প্রতি একটু বেশই দূর্বল হয়ে পড়েছিলেন ধর্মেন্দ্র। যা মোটেই পছন্দ হয়নি মহানায়িকার।
এক সাক্ষাত্‍কারে ধর্মেন্দ্র নিজেই জানিয়েছিলেন এই ঘটনার কথা। তাঁর কথায়, ‘‘সুচিত্রা সেনকে প্রথম দেখেছিলাম দেবদাস ছবিতে। সেই থেকে মনে মনে আমি তাঁকে পছন্দ করতাম। ‘মমতা’ ছবির শুটিংয়ে আমি এবং সুচিত্রা আউটডোরে গিয়েছিলাম। ছবির কিছু অংশের শুটিং হয়েছিল দার্জিলিংয়ে।”
এক সাক্ষাত্‍কারে ধর্মেন্দ্র নিজেই জানিয়েছিলেন এই ঘটনার কথা। তাঁর কথায়, ‘‘সুচিত্রা সেনকে প্রথম দেখেছিলাম দেবদাস ছবিতে। সেই থেকে মনে মনে আমি তাঁকে পছন্দ করতাম। ‘মমতা’ ছবির শুটিংয়ে আমি এবং সুচিত্রা আউটডোরে গিয়েছিলাম। ছবির কিছু অংশের শুটিং হয়েছিল দার্জিলিংয়ে।”
দার্জিলিংয়ের ছবির একটি রোম্যান্টিক দৃশ্যের শুটিং হয়েছিল। ধর্মেন্দ্রর কথায়, “রোম্যান্টিক গানের দৃশ্যে শুটিং করছিলাম আমি এবং সুচিত্রা সেন। হঠাৎই তাঁর পিঠে একটি চুমু খেয়েছিলাম আমি। খুব রেগে গিয়েছিলেন সুচিত্রা। আজও আমি এইকথা ভুলতে পারি না।”
দার্জিলিংয়ের ছবির একটি রোম্যান্টিক দৃশ্যের শুটিং হয়েছিল। ধর্মেন্দ্রর কথায়, “রোম্যান্টিক গানের দৃশ্যে শুটিং করছিলাম আমি এবং সুচিত্রা সেন। হঠাৎই তাঁর পিঠে একটি চুমু খেয়েছিলাম আমি। খুব রেগে গিয়েছিলেন সুচিত্রা। আজও আমি এইকথা ভুলতে পারি না।”
ধর্মেন্দ্রের এই আচমকা চুমু খাওয়ায় খুবই অসন্তোষ প্রকাশ করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। সকলের সামনে অসম্মানিত বোধ করেছিলেন তিনি। ধর্মেন্দ্রর প্রতি প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিলেন।

ধর্মেন্দ্রের এই আচমকা চুমু খাওয়ায় খুবই অসন্তোষ প্রকাশ করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। সকলের সামনে অসম্মানিত বোধ করেছিলেন তিনি। ধর্মেন্দ্রর প্রতি প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিলেন।
সুচিত্রার অসন্তোষ প্রকাশের পরই মহানায়িকার কাছে এই ঘটনার জন‍্য ক্ষমা চেয়েছিলেন ধর্মেন্দ্র। ভীষণই লজ্জিত বোধ করেছিলেন ধর্মেন্দ্র।
সুচিত্রার অসন্তোষ প্রকাশের পরই মহানায়িকার কাছে এই ঘটনার জন‍্য ক্ষমা চেয়েছিলেন ধর্মেন্দ্র। ভীষণই লজ্জিত বোধ করেছিলেন ধর্মেন্দ্র।
‘মমতা’ ছবিতে এই গানের দৃশ‍্যটি ছেঁটে ফেলা হয়। কিন্তু এই ঘটনার কথা প্রকাশিত হয়েছিল খবররে কাগজে। ছবিও প্রকাশিত হয়ে গিয়েছিল।
‘মমতা’ ছবিতে এই গানের দৃশ‍্যটি ছেঁটে ফেলা হয়। কিন্তু এই ঘটনার কথা প্রকাশিত হয়েছিল খবররে কাগজে। ছবিও প্রকাশিত হয়ে গিয়েছিল।

Suchitra Sen Special: সুচিত্রার জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, মহানায়িকার ১৬টি সুপারহিট ছবি এবার ওটিটি প্ল্যাটফর্মে

বাঙালি মননে উত্তম কুমার যদি আবেগের নাম হয়, সুচিত্রা সেন তাহলে রোম্যান্টিসিজমের প্রতীক। মহানায়কের পাশে মহানায়িকা। সেই হাসি, চকিত চাহনি কিংবা অভিমান। বাঙালি পুরুষ যুগে যুগে এমন জীবনসঙ্গীই চেয়েছে। যার হাত ধরে বলা যায়, “এই পথ যদি না শেষ হয়…”।
বাঙালি মননে উত্তম কুমার যদি আবেগের নাম হয়, সুচিত্রা সেন তাহলে রোম্যান্টিসিজমের প্রতীক। মহানায়কের পাশে মহানায়িকা। সেই হাসি, চকিত চাহনি কিংবা অভিমান। বাঙালি পুরুষ যুগে যুগে এমন জীবনসঙ্গীই চেয়েছে। যার হাত ধরে বলা যায়, “এই পথ যদি না শেষ হয়…”।
৬ এপ্রিল ছিল সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে নবরূপে বাঙালির কাছে মহানায়িকাকে হাজির করছে ‘ক্লিক’। ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সুচিত্রার একগুচ্ছ সুপারহিট ছবি। প্রতিদিন একটা করে সিনেমা। সুচিত্রার কী কী সিনেমা থাকছে?
৬ এপ্রিল ছিল সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে নবরূপে বাঙালির কাছে মহানায়িকাকে হাজির করছে ‘ক্লিক’। ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সুচিত্রার একগুচ্ছ সুপারহিট ছবি। প্রতিদিন একটা করে সিনেমা। সুচিত্রার কী কী সিনেমা থাকছে?
KLIKK ওটিটি-র তরফে জানানো হয়েছে, সুচিত্রার ১৬টি ছবি দেখতে পাবেন ইউজাররা। সেগুলি হল - ‘ইন্দ্রাণী’, ‘একটি রাত’, ‘অগ্নিপরীক্ষা’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ওরা থাকে ওধারে’, ‘পথে হল দেরি’, ‘সবার উপরে’, ‘সাগরিকা’, ‘হার মানা হার’, ‘বিপাশা’, ‘শিল্পী’, ‘সাড়ে ৭৪’, ‘জীবনতৃষা’, ‘নবরাগ’, ‘সদানন্দের মেলা’ এবং ‘ঢুলি’।
KLIKK ওটিটি-র তরফে জানানো হয়েছে, সুচিত্রার ১৬টি ছবি দেখতে পাবেন ইউজাররা। সেগুলি হল – ‘ইন্দ্রাণী’, ‘একটি রাত’, ‘অগ্নিপরীক্ষা’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ওরা থাকে ওধারে’, ‘পথে হল দেরি’, ‘সবার উপরে’, ‘সাগরিকা’, ‘হার মানা হার’, ‘বিপাশা’, ‘শিল্পী’, ‘সাড়ে ৭৪’, ‘জীবনতৃষা’, ‘নবরাগ’, ‘সদানন্দের মেলা’ এবং ‘ঢুলি’।
এই প্রসঙ্গে ক্লিক ওটিটি-র কর্ণধার অভয় তাঁতিয়া বলেন, “নতুন আর পুরনোর মেলবন্ধন ঘটাতে চায় ক্লিক। অতীতকে অস্বীকার করে নয়, তাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হয়। তাই নতুন ওয়েব সিরিজের পাশাপাশি জনপ্রিয় এভারগ্রিন বাংলা সিনেমাগুলিও নবরূপে ক্লিক প্ল্যাটফর্মে নিয়ে আসি আমরা। সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে এই নিবেদন তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আশা করি, মহানায়িকার সিনেমাগুলো দর্শকরা উপভোগ করবেন”।
এই প্রসঙ্গে ক্লিক ওটিটি-র কর্ণধার অভয় তাঁতিয়া বলেন, “নতুন আর পুরনোর মেলবন্ধন ঘটাতে চায় ক্লিক। অতীতকে অস্বীকার করে নয়, তাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হয়। তাই নতুন ওয়েব সিরিজের পাশাপাশি জনপ্রিয় এভারগ্রিন বাংলা সিনেমাগুলিও নবরূপে ক্লিক প্ল্যাটফর্মে নিয়ে আসি আমরা। সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে এই নিবেদন তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আশা করি, মহানায়িকার সিনেমাগুলো দর্শকরা উপভোগ করবেন”।
১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবি দিয়ে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন সুচিত্রা সেন। তখন অবশ্য তিনি সুচিত্রা হননি। তাঁর নাম ছিল রমা। যাই হোক, সেই ছবি ফ্লপ হয়। এরপর তরু মুখোপাধ্যায়ের ‘অ্যাটম বোমা’-তে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবি ১৯৫১ সালে নির্মিত হলেও মুক্তি পায় ১৯৫৪ সালে। তার আগেই ১৯৫৩ সালে মুক্তি পেয়েছে ‘সাড়ে চুয়াত্তর’। ব্যস, রাতারাতি বাঙালির নয়নের মণি হয়ে উঠলেন সুচিত্রা।
১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবি দিয়ে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন সুচিত্রা সেন। তখন অবশ্য তিনি সুচিত্রা হননি। তাঁর নাম ছিল রমা। যাই হোক, সেই ছবি ফ্লপ হয়। এরপর তরু মুখোপাধ্যায়ের ‘অ্যাটম বোমা’-তে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবি ১৯৫১ সালে নির্মিত হলেও মুক্তি পায় ১৯৫৪ সালে। তার আগেই ১৯৫৩ সালে মুক্তি পেয়েছে ‘সাড়ে চুয়াত্তর’। ব্যস, রাতারাতি বাঙালির নয়নের মণি হয়ে উঠলেন সুচিত্রা।
‘সাড়ে চুয়াত্তর’ ছবিতেই প্রথমবার উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন সুচিত্রা। জুটি হিট। দর্শকদের মুখে তখন একটাই নাম ‘উত্তম-সুচিত্রা’। এর পরের ২০ বছর এই জুটিই রাজত্ব করেছে টলিউডে। সেই সময়ের জনপ্রিয় সিনেমাগুলিই আবার দেখা যাবে ক্লিক-এ।
‘সাড়ে চুয়াত্তর’ ছবিতেই প্রথমবার উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন সুচিত্রা। জুটি হিট। দর্শকদের মুখে তখন একটাই নাম ‘উত্তম-সুচিত্রা’। এর পরের ২০ বছর এই জুটিই রাজত্ব করেছে টলিউডে। সেই সময়ের জনপ্রিয় সিনেমাগুলিই আবার দেখা যাবে ক্লিক-এ।
সুচিত্রা সেন স্পেশ্যাল ছবির তালিকা
সুচিত্রা সেন স্পেশ্যাল ছবির তালিকা

Suchitra Sen: উত্তমের পর সুচিত্রা সেন! জন্মদিনে শহরে ফিরছেন ‘মহানায়িকা’, কীভাবে? জানলে চমকে যাবেন

কলকাতা: জন্মদিনে শহরে ফিরছেন সুচিত্রা সেন ,খুশি মুনমুন সেন। তিনি মহানায়িকা। তাঁর জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন। পর্দা এবং তার বাইরের জগৎ তিনি দক্ষতার সাথে সামলে ছিলেন। ছবির চিত্রনাট্য নিয়ে খুবই খুঁতখুঁতে ছিলেন। বিপরীতে উত্তম কুমারই হোন বা সঞ্জীব কুমার, অশোক কুমার হোন বা দেব আনন্দ বা দিলীপ কুমার, তিনি নিপুণ দক্ষতায় তাঁর চরিত্র গুলোকে আরও বেশি করে গ্রহণযোগ্য করে তুলেছিলেন।

অসামান্য ব্যক্তিত্ব, ফিরিয়েছিলেন সত্যজিৎ রায়ের দেবী চৌধুরানী এর অফার। নিজের নীতিতে কোনও আপস না করে কাজ করে গেছেন, নিজের ইচ্ছাতেই আড়ালে চলে যান। আমৃত্যু বাইরের আর কারোর সামনে আসেননি এহেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। ৬ এপ্রিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষে শহর কলকাতার আই.সি.সি.আর এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে হতে চলেছে এক বিশেষ প্রদর্শনী ( ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৪ )। “সুচিত্রা”।

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এক ঘর ভরা সুচিত্রা সেনের অভিনীত ছবির অরিজিনাল পোস্টার, আয়োজক কলকাতার পোস্টার বয় হিসেবে পরিচিত বিশিষ্ট ভিনটেজ ফিল্ম পোস্টার ও ফিল্ম পাবলিসিটি মেটেরিয়াল কালেক্টর সুদীপ্ত চন্দ। উদ্বোধন করবেন শিল্পী কন্যা তথা বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন । উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট জনেরা। শুধুই কি পোস্টার? না, তার পাশাপাশি থাকছে ছবির বুকলেট, গানের বই, জীবনে একবারই গান রেকর্ড করেছিলেন থাকবে সেই রেকর্ডটি, এছাড়াও বিজ্ঞাপন, ম্যাগাজিন কভার, ফিল্ম স্টিলস্। সব মিলিয়ে একঘর ভরা শুধুই সুচিত্রার স্মৃতি।

প্রদর্শনীর জন্য বিশেষ পোস্টার ডিজাইন করেছেন দিল্লি নিবাসী বিশিষ্ট ইলাস্ট্রেটর সিদ ঘোষ। সুদীপ্ত চন্দ দীর্ঘ দিন ধরে ছবির পোস্টার সংগ্রহ করে চলেছেন। তিনি বলেন, ” আমি তখন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়ি। তখন পূর্ণ সিনেমায় অমিতাভের দ্যা গ্রেট গ্যাম্বলার ছবির পোস্টার দেখে আকৃষ্ট হই। সেটাই ছিল আমার প্রথম সংগ্রহ। সেই থেকেই পুরনো দিনের হাতে আঁকা ডিজাইনের পোস্টার সংগ্রহ শুরু। এগুলোর যথাযত সংরক্ষণ হওয়া প্রয়োজন। সুচিত্রা সেনকে নিয়ে এমন কাজ আশা করি সবার ভাল লাগবে।” সুরজিৎ কালার উদ্যোগে প্রকাশ পাবে সুচিত্রা সেন অভিনীত ছবির পোস্টার সম্বলিত বাংলা নববর্ষের ক্যালেন্ডার। সুদীপ্ত চন্দের সংগ্রহ থেকে।