Tag Archives: Survived

Wayanad tragedy survival: মাঝরাতে তোতাপাখি যা করল…ওয়ানাড ধসে তাতেই রক্ষা পেল এই পরিবার! দেখুন

এখন এখানেই শ্মশানের নীরবতা। সবুজের সমারোহে এত দিন পাখির কলতানে ভরে থাকত এই এলাকা। এখন এর রুক্ষ জর্জর ছবি দেখে আগে কী ছিল তা বোঝা কঠিন। প্রাকৃতিক দুর্যোগ এসে সব কিছু তছনছ করে গিয়েছে। যারা বেঁচে আছেন তাঁদের মুখে কথা নেই, আনন্দ নেই। হাসতে ভুলে গিয়েছে এখানকার মানুষ।
এখন এখানেই শ্মশানের নীরবতা। সবুজের সমারোহে এত দিন পাখির কলতানে ভরে থাকত এই এলাকা। এখন এর রুক্ষ জর্জর ছবি দেখে আগে কী ছিল তা বোঝা কঠিন। প্রাকৃতিক দুর্যোগ এসে সব কিছু তছনছ করে গিয়েছে। যারা বেঁচে আছেন তাঁদের মুখে কথা নেই, আনন্দ নেই। হাসতে ভুলে গিয়েছে এখানকার মানুষ।

 

মেপ্পাদি: এখন এখানেই শ্মশানের নীরবতা। সবুজের সমারোহে এত দিন পাখির কলতানে ভরে থাকত এই এলাকা। এখন এর রুক্ষ জর্জর ছবি দেখে আগে কী ছিল তা বোঝা কঠিন। প্রাকৃতিক দুর্যোগ এসে সব কিছু তছনছ করে গিয়েছে। যাঁরা বেঁচে আছেন তাঁদের মুখে কথা নেই, আনন্দ নেই। হাসতে ভুলে গিয়েছেন এখানকার মানুষ। কথা হচ্ছে মেপ্পাদির। একটি অপূর্ব শহর যা কেরলে সদ্য ঘটে যাওয়া ভয়ানক ধসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
মেপ্পাদি: এখন এখানেই শ্মশানের নীরবতা। সবুজের সমারোহে এত দিন পাখির কলতানে ভরে থাকত এই এলাকা। এখন এর রুক্ষ জর্জর ছবি দেখে আগে কী ছিল তা বোঝা কঠিন। প্রাকৃতিক দুর্যোগ এসে সব কিছু তছনছ করে গিয়েছে। যাঁরা বেঁচে আছেন তাঁদের মুখে কথা নেই, আনন্দ নেই। হাসতে ভুলে গিয়েছেন এখানকার মানুষ। কথা হচ্ছে মেপ্পাদির। একটি অপূর্ব শহর যা কেরলে সদ্য ঘটে যাওয়া ভয়ানক ধসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
 মানুষ এই পৃথিবীতে আসা অতিথির মতো। যেমন বাড়িতে অতিথি এলে তাঁকে চলে যেতেই হয়, তাই বাড়িটি আমাদের বলে গর্ব করলে কী হয়, ওয়ানাড দেখিয়েছে দিয়েছে। মানুষের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে এক ধস। ওয়ানাডের মেপ্পাদিতে ভূমিধসে ৩৫০ জনেরও বেশি লোক মারা গিয়েছেন। আরও শতাধিক নিখোঁজ। এত মানুষের হদিস এখনও পাওয়া যায়নি। এখানে সেখানে এখনও মিলছে অঙ্গ প্রত্যঙ্গ। তাঁদের সনাক্ত করাও সম্ভব হচ্ছে না।
মানুষ এই পৃথিবীতে আসা অতিথির মতো। যেমন বাড়িতে অতিথি এলে তাঁকে চলে যেতেই হয়, তাই বাড়িটি আমাদের বলে গর্ব করলে কী হয়, ওয়ানাড দেখিয়েছে দিয়েছে। মানুষের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে এক ধস। ওয়ানাডের মেপ্পাদিতে ভূমিধসে ৩৫০ জনেরও বেশি লোক মারা গিয়েছেন। আরও শতাধিক নিখোঁজ। এত মানুষের হদিস এখনও পাওয়া যায়নি। এখানে সেখানে এখনও মিলছে অঙ্গ প্রত্যঙ্গ। তাঁদের সনাক্ত করাও সম্ভব হচ্ছে না।
তবে, অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন এক পরিবার ও তাঁদের বন্ধুরা। বাড়ির একটি পোষা টিয়া পাখিই নাকি দশজনের বেশি মানুষকে বাঁচিয়েছে! চির কালই কোনও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে পশু-পাখিরা সবার আগে টের পায়। সেই কথাই প্রমাণিত হল বিপদের সময়ে।
তবে, অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন এক পরিবার ও তাঁদের বন্ধুরা। বাড়ির একটি পোষা টিয়া পাখিই নাকি দশজনের বেশি মানুষকে বাঁচিয়েছে! চির কালই কোনও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে পশু-পাখিরা সবার আগে টের পায়। সেই কথাই প্রমাণিত হল বিপদের সময়ে।
চুড়ামালার কে এম বিনোদের বাড়ি যেখানে ভূমিধস হয়েছিল সেখানেই। কিন্তু মর্মান্তিক ঘটনার আগের দিন সন্ধ্যায় বিনোদ ও তাঁর পরিবার কলোনি রোডে তাঁর বোন নন্দার বাড়িতে গিয়েছিলেন। বর্তমানে তাঁদের ঘরের কোনও চিহ্ন নেই। সব ভেসে গিয়েছে। বিনোদ যে তাঁর বাড়িতে অরুমা নামে একটি 'কিঙ্গিনি' তোতা পালন করছিলেন, তিনি তাঁর বড় বোনের বাড়িতে যাওয়ার সময় খাঁচা-সহ তোতাটিকে নিয়ে যান।
চুড়ামালার কে এম বিনোদের বাড়ি যেখানে ভূমিধস হয়েছিল সেখানেই। কিন্তু মর্মান্তিক ঘটনার আগের দিন সন্ধ্যায় বিনোদ ও তাঁর পরিবার কলোনি রোডে তাঁর বোন নন্দার বাড়িতে গিয়েছিলেন। বর্তমানে তাঁদের ঘরের কোনও চিহ্ন নেই। সব ভেসে গিয়েছে। বিনোদ যে তাঁর বাড়িতে অরুমা নামে একটি ‘কিঙ্গিনি’ তোতা পালন করছিলেন, তিনি তাঁর বড় বোনের বাড়িতে যাওয়ার সময় খাঁচা-সহ তোতাটিকে নিয়ে যান।
সকাল থেকে প্রবল বৃষ্টি হওয়ায় সন্ধ্যার পর বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। তাই সেদিন বিনোদ তাঁর বোন নন্দার বাড়িতে থেকে যান। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। জানা যায়, মধ্যরাতে ভূমিধসের কিছুক্ষণ আগে, তোতাপাখি ভূমিধসের বিষয়ে পরিবারকে সতর্ক করেছিল। খাঁচার মধ্যে পাখি তার ডানা ঝাপটাতে থাকে। ডাকতে থাকে বিনোদকে।  সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু পাখির ডাকে জেগে ঘর থেকে বাইরে বেরিয়ে অবাক হয়ে যান। বোঝেন কিছু বিপদ সংকেত দিচ্ছে পাখি। (ছবির ক্রেডিট: মনোরমা অনলাইন ওয়েবসাইট)
সকাল থেকে প্রবল বৃষ্টি হওয়ায় সন্ধ্যার পর বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। তাই সেদিন বিনোদ তাঁর বোন নন্দার বাড়িতে থেকে যান। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। জানা যায়, মধ্যরাতে ভূমিধসের কিছুক্ষণ আগে, তোতাপাখি ভূমিধসের বিষয়ে পরিবারকে সতর্ক করেছিল। খাঁচার মধ্যে পাখি তার ডানা ঝাপটাতে থাকে। ডাকতে থাকে বিনোদকে। সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু পাখির ডাকে জেগে ঘর থেকে বাইরে বেরিয়ে অবাক হয়ে যান। বোঝেন কিছু বিপদ সংকেত দিচ্ছে পাখি। (ছবির ক্রেডিট: মনোরমা অনলাইন ওয়েবসাইট)
কারণ বিনোদ পাখির আর্তনাদের পাশাপাশি বাড়ির উঠোনে ঘোলা জল দেখেছিলেন। কাদা-জল বাড়তে থাকায় তাঁরা ভূমিধসের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন। বিনোদ অবিলম্বে পরিবারকে জাগিয়ে তোলেন। চুড়ামালার বাসিন্দা তাঁর বন্ধু জিজিন, প্রশান্ত এবং আশকারকে ডেকে বিপদের বিষয়ে সতর্ক করেন। তিনি তাদের অবিলম্বে বাড়ি খালি করে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেন এবং তাঁরাও পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েন। (ছবির ক্রেডিট: জন্মভূমি ওয়েব)
কারণ বিনোদ পাখির আর্তনাদের পাশাপাশি বাড়ির উঠোনে ঘোলা জল দেখেছিলেন। কাদা-জল বাড়তে থাকায় তাঁরা ভূমিধসের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন। বিনোদ অবিলম্বে পরিবারকে জাগিয়ে তোলেন। চুড়ামালার বাসিন্দা তাঁর বন্ধু জিজিন, প্রশান্ত এবং আশকারকে ডেকে বিপদের বিষয়ে সতর্ক করেন। তিনি তাদের অবিলম্বে বাড়ি খালি করে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেন এবং তাঁরাও পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েন। (ছবির ক্রেডিট: জন্মভূমি ওয়েব)
তাঁরা জায়গাটি খালি করার মাত্র আধ ঘণ্টার মধ্যে ভূমিধসে বাড়িটি ধসে পড়ে। বিনোদ এবং তাঁর বন্ধু জিজির বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আশকর ও প্রশান্তের বাড়ি আংশিক ধ্বংস হয়েছে। বর্তমানে বিনোদ ও তার পরিবার মেপ্পাদি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পে রয়েছেন। পোষা তোতা যে প্রাণ বাঁচিয়েছে তাঁদের এ কথা বোঝার পর স্তম্ভিত বিনোদ ও তাঁর বন্ধুরা।
তাঁরা জায়গাটি খালি করার মাত্র আধ ঘণ্টার মধ্যে ভূমিধসে বাড়িটি ধসে পড়ে। বিনোদ এবং তাঁর বন্ধু জিজির বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আশকর ও প্রশান্তের বাড়ি আংশিক ধ্বংস হয়েছে। বর্তমানে বিনোদ ও তার পরিবার মেপ্পাদি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পে রয়েছেন। পোষা তোতা যে প্রাণ বাঁচিয়েছে তাঁদের এ কথা বোঝার পর স্তম্ভিত বিনোদ ও তাঁর বন্ধুরা।