Tag Archives: Sushant singh Rajput

‘ভগবান আমাদের সঙ্গে আছে’, রিয়ার গ্রেফতার হতেই ট্যুইট সুশান্তের দিদির

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নয়া মোড় ৷ কদিন ধরেই যে জল্পনা চলছিল তাই সত্যি হল ৷ একটানা তিনদিন জেরার পর গ্রেফতার রিয়া চক্রবর্তী ৷ মাদক যোগের কারণে সুশান্ত সিং রাজপুতের বান্ধবীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়ার গ্রেফতারির খবর আসতেই ট্যুইটারে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির ট্যুইট- ‘ভগবান আমাদের সঙ্গেই আছেন ৷’

উল্লেখ্য, সোমবারই জেরা শেষে বেরিয়েই বান্দ্রা পুলিশ স্টেশনে গিয়ে পাল্টা অভিনেতার দুই বোনের নামে অভিযোগ করেন ‘জলেবি’ গার্ল ৷ রিয়ার অভিযোগ, সুশান্তের দিদি প্রিয়াঙ্কা, মিতুই অভিনেতার মৃত্যুর জন্য দায়ী ৷ তারাই জাল প্রেসক্রিপশন দিয়ে ভুল ওষুধ খাইয়েছেন সুশান্তকে ৷ সিবিআই রিয়ার অভিযোগের তদন্ত করবে বলে জানা গিয়েছে । রিয়ার গ্রেফতারির খবর আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে টুইট শুরু করেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যরা। সত্যমেব জয়তে বলে ট্যুইট করতে শুরু করেন সুশান্তের ভক্তরাও।

সূত্রের খবর, জেরায় ভেঙে পড়ে রিয়া তাঁর দোষ স্বীকার করেছেন ৷ প্রথম থেকে তিনি দাবি করে আসছিলেন সুশান্ত মাদক নিতেন। কিন্তু তাঁর কোনও যোগ নেই মাদকচক্রের সঙ্গে। তবে আজ এনসিবির জেরার মুখে পড়ে রিয়া জানান তিনিও মাদক সেবন করতেন নিয়মিত। গ্রেফতারির পর রিয়ার মেডিকেল টেস্ট করানো হবে। যার জন্য রিয়ার রক্ত এবং চুলের নমুনা সংগ্রহ করা হবে ৷ পরীক্ষা করে দেখা হবে তিনি মাদক সেবন করেন কিনা ৷ একইসঙ্গে করোনা টেস্টও হবে তাঁর ৷ গ্রেফতার হওয়ার পর কেঁদে ফেলেন তিনি।

এই নিয়ে সুশান্ত মৃত্যু রহস্যে মাদক যোগের তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করল NCB ৷ এর আগে মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ গ্রেফতার হয়েছেন সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তও ৷

 

‘সঠিক বিচার হবেই’! সুশান্তের আবেগঘন ভিডিও পোস্ট করে লিখলেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না

#মুম্বই:  জুনের ১৪ তারিখ নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। ২ মাস কেটে গিয়েছে এই ঘটনার। বলিউডের সেলেব সহ গোটা দেশ জানতে চায় সুশান্তের মৃত্যুর আসল কারণ। তাঁর এই আত্মহত্যার পিছনে গভীর চক্রান্ত আছে, এমনটাই মনে করেন সকলে। কঙ্গনা রানাওয়াত, শেখর সুমন, মনোজ বাজপেয়ী, নানা পটেকরের মতো বলি সেলেবরা এই মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ।

সুশান্তের মৃত্যুর জন্য পরোক্ষ ভাবে দায়ী করা হয়েছিল বলিউডের নেপোটিজমকে। উঠে এসেছিল করণ জোহর, মহেশ ভাট, সলমন খান সহ বলিউডের বেশ কিছু সেলেবের নাম। তবে এখন পুরো তদন্তের গতি অন্যদিকে। সুশান্তের প্রেমিকা রিয়ার দিকেই সকলের নজর। সিবিআই তদন্তও শুরু হয়েছে। এর আগেই সুশান্তের মৃত্যুকে মেনে নিতে পারেননি ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তিনি পোস্ট করে বলেছিলেন, ‘আমি জানি সত্যিটা ঠিক সামনে আসবে।”

ফের একবার একটি ভিডিও পোস্ট করলেন সুরেশ রায়না। সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল ছিল। বন্ধু বা ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। সুশান্তের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ” সুশান্ত তুমি আমাদের সবার কাছে ইন্সপিরেশন ছিলে। তোমার ভক্তরা সব কিছুর থেকে বেশি মিস করছে তোমায়। আমার বিশ্বাস আছে সরকারের ওপর। তুমি বিচার পাবেই।” এই ভিডিও পোস্ট হতেই বহুবার শেয়ার হয়। ট্যুইটারে এ কথা লিখেছেন সুরেশ রানা। তবে শুধু তিনি নন, সুশান্তের জন্য বিচার চায় গোটা দেশ।

সোশ্যাল মিডিয়া তোলপাড়! সুশান্ত সিং রাজপুতের বাইকের সামনে প্রতীক্ষারত পোষ্য, সুপার ভাইরাল ভিডিও

#মুম্বই: সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় সিবিআই তদন্তের গতি ইতিমধ্যেই বাড়িয়েছে, মুম্বই পৌঁছে একের পর এক সূত্রের খোঁজে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে ৷ তদন্তে বেশ কিছু এমন তথ্য উঠে আসছে যা দেখে রীতিমত চমকে যেতে হচ্ছে ৷ সুশান্তের মৃত্যুর খবর শুধুই বলিউড নয় তাঁর ভক্ত, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনকে বেশ হতাশ করেছে ৷

কোনও ভাবেই সেই যন্ত্রণার দুঃখ জয় করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার মন মানসিকতা তৈরি করতে পারছেনা ৷ এমনই এক পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে সুশান্তের পোষ্য ফাজের ৷ বেশ কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুতের ভাগ্নি একটি ভিডিও শেয়ার করে দেখিয়েছিলেন কীভাবে ফাজ তাঁর প্রভুর অপেক্ষায় দিন গুনছে? সেই ভিডিওতে দাবি করা হচ্ছে সুশান্তের পোষ্য তাঁর বাইকের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ৷ সুশান্তের সঙ্গে পোষ্য ফাজের সম্পর্কের গভীরতা ছিল অত্যন্ত ৷ আবেগে পরিপূর্ণ এই ভিডিও প্রকাশ্যে আসতে তামাম সুশান্ত ভক্তদের মন কেঁদেছে ৷ ভিডিওটি শেয়ার করার দাবি করা হয়েছে ৷ নানান স্মৃতি, উঠেছে বেশ কিছু অজানা তথ্যও

বাইকে করে বহু দূর পর্যন্ত সুশান্ত ফাজকে নিয়ে ঘুরতেন ৷ দু’মাসেরও বেশি সময় হয়ে গেল আর ফাজকে নিয়ে বেড়াতে যাচ্ছেন না সুশান্ত ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে সবাই আবেগে গা ভাসিয়েছেন ৷ একবার নয় বহুবারই সুশান্ত তার পোষ্যকে নিয়ে বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন ৷

কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুতের ভাইঝি মল্লিকা সিং তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ফাজের একটি ভিডিও শেয়ার করেছিলেন, ভিডিওটি ২০১৮ সালের, লিখেছিলেন ‘আজও সে অপেক্ষা করছে দরজায় আওয়াজ হলেই আশা করে মুখ বাড়িয়ে দেখে ৷ এখনও সুশান্তের সঙ্গে ফাজের পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হচ্ছে ৷

সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্ত নিয়ে সিবিআই প্রসঙ্গে বড় বয়ান অভিনেতা শেখর সুমনের

#মুম্বই: সুপ্রিম নির্দেশে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার গ্রহণ করেছে সিবিআই ৷ তদন্তভার গ্রহণ করার পরেই তদন্তের গতিবেগ বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সুশান্তের অনুরাগীরা মনে করছেন তাঁদের প্রিয় অভিনেতার আত্মা এইবার সুবিচার পাবে ৷

এরই মধ্যে অভিনেতা শেখর সুমন জানিয়েছেন যে সুশান্তের তদন্তভার সিবিআই হাতে নেওয়াতে তিনি অত্যন্ত খুশি হয়েছেন ৷ সিবিআই তদন্তভার গ্রহণ করাতে যে তিনি খুশি হয়েছেন তার প্রকাশ পেয়েছে একটি ট্যুইটেই ৷ লিখেছেন – ‘এই ভাবেই তদন্ত করতে হয় ৷ সিবিআই পূর্ণ শক্তিতে তদন্ত করছে ৷ আর বিভিন্ন সূত্র ধরেই এগোচ্ছে দুর্দান্ত গতিবেগে ৷ ঈশ্বর তদন্তকারী কর্তাদের এমন শক্তি প্রদান করুন যাতে যাতে খুব তাড়াতাড়ি সত্যের উন্মোচন হতে পারে ৷’

সুশান্তের মৃতদেহ ময়না তদন্ত প্রসঙ্গে তিনি লিখেছেন ‘আমি পড়েছি এবং জানতে পেরেছি ময়না তদন্তকারী পাঁচ চিকিৎসক ছুটিতে চলে গিয়েছিলেন, এই খবর সম্পূর্ণ রূপে ভুল ৷ একটি সাক্ষাৎকারে জেনেছিলাম, মনে হয়েছিল সেটি সম্পাদন করা ভিডিও ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউড-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষকে শোকগ্রস্ত করেছে ৷ এই প্রথমবার নয় এর আগেও শেখর সুমন সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুলেছিলেন ৷’

‘আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান’…শ্রীমদ্ভগবতগীতা-র ছবি পোস্ট করলেন সুশান্তের দিদি

#ক্যালিফোর্নিয়া: জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত ৷ এই ভাষাতেই সোশ্যাল মিডিয়া উত্তাল ৷ সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে সিবিআই তদন্ত দাবি করে আওয়াজ উঠিয়েছেন সেলেব থেকে সাধারণ মানুষ৷ বলিউডের উজ্জ্বল এই তারকার মৃত্যু ঘিরে এখন রহস্য দানা বেঁধেই চলেছে ৷ আত্মহত্যা নাকি নায়ককে পরিকল্পিতভাবে খুন ? প্রশ্ন উঠছে সব মহলে ৷

বুধবার অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই হবে একটা বড় সিদ্ধান্ত৷ কারা তদন্ত করবেন অভিনেতার মৃত্যুর কারণ৷ তার আগে সুশান্তের দিদি- র ট্যুইট ভাইরাল৷ তিনি মহাভারতের বিখ্যাত কৃষ্ণার্জুনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘Lead Us from darkness unto LIGHT! Sharnagati’ অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, শরণাগতি৷

এর আগেও তিনি সুশান্তের জন্য সুবিচার চেয়ে সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছিলেন৷ কারণ নিজের ভাইয়ের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না তিনিও৷

সুশান্তের এরকম পরিণতিকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এসেছে বলিউডের অন্ধকার দিক৷ পুলিশের কঠোর জেরার সামনে পড়েছেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা ৷ সোশ্যাল মিডিয়ায় তো সুশান্তের ‘প্রেমিকা’ অভিনেত্রী রিয়া চক্রবর্তী কালপ্রিটের রূপ নিয়েছে ৷ রোজই সামনে আসছে একের পর এক তথ্য ৷ সঙ্গে বেড়েই চলেছে সুশান্তের মৃত্যু নিয়ে বিতর্ক ৷

এরকমই এক উত্তাল পরিবেশে, সুশান্তের ফ্যানেরা যে দিনটির জন্য অপেক্ষায় ছিলেন ৷ তার অবসান হতে চলেছে আজ অর্থাৎ বুধবার ৷ আজ  সুপ্রিম কোর্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআই হস্তক্ষেপ করবে কিনা বা গোটা তদন্তের ভার মুম্বই পুলিশের ওপরই থাকবে কিনা তা নিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ রায় ৷

বিহার সরকারের তরফ থেকে প্রথমেই সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইয়ের হস্তক্ষেপকে সবুজ সংকেত দেখানো হয়েছে ৷ তবে মহারাষ্ট্রের সরকারের পক্ষ থেকে এই নিয়ে রয়েছে  বিরোধিতা ৷

এখনও পর্যন্ত এই মামলায় মোট ৫৬ জনের বয়ান নথিভুক্ত করা হয়েছে ৷ যেহেতু অভিনেতার মৃত্যু মুম্বইতে হয়েছে, সেহেতু গোটা তদন্তের প্রাথমিক দায়ভার পড়েছে মুম্বই পুলিশের হাতেই ৷ অন্যদিকে, বিতর্কে থাকা সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে দাখিল হওয়া সিবিআই হস্তক্ষেপের এই মামলার কোনও বিরোধিতা করেননি ৷ অবশেষে সুশান্ত মৃত্যু তদন্তে সিবিআই দায়িত্ব নেয় নাকি মুম্বই পুলিশের হাতেই থাকে বিষয়টি, তার উত্তর পাওয়া যাবে আর কিছুক্ষণেই৷

‘তোমাকে ভুলে যাওয়া অসম্ভব !’ সুশান্তের স্মৃতিতে ভিডিও শেয়ার করলেন অঙ্কিতা

#মুম্বই: সময় যেন জলের মতো এগিয়ে চলেছে ৷ সুশান্তের মৃত্যুর ২ মাস পড়েও যেন নায়কের প্রয়াণের শোক কাটিয়ে উঠতে পারেনি বলিউড ৷ প্রিয় মানুষের চলে যাওয়ার বেদনা যেন বার বার আঘাত করে চলেছে তাঁকে ৷ তাই তো কাজের ভিড়ে, স্মৃতিতে সব সময়ই উঁকি দিয়ে বেড়াচ্ছেন সুশান্ত ৷

হ্যাঁ, ঠিক এমনটাই হচ্ছে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ৷ কিছুতেই যেন সুশান্তের এরকম পরিণতি মেনে নিতে পারছেন না তিনি ৷ তাই তো বার বার ফিরে নায়কের স্মৃতি মন্থনে ফিরে ফিরে যাচ্ছেন অঙ্কিতা ৷

এই যেমন সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অঙ্কিতা শেয়ার করলেন একটি ভিডিও ৷ ভিডিওটি আপলোড করে অঙ্কিতা লিখলেন, ‘মিরাকেল ম্যান, উজ্জ্বল আত্মা, অনুপ্রেরণা… তোমাকে ভুলে যাওয়া সম্ভব নয় !’

সুশান্তের জন্য গোটা বিশ্ব ব্যাপি প্রার্থনার অংশই ছিল অঙ্কিতার এই ভিডিও৷

অন্যদিকে, সুশান্তের মৃত্যুর তদন্তে রোজ রোজ নতুন তথ্য পাচ্ছে পুলিশ৷ সুশান্তের ফ্ল্যাটের কর্মচারী, তাঁর বন্ধু, রিয়া ও রিয়ার পরিবারকেও বার বার জেরা করা হচ্ছে ৷ বলিউডের তাবড় অভিনেতারা সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইকে যুক্ত করার বিষয়ে প্রকাশ্যে এগিয়েও এসেছেন ৷

রিয়ার ইচ্ছে ছিল প্রাইভেট প্লেন ও হোটেল কেনার ! পুরনো ভিডিও ভাইরাল

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য দিন দিন জটিল আকার ধারণ করছে ৷ রোজই রোজই পুলিশি জেরার উঠে আসছে নানা নতুন নতুন তথ্য ৷ আর এই ব্যাপারে রিয়া চক্রবর্তীর বয়ানই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মোচড় সুশান্ত মৃত্যু কাণ্ডে ৷

প্রথম থেকেই সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়াকে জড়িয়ে নানা রকম খবর প্রকাশ্যে আসছিল৷ সোশ্যাল মিডিয়ায় রিয়া তো একেবারে কালপ্রিট ৷ রিয়াও প্রতিবার পুলিশের কড়া জেরার মুখে পড়ে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন ৷

এই যেমন সম্প্রতি রিয়া, সুশান্তের সঙ্গে তাঁর ইউরোপ ট্রিপ ও হোটেলে একটি ছবি দেখে সুশান্তের অস্বাভাবিক আচরণ সম্পর্কে পুলিশকে জানিয়েছেন ৷

অন্যদিকে যখন সামনে আসে, সুশান্ত মাত্র ২ দিনের মধ্যে নিজের এফডি তুলে নিয়েছিলেন, রিয়াকে সেই প্রশ্ন করায় রিয়া স্পষ্টই জানিয়ে ছিলেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না !

ঠিক এরই মাঝে সোশ্যাল মিডিয়া ভাইরাল হল, রিয়ার এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও ৷ যেখানে দেখা গেল রিয়া স্পষ্টই জানিয়েছেন, তাঁর ইচ্ছে একটি প্রাইভেট প্লেন, একটা দ্বীপ ও হোটেল কেনার ৷

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওকেই শেয়ার করে নেটিজেনরা, জাস্টিস ফর সুশান্তের ডাক দিচ্ছেন !

বাচ্চাদের জড়িয়ে ধরছেন সুশান্ত, দিচ্ছেন গোলাপ!‌ ভিডিও দেখে নেটিজেনদের চোখে জল

সুশান্ত সিং রাজপুত অভিনীত দিল বেচারা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর টেলিভিশন প্রিমিয়ারও হয়ে গিয়েছে রবিবার। আর সেখানেই দেখানো হয়েছে নানারকম বিহাইন্ড দ্যা সিন। মানে সিনেমার অন্দরের নানা দৃশ্য তুলে ধরা হয়েছে। স্টার প্লাস চ্যানেল কর্তৃপক্ষের ট্যুইটার অ্যাকাউন্টেও তেমনই কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, খোশ মেজাজে জীবন উপভোগ করছেন সুশান্ত সিং রাজপুত। বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে তুলে দিচ্ছেন গোলাপ, জড়িয়ে ধরছেন তাঁদের। কত বড় মনের মানুষ ছিলেন তিনি, সেটা আবারও উঠে এসেছে এই ভিডিওতে। সেই কারণেই আজ এই ভিডিও দেখে নতুন করে চোখে জল আসছে নেটিজেনদের।

ভিডিওতে দেখা যাচ্ছে, সুশান্ত একবার বিশেষভাবে সক্ষম একটি শিশুকে জড়িয়ে ধরছেন, আবার দৃষ্টিশক্তিহীন একটি শিশুর হাত ধরছেন তিনি, উপহার দিচ্ছেন ফুল। যাতে তাঁদের স্পেশাল ফিল করানো যায়। আবার সেটে কীভাবে শ্যুটিংয়ের ফাঁকে গিটার বাজাচ্ছেন সুশান্ত, সেটাও ধরা পড়েছে। কেউ এই ভিডিও দেখলে বুঝতে পারবে না, ভিতরে ভিতরে হয়ত মানসিকভাবে ভেঙে যাওয়ার পরেও এভাবেই নিজেকে বাঁচিয়ে রাখার শক্তি সঞ্চয় করতেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু এর পরেই যে তাঁর মৃত্যুর খবর শুনতে হতে পারে, তা কেউ ভাবতে পারে না।

এর আগেও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেখানে দেখা যায়, অন্য সেলিব্রিটিরা কোনও একটি পার্টি থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যাচ্ছেন, ওদিকে সুশান্ত সরাসরি গাড়িতে না উঠে, পাশে দাঁড়িয়ে থাকা বেলুনওয়ালা ছোট্ট ছেলেটির সঙ্গে কথা বলছেন, তারপর ছবি তুলছেন, তারপর গাড়িতে উঠছেন। নেটিজেনরা বলছেন, এর থেকেই বোঝা যায়, কতটা মানবিক, কতটা বড় মনের ছিলেন সুশান্ত সিং রাজপুত। না হলে, আর পাঁচজন সেলিব্রিটির মতো তিনিও সেদিন গাড়িতে উঠে গেলেই পারতেন। কিন্তু তিনি জাননি। এটাই তাঁকে আরও বড় করে তুলেছে।

ব্রিলিয়ান্ট’দের কি বলিউড স্বপ্ন দেখতে আছে?

#কলকাতা: সুশান্ত সিং রাজপুত ৷ সোশ্যাল মিডিয়ায় যেন এক বিপ্লবের নাম৷ তাঁর মৃত্যু আরও স্পষ্ট করেছে লাইমলাইটের পিছনের অন্ধকারকে ৷ তদন্তে একে একে সামনে আসছে নানা মত, নানা তথ্য, নানা সমীকরণ ৷ তবে এরই মাঝে মধ্যবিত্তের ড্রয়িংরুমে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, ‘ব্রিলিয়ান্ট’রা কী আর স্বপ্ন দেখবে বলিউডে পা রাখার? সুশান্ত সিং রাজপুতের এরকম পরিণতি কি ভাবাচ্ছে তাঁদের? — উত্তর খুঁজলেন শর্মিলা মাইতি

পঞ্চাশ দিন কেটে গেল, এখনও লক্ষ মানুষের মনে কী যেন একটা শূন্যতা খচখচ করছে! কী যেন একটা নেই। সুশান্ত সিং রাজপুতের এই হঠাৎ চলে যাওয়াটা একটা অস্বস্তি, একটা প্রশ্ন যা মধ্যবিত্ত মনের ওই নিঃশব্দ, নিশ্চুপ জায়গাটা দখল করে বসে আছে, কিছুতেই যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া খুললেই সুশান্তের প্রাণবন্ত ভিডিও, প্রাণভোলানো হাসি, দিল বেচারার ছোট্ট ছোট্ট টুকরো, কিছুই ভুলতে দিচ্ছে না, তাই না?
মনে হচ্ছে, প্রাণ আছে, এখনও প্রাণ আছে।

প্রথমে প্রশ্নটা শুরু হযেছিল ‘কেন’ দিয়ে ৷ এক বিরাট জিজ্ঞাসাচিহ্ন যা করোনার সঙ্কটটাও ভুলিয়ে দিয়েছিল কিছুকালের জন্য ৷ স্বয়ং বচ্চনসাব ছ’বার ‘কেন’ শব্দটা লেখার পর অবিচুয়ারি লিখেছেন ব্লগে।
এ মৃত্যুসংবাদটা কোথাও যেন মধ্যবিত্তের 2BHK ফ্ল্যাটে গিয়ে কড়া নেড়েছে। সেফটি লকারে হাত দিয়েছে। ভয় ধরিয়েছে। সাফল্যের ‘মই’টা ধরাশায়ী করে দিয়েছে! সাফল্যের চুড়োর সংজ্ঞাটা যে অনেক কষ্ট করে শেখা, তাতে খাপে খাপে মিলে যায় সুশান্ত সিং রাজপুত নামটা, আমজনতার হিরো! কী ছিল না তাঁর? অসম্ভব সুন্দর তীক্ষ্ণ চেহারা, আবেদনে ভরা চোখ, অভিনয়ে ‘শুইয়ে’ দেবেন আচ্ছা-আচ্ছা নামদেরও, খোদ অক্ষয়কুমার ঈর্ষান্বিত হয়েছেন। ব্যাঙ্ক ব্যালেন্স ছিল যা, তাতে তিন পুরুষ আরামে চলে যাবে।

ছবির অফার, ওয়েবসিরিজের অফার ছিল, কোটি কোটি টাকার ডিল ছিল, বান্দ্রায় আকাশছোঁয়া অ্যাপার্টমেন্ট ছিল, চাঁদে কেনা জমি ছিল, তবু সুইসাইড! ভেতরটা ছ্যাঁত করে ওঠে। কেন, কিছুতেই কেন হিসেবটা মিলছে না…তার কিছুদিন আগেই চিরতরে বিদায় নিয়েছেন ইরফান খান, ঋষি কাপুর। ফিল্মোগ্রাফি যাঁদের বিরাট লম্বা ৷ কিন্তু সুশান্তের মৃত্যু যেন ঝোড়ো সাইক্লোন! সব ঢেকে দিল। ঠিকমতো দুঃখপ্রকাশের সময়টাও দিল না। এই প্রতিবেদনটি যখন লেখাহচ্ছে, তখন ‘কেন’-র সংখ্যা চক্রবৃদ্ধিহারে বেড়ে গিয়েছে. কোটি কোটি জনরোষ জমা পড়ছে সোশ্যাল মিডিয়ায়, ঝড় উঠেছে তারকা সন্তানের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে, কাদা ছোড়াছুড়ি থেকে বিষোদগার, কোনওটাই বাকি রাখেনি। ততদিনে এতে রাজনীতির রং লেগেছে। বিহার পুলিশের সঙ্গে মুম্বই পুলিশের ধুন্ধুমার বেধে গিয়েছে। কেন্দ্রীয় সরকার অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

‘জাস্টিস ফর সুশান্ত ‘ হ্যাশট্যাগ অবশেষে সফল বলে উল্লাস করছেন জনগণ  আর ওদিকে আরও অনেকটা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে সুশান্তের ‘ মধ্যবিত্ত’ পরিবার।

বলিউডে কোনও মৃত্যুই এখনও অবধি এতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারেনি। এর কারণ হিসেবে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার বাইরেও একটা বিরাট জনমত কার্যকর। যারা বার বার দেখতে পাচ্ছে, কাই পো চে কিংবা ধোনি দ্য আনটোল্ড স্টোরির সুশান্তকে নয়, একটা তুখড় বুদ্ধিধর ছেলে, মধ্যবিত্ত বাবা-মায়ের ‘হিরের টুকরো’কে। যে ছেলেটা তুড়িতে অঙ্কের জটিল সমাধান করতে পারে, সাত-সাতটা ইঞ্জিনিয়ারিং এনট্রান্স ‘ক্র্যাক’ করতে পারে, ফিজিক্স  অলিম্পিয়াডে ন্যাশনাল লেভেলে বাজি মারতে পারে, মোদ্দা কথা এমন এক ‘পড়াশোনায় ভাল’ ছেলেকে এমন দুয়ো দিল বলিউড? কত বড় স্পর্ধা! বারো ক্লাস না পেরনো, পেটে গুঁতো মারলেও কিছু বেরোবে না এমন কতগুলো আকাট, বাপের পয়সায় বড়লোক ছেলেপুলে নিয়েই তো তৈরি ওই জগতটা।  ঠিক এখানেই বড়সড় একটা অন্তর্মুখী লড়াই… সুশান্ত কোনও বিশেষ অভিনেতা হয়ে থাকেন না, হয়ে যান ‘আমাদেরই লোক’৷ যার বাবার সাতমহলা বাড়ি ছিল না, বিএমডব্লু ছিল না, ছিল আমার আপনার মতোই মোজেইকের মেঝে। সাধারণ সোফাসেট। কুরুশের কাজ করা ঢাকনা দেওয়া।

চার বোনের এক ভাই সুশান্ত এই বাড়ি থেকেই তো পড়াশুনো করেছে, পাল্লা দিয়ে জয়েন্টে পেয়েছে, এসবের পরে বিদেশে বড় কোম্পানিতে চাকরি করতে পারত, আরও কত উন্নতির রাস্তা বাঁধা ছিল… তা না করে বলিউড পাড়ি? এমনও কি হয়? ব্রিলিয়ান্ট ছেলেদের কি বলিউড ভাবতে আছে … সিনেমা দেখে রিল্যাক্স করো, ঠিক আছে, হিরো’ হয়ে নাচানাচির স্বপ্নটা কি মেলানো যায় ওই ক্যাটাগরির সঙ্গে? ‘হিরো’তো হতে যাবে তারাই, যারা এই বিপুল জ্ঞানের জগতে ‘হেরোপার্টি’। লাস্টবেঞ্চার। যাদের লাইফে ‘অন্য কিছু’ হওযার নেই।

এ কথা বললে অনেকেই বিরোধিতা করবেন, কিন্তু ২০২০ সালে এসেও নব্বই ভাগ মধ্যবিত্ত এখনও সেফ চাকরির স্বপ্নের আফিমেই বুঁদ করে রাখতে চান উত্তরসুরিদের ৷ সেখানেই সুশান্ত এক ছকভাঙা সাহস ৷ এক বুক ঝড় ৷ সুশান্ত ওই টিপিক্যাল স্বপ্নটাকে ভুল প্রমাণ করেছিল। পর পর ‘সফল’ হয়ে দেখিয়েছিল, ট্র্যাক চেঞ্জ করেও ফিনিশ লাইনে পৌঁছনো যায়। জয়োল্লাস করা যায়।  খুব কাছের মানুষেরা জানতেন, সুশান্তের বিজ্ঞানচেতনাই নয়, উর্দু কবিতাও তিনি আবৃত্তি করতেন স্বচ্ছন্দে।

 

View this post on Instagram

 

Perhaps, the difference between what is miserable, and that, which is spectacular, lies in the leap of faith… #selfmusing ?

A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on

আদতে অসম্ভব ডিসিপ্লিনড, প্রতিদিনের টু-ডু লিস্টে বই পড়া ছিল মাস্ট। রাতে ৫৫ লক্ষ টাকা দিয়ে কেনা টেলিস্কোপে চোখ রেখে নক্ষত্রের গভীরতায় ডুব দেওয়া ছিল অভ্যেস।
বলিউডে সবার চেয়ে আলাদা একমাত্র সুশান্ত যিনি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতে পারতেন। ডিগ্রী সাজানো নয়, মেধায় অবিরত শান দেওয়া ছিল তাঁর কাছে জল-ভাত। প্রতিদিনের অনুশীলন।

একমাত্র সুশান্ত যিনি জিম-ফিটনেস-অভিনয়-স্টান্টের বাইরেও, সারাজীবন ছিলেন এক জ্ঞানপিপাসু মনোযোগী ছাত্র। চিরকিশোর। মেধা আর গ্ল্যামার যে বিবাহিত দম্পতির মতো একসঙ্গে পাশাপাশি থাকতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ একমাত্র তিনি। অভিনয় তাঁর একটা বিশেষ গুণ মাত্র।

কী শেষ করল, কে শেষ করল সুশান্ত সিং রাজপুতকে? তার উত্তর খুঁজুক সিবিআই৷ আসলে হত্যা না আত্মহত্যা, তা অনুসন্ধানের গুরুভার এখন সিবিআইয়ের হাতে… কিন্তু মধ্যবিত্তের সযত্নে লালিত স্বপ্নটার কী হবে এবার? লেখাপড়ায তুখড় ছেলেরা কি এতটুকু বলিউড স্বপ্ন দেখলেও, তা পূর্ণ করার সাহস করতে পারবে… নাকি থেকে যাবে চাকরি-প্রোমোশন-ব্যাঙ্ক ব্যালেন্স ট্র্যাকে? জীবনভর সেই ট্রাকেই দৌড়বে, তাদের সন্তানদেরও একই ট্র্যাকে দৌড়তে বলবে? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুই একটা মস্ত বড় পরাজয়। একটা অসাধারণ স্বপ্নভঙ্গ। নেপথ্যের ‘কেন’-টা ইম্পর্ট্যান্ট নয়। বাইরের চ্যাঁচামেচি মাত্র। ভিতরের প্রদীপটা কখন নিভেই গিয়েছে।

প্লিজ ফিরে এসো ভাই ! রাখির দিনে সুশান্তকে মনে করে চোখের জলে ভাসলেন বোন শ্বেতা

#মুম্বই: আজ রাখি উৎসব ৷ মূলত, ভাই-বোনের বন্ধনকে উদযাপন করার দিন ৷ এ এমনই এক বন্ধন, যা কিনা সব সম্পর্কের ওপরে ৷ যে সম্পর্কে না থাকে কোনও স্বার্থ, না থাকে কোনও আশা-আকাঙ্খা ৷ শুধুই ভালবাসার সুতোতে বাঁধা থাকে ভাই ও বোন ৷ আর তাই ভাইয়ের সঙ্গে সেই সম্পর্কের কথা মনে করে যেন মন কেঁদেছে সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা কৃতি সিংয়ের!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে রোজ রোজই নতুন নতুন করে জটিলতা শুধুই ভালবাসার সুতোতে বাঁধা থাকে ভাই ও বোন ৷ বাড়ছে ৷ রোজ রোজই নতুন নতুন সব তথ্য সামনে আসছে৷ এরই মাঝে সুশান্তের পরিবারের লোক সুশান্তের বান্ধবী রিয়ার নামে অভিযোগ দায়ের করেছেন ৷

তবে এত সবের মাঝে ভাইকে হারিয়ে জীবনটা একেবারে যেন পাল্টে গেছে, সুশান্তের বোনের ৷ তাই তো এই রাখির দিন, বার বার সুশান্তের স্মৃতিতে ফিরে যাচ্ছেন সুশান্তের বোন শ্বেতা ৷

ট্যুইটারে তিনি মনের কষ্টে লিখে ফেললেন, ‘ফিরে এসো, আজকে তোমাকে খুব মনে পড়ছে !’