Tag Archives: Tathagata mukherjee

Tathagata-Payel Serial: ‘দেশের মাটি’র পর ফের তথাগত-পায়েল জুটি, প্রেম-ঘৃণার ওঠাপড়া থেকে নারীর অধিকারের লড়াই, আসছে নতুন ধারাবাহিক

‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। আসছে নতুন ধারাবাহিক। সান বাংলায়। তথাগত মুখোপাধ্যায় এবং পায়েল দের নতুন জুটির অপেক্ষায় দর্শকেরা। নারীর অধিকারের লড়াইয়ের গল্প দেখবেন বাংলার ধারাবাহিকপ্রেমীরা।
‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। আসছে নতুন ধারাবাহিক। সান বাংলায়। তথাগত মুখোপাধ্যায় এবং পায়েল দের নতুন জুটির অপেক্ষায় দর্শকেরা। নারীর অধিকারের লড়াইয়ের গল্প দেখবেন বাংলার ধারাবাহিকপ্রেমীরা।
‘দেশের মাটি’ ধারাবাহিকের পর আবার জুটি হিসেবে দেখা যাবে তথাগত এবং পায়েলকে। গল্পের শুরুর দিকে তাঁদের দাম্পত্য খুব সুখের নয়। তিক্ততায় ভরা সম্পর্ক। কিন্তু প্রেমের আশা পুরোপুরি মুছেও দেওয়া যায় না।
‘দেশের মাটি’ ধারাবাহিকের পর আবার জুটি হিসেবে দেখা যাবে তথাগত এবং পায়েলকে। গল্পের শুরুর দিকে তাঁদের দাম্পত্য খুব সুখের নয়। তিক্ততায় ভরা সম্পর্ক। কিন্তু প্রেমের আশা পুরোপুরি মুছেও দেওয়া যায় না।
এই ধারাবাহিকের নায়িকা আলো ওরফে আলোলিকা সিংহ রায় বিখ্যাত সংবাদপত্র ‘সূর্যোদয়’ পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পূত্রবধূ। সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী।
এই ধারাবাহিকের নায়িকা আলো ওরফে আলোলিকা সিংহ রায় বিখ্যাত সংবাদপত্র ‘সূর্যোদয়’ পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পূত্রবধূ। সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী।
সংসারের সমস্ত খুঁটিনাটি, বাড়ির সকলের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারওরই তাঁর প্রতি কোনও নজরই নেই। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকু আলো পায়নি।
সংসারের সমস্ত খুঁটিনাটি, বাড়ির সকলের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারওরই তাঁর প্রতি কোনও নজরই নেই। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকু আলো পায়নি।
এই সংসারে সে বড্ড বেমানান, আলোর মনের এক কোণে যে আঁধার, তার খোঁজ কেউ রাখে না। তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার।
এই সংসারে সে বড্ড বেমানান, আলোর মনের এক কোণে যে আঁধার, তার খোঁজ কেউ রাখে না। তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার।
আলোর একমাত্র পরিচয় ‘সিংহ রায় বাড়ির পূত্রবধূ’ নয়। স্বামীর সঙ্গেও সম্পর্ক ভাল নয়। স্বামী রগচটা। স্ত্রী ইংরেজি জানে না, তথাকথিত শিক্ষিত নয় বলে কোথাও নিয়ে যায় না।
আলোর একমাত্র পরিচয় ‘সিংহ রায় বাড়ির পূত্রবধূ’ নয়। স্বামীর সঙ্গেও সম্পর্ক ভাল নয়। স্বামী রগচটা। স্ত্রী ইংরেজি জানে না, তথাকথিত শিক্ষিত নয় বলে কোথাও নিয়ে যায় না।
তথাগত বলেন, ‘‘আমি আর পায়েল তিন বছর বাদে আবার জুটি হিসেবে কাজ করছি। এর আগে ২০২১ সালে দেশের মাটি ধারাবাহিকে কাজ করেছিলাম। আমাদের মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। খুব ভাল বন্ধু আমরা। তাই কাজ করতেও সুবিধা হবে।’’
তথাগত বলেন, ‘‘আমি আর পায়েল তিন বছর বাদে আবার জুটি হিসেবে কাজ করছি। এর আগে ২০২১ সালে দেশের মাটি ধারাবাহিকে কাজ করেছিলাম। আমাদের মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। খুব ভাল বন্ধু আমরা। তাই কাজ করতেও সুবিধা হবে।’’
নারীর নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের গল্প বলবে সান বাংলার নতুন ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। ধারাবাহিকের প্রযোজনায় বাংলা টকিজ। পরিচালক কিরণ ধর।
নারীর নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের গল্প বলবে সান বাংলার নতুন ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। ধারাবাহিকের প্রযোজনায় বাংলা টকিজ। পরিচালক কিরণ ধর।

Bhotbhoti on YouTube: রিলিজের সময় হল না পাওয়ায় বিতর্কে বিদ্ধ, তথাগতর সেই ছবি ‘ভটভটি’ আজ ইউটিউবে, একদিনে ৪০ হাজার ভিউ

কলকাতা: ছবি বানানোর সময় থেকে মুক্তির দু’বছর পরও… ‘ভটভটি’ নিয়ে বিতর্ক-আলোচনা বহাল রয়েছে। সে প্রেক্ষাগৃহ না পাওয়া থেকে শুরু করে ছবির কলাকুশলীদের ব্যক্তিগত জীবন, নানা কারণে। আবার শিরোনাম দখল করল সেই সিনেমা। তবে এবার কেবল নিজেরই প্রতিভায়। সরাসরি ইউটিউব চ্যানেলে মুক্তি পেল পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’। একদিনেই ৪০ হাজার ছাড়িয়েছে ভিউয়ের সংখ্যা।

একদিকে তথাগতরই বাণিজ্যিক ভাবে সফল ছবি ‘পারিয়া’ ওটিটিতে মুক্তি পেল। সেই সময়েই তাঁর আগের ছবি ইউটিউব চ্যানেলে জায়গা করে নিল। আজ থেকে দু’বছর আগে ১১ অগাস্ট ‘ভটভটি’ রিলিজ করেছিল। তার পাশাপাশি একাধিক হিন্দি এবং বাংলা ছবি মুক্তি পেয়েছিল একই সময়ে। আর তার জেরে যথেষ্ট সংখ্যক হল না পাওয়া থেকে ‘ভটভটি’র প্রিমিয়ার না হওয়া অবধি নানান ঘটনার সাক্ষী থেকেছে গোটা টিম। কিন্তু দর্শককে আবারও ছবি দেখানোর সুযোগ করে দিতে পেরে খুশি পরিচালক।

তথাগতর কথায়, ‘‘এত ঘটনার পরে দু’বছর কেটে গিয়েছে। বহু মানুষ জানতে চেয়েছেন, কোথায় ‘ভটভটি’ দেখতে পাওয়া যাবে। কিন্তু আমি উত্তর দিতে পারিনি। প্রযোজনা সংস্থার অভ্যন্তরীণ সিদ্ধান্তের জন্য ‘ভটভটি’ স্যাটেলাইট বা ডিজিটালি কোথাও দেখা যায়নি। অবশেষে ১৬ অগাস্ট ২০২৪ ভটভটি সবার প্রর্দশনের জন্য উন্মুক্ত হল। প্রযোজক প্রমোদ ফিল্মসের ইউটিউব চ্যানেল ‘প্লুটো মিউজিক’-এ। লেখক, পরিচালক হিসেবে আমার প্রথম সন্তান ‘ভটভটি’, আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়।’’

পরিচালক জানান, রিলিজের সময় থেকে দুর্ভাগ্য এই ছবির প্রতিনিয়ত সঙ্গী। ২০২০ সালের মে মাসে ভটভটি রিলিজ করার পরিকল্পনা ছিল, কোভিড অতিমারির কারণে তা সম্ভব হয়নি। ২০২২ সালের ১১ অগাস্ট ‘ভটভটি’ রিলিজ করে এবং মাত্র ১২টি সিনেমা হলে দেখানো হয়। তাও প্রাইম টাইম পাওয়া যানি। ফলে অধিকাংশ মানুষ বঞ্চিত হয়েছেন ছবি দেখায়।

তথাগতর কথায়, ‘‘সমালোচক আর যেটুকু দর্শকের কাছে ‘ভটভটি’ পৌঁছতে পেরেছিল তাঁদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছি। তাও ভটভটি তার প্রাপ্য স্বীকৃতি পায়নি বলেই আমার বিশ্বাস। কারণ সাধারণ মানুষ ভটভটি দেখতেই পাননি। আজ বাংলা সিনেমার এই দুর্দিনে, যে সময়ে বাংলা সিনেমা কেনা বেচা ভীষণ রকম ক্ষতিগ্রস্ত, সে সময়ে প্রযোজকদের এই সিদ্ধান্তে আমি এবং গোটা টিম খুবই আপ্লুত ও কৃতজ্ঞ। কারণ একজন শিল্পীর প্রাথমিক লক্ষ্য তাঁর শিল্প সর্বসাধারণের কাছে পৌঁছানো। ছবির সঙ্গে জড়িত অনেক অভিনেতা ও টেকনিশিয়ানরা এক বছর ধরে এ সিনেমার নির্মাণে যে নিরলস পরিশ্রম করেছিলেন অবশেষে তাঁরা স্বীকৃতি পাবেন। তা ছাড়া এত বড় বাজেটের কোনও সিনেমার এই প্রথম ইউটিউবে রিলিজ করল সরাসরি।’’

২০২২ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। অভিনয়ে ছিলেন বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, ঋষভ বসু, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, দীপঙ্কর দে, অমিত সাহা, মনু মুখোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, লামা হালদার, তথাগত মুখোপাধ্যায় নিজে এবং প্রমুখ।

Bibriti Chatterjee Interview: যারা আমায় ঘরভাঙানি বলে, তারা কখনও কারও ঘর ভাঙেনি? তথাগত-দেবলীনাকে নিয়ে বিস্ফোরক বিবৃতি!

Bibriti Chatterjee: অন্যের বিয়ে ভেঙেছেন অভিনেত্রী? উত্তরে উঠে এসেছে অনেক কথা৷ জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পথচলার গল্প শোনালেন বিবৃতি চট্টোপাধ্যায়।

Bengali Movie: প্রক্ষেগৃহের পর ওটিটি-তে মুক্তি পাচ্ছে ‘পারিয়া’! কবে, কোথায় দেখা যাবে? জানুন

গত ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে দর্শকদের মন কেড়েছিল, "পারিয়া"। শুধু তাই নয়, সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল অ্যাকশন-প্যাকড এই ছবি। এবার ১২ জুলাই ওটিটি হইচই-তে প্রিমিয়ার হতে চলেছে এই সিনেমা।
গত ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে দর্শকদের মন কেড়েছিল, “পারিয়া”। শুধু তাই নয়, সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল অ্যাকশন-প্যাকড এই ছবি। এবার ১২ জুলাই ওটিটি হইচই-তে প্রিমিয়ার হতে চলেছে এই সিনেমা।
তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ও রচিত 'পারিয়া' ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অঙ্গনা রায় ও অম্বরীশ ভট্টাচার্য।
তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ও রচিত ‘পারিয়া’ ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অঙ্গনা রায় ও অম্বরীশ ভট্টাচার্য।
পথকুকুরদের প্রতি সংবেদনশীল হওয়ার বার্তা দিয়েছে একটি ছবি। নায়ক অমানবিক আচরণের বিরুদ্ধে লড়াই করে এবং একটি বিশাল কুকুর পাচারকারী চক্রকে পুলিশের হাতে তুলে দেয়।
পথকুকুরদের প্রতি সংবেদনশীল হওয়ার বার্তা দিয়েছে একটি ছবি। নায়ক অমানবিক আচরণের বিরুদ্ধে লড়াই করে এবং একটি বিশাল কুকুর পাচারকারী চক্রকে পুলিশের হাতে তুলে দেয়।
পরিচালক তথাগত মুখোপাধ্যায় তাঁর অনুপ্রেরণা সম্পর্কে বলেন, ‘বছরের পর বছর ধরে প্রাণীদের প্রতি দুর্ব্যবহারের সাক্ষী  আমি নিজে। এই ঘটনাগুলি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাঁদের অধিকারের ছিনিয়ে দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ, আমি এই অন্যায়গুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে চলচ্চিত্রে মাধ্যমের সাহায‍্য নিয়েছি। 'পারিয়া' একটি আমার মনেক কাজ যার মূল লক্ষ্য দর্শকদের ইতিবাচকভাবে প্রভাবিত করা।’
পরিচালক তথাগত মুখোপাধ্যায় তাঁর অনুপ্রেরণা সম্পর্কে বলেন, ‘বছরের পর বছর ধরে প্রাণীদের প্রতি দুর্ব্যবহারের সাক্ষী আমি নিজে। এই ঘটনাগুলি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাঁদের অধিকারের ছিনিয়ে দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ, আমি এই অন্যায়গুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে চলচ্চিত্রে মাধ্যমের সাহায‍্য নিয়েছি। ‘পারিয়া’ একটি আমার মনেক কাজ যার মূল লক্ষ্য দর্শকদের ইতিবাচকভাবে প্রভাবিত করা।’
ছবির মুখ্য চরিত্র বিক্রম চট্টোপাধ্যায় বলেন, ‘'পারিয়া'তে শুধু শারীরিক প্রশিক্ষণ নয়, মানসিকভাবেও কঠোর পরিশ্রম করতে হয়। দর্শকদের প্রতিক্রিয়া খুবই মূল্যবান। হইচই এবং এসভিএফের সহায়তায়, আমরা এই চলচ্চিত্রটি বৃহত্তর দর্শকদের কাছে আনতে পারছি অবশেষে এবং তাঁদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য উন্মুখ।’
ছবির মুখ্য চরিত্র বিক্রম চট্টোপাধ্যায় বলেন, ‘’পারিয়া’তে শুধু শারীরিক প্রশিক্ষণ নয়, মানসিকভাবেও কঠোর পরিশ্রম করতে হয়। দর্শকদের প্রতিক্রিয়া খুবই মূল্যবান। হইচই এবং এসভিএফের সহায়তায়, আমরা এই চলচ্চিত্রটি বৃহত্তর দর্শকদের কাছে আনতে পারছি অবশেষে এবং তাঁদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য উন্মুখ।’
পরিচিত মুখ সৌম্য মুখোপাধ্যায় তাঁর কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে ছবির খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে। তিনি বলেন, 'একজন অভিনেতা হিসেবে নতুন চরিত্রে অভিনয় করা সবসময়ই একটা অ্যাডভেঞ্চার। এই চরিত্রের জন্য, আমি বিভিন্ন কর্মশালায় অংশ নিয়েছি এবং বাস্তব জীবনেও কসাইদের পর্যবেক্ষণ করেছি। চরিত্রটা ফুটিয়ে তোলা খুবই চ্যালেঞ্জিং ছিল। তবে দর্শকদের ভালবাসা এটিকে সার্থক করে তুলেছিল। আমার কাছে যা দাঁড়িয়ে ছিল তা হ'ল চরিত্রটি কোনও আউট এবং আউট ভিলেন নয়।’
পরিচিত মুখ সৌম্য মুখোপাধ্যায় তাঁর কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে ছবির খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে। তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে নতুন চরিত্রে অভিনয় করা সবসময়ই একটা অ্যাডভেঞ্চার। এই চরিত্রের জন্য, আমি বিভিন্ন কর্মশালায় অংশ নিয়েছি এবং বাস্তব জীবনেও কসাইদের পর্যবেক্ষণ করেছি। চরিত্রটা ফুটিয়ে তোলা খুবই চ্যালেঞ্জিং ছিল। তবে দর্শকদের ভালবাসা এটিকে সার্থক করে তুলেছিল। আমার কাছে যা দাঁড়িয়ে ছিল তা হ’ল চরিত্রটি কোনও আউট এবং আউট ভিলেন নয়।’

Pariah Vol 2: জঙ্গলরক্ষার দায়িত্বে বিক্রম! তথাগতর কাঁধে কাঁধ মিলিয়ে ফের অস্ত্র তুলে নেবেন নায়ক, ঝলকে শিউরে উঠবেন!

কলকাতা: গতকাল, শুক্রবার নিজের জন্মদিনে বড় দায়িত্ব পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এবার উত্তর-পূর্ব ভারতের জঙ্গল রক্ষার ভার কাঁধে নিলেন টলিউডের ‘হার্ট থ্রব’। প্রাণিজগৎ আর অরণ্য রক্ষা করে আরণ্যক হয়ে উঠবেন বিক্রম। নায়কের জন্মদিনেই মুক্তি পেল পারিয়ার দ্বিতীয় কিস্তির মোশন পোস্টার।

চলতি বছরই পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’ সিনেমা নিয়ে হইচই পড়ে গিয়েছিল টলিউডে। দুর্দান্ত সাফল্যের পর একই বছরে দ্বিতীয় কিস্তির কাজে জোরকদমে নেমে পড়েছেন তথাগত। এই বছরের শেষেই শুরু হতে চলেছে ‘পারিয়া ২’-এর শ্যুটিং।

ছবিতে মুখ্য চরিত্রে আবারও অভিনেতা বিক্রম। তথাগত নিজের জন্মদিনে আভাস দিয়েছিল ‘পারিয়া ২’ আসছে। আর গতকাল অভিনেতা বিক্রমের জন্মদিনে ছবির মোশন পোস্টার নিয়ে হাজির হয়েছেন। সারমেয়র মুখোশে, বন্দুক হাতে সম্মুখসমরে হাজির বিক্রম।

ছবিতে দু’টো সময়কে ধরা হবে একইসঙ্গে। একদিকে বিক্রম অভিনীত লুব্ধকের নেপথ্য কাহিনি, অন্যদিকে ‘পারিয়া’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে লুব্ধকের যাত্রা। উত্তর-পূর্বের জঙ্গল ও প্রাণিজগৎ ধরা দেবে এই ছবিতে।

‘পারিয়া’-তে কেবল কুকুরদের কথা বলা হয়েছিল। এবার গোটা প্রাণিজগতের অস্তিত্বের রক্ষার লড়াই তুলে ধরবেন তথাগত। পরিচালকের কথায়, ‘‘মানুষ আজ পশুপাখির জগতে ঢুকে পড়েছে। জঙ্গল কেটে রাস্তা তৈরি করছে, ইমারত তৈরি করছে। সেই সব প্রশ্ন তুলবে ‘পারিয়া ২’। কুকুরের মতো অনান্য জীবজন্তুদের উপরও যে ক্রমাগত অত্যাচার করে চলেছে মানুষ, তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি থাকবে পারিয়ার এই ভাগে।’’

বিক্রম বলেন, ‘‘পারিয়া ১-এর জন্য নিজের লুক পুরো পাল্টে ফেলেছিলাম। এবারে আরও খাটনি থাকবে। এবার যেহেতু দু’টো টাইমলাইন, একবার ওজন বাড়াতে হবে, একবার ওজন কমাতে হবে। খাওয়াদাওয়ার পরিবর্তন ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে।’’

‘পারিয়া ২’-তে বিক্রম ছাড়াও থাকবেন অঙ্গনা রায়, দেবাশিষ রায়, বিমল গিরি, দেবপ্রসাদ হালদার প্রমুখেরা। তবে খলনায়কের চরিত্রে থাকবে বড় চমক। চলতি বছর পুজোর শেষে শুরু হবে ‘পারিয়া ২’-এর শ্যুটিং।