Tag Archives: Telegram Tips

ভারতেও কি নিষিদ্ধ হতে পারে Telegram? শুরু হল তদন্ত! কী অভিযোগ এই অ‍্যাপের বিরুদ্ধে?

কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন জনপ্রিয় মেসেজিং অ‍্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরোভ। গত শনিবার প‍্যারিস বিমানবন্দরে গ্রেফতার করা হয় টেলিগ্রামের সিইওকে। পাভেল দুরোভের গ্রেফতারির পর থেকেই প্রশ্নচিহ্নের মুখে টেলিগ্রামের ভবিষ‍্যত্‍? ভারতেও কি নিষিদ্ধ হতে পারে এই অ‍্যাপ? সেই সম্ভাবনাও খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ভারতে টেলিগ্রামের সম্পর্কে তদন্ত শুরু করেছে ভারত সরকার। পাভেল দুরভের গ্রেফতারির ঠিক পরপরই শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। নিয়ম মেনে কাজ না করলে ভারতে নিষিদ্ধ করা হতে পারে মেসেজিং অ‍্যাপ, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: পিঁপড়ের উত্‍পাতে নাজেহাল? রান্নাঘর খাবার রাখাই দুষ্কর, ৪ সহজ টিপস্ জেনে নিন, আপনার বাড়িতে পিঁপড়ের ‘নো এন্ট্রি’ গ‍্যারান্টি

টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা, মাদক পাচার, সাইবারবুলিং, সন্ত্রাসবাদের প্রচার-সহ আরও অনেক অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই ফ্রান্সে গ্রেফতার করা হয়েছে এই সংস্থার সিইও পাভেল দুরোভকে। ভারত সরকারও তদন্ত শুরু করেছে টেলিগ্রাম সম্পর্কে।

আরও পড়ুন: ঐশ্বর্যর সঙ্গে এ কী করতেন সলমন! শেষমেশ পরিচালককে দিতে হয় বকা? এই কারণেই কী ভাঙে চর্চিত প্রেম?

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ‘‘ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি টেলিগ্রামে পিটুপি যোগাযোগের তদন্ত করছে। টেলিগ্রামকে ব‍্যবহার করে ভারতে কোনওরকম অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে কিনা, বিশেষত জুয়ার মতো কোনও কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’’

টেলিগ্রামেও হ‍্যাকারদের হানা? অ‍্যাকাউন্ট থাকলে এখনই করুন এই কাজ

অ্যান্ড্রয়েডের জন্য টেলিগ্রাম অ্যাপে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি আবিষ্কৃত হয়েছে, যা ব্যবহারকারীদের ভিডিওর ছদ্মবেশে পলিউটেড ফাইলের মাধ্যমে নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। ESET-এর সাইবারসিকিউরিটি গবেষকরা জিরো-ডে এক্সপ্লয়েটকে চিহ্নিত করেছেন, “EvilVideo” নামে, যা হ্যাকারদের ব্যবহারকারীর ডিভাইসগুলির সঙ্গে আপোস করার অনুমতি দেবে।

এই এক্সপ্লয়েট টেলিগ্রামের পুরনো ভার্সনকে লক্ষ্য করে, বিশেষ করে ভার্সন ১০.১৪.৫-এর আগের ভার্সনকে লক্ষ্য করে করা হয়েছে।

হ‍্যাকাররা উদ্দেশ্যসাধনের জন‍্য টেলিগ্রাম এপিআইকে কাজে লাগাচ্ছে। টেলিগ্রাম এপিআই হল একটি প্রক্রিয়া যার সাহায‍্যে ডেভেলপাররা বিভিন্ন কনটেন্ট তৈরি করে। হ‍্যাকাররা এই পদ্ধতিকে কাজে লাগিয়ে এমন উপায় অবলম্বন করে, যা ক্ষতিকারক ফাইলগুলিকে হার্মলেস ভিডিও ক্লিপ হিসাবে দেখায়।

আরও পড়ুন: আতঙ্কের ভোর! অল্পের জন‍্য প্রাণরক্ষা বাঙালি দম্পতির, শিউরে ওঠা অভিজ্ঞতা জানালেন হাওড়া-মুম্বই মেলের ২ যাত্রী

লুকাস স্টেফানকো, ESET-এর এক গবেষক, গোপনে অনলাইন ফোরামে এই কার্যকলাপ তদন্ত করার সময় এক্সপ্লয়েটের আবিষ্কার করেছেন। তিনি সেলারদের পর্যবেক্ষণ করেছেন যে, কীভাবে টেলিগ্রাম চ্যানেল এবং ব্যক্তিগত চ্যাটে “ইভিলভিডিও” ব্যবহার করা যেতে পারে।

টেস্টিং নিশ্চিত করেছে যে, এই এক্সপ্লয়েট টেলিগ্রামের পুরনো সংস্করণগুলিতে কাজ করেছে, সম্ভাব্য ভাবে আক্রমণকারীদের ম্যালওয়্যার ইনস্টল করতে বা ব্যবহারকারীর ডেটা চুরি করার অনুমতি দেয় এই এক্সপ্লয়েটিভ উপাদানগুলি।

আরও পড়ুন: সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস‍্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

ESET তাৎক্ষণিক ভাবে ২৬ জুন, ২০২৪-এ টেলিগ্রামের দুর্বলতার কথা জানিয়েছিল। তবে, ৪ জুলাইয়ের পরে টেলিগ্রাম সমস্যাটি স্বীকার করে এবং সমাধানের জন্য কাজ শুরু করে। সৌভাগ্যবশত, একটি প্যাচ ভার্সন ১০.১৪.৫ সহ প্রকাশিত করা হয় এবং কার্যকর ভাবে “EvilVideo” এক্সপ্লয়েট বন্ধ হয়।

নিরাপত্তা বিশেষজ্ঞরা দৃঢ় ভাবে সমস্ত টেলিগ্রাম ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে যাঁরা অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন, তাঁদের অ্যাপ অবিলম্বে আপডেট করতে। ব্যবহারকারীরা সেটিংস > টেলিগ্রামে গিয়ে তাদের ভার্সন যাচাই করতে পারেন। যদি ভার্সন ১০.১৪.৫-এর কম হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপটি আপডেট করতে হবে।

আরও পড়ুন: A-র পর S, V-এর পাশে B…কিবোর্ডে ABCD পর পর লেখা থাকে না কেন বলুন তো? ‘উল্টোপাল্টা’ লেখার পেছনে আসল কারণ জেনে নিন

এই ঘটনাটি সর্বশেষ নিরাপত্তা-সহ অ্যাপগুলিকে আপডেট করার গুরুত্ব তুলে ধরে। নিয়মিত আপডেট করার মাধ্যমে, ব্যবহারকারীরা তাঁদের সাইবার আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে কমাতে পারেন।