Tag Archives: Toothpain

Toothache Home Remedies: রাতবিরেতে হঠাৎ যদি উঠল দাঁতের ব্যথা? রইল সহজ ঘরোয়া টোটকা, আরাম পেয়ে ঘুমিয়ে পড়বেন নিমেষে

কখনও রোদ আবার কখনও বৃষ্টি-এই খামখেয়ালী আবহাওয়ায় অনেকেই ভোগেন দাঁতের ব্যথায়৷ হাল্কা শিরশিরানি থেকে হাতু়ড়ি পেটানোর মতো অসহ্য কষ্ট-দাঁতের ব্যথার অসহ্য ভোগান্তি জানেন ভুক্তভোগী মাত্রই৷
কখনও রোদ আবার কখনও বৃষ্টি-এই খামখেয়ালী আবহাওয়ায় অনেকেই ভোগেন দাঁতের ব্যথায়৷ হাল্কা শিরশিরানি থেকে হাতু়ড়ি পেটানোর মতো অসহ্য কষ্ট-দাঁতের ব্যথার অসহ্য ভোগান্তি জানেন ভুক্তভোগী মাত্রই৷

 

দাঁতের ব্যথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন৷ তবে রাত বিরেতে দাঁতের ব্যথা শুরু হলে ট্রাই করতে পারেন কিছু ঘরোয়া টোটকা৷ বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর ডিম্পল জ্যাংড়া৷
দাঁতের ব্যথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন৷ তবে রাত বিরেতে দাঁতের ব্যথা শুরু হলে ট্রাই করতে পারেন কিছু ঘরোয়া টোটকা৷ বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর ডিম্পল জ্যাংড়া৷

 

দীর্ঘ দিন ধরে দাঁতের ব্যথা কমাতে ব্যবহৃত হচ্ছে লবঙ্গতেল৷ লবঙ্গর ইউজেনল প্রাকৃতিকভাবে ব্যথা কমায়৷ এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফোলাভাব কমিয়ে অসহ্য যন্ত্রণায় আরাম দেয়৷
দীর্ঘ দিন ধরে দাঁতের ব্যথা কমাতে ব্যবহৃত হচ্ছে লবঙ্গতেল৷ লবঙ্গর ইউজেনল প্রাকৃতিকভাবে ব্যথা কমায়৷ এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফোলাভাব কমিয়ে অসহ্য যন্ত্রণায় আরাম দেয়৷

 

ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে কুলকুচি ও গার্গল করুন৷ এতে মাড়ির ফোলাভাব কমে যায়৷ জীবাণু দুর্বল হয়ে পড়ে৷ দাঁতের যন্ত্রণাও কমে আসে৷
ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে কুলকুচি ও গার্গল করুন৷ এতে মাড়ির ফোলাভাব কমে যায়৷ জীবাণু দুর্বল হয়ে পড়ে৷ দাঁতের যন্ত্রণাও কমে আসে৷

 

খোসা ছাড়িয়ে রসুনের কোয়া থেতো করে নিন৷ তার পর সেটা লাগিয়ে রাখুন দাঁতের ক্ষতস্থানে৷ রসুনের অ্যালিসিনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ৷ রসুনের গুণে কমে যায় দাঁতের ব্যথা৷ রসুনের সঙ্গে মেশাতে পারেন লবঙ্গর রসও৷
খোসা ছাড়িয়ে রসুনের কোয়া থেতো করে নিন৷ তার পর সেটা লাগিয়ে রাখুন দাঁতের ক্ষতস্থানে৷ রসুনের অ্যালিসিনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ৷ রসুনের গুণে কমে যায় দাঁতের ব্যথা৷ রসুনের সঙ্গে মেশাতে পারেন লবঙ্গর রসও৷

 

দিতে পারেন গরম ঠান্ডা সেঁকও৷ আপনার দাঁতে যেটা সহ্য হচ্ছে, সেটাই দেবেন৷ কয়েকটা বরফ জড়িয়ে নিন তোয়ালেতে৷ যেদিকের দাঁতে ব্যথা, সেদিকের গালে ধরে থাকুন৷ ঠান্ডা সহ্য না হলে দিন গরম সেঁক৷ আরাম পাবেন৷
দিতে পারেন গরম ঠান্ডা সেঁকও৷ আপনার দাঁতে যেটা সহ্য হচ্ছে, সেটাই দেবেন৷ কয়েকটা বরফ জড়িয়ে নিন তোয়ালেতে৷ যেদিকের দাঁতে ব্যথা, সেদিকের গালে ধরে থাকুন৷ ঠান্ডা সহ্য না হলে দিন গরম সেঁক৷ আরাম পাবেন৷

 

পুদিনার রস, পেয়ারাপাতার রস, পেঁয়াজের রস, হলুদ বা হিং-এর পুলটিশও দিতে পারেন দাঁতের ব্যথার স্থানে৷
পুদিনার রস, পেয়ারাপাতার রস, পেঁয়াজের রস, হলুদ বা হিং-এর পুলটিশও দিতে পারেন দাঁতের ব্যথার স্থানে৷