Tag Archives: Trump India Tour

আসছেন ট্রাম্প, তার আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের গেট !

#আহমেদাবাদ: সোমবারেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে গোটা আহমেদাবাদ ৷ কিন্তু তার আগেই ঘটল বিপত্তি ৷ ট্রাম্প ভারতে আসার ২৪ ঘণ্টা আগে ভেঙে পড়ল মোতেয়ার স্টেডিয়ামের ২টি অস্থায়ী গেট ৷ এই গেট দিয়েই ঢোকার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷ গেট ভেঙে পড়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

ট্রাম্পের ভারত সফরের জন্যই নতুন করে সাজানো হয়েছে এই স্টেডিয়াম ৷ ২৪ ফেব্রুয়ারি এই স্টেডিয়ামেই ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের উদ্বোধনও হবে তাঁর হাতে। প্রায় এক লক্ষ দশ হাজার দর্শকাসন বিশিষ্ট মোতেরা স্টেডিয়াম সাক্ষী থাকবে ঐতিহাসিক মুহূর্তের। কিন্তু তার আগে এই বিপত্তিতে রীতিমতো নড়ে বসেছে প্রশাসন ৷

দেখে নিন সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া গেট ভাঙার ভিডিও—

মোদির রাজ্যে পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, রাজকীয় মোতেরা হারিয়ে দেবে মেলবোর্নকেও

#আহমেদাবাদ: ট্রাম্প আসছেন৷ মার্কিন প্রেসিডেন্ট এই সফরকালেই উদ্বোধন করবেন নতুন করে সাজিয়ে তোলা মোতেরা স্টেডিয়াম৷ গুজরাটেই এই অতিপরিচিত স্টেডিয়ামের ভোল পাল্টে ফেলেছে প্রশাসন৷ আহমেদাবাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের সফরের জন্য খরচ হচ্ছে আনুমানিক ৮০ কোটি টাকা৷ ট্রাম্পের সফরকালে তাঁর নিরাপত্তার জন্য থাকবেন প্রায় ১২০০০ পুলিশকর্মী৷

এবার আসা যাক স্টেডিয়ামের কথায়, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, মোতেরা স্টেডিয়ামের আশেপাশের রাস্তা তৈরি করতে প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়েছে৷ প্রায় আটটি রাস্তা, ২০ কিলোমিটার জুড়ে নতুন করে তৈরি করা হয়েছে৷ এই রাস্তাগুলি আহমেদাবাদ থেকে স্টেডিয়াম পর্যন্ত আসছে৷

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানিয়েছেন, ট্রাম্পের হাতে মোতেরা স্টেডিয়ামের উদ্বোধনের যে অনুষ্ঠান, তাতে খরচ হবে প্রায় প্রায় ১ কোটি টাকা৷ এছাড়া, স্টেডিয়ামকে সাজিয়ে তুলতে খরচ হবে প্রায় ৬ কোটি টাকা৷ স্টেডিয়ামে আসন সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে প্রায় ১ লক্ষ ১০ হাজার৷ এত বড় স্টেডিয়াম বিশ্বে আর কোথাও নেই৷