Tag Archives: Donald Trump

World War 3: ‘বিশ্বযুদ্ধের দিকে নিয়ে গেলেন’! আসরে ট্রাম্প, ইরান-ইজরায়েল ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগল বলে?

ইজরায়েল: ইরানের হামলার মুখে ইজরায়েল। ইতিমধ্যেই ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইরান। পাল্টা ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকাও। ইরানকে পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বাইডেনের সমালোচনা করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তিনি (বাইডেন) জানেন না তিনি কী করছেন। তিনি দেশকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারেন। তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারেন।’

ট্রাম্প বাইডেনকে ‘বেশ করুণ’ বলে খোঁচাও দেন। তিনি বলেন, ‘আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি দুটি বাক্য একসঙ্গে বলতে পারেন না! যিনি মঞ্চ থেকে সিঁড়ি খুঁজে পান না, যিনি জানেন না তিনি কী করছেন!’ ট্রাম্প আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট হলে তারা (ইরান) ইজরায়েলকে আক্রমণ করত না। আমি থাকতে তারা কখনই তা করেনি। কারণ ইরান আক্রমণ করার মতো অবস্থানে ছিল না। তাদের কাছে কোনও টাকা ছিল না। তারা ভেঙে পড়েছিল।’ ট্রাম্পের সংযোজন, ‘ইজরায়েলের সঙ্গে যা চলছে, তা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে।’

আরও পড়ুন: ইরানের একের পর এক আঘাত, ইজরায়েলের বাজি আয়রন ডোম! কী এই তুরুপের তাস? কী হয় এতে?

প্রসঙ্গত, একদিকে জটিল রূপ নিয়েছে ইজরায়েল-হামাসের যুদ্ধ। হামাসকে শেষ করতে ইজরায়েল যেভাবে গাজা ও প্যালেস্তাইনের উপরে হামলা চালিয়েছে, তার রেশ পড়শি ইরানের উপরেও পড়েছে। সম্প্রতিই সিরিয়ায় ইরানের দামাস্কাসের দূতাবাসে হামলার পরই চরম বার্তা দিয়েছিল ইরান। যে কোনও সময়েই তারা ইজরায়েলের উপরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এই “যুদ্ধ লাগবে” পরিস্থিতির মাঝেই আবার গাজায় হামলা ইজরায়েলের। শুক্রবার রাতে ফের গাজা স্ট্রিপে লাগাতার গোলাবর্ষণ করে ইজরায়েল। নেতানিয়াহুর এই পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতিতে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করাই হচ্ছিল। সেই অপেক্ষা শেষ করে এবার আসরে নামল ইরান।

আরও পড়ুন: ভয়ঙ্কর এই দৃশ্য! ইজরায়েলকে নিশানা করে ইরানের ভয়াবহ হামলা, ভিডিও দেখে চমকে উঠছে বিশ্ব

গত কয়েকদিন ধরেই ইরান এবং ইজরায়েলের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হামলা না করার জন্য সতর্কবাণী দিয়েছিল। সারা বিশ্ব এটি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই ইস্যুতে কিছুদিন ধরেই গোটা বিশ্বে উত্তপ্ত অবস্থা ছিল। বিশেষ করে গাজায় ইজরায়েলের হামলার প্রেক্ষাপটে উত্তেজনা তৈরি হয়েছিল। তারও আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পৃথিবীতে একটি যুদ্ধাবস্থা তৈরি করে ফেলেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমর্থন ইজরায়েলের প্রতি ছিল তা এখন আগের চেয়ে নমনীয় হয়ে উঠেছে। এবার ইরান এবং ইজরায়েল ইস্যুতেও পুরো বিশ্ব বিভক্ত হয়ে পড়েছে।

ইতোমধ্যে উত্তর কোরিয়া যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ার দামেস্কাসে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইজরায়েলি হামলার প্রেক্ষাপটে সারা বিশ্বে একটি যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। আর এরকম প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে, তা হল একটি বিশ্বযুদ্ধ কি আসন্ন হয়ে উঠেছে?

ভারত-মার্কিন বন্ধুত্ব আরও শক্তিশালী, ট্রাম্পকে ট্যুইটারে ধন্যবাদ জানালেন মোদি

#নয়াদিল্লি: ভারতে ভেন্টিলেটর দান করবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শনিবার সকালেই ট্যুইটারে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্পকে এ বার ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, এই অতিমারির পরিস্থিতিতে সব দেশকে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে৷

ট্যুইটারে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই অতিমারির বিরুদ্ধে একসঙ্গেই লড়তে হবে৷ বিশ্বের স্বাস্থ্য ফেরাতে ও COVID19 মুক্ত করতে প্রতিটি দেশের হাতেহাত মিলিয়ে কাজ করতে হবে৷’

করোনা মোকাবিলায় ভারতকে বিনামূল্যে ভেন্টিলেটর দেবে আমেরিকা, ট্যুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ট্যুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা আমাদের বন্ধু ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারির সময় আমরা ভারত এবং নরেন্দ্র মোদির পাশে রয়েছি। প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও আমরা একে অপরকে সহযোগিতা করছি। একসঙ্গে আমরা এই অদৃশ্য শত্রুকে ধ্বংস করব।’

এর আগে করোনা মোকাবিলায় প্রচুর পরিমাণে হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকায় পাঠিয়েছিল ভারত৷ এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকাও ৷

‘হিংসা বন্ধ হোক !’ ট্রাম্পের জন্য গান গাইলেন এ আর রহমান

#চেন্নাই: গতকালই ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আহমেদাবাদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় সংস্কৃতির সঙ্গে ট্রাম্পকে পরিচয় করানোর জন্য বিমানবন্দর থেকেই শুরু হয়েছিল বিশেষ বিনোদনের ব্যবস্থা ৷ এমনকী, ট্রাম্পকে স্বাগত জানাতে মোতারেন স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এ আর রহমানও৷

তবে এবার ট্রাম্পকে অন্যভাবে স্বাগত জানালেন রহমান ৷ বাঁধলেন এক গান ৷ যে গানে উঠে এল ‘অহিংসা’র কথা ৷

তবে এই গান নতুন নয় ৷ ২০১৯ সালে একটি লাইভ কনসার্টের জন্যই রহমান তৈরি করেছিলেন এই গান ৷ সোমবার এই গান তিনি উৎস্বর্গ করলেন ট্রাম্পকে ৷ ট্যুইট করলেন সেই গান ৷

দেখুন রহমানের সেই ট্যুইট—-

মোদির রাজ্যে পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, রাজকীয় মোতেরা হারিয়ে দেবে মেলবোর্নকেও

#আহমেদাবাদ: ট্রাম্প আসছেন৷ মার্কিন প্রেসিডেন্ট এই সফরকালেই উদ্বোধন করবেন নতুন করে সাজিয়ে তোলা মোতেরা স্টেডিয়াম৷ গুজরাটেই এই অতিপরিচিত স্টেডিয়ামের ভোল পাল্টে ফেলেছে প্রশাসন৷ আহমেদাবাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের সফরের জন্য খরচ হচ্ছে আনুমানিক ৮০ কোটি টাকা৷ ট্রাম্পের সফরকালে তাঁর নিরাপত্তার জন্য থাকবেন প্রায় ১২০০০ পুলিশকর্মী৷

এবার আসা যাক স্টেডিয়ামের কথায়, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, মোতেরা স্টেডিয়ামের আশেপাশের রাস্তা তৈরি করতে প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়েছে৷ প্রায় আটটি রাস্তা, ২০ কিলোমিটার জুড়ে নতুন করে তৈরি করা হয়েছে৷ এই রাস্তাগুলি আহমেদাবাদ থেকে স্টেডিয়াম পর্যন্ত আসছে৷

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানিয়েছেন, ট্রাম্পের হাতে মোতেরা স্টেডিয়ামের উদ্বোধনের যে অনুষ্ঠান, তাতে খরচ হবে প্রায় প্রায় ১ কোটি টাকা৷ এছাড়া, স্টেডিয়ামকে সাজিয়ে তুলতে খরচ হবে প্রায় ৬ কোটি টাকা৷ স্টেডিয়ামে আসন সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে প্রায় ১ লক্ষ ১০ হাজার৷ এত বড় স্টেডিয়াম বিশ্বে আর কোথাও নেই৷