Tag Archives: TTE

TTE Duties in Indian Rail: শুধু টিকিট দেখা নয়, ট্রেনে টিকিট পরীক্ষকের উপরে থাকে অনেক দায়িত্ব! কী বলছে রেলের নিয়ম?

দূরপাল্লার ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই টিকিট দেখার জন্য হাজির হয়ে যান টিকিট পরীক্ষক অথবা টিটিই৷ কিন্তু অনেকেই জানেন না, টিকিট পরীক্ষা করা ছাড়াও টিকিট পরীক্ষকের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে৷
দূরপাল্লার ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই টিকিট দেখার জন্য হাজির হয়ে যান টিকিট পরীক্ষক অথবা টিটিই৷ কিন্তু অনেকেই জানেন না, টিকিট পরীক্ষা করা ছাড়াও টিকিট পরীক্ষকের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে৷
রেলের ম্যানুয়াল অনুযায়ী, ট্রেনে ওঠার পর ট্রেনের দরজা ঠিক মতো বন্ধ আছে কি না তা দেখার দায়িত্ব টিকিট পরীক্ষকের৷
রেলের ম্যানুয়াল অনুযায়ী, ট্রেনে ওঠার পর ট্রেনের দরজা ঠিক মতো বন্ধ আছে কি না তা দেখার দায়িত্ব টিকিট পরীক্ষকের৷
স্টেশন এলে প্ল্যাটফর্ম যেদিকে পড়ছে, সেই দিকের দরজাই যাতে খোলা হয় তা দেখার দায়িত্বও টিকিট উপরেই পড়ে৷ যাতে উল্টো দিক থেকে কোনও যাত্রী ট্রেনে না উঠতে পারেন৷
স্টেশন এলে প্ল্যাটফর্ম যেদিকে পড়ছে, সেই দিকের দরজাই যাতে খোলা হয় তা দেখার দায়িত্বও টিকিট উপরেই পড়ে৷ যাতে উল্টো দিক থেকে কোনও যাত্রী ট্রেনে না উঠতে পারেন৷
আবার ট্রেন স্টেশন ছাড়ার পরে ট্রেনের দরজা বন্ধ করার দায়িত্বও টিকিট পরীক্ষকের উপরেই পড়ে৷
আবার ট্রেন স্টেশন ছাড়ার পরে ট্রেনের দরজা বন্ধ করার দায়িত্বও টিকিট পরীক্ষকের উপরেই পড়ে৷
আবার কোনও যাত্রী যদি চলন্ত ট্রেনের দরজার কাছে বসে থাকেন অথবা ঝুলে থাকেন, তাহলে সেই যাত্রীকে ট্রেনের ভিতরে ঢুকিয়ে আনার দায়িত্বও টিকিট পরীক্ষকের৷
কোনও যাত্রী যদি চলন্ত ট্রেনের দরজার কাছে বসে থাকেন অথবা ঝুলে থাকেন, তাহলে সেই যাত্রীকে ট্রেনের ভিতরে ঢুকিয়ে আনার দায়িত্বও টিকিট পরীক্ষকের৷
আবার কোনও যাত্রী যদি চলন্ত ট্রেনের দরজার কাছে বসে থাকেন অথবা ঝুলে থাকেন, তাহলে সেই যাত্রীকে ট্রেনের ভিতরে ঢুকিয়ে আনার দায়িত্বও টিকিট পরীক্ষকের৷
স্লিপার কামরার দায়িত্বে যে টিকিট পরীক্ষকরা থাকেন, তাহলে ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে টিকিট পরীক্ষককে স্টেশনে পৌঁছতে হয়৷ নির্দিষ্ট পোশাক এবং ব্যাজও পরে থাকতে হয় টিটিই-কে৷
টিকিট পরীক্ষক যদি স্টেশন সংক্রান্ত কোনও তথ্য যাত্রীকে দিতে না চান, তাহলে ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন৷
টিকিট পরীক্ষক যদি স্টেশন সংক্রান্ত কোনও তথ্য যাত্রীকে দিতে না চান, তাহলে ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন৷
টিকিট পরীক্ষকের বিরুদ্ধে এসএমএস-এর মাধ্যমে অভিযোগ জানানো যাবে ৯৭১৭৬৮০৯৮২ নম্বরে৷ এ ছাড়াও @RailMinIndia পেজে ট্যাগ করেও অভিযোগ জানানো যায়৷
টিকিট পরীক্ষকের বিরুদ্ধে এসএমএস-এর মাধ্যমে অভিযোগ জানানো যাবে ৯৭১৭৬৮০৯৮২ নম্বরে৷ এ ছাড়াও @RailMinIndia পেজে ট্যাগ করেও অভিযোগ জানানো যায়৷

Indian Railways: চলন্ত ট্রেনের বন্ধ বাথরুমে রমরমিয়ে চলছিল ‘এই কাণ্ড’! TTE দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, যা হল তারপর…

নর্থ সেন্ট্রাল রেলওয়ের ঝাঁসি ডিভিশন দিয়ে যাওয়া ট্রেনে যাত্রীদের টিকিট চেক করছিলেন TTE৷ তখনই তিনি লক্ষ্য করেন যে বন্ধ বাথরুম থেকে দুর্গন্ধ আসছে। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন তিনি৷ অনেকক্ষণ গেট না খোলায় টিটিই দরজায় ধাক্কা দেন। কয়েকবার ধাক্কা দেওয়ার পর খোলে দরজা৷ কিন্তু বাথরুমের ভিতরে একী হচ্ছে? ভিতরের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হন TTE। সঙ্গে সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে শুধু একটি কোচে নয়, এমন ঘটনা ঘটেছে অনেক কোচেই। ব্যাপারটা কি জানেন?
নর্থ সেন্ট্রাল রেলওয়ের ঝাঁসি ডিভিশন দিয়ে যাওয়া ট্রেনে যাত্রীদের টিকিট চেক করছিলেন TTE৷ তখনই তিনি লক্ষ্য করেন যে বন্ধ বাথরুম থেকে দুর্গন্ধ আসছে। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন তিনি৷ অনেকক্ষণ গেট না খোলায় টিটিই দরজায় ধাক্কা দেন। কয়েকবার ধাক্কা দেওয়ার পর খোলে দরজা৷ কিন্তু বাথরুমের ভিতরে একী হচ্ছে? ভিতরের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হন TTE। সঙ্গে সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে শুধু একটি কোচে নয়, এমন ঘটনা ঘটেছে অনেক কোচেই। ব্যাপারটা কি জানেন?
একে গরম, তার উপর মারাত্মক ভিড়৷ এরই মধ্যে ট্রেনের কামড়ায় পরীক্ষা চালাচ্ছিলেন টিকিট চেকার৷ এই চেকিং-এর ফলে ট্রেনে অনিয়মিত যাত্রীর সংখ্যা কমছে এবং রেলের আয়ও বাড়ছে। গত এক মাসে ৫৩ হাজার যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩.৫২ কোটি টাকা।
একে গরম, তার উপর মারাত্মক ভিড়৷ এরই মধ্যে ট্রেনের কামড়ায় পরীক্ষা চালাচ্ছিলেন টিকিট চেকার৷ এই চেকিং-এর ফলে ট্রেনে অনিয়মিত যাত্রীর সংখ্যা কমছে এবং রেলের আয়ও বাড়ছে। গত এক মাসে ৫৩ হাজার যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩.৫২ কোটি টাকা।
এপ্রিল মাসে, আগ্রা সেকশনে, পোক্ত কারণ ছাড়াই অ্যালার্ম চেইন টানায় ২৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ১৪৮২০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। যেটিতে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ৮৬ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ০৯ জন, মথুরা জংশনে ১১৮জন, কোসিকালান স্টেশনে ১২জন এবং ধোলপুর স্টেশনে ০৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং জরিমানা আদায় করা হয়েছিল। এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে৷ বাথরুমে স্মোকিং চলছিল, ফলে এক্ষেত্রেও মোটা টাকা জরিমানা করা হয়৷
এপ্রিল মাসে, আগ্রা সেকশনে, পোক্ত কারণ ছাড়াই অ্যালার্ম চেইন টানায় ২৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ১৪৮২০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। যেটিতে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ৮৬ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ০৯ জন, মথুরা জংশনে ১১৮জন, কোসিকালান স্টেশনে ১২জন এবং ধোলপুর স্টেশনে ০৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং জরিমানা আদায় করা হয়েছিল। এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে৷ বাথরুমে স্মোকিং চলছিল, ফলে এক্ষেত্রেও মোটা টাকা জরিমানা করা হয়৷
কী কী অভিযোগে যাত্রীদের জরিমানা করা হচ্ছে? প্রধান কারণ ধূমপান সঙ্গে অনিয়মিতভাবে ভ্রমণ, ময়লা ফেলার অভিযোগও উঠে এসেছে৷ রেলওয়ের জানিয়েছে, ট্রেনের অনেক যাত্রী সিট বা বার্থে ধূমপান করেন না বাথরুমে গিয়ে সিগারেট খান। চেকিং টিম বাথরুমের আশেপাশে সিগারেট বা বিড়ির ধোঁয়ার গন্ধ পেলে তারা দরজায় টোকা দেয়। এমন অবস্থায় সিগারেট বা বিড়ি নিভিয়েও দরজা খুললে ভিতরে ধোঁয়া দেখা যায়।
কী কী অভিযোগে যাত্রীদের জরিমানা করা হচ্ছে? প্রধান কারণ ধূমপান সঙ্গে অনিয়মিতভাবে ভ্রমণ, ময়লা ফেলার অভিযোগও উঠে এসেছে৷ রেলওয়ের জানিয়েছে, ট্রেনের অনেক যাত্রী সিট বা বার্থে ধূমপান করেন না বাথরুমে গিয়ে সিগারেট খান। চেকিং টিম বাথরুমের আশেপাশে সিগারেট বা বিড়ির ধোঁয়ার গন্ধ পেলে তারা দরজায় টোকা দেয়। এমন অবস্থায় সিগারেট বা বিড়ি নিভিয়েও দরজা খুললে ভিতরে ধোঁয়া দেখা যায়।
এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় রেল। ৫৩ হাজার যাত্রীর মধ্যে ধূমপান ও গুটখা সেবন করে ট্রেনের কামড়া নোংরা করার অভিযোগ উঠেছে৷
এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় রেল। ৫৩ হাজার যাত্রীর মধ্যে ধূমপান ও গুটখা সেবন করে ট্রেনের কামড়া নোংরা করার অভিযোগ উঠেছে৷