Tag Archives: Turkey and Syria Earthquake

Turkey Earthquake Viral Video: ১২৮ ঘণ্টা পর ধ্বংস্তূপের নীচে থেকে উদ্ধার, স্নান করে প্রাণ ভরে খাবার খেল ছোট্ট প্রাণ! ভাইরাল ভিডিও

হাতায়: তুরস্কের ভূমিকম্পের উদ্ধারকার্যের ছবি ও ভিডিওতে আপাতত এই শিশু নজর কেড়েছে। দু’মাসের এক শিশু তীব্র ভূমিকম্পের পর প্রায় ১২৮ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিল। কিন্তু প্রাণে হারেনি সে। গতকালই সেই শিশুর উদ্ধারের পরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তুরস্কের এমন ভয়াবহ ভূমিকম্পের পর রহস্যময় এই দু’মাসের শিশুর ছবিতেই দেখা গিয়েছিল গোটা মুখে ধুলো মেখে রয়েছে তার।

অবশেষে শনিবার উদ্ধারের পর তাকে স্নান করিয়ে খাওয়ানো হয়েছে। এবং তাতে সে যেন নবজীবন পেয়েছে। যদিও মারণ কম্পনের পরও প্রাণের হাত ছাড়েনি সে। সোশ্যাল মিডিয়ায় তার হাসি মুখের ভিডিও শেয়ার করেছেন অনেকেই। তাকে নায়ক বলে সম্বোধন করা হয়েছে নেটপাড়ায়। স্নান করিয়ে মনপসন্দ খাবার পেয়ে বেশ উজ্জীবিত হয়েছে ছোট্ট প্রাণ। ভিডিওতে তা-ও স্পষ্ট।

আরও পড়ুন: ‘রাখে হরি, মারে কে’, ধ্বংসস্তূপের নীচে বেঁচে ১২৮ ঘণ্টা, তুরস্কে মিলল রহস্যময় শিশু! তোলপাড় বিশ্ব

এখনও পর্যন্ত অন্তত ৩০ হাজার মানুষের মৃত্যু ও প্রায় ৬ হাজার বহুতল ভেঙে গিয়েছে। একের পর এক ভূমিকম্পের ফলে তুরস্কের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেখানকার ছবি ও ভিডিও দেখলে শিউরে উঠছেন বিশ্ববাসী। গত সোমবার রিখটার স্কেলে ৭.৮ কম্পনমাত্রায় কেঁপে উঠেছিল তুরস্ক। তার পর একাধিক বার আফটার শক। ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক দেহ উদ্ধার চলছে গত কয়েকদিন ধরে। তারই মধ্যে কখনও মিলছে প্রাণের স্পন্দন।

আরও পড়ুন: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন

সোমবার ভোররাতে বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ প্রদেশ। কম্পনের কেন্দ্র ছিল দক্ষিণ পূর্ব তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারকিক জেলায়। প্রথম কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৮। তার পরেই আফটার শকে ৭.৭ মাত্রায় কেঁপে ওঠে তুরস্ক। তুরস্কের ডিজাস্ট্যার ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে ৬ হাজারের বেশি বহুতল গুঁড়িয়ে গিয়েছে। আশঙ্কা, মত্যু হয়েছে ৫০ হাজার মানুষের। হিমশীতল আবহাওয়ায় বিঘ্নিত হচ্ছে উদ্ধারপর্ব। বিপর্যস্ত তুরস্কের পাশে প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।

Turkey Earthquake : ধ্বংসস্তূপের নীচে রয়ে গেল কিশোরী মেয়ে, হতভাগ্য বাবার কাছে আজ শুধুই তার প্রাণহীন হাতের ছোঁয়া

প্রায় সর্বত্রই মৃত্যুর শূন্যতা, ধ্বংসের হাহাকার। কোথাও হয়তো উঁকি দিয়ে গিয়েছে জীবনের অলৌকিক অস্তিত্ব। তুরস্কে ভূমিকম্পের ধ্বংসলীলার ছবি আজ ভাইরাল সামাজিক মাধ্যমে। ঘুরছে বহু ভিডিও এবং শূন্যতার ছবি। তুরস্কের কাহরামানমারাস প্রদেশের একটি ছবিতে ধরা পড়েছে প্রকৃতির কাছে অসহায় মানুষের নিষ্ফল হতাশা ও ক্রোধ। মর্মস্পর্শী সেই ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আছে কিশোরীর নিস্পন্দ হাত। তার শরীরের বাকি অংশ চাপা পড়েছে ভাঙা ইট ও কংক্রিটের চাঙড়ের নীচে। সেই নিথর, প্রাণহীন হাত ধরে ধ্বংসস্তূপের পাশে বসে আছেন হতভাগ্য বাবা।

ভাইরাল হয়ে যাওয়া এই ছবিতে যে তুরস্কবাসীকে দেখা যাচ্ছে, জানা গিয়েছে তাঁর নাম। তিনি মাসুদ হানসের। ভূমিকম্পে হারিয়েছেন ১৫ বছরের মেয়ে ইরমাককে। যে অ্যাপার্টমেন্টে তাঁরা থাকতেন, সেটাই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সব হারানো মাসুদের কাছে এখন ওই প্রাণহীন হাতের স্পর্শ ছাড়া আর কিছুই নেই। সারা বিশ্ব জুড়ে ছবিটি শেয়ার করেছেন নেটিজেনরা। যে কোনও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে জড়িয়ে যায় কিছু ছবি। তুরস্কের ভূমিকম্পেরও সমার্থক হয়ে গিয়েছে সন্তানহারা মাসুদের অসহায় ক্রোধ ও ক্ষোভ।

আরও পড়ুন :  তিন বোন বিয়ে করবেন একজনকেই, আপাতত চলছে সহবাস

 

সোমবার ভোররাতে বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ প্রদেশ। কম্পনের কেন্দ্র ছিল দক্ষিণ পূর্ব তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারকিক জেলায়। প্রথম কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৮। তার পরেই আফটার শকে ৭.৭ মাত্রায় কেঁপে ওঠে তুরস্ক। তুরস্কের ডিজাস্ট্যার ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে ৬ হাজারের বেশি বহুতল গুঁড়িয়ে গিয়েছে। আশঙ্কা, মত্যু হয়েছে ৫০ হাজার মানুষের। হিমশীতল আবহাওয়ায় বিঘ্নিত হচ্ছে উদ্ধারপর্ব। বিপর্যস্ত তুরস্কের পাশে প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।